বিভাব নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

বিভাব  নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান
বিভাব নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

বিভাব  নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

1.  ” শম্ভু মিত্রের বহুরূপী নাট্য গোষ্ঠির প্রতিষ্ঠা হয়েছিল

=১৯৪৮ খ্রিস্টাব্দে

2.’বহুরূপী’প্রযোজিত প্রথম নাটক

= উলখাগড়া

3.”বহুরূপী”নাট্য গোষ্ঠী গড়ে তোলার মূল পৃষ্ঠপোষক ছিলেন কে?

= মনোরঞ্জন ভট্টাচার্য

4.শম্ভু মিত্রের ‘বিভাব ‘নাটকটি রচিত হয় কত খ্রিস্টাব্দে?

=১৯৫১

5. ‘বিভাগ ‘নাটকটি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে?

=১৯৫১

আরও পড়ুনঃ কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

6.’বিভাব’নাটকটি হল একটি

=একাঙ্কিকা

7.’বিভাব ‘নাটক টির প্রধান চরিত্র

=তিন

8.শম্ভু মিত্র,অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সদস্য ছিলেন

=বহুরূপী

9.’বিভাব’নাটকে ‘বৌদি ‘হলেন

=তৃপ্তি মিত্র

10.”পর্দা খুলে দেখা যায়”….।

=মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

আরও পড়ুনঃ ভারতবর্ষ । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন MCQ প্রশ্নোত্তর

11.”বিভাব নামকরণের ভিত্তি”…-

=পুরোন নাট্যসাস্ত্র

12.”আমাদের মনে হয়না এমন করা উচিৎ….”

=অভাব নাটক

13.আমার মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব নাটক’।”

কারণ

=এ নাটক এর জন্ম দুরন্ত নাটক থেকে

14.সরকারের পেয়াদা কিসের লক্ষে নাট্য দলের কাছে আসা?

=খাজনা আদায় করতে

15.’বিভাব’নাটকটি কোন বিশেষ অভিনয় রীতির জন্য বিশিষ্ট?

=নাট্য চরিত্রের দেহভঙ্গির ব্যাবহার

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

16.”তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বের করেছি।”-এই প্যাঁচ হল

=ভঙ্গিনির্ভর নতুন নাট্যরিতি প্রয়োগ

17.“এক পুরনো— নাটক দেখি লেখা আছে…।—

= বাংলা

18. “এক পুরনো বাংলা নাটক কে দেখি লেখা আছে…।”— কি?

= রাজা রথারণম নাটয়তি

19. “রাজা রথারণম নাটয়তি ।”—এর অর্থ—

= রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন

20.“তমে  ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি।”— একথা রাজা বলেছিলেন—

= দূতকে 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

21.“তবে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি।”— এটি কোন ভাষা?

= অসমিয়া 

22.একটি ছড়িকে দু-পায়ের মধ্যে ধরে ঘোড়ায় চড়া বোঝানো হয় কোথায়?

= ছৌ নিত্য

23. শম্ভু মিত্র ‘বিভাব’ নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল—

= মারাঠি তামাশা

24 “…অনেক কাকুতি মিনতি করল”— কে কার কাছে কাকুতি-মিনতি করেছিল?

=  চাষী জমিদারের কাছে

25 “এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল‚ ”— এরপর কি সেজেছিল?

= পুরুত

আরও পড়ুনঃ রূপনারায়নের কূলে । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

26.“এ শহরের সব কত কত  ইংরেজি জানা লোক ”— তারা যা করে—

= বিলিতি বায়োস্কোপ’ দেখে

27.” উনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম।”- সাহেবের নাম-

= আইজেনস্টাইন

28. “এমন সময় হঠাৎ একটা সাহেবের লেখা পড়লাম ।”সাহেব জাতিতে কি ছিলেন-

=রাশিয়ান

29. শম্ভু মিত্রের’ বিভাব ‘নাটকের উল্লেখিত ‘কাবুকি ‘কোন দেশের থিয়েটার-

=জাপান

30. বিভাব নাটকের অনুপ্রেরণা হলো-

=জাপানি কাবুকি থিয়েটার

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

31. …’এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল”…. এই জাপানি থিয়েটার ছিল-

=কাবুকি

32. “..অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গম থেকে বেরিয়ে যাচ্ছেন “…আর বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে-

=একজন নাইটের

33….’ ঠিক পেছনে দুজন লোক একটা মস্ত দৌড়াতে করে দাঁড়িয়ে রইলো’  এই লোকেরা ছিল-

=শিফটার

34. “শিফটার ডে বড় দরজা রেখে দিয়ে এক অপেক্ষাকৃত ছোট দরজা ধরে দাঁড়াল”….. কখন ঘটনা ঘটলো-

=নাইট দু তিন পা এগোলো

35. “কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খাঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল “…এই মৃত্যু নাট্যকারের  ভাষায়-

=ইসথেটিক

আরও পড়ুনঃ শিকার । উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

36.”এই পড়ে বুকে ভরসা এলো”-ভরসার কারণ-

= সাহেবক একে সার্টিফিকেট দিয়েছে

37.’বিভাব নাটকটি অনুপ্রেরণা হল’-

=জাপানি কাবুকি

38.” কি করে যাব “? -বক্তারএকথা বলার কারণ ছিল-

=দরজা বন্ধ ছিল

39. অমর গাঙ্গুলীর বাড়িতে শম্ভু মিত্রের আসার কারণ কি ?

=হাসির নাটকের খোরাক জোগাড়ের উদ্দেশ্যে

40. “তাই নাকি দারুন বক্স অফিস”- বক্তা কে 

=শম্ভু

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

41. “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত”- এ কথা কে বলেছেন?

=বল্লভ ভাই প্যাটেল

42. “আমি জানালাটা খুলে দি”  যা গরম !  জানালা কোন দিকে অবস্থিত?

=দক্ষিণ

43. “এখন আপনি যা চাইবেন তাই পাবেন”- কার কাছে?

=বক্তার

44. “বাহ বেশ বাতাস আছে তো”।  বাতাস আসার কারণ?

=জানালা ছিল দক্ষিণ মুখে

45. অমর গাঙ্গুলী বৌদির কাছে চেয়েছেন?

=দু কাপ চা

আরও পড়ুনঃ অলৌকিক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

46. “ঠিক আছে ছেলে ফেলে দিন না -আবার দেবো”- কি ফেলে দিতে বলা হয়েছে-

=সিগারেট

47. বিভাব নাটকে যথার্থ হাসির জন্য প্রয়োজনীয় অন্যতম বিষয়টি হলো-

=পপুলার আপিল

48.”…চিন্তার ভঙ্গি করেন।”….এই ভঙ্গি ছিল

=গালে হাত দিয়ে

49. “তাই নাকি দারুন বক্স অফিস “-কিসের?

=হাসির নাটকের

50. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে।”.. বৌদি তৃপ্তি মিত্র সবচেয়ে পপুলার জিনিস বলেছেন সেটি হল-

=প্রেম

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

51. ‘বিভাব ‘নাটকের অমর গাঙ্গুলী কোথায় ‘লভ সিন ‘লেখার কথা বলেছে-

=বায়োস্কোপ

52. ..”লভ সিন করতে হলে প্রথমে কি দরকার ? এই উত্তর শম্ভু মিত্র বলেছিলেন-

=আকাশ তারা

53.বিভাব নাটকে লভ সিনের নায়ক ছিলেন

=শম্ভু

54.” হ্যাঁ, হ্যাঁ শম্ভুদা আপনি হন- কি হওয়ার কথা বলা হয়েছে-

=নায়ক চরিত্র

55. নাটকের তৈরি হওয়া প্রেমের দৃশ্য -নায়িকা ফিরছিল-

=কলেজ থেকে

আরও পড়ুনঃ মহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

56. বিভাব নাটকে ধাক্কা দেওয়ার প্রতিক্রিয়াতে তৃপ্তি মিত্র নায়ক শম্ভু মিত্র কে কি করেন?

= নায়ক এর গালে চড় মারেন

57. বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কি বেজেছিল?

=হারমোনিয়াম

58. বিভাব নাটকে রবীন্দ্রনাথের যে গানটি গাওয়া হয়েছিল সেটি হল –

=মালতীলতা দোলে

59.’ মালতী লতা দোলে’ গানটি গাওয়া হয়েছিল যেভাবে 

=ফিল্মি কায়দায়

60. “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় বক্তা কে” ?

 =শম্ভু

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

61. রবীন্দ্রনাথের গানের অনুমোদন দেয় বলে ‘বিভাব ‘নাটকের উল্লেখ্য আছে তারা হলো –

=বিশ্বভারতী

62. ‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম’ ।উক্তিটি করেছেন-

=বৌদি

63. “যাও যাও- এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল “-

=মালতী লতা দোলে

64.” আরে এর মাথায় খালি লভ সিন ঘোরে রে”… কার মাথায়?

=তৃপ্তি

65. “নায়ক আছে নায়িকা তো আছেই”।- এরপর বক্তা আর কার থাকার প্রয়োজনীয়তা কথা বলা হয়েছে?

=পুলিশ

আরও পড়ুনঃ আমি দেখি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

66.”এই দেখ ফ্যাসাদ….”-ফাসাদ হল

=নাটকে পুলিশের চরিত্রে প্রয়োজন

67. দ্বিতীয় লাভ সিনে অমর কি চরিত্রে অভিনয় করেছেন?

=পুলিশ

68. শম্ভু মিত্রের মত কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়? 

=32 ইঞ্চি

69.” আর তার নিচের দিত একটা রাস্তা আছে ?”-রাস্তার নাম ছিল –

=মনি সমাদ্দার লেন 

70.আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ –

= আত্মগোপনকারী রাজনৈতিক নেতা 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

71.”তোমাকে ধরবে না তো কাকে ধরবে কাকে ধরবে ‘..ব্যক্তিটি ধরা পড়বেন কারণ –

=তিনি আত্মগোপন করা রাজনৈতিক নেতা

72. “বহুরূপী তখন লাটে উঠবে”  কথাটি বলেছিলেন –

=শম্ভু মিত্র 

73.পথিক নাটকটি কার লেখা –

=অজিতেশ বন্দ্যোপাধ্যায় 

74.”তুলসী লাহিড়ীর নাটকটি থেকে বলি(ফিল্মি ঢঙে)আমি তো চললাম” –  তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি?

= নবান্ন 

75.আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে কোন নাটকটি উদ্ধৃতি?

=পথিক

আরও পড়ুনঃ ক্রন্দনরতা জননীর পাশে অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

76. “বহুরূপীতখন লাটে উঠবে” -বহুরূপী একটি-

= নাট্যগোষ্ঠী

77. “…হাসিতো পাবেই”- বক্তার একথা বলার কারণ

= নায়ক হিসেবে নির্বাচিত হওয়া

78. তাহলে আপনার হাসি জীবনে কোনদিন পাবে না”- একথা বলে 

=বক্তা স্টেজ থেকে চলে যান 

79.”মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম “-কথাটির অর্থ হলো

= অপ্রিয় সত্য বল না 

80.সংস্কৃতিতে অমর কত পেয়েছিলেন

 =তেরো 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

81.জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়?

= ঘরের মধ্যে 

82.হাসির খোরাক খুঁজতে রাস্তায় নেমে শম্ভু মিত্র যে দু’জন লোককে দেখেছিলেন তাদের একজনের হাতে ছিল বাসের ছবি অন্যজনের হাতে ছিল –

=মোটর আঁকা ছবি

83. বিভাব নাটক মঞ্চে বাস চলাচল পুজোতে বোঝাতে কি কৌশল ব্যবহার করা হয়েছিল?

 =একটা লোক বাসের ছবি নিয়ে মঞ্চে ঢোকে

84.হাত- রিকশার ছবি নিয়ে লোকটি চলে যাওয়ার পরে যে লোকটি এসেছিল তার হাতে ছিল-

 = ট্রাম এর ছবি 

85.” দেখছো ইংরেজ কোম্পানি কিনা যে কোম্পানির কথা বলা হয়েছে ” সেটি হল 

=ট্রাম কোম্পানি 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

86.”” সুতরাং চলো বাইরে বাইরে বেরোলে পাওয়া যাবে””- =হাসির খোরাক

87. “হঠাৎ পেছনদিকে শোভাযাত্রায় ক্ষীণ আওয়াজ শোনা যায় “-

=চাল চাই, কাপড় চাই

88. “..পুলিশের ছাড়বে না আর লোক দেখবে না।”- জা না দেখার কথা বলা হয়েছে-

= মিছিল নিয়ে নাটক লেখা 

89.”লাগল ঝঞ্ঝাট “…।এর কারণ –

=পুলিশ আসা 

90.”…কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে…”- হাতে কি হলো –

=পতাকা বা ফেস্টুন 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

91.শোভাযাত্রার লোকেরা কিসের জন্য দাবি জানিয়েছিলেন-

=চাল ও কাপড়

92. সার্জেন্ট শুধুমাত্র যা ছিল –

=ক্রস বেল 

93.”…পরস্পরের দিকে তাকাই”- যারা তাকিয়েছিল

= শোভা যাত্রীরা 

94. “তীব্র গলায় বলে উঠলো কে ?

=মিছিলের সামনের ছেলেটি

95. পুলিশের গুলিতে মঞ্চে যখন আহতদের চিৎকার শোনা যায় তখন মঞ্চে আলো ছিল –

= লাল

96.”এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে “-সংলাপটি বলেছেন 

=শম্ভু

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

advirtise with us
advirtise with us nios news
Scroll to Top