Biral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সহজে পাবেন ।
Biral Bankim Chandra Chattopadhyay – বাংলা ( একাদশ শ্রেণী )
এই সিরিজ বাংলা একাদশ শ্রেণির বাংলা বিষয় দিয়ে শুরু করা হচ্ছে । পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে । এই সিরিজ শুরুর পেছনে আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের সাহায্য করা যাতে তারা বাংলা সাহিত্য এবং অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করতে পারে। এখানে বাংলা সাহিত্যের পাশাপাশি ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশগুলির ওপর আলোকপাত করা হয়েছে। সমকালীন সাহিত্য থেকে বিষয়বস্তুর বৈচিত্র্যে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের পাঠ্যক্রমকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা করা হবে । আশা করি, এই সিরিজটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনার সঙ্গী হয়ে উঠবে এবং তাদের সাফল্যের পথে একটি সহায়ক ভূমিকা পালন করবে।
বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (MCQ)
প্রশ্ন: ‘বিড়াল’প্রবন্ধটি গৃহীত হয়েছে
A) বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ থেকে B) বঙ্কিমচন্দ্রের ‘লোকরহস্য’ থেকে C) বঙ্কিমচন্দ্র ‘বিজ্ঞান রহস্য’থেকে D) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাস থেকে
উত্তর:A – বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ থেকে
প্রশ্ন:’বিড়াল’প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়-
A) হিতবাদী B) সাধনা C) বঙ্গদর্শন D) সমাচার দর্পণ
উত্তর:C- বঙ্গদর্শন
প্রশ্ন: বিড়ালটি প্রবেশ করেছিল কমলাকান্তের
A) রান্নাঘরে B) ঠাকুরঘরে C) বৈঠকখানায় D) শোওয়ার ঘরে
উত্তর: D- শোওয়ার ঘরে
প্রশ্ন:’কমলাকান্তের দপ্তর’প্রকাশিত হয়-
A)১৮৭০ সালে B)১৮৭৫ সালে C)১৮৭৭ সালে D)১৮৮০ সালে
উত্তর: B- ১৮৭৫ সালে
প্রশ্ন: বিড়ালটি যখন প্রবেশ করেছিল তখন কমলাকান্ত ছিলেন –
A) চারপায়ীর উপর B) খাটের উপর C) মাদুরের উপর C) পালঙ্কের উপর
উত্তর:A- চারপায়ীর উপর
প্রশ্ন:’বিড়াল’প্রবন্ধটি’কমলাকান্তের দপ্তর’-এর যত সংখ্যক রচনা-
A) দশম B) একাদশ C) দ্বাদশ D) ত্রয়োদশ
উত্তর:D- ত্রয়োদশ
প্রশ্ন: খাটিয়ার উপর শুয়ে কমলাকান্ত ঝিমাচ্ছিলেন কারণ
A) তার ঘুম পেয়েছিল B) তার হাতে কোনো কাজ ছিল না C) তিনি নেশাগ্রস্ত ছিলেন D) রাত্রি গভীর হয়েছিল
উত্তর:C- তিনি নেশাগ্রস্ত ছিলেন
প্রশ্ন:’কমলাকান্তের দপ্তর’প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয়-
A)ডি কুইনসি -র লেখা ‘The Confession of an English Opium Eater ‘ B)জর্জ বার্নার্ড শ -র লেখা ‘Pygmalion’ C)নিক্ ব্র্যাডলে -র লেখা ‘The Cat and The City ‘ D) এলিশা কুপার এর লেখা ‘Big Cat, Little Cat’
উত্তর:A- ডি কুইনসি -র লেখা ‘The Confession of an English Opium Eater ‘
প্রশ্ন: নেপোলিয়ন ছিলেন
A) ফরাসি সম্রাট B) ইংরেজ সম্রাট C) জার্মান সম্রাট D) ভারতের সম্রাট
উত্তর:A- ফরাসি সম্রাট
প্রশ্ন: শয়নগৃহে চারপায়ীর উপরে বসে কমলাকান্ত যা করছিলেন-
A) দুধের বাটিতে চুমুক দিচ্ছিলেন B) হুঁকো হাতে ঝিমোচ্ছিলেন C) পান সাজছিলেন D) মহাভারত পড়ছিলেন
উত্তর:B- হুঁকো হাতে ঝিমোচ্ছিলেন
প্রশ্ন: ওয়াটালু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়
A)১৮১৫ খ্রিস্টাব্দে B)১৮২৩ খ্রিস্টাব্দে C)১৮২০ খ্রিস্টাব্দে D)১৮২৪ খ্রিস্টাব্দে
উত্তর:A- ১৮১৫ খ্রিস্টাব্দে
প্রশ্ন:”দেওয়ালের উপর—-প্রেতবৎ নাচিতেছে”-যার কথা বলা হয়েছে-
A) হারিকেনের আলো B) ঝুলে আটকে থাকা মাকড়সা C) চঞ্চল ছায়া D) ক্যালেন্ডার
উত্তর:C- চঞ্চল ছায়া
প্রশ্ন: ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন
A) ডিউক অফ ওয়েলিংটন B)গাবার্ড ভন ব্লুচার C)পুরু রাজা D) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর: D- নেপোলিয়ন বোনাপার্ট
প্রশ্ন: হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিল-
A) নেপোলিয়ন হলে তিনি ওয়াটারলুর যুদ্ধে জিতবেন কি না B) আহার প্রস্তুত হতে কত দেরি আছে C) প্রসন্নতার জন্য দুধ রেখে গিয়েছে কি না D) মাথাটা বড় ঝিমঝিম করছে
উত্তর:A- নেপোলিয়ন হলে তিনি ওয়াটারলুর যুদ্ধে জিতবেন কি না
প্রশ্ন: কমলাকান্ত কাকে নেপোলিয়ন বলে কল্পনা করেছিলেন?
A) নিজেকে B) নেপোলিয়ান C) ওয়েলিংটন D) ডিউক
উত্তর:C- ওয়েলিংটন
প্রশ্ন:”—-হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।”-কমলাকান্ত যা বুঝিতে পারেননি-
A) কিভাবে ওয়াটারলুর যুদ্ধে জয় সম্ভব B) প্রসন্ন গোয়ালিনির দেরির কারণ C) দেওয়ালে কিসের নাচ চলছে D)’মেও’ শব্দটির তাৎপর্য
উত্তর:D-‘মেও’ শব্দটির তাৎপর্য
প্রশ্ন: কমলাকান্ত মনে করেছিলেন বিড়ালত্ব পেয়েছে
A) স্বয়ং তিনি B) নেপোলিয়ন C) ওয়েলিংটন D) ডিউক
উত্তর:C- ওয়েলিংটন
প্রশ্ন: কমলাকান্তের মনে হয়েছিল যে, বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে-
A) আলেকজান্ডার B) ডিউক অফ ওয়েলিংটন C) তার মানবসত্তা D) তাঁর স্বজাতি
উত্তর:B- ডিউক অফ ওয়েলিংটন
প্রশ্ন: কমলাকান্ত নিমিলিত নয়নে চেয়েছিলেন, কারণ-
A) তার ঘুম পেয়েছিল B) তিনি আফিমের নেশাগ্রস্ত ছিলেন C) তিনি খুব ক্লান্ত ছিলেন D) তিনি হুঁকো খাচ্ছিলেন
উত্তর:B- তিনি আফিমের নেশাগ্রস্ত ছিলেন
প্রশ্ন: কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তাঁর কাছে এসেছে-
A) আশ্রয় চাইতে B) দিব্যদৃষ্টি লাভ করতে C) আফিং ভিক্ষা করতে D) দেশের খবর নিতে
উত্তর:C- আফিং ভিক্ষা করতে
প্রশ্ন: কল্পনায় ওয়েলিংটন কমলাকান্তের কাছে কী ভিক্ষা করতে এসেছিলেন?
A) অর্থ B) আফিম C) কিছু খাদ্য D) যুদ্ধ শিক্ষা
উত্তর:B- আফিম
প্রশ্ন: কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন-
A) আপনাকে স্বাগতম B) বিশেষ অপরিমিত লোভ ভালো না C) আফিং-এর জন্য অপেক্ষা করুন D) অসময়ে তাঁর আসার কারণ কী
উত্তর:B- বিশেষ অপরিমিত লোভ ভালো না
প্রশ্ন:”বিশেষ অপরিমিত লোক ভালো নহে।”-কমলাকান্ত উদ্দেশে এই কথা বলেছে?
A) বিড়ালের উদ্দেশে B) ওয়েলিংটন এর উদ্দেশে C) ডিউকের উদ্দেশে D) নিজেরই উদ্দেশে
উত্তর:C- ডিউকের উদ্দেশে
প্রশ্ন: মার্জার উদরস্ত করেছিল-
A) মাছের টুকরো B) প্রসন্নের রেখে যাওয়া দুধ C) ধেড়ে ইঁদুর D) কমলাকান্তের রাতের খাবার
উত্তর:B- প্রসন্নের রেখে যাওয়া দুধ
প্রশ্ন: কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল?
A)নসীরামবাবু B) ডিউক C) এক জনৈক আত্মীয় বন্ধ D) প্রসন্ন গোয়ালিনী
উত্তর:D- প্রসন্ন গোয়ালিনী
প্রশ্ন: মর্জার পরিতৃপ্ত হয়েছিল-
A)নির্জল দুগ্ধপানে B) কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে C) মাছের টুকরো খেয়ে D) জানালা দিয়ে ঘরে ঢুকতে পেরে
উত্তর:A-নির্জল দুগ্ধপানে
প্রশ্ন: প্রসন্ন গোয়ালিনীর দেওয়াত দুধ আত্মসাৎ করেছিল
A) কমলাকান্ত নিজে B) ডিউক C) একটি বিড়াল D) একটি সারমেয়
উত্তর:C- একটি বিড়াল
প্রশ্ন: মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল-
A)ল্যাজ নাড়ছিল B) কমলাকান্তের কোলে উঠে বসেছিল C) গড় গড় আওয়াজ করছিল D) মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
উত্তর:D- মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
প্রশ্ন: কল্পনায় ওয়াটালু যুদ্ধে কে ব্যূহ রচনা করেছিলেন?
A) নেপোলিয়ন B) ডিউক C) ওয়েলিংটন D) কমলাকান্ত
উত্তর:D- কমলাকান্ত
প্রশ্ন: কমলাকান্ত মনে করেছিলেন যে মর্জার তাঁর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল-
A) কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই B) কষ্ট বিনা কেষ্ট মেলে না C) এক মাঘে শীত যায় না D) ইচ্ছে থাকলে উপায় হয়
উত্তর:A- কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই
- Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীCharon Kobi Varvara Rao : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের… Read more: Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীSamyabadi Kazi Nazrul Islam : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী