বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচলা / মাধ্যমিক ইতিহাস / পঞ্চম অধ্যায়

Alternative thinking and initiative: Features and reviews -chapter5-madhyamik History
Alternative thinking and initiative: Features and reviews -chapter5-madhyamik History

বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচলা  / মাধ্যমিক ইতিহাস / পঞ্চম অধ্যায়

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1.মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয়

a. রোমান হরফে

b. বাংলা হরফে

c. সংস্কৃত হরফে

d. হিন্দি হরফে

Ans- a. রোমান হরফে

2. কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন-

a. মার্শম্যান

b. জেমস আগাস্টাস হিকি

c. উইলিয়াম কেরি

d. গঙ্গাকিশোর ভট্টাচার্য

Ans- b. জেমস আগাস্টাস হিকি

3. হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত হও-

a. পঞ্চানন কর্মকারের

b. মনোহর কর্মকারের

c. চার্লস উইলিয়াম-এর

d. সুরেশচন্দ্র মজুমদারের

Ans- c. চার্লস উইলিয়াম-এর

4. বাংলায় উন্নত লাইনো টাইপ তৈরি করেন-

a. চার্লস উইলকিনস

b. পঞ্চানন কর্মকার

c. মনোহর কর্মকার

d. সুরেশচন্দ্র মজুমদার

Ans- d. সুরেশচন্দ্র মজুমদার

5. শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন-

a. উইলিয়াম কেরি

b. চার্লস কর্মকার

c. অগাস্টাস হিকি

d. মার্শম্যান

Ans- a. উইলিয়াম কেরি

6. শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয়-

a. ১৭৭৭ খ্রিস্টাব্দে

b. ১৭৭৮ খ্রিস্টাব্দে

c. ১৮০০ খ্রিস্টাব্দে

d. ১৮১৮ খ্রিস্টাব্দে

Ans- c. ১৮০০ খ্রিস্টাব্দে

7. ‘দিগদর্শন ও সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-

a. উইলিয়াম কেরি

b. মার্শম্যান

c. দেবেন্দ্রনাথ ঠাকুর

d. রামমোহন রায়

Ans- b. মার্শম্যান

8.এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়-

a. চুঁচুড়ায়

b. ঢাকায়

c. কলকাতায়

d. শ্রীরামপুরে

Ans- d. শ্রীরামপুরে

9. ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী হলেন-

a. গঙ্গাকিশোর ভট্টাচার্য

b. পঞ্চানন কর্মকার

c. সুরেশচন্দ্র মজুমদার

d. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

Ans- a. গঙ্গাকিশোর ভট্টাচার্য

10. ‘বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়-

a. কলকাতায়

b. শ্রীরামপুরে  

c. রংপুরে

d. ঢাকায়

Ans- c. রংপুরে

11. ‘বর্নমালা’ গ্রন্থটি প্রকাশ করে-

a. লন্ডন চার্চ মিশনারি

b. ক্যালকাটা স্কুল সোসাইটি

c. শ্রীরামপুর মিশন

d. স্কুল বুক সোসাইটি

Ans- d. স্কুল বুক সোসাইটি

12. বাংলায় শিশুশিক্ষা-বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি ছিল-

a. বাল্যশিক্ষা

b. বর্নপরিচয়

c. শিশুশিক্ষা

d. বর্নমালা

Ans- b. বর্নপরিচয়

13. ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন-

a. মদনমোহন তর্কালঙ্কার

b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

c. রবীন্দ্রনাথ ঠাকুর

d. রামসুন্দর বসাক

Ans- a. মদনমোহন তর্কালঙ্কার

14. পূর্ববঙ্গে শিশুশিক্ষা-বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি ছিল-

a. বর্নপরিচয়

b. বাল্যশিক্ষা

c. শিশুশিক্ষা

d. বর্ণমালা

Ans- b. বাল্যশিক্ষা

15. বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ?

a. সোমপ্রকাশ

b. গ্রামবার্ত্তাপ্রকাশিকা

c. বাঙ্গাল গেজেট

d. বেঙ্গল গেজেট

Ans- d. বেঙ্গল গেজেট

16. কন ধরনের ছাপার কাজ করে ছাপাখানার ব্যাবসার সর্বাধিক প্রসার ঘটে-

a. অনুবাদ গ্রন্থ

b. ধর্মগ্রন্থ

c. পাথ্যবই

d. সরকারি কাগজপত্র

Ans- c. পাথ্যবই

17. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হল-

a. সেকালের কথা

b. গুপী গাইন বাঘা বাইন

c. টুনটুনির বই

d. ছেলেদের রামায়ন

Ans- d. ছেলেদের রামায়ন

18. ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়-

a. ১৮৮৫ খ্রিস্টাব্দে

b. ১৮৯০ খ্রিস্টাব্দে

c. ১৮৯৫ খ্রিস্টাব্দে

d. ১৯০০ খ্রিস্টাব্দে

Ans- c. ১৮৯৫ খ্রিস্টাব্দে

19. উপেন্দ্রকিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশ পাঠান-

a. সুখলতা রাওকে

b. সুকুমার রায়কে

c. সত্যজিৎ রায়কে

d. সন্দিপ রায়কে

Ans- b. সুকুমার রায়কে

20. ‘ছেলেদের রামায়ন’ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন-

a. উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

b. রামচাঁদ রায়  

c. নন্দলাল বসু

d. অবনীন্দ্রনাথ ঠাকুর

Ans- a. উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

21. ‘ইন্দিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা করেন-

a. ড. মহেন্দ্রলাল সরকার

b. তারকনাথ পালিত

c. রাসবিহারী ঘোষ

d. জগদীশচন্দ্র বসু

Ans- a. ড. মহেন্দ্রলাল সরকার

22. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’- এর প্রথম অধিকর্তা ছিলেন-

a. মহেন্দ্রলাল সরকার

b. প্যারিমোহন মুখোপাধ্যায়

c. ফাদার ইউজিন লাঁফো

d. ড. নীলরতন সরকার

Ans- b. প্যারিমোহন মুখোপাধ্যায়

23. আই এ সি এস কোন্‌ গবেষক নোবেল পুরস্কার লাভ করেন ?

a. জগদীশচন্দ্র বসু

b. মেঘনাদ সাহা

c. চন্দ্রশেখর ভেঙ্কটরমন

d. কে এস কৃষ্ণাণ

Ans- c. চন্দ্রশেখর ভেঙ্কটরমন

24. কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল-

a. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা

b. প্রথম বিশযুদ্ধ

c. অহিংস অসহযোগ আন্দোলন

d. স্বদেশি আন্দোলন

Ans- d. স্বদেশি আন্দোলন

25. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন-

a. জগদীশচন্দ্র বসু

b. সত্যেন্দ্রনাথ বসু

c. মেঘনাদ সাহা

d. প্রফুল্লচন্দ্র রায়

Ans- a. জগদীশচন্দ্র বসু

26. ক্রেসকগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?

a. প্রফুল্লচন্দ্র রায়

b. জগদীশচন্দ্র বসু

c. সত্যেন্দ্রনাথ বসু

d. মেঘনাদ সাহা

Ans- b. জগদীশচন্দ্র বসু

27. উদ্ভিদের প্রাণ আছে-তা কে প্রমান করেন ?

a. প্রফুল্লচন্দ্র রায়

b. চন্দ্রশেখর ভেঙ্কটরমন

c. জগদীশচন্দ্র বসু

d. মেঘনাদ সাহা

Ans- c. জগদীশচন্দ্র বসু

28. কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন ?

a. প্রসন্নকুমার ঠাকুর

b. রবীন্দ্রনাথ ঠাকুর

c. অবনীন্দ্রনাথ ঠাকুর

d. দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans- a. প্রসন্নকুমার ঠাকুর

29. শান্তিনিকেতনে কোন্‌ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয় ?

a. ১ বৈশাখ

b. ২৫ বৈশাখ

c. ২২ শ্রাবণ

d. ৩০ ভাদ্র

Ans- c. ২২ শ্রাবণ

30. ‘বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট’ কে প্রতিষ্ঠা করেন ?

a. রাসবিহারী ঘোষ

b. তারকনাথ পালিত

c. মহেন্দ্রলাল সরকার

d. নীলরতন সরকার

Ans- b. তারকনাথ পালিত

31. ‘টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠা করেন-

a. দ্বারকানাথ ঠাকুর

b. দেবেন্দ্রনাথ ঠাকুর

c. রবীন্দ্রনাথ ঠাকুর

d. রথীন্দ্রনাথ ঠাকুর

Ans- a. দ্বারকানাথ ঠাকুর

32. ঔপনিবেশিক শিক্ষানীতির বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নিজস্ব শিক্ষানীতির পরীক্ষানিরীক্ষার প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেন-

a. যাদবপুর

b. শিলাইদহ

c. কলকাতা

d. শান্তিনিকেতন

Ans- d. শান্তিনিকেতন

33. ‘মহর্ষি দাতব্য চিকিতসালয়’ প্রতিষ্ঠা করেন-

a. মহেন্দ্রলাল সরকার

b. তারকনাথ পালিত

c. দেবেন্দ্রনাথ ঠাকুর

d. রবীন্দ্রনাথ ঠাকুর

Ans- d. রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top