অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

Categorical Syllogism - Deductive - chapter 5- hs philosophy important mcq
Categorical Syllogism – Deductive – chapter 5- hs philosophy important mcq

অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন

সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাকে কী অনুমান বলে?

a. আরোহ অনুমান  

b. সাদৃশ্যানুমান

c. মাধ্যম অনুমান

d. অমাধ্যম অনুমান

Ans- d. অমাধ্যম অনুমান

2. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয়, তাকে কী অনুমান বলে?

a. আবর্তন

b. বিবর্তন

c. ন্যায়

d. উপমাযুক্তি

Ans- c. ন্যায়

3. ন্যায় কোন্‌ শ্রেণির অনুমান?

a. অবরোহ অনুমান

b. আরোহ অনুমান

c. অমাধ্যম অনুমান

d. উপমা অনুমান

Ans- a. অবরোহ অনুমান

4. ন্যায় মাধ্যম না অমাধ্যম অনুমান?

a. মাধ্যম

b. অমাধ্যম

c. উভয়ই

d. কোনোটি নয়

Ans- a. মাধ্যম

5. নিরপেক্ষ ন্যায়ের হেতুবাক্যের সংখ্যা কয়টি?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- b. দুটি

6. নিরপেক্ষ ন্যায়ের প্রধান হেতুবাক্যের অন্য নাম কী ?

a. সাধ্য আশ্রয়বাক্য

b. পক্ষ আশ্রয়বাক্য

c. হেতুবাক্য

d. বিপক্ষ আশ্রয়বাক্য

Ans- a. সাধ্য আশ্রয়বাক্য

7. নিরপেক্ষ ন্যায়ে কয়টি বচন থাকে?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- c. তিনটি

8. নিরপেক্ষ ন্যায়ে কয়টি পদ থাকে?
a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- c. তিনটি

9. নিরপেক্ষ ন্যায়ে প্রত্যেকটি পদ কবার করে থাকে?

a. একবার

b. দুবার

c. তিনবার

d. চারবার

Ans- b. দুবার

10. নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ কোথায় থাকে না?

a. সিদ্ধান্তে

b. প্রধান হেতুবাক্যে

c. অপ্রধান হেতুবাক্যে

d. গৌনবাক্যে

Ans- a. সিদ্ধান্তে

11. হেতুপদ উভয় আশ্রয়বাক্যে অন্তত কবার ব্যাপ্য হবে?

a. একবার

b. ডুবার

c. তিনবার

d. চারবার

Ans- a. একবার

12. যে অনুমান একাধিক যুক্তিবাক্য দ্বারা গঠিত হবে তাকে কীরূপ অনুমান বলে?

a. ন্যায়

b. আবর্তন

c. বিবর্তন

d. সমবিবর্তন

Ans- a. ন্যায়

13. যে অনুমানের তিনটি বচনই নিরপেক্ষ বচন তাকে কীরূপ ন্যায় বলে?

a. নিরপেক্ষ ব্যয়

b. সাপেক্ষ ব্যয়

c. বৈকল্পিক ন্যায়

d. প্রাকল্পিক ন্যায়

Ans- a. নিরপেক্ষ ব্যয়

14. ন্যায়ের অবয়ব বাক্যের সংখ্যা কয়টি?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- c. তিনটি

15. ন্যায়ের হেতুপদ কোন্‌ বাক্যে থাকে?

a. প্রধান হেতুবাক্যে

b. অপ্রধান হেতুবাক্য

c. উভয় হেতুবাক্য

d. সিদ্ধান্তে

Ans- c. উভয় হেতুবাক্য

16. ন্যায়ের সাধ্যপদ কোন্‌ বক্যে থাকে?

a. সাধ্য আশ্রয়বাক্য

b. পক্ষ হেতুবাক্য

c. সিদ্ধান্তে

d. সাধ্য আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে

Ans- a. সাধ্য আশ্রয়বাক্য

17. ন্যায়ের পক্ষ পদ কোন্‌ বাক্যে থাকে?

a. পক্ষ আশ্রয়বাক্যে

b. সাধ্য আশ্রয়বাক্যে

c. সিদ্ধান্তে

d. পক্ষ আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে

Ans- a. পক্ষ আশ্রয়বাক্যে

18. ন্যায়ের সাধ্যপদ সাধ্য আশ্রয়বাক্যের কোন্‌ স্থানে থাকে?

a. উদ্দেশ্য স্থানে

b. বিধেয় স্থানে

c. উদ্দেশ্য এবং বিধেয় স্থানে

d. উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

Ans- d. উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

19. ন্যায়ের পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্যে কোন্‌ স্থানে থাকে?

a. উদ্দেশ্য স্থানে

b. বিধেয় স্থানে

c. উদ্দেশ্য এবং বিধেয় স্থানে

d. উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

Ans- d. উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

20. নিরপেক্ষ ন্যায়ে যে পদটি উভয় হেতুবাক্যে উপস্থিত থাকে সেটি কী ?
a. পক্ষপদ

b. সাধ্যপদ

c. হেতুপদ

d. যোজক

Ans- c. হেতুপদ

21. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি উপস্থিত থাকে না সেটি কীরূপ পদ?

a. পক্ষপদ

b. সাধ্যপদ

c. হেতুপদ

d. যোজক

Ans- c. হেতুপদ

22. ন্যায়ের সিদ্ধান্তের উদেশ্যপদ কোন্‌ পদ হয়?

a. সাধ্যপদ

b. পক্ষপদ

c. হেতুপদ

d. সংযোজক

Ans- b. পক্ষপদ

23. ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদটিকে কী বয়াল হয়?

a. সাধ্যপদ

b. পক্ষপদ

c. হেতুপদ

d. সংযোজক

Ans- a. সাধ্যপদ

24. নিরপেক্ষ ন্যায়ে কয়টি হেতুবাক্য থাকে?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- b. দুটি

25. নিরপেক্ষ ন্যায়ের তিনটি বচনের গুন ও পরিমাণ অনুসারে যে বিভিন্ন আকার পাওয়া যায় তাকে কী  বলে?

a. সংস্থান

b. স্থান

c. মূর্তি

d. যুক্তি

Ans- c. মূর্তি

26. ন্যায়ের দুটি যুক্তিবাক্যে হেতুপদের বিচিন্ন প্রকার অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হতে পারে, তাদের ন্যায়ের কী বলা হয়?

a. সংস্থান

b. স্থান

c. মূর্তি

d. যুক্তি

Ans- a. সংস্থান

27. যুক্তিবাক্যে হেতুপদের অবস্থান কত রকম হতে পারে?

a. একরকম 

b. দুরকম

c. তিনরকম

d. চাররকম

Ans- d. চাররকম

28. সংস্থান কয় প্রকার?

a. এক

b. দুই

c. তিন

d. চার

Ans- d. চার

29. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ প্রধান হেতুবাক্যে উদ্দেশ্য স্থানে ও অপ্রধান হেতুবাক্যে বিধেয় স্থানে থাকে তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

a. প্রথম সংস্থান

b. দ্বিতীয় সংস্থান

c. তৃতীয় সংস্থান

d. চতুর্থ সংস্থান

Ans- a. প্রথম সংস্থান

30. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যেই বিধেয় স্থানে থাকে, তবে সেটিকে কোন্‌ সংস্থানের বলা হয়?

a. প্রথম সংস্থান

b. দ্বিতীয় সংস্থান

c. তৃতীয় সংস্থান

d. চতুর্থ সংস্থান

Ans- b. দ্বিতীয় সংস্থান

31. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

a. প্রথম সংস্থান

b. দ্বিতীয় সংস্থান

c. তৃতীয় সংস্থান

d. চতুর্থ সংস্থান

Ans- c. তৃতীয় সংস্থান

32. যদি ন্যায়ের হেতুপদ প্রধান হেতুবাক্যের বিধেয় স্থানে ও অপ্রধান হেতুবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

a. প্রথম সংস্থান

b. দ্বিতীয় সংস্থান

c. তৃতীয় সংস্থান

d. চতুর্থ সংস্থান

Ans- d. চতুর্থ সংস্থান

33. ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি?

a. একটি

b. নয়টি

c. তেরোটি

d. উনিশটি

Ans- d. উনিশটি

34. নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয়বাক্যে দুটিতে হেতু পদ একবারও ব্যাপ্য না হলে ন্যায়টিতে কী ঘটে?

a. অবৈধ সাধ্যদোষ

b. অবৈধ পক্ষদোষ

c. অব্যাপ্য হেতুদোষ

d. চারপদঘটিত দোষ

Ans- c. অব্যাপ্য হেতুদোষ

35. যখন কোনো যুক্তিতে চারটি ভিন্ন ভিন্ন পদ থাকে তখন যুক্তিতে কী দোষ হয়?

a. চতুষ্পদী দোষ

b. পক্ষদোষ

c. সাধ্য দোষ

d. হেতু দোষ

Ans- a. চতুষ্পদী দোষ

36. ন্যায়ের দুটি যুক্তিবাক্যে হেতুপদকে অন্তত কয়বার ব্যাপ্য হতে হবে?

a. একবার

b. ডুবার

c. তিনবার

d. চারবার

Ans- a. একবার

37. যখন কোনো  আশ্রয়বাক্যে হেতুপদ ব্যাপ্য হয় না তখন যুক্তিতে কী দোষ  হয়?

a. অবৈধ পক্ষপদ

b. অবাপ্য হেতুদোষ

c. অবৈধ সাধ্য দোষ

d. নঞ্চর্থক আশ্রয়বাক্য জনিত দোষ

Ans- b. অবাপ্য হেতুদোষ

38. ন্যায়ের একটি হেতুবাক্য বিশেষ হলে অন্যটি কী হবে?

a. সার্বিক বচন

b. বিশেষ বচন

c. আপতিক বচন

d. আবশ্যিক বচন

Ans- a. সার্বিক বচন

39. ন্যায়ের সিদ্ধান্ত বিশেষ বচন হলে হেতুবাক্য দুটির একটি অবশ্যয় কীরূপ বচন হবে?

a. বিশেষ

b. সার্বিক

c. নঞ্চর্থক

d. সদর্থক

Ans- b. সার্বিক

40. ন্যায়ের উভয় হেতুবাক্য বিশেষ হলে যুক্তি কী হবে?

a. বৈধ

b. অবৈধ

c. সত্য

d. মিথ্যা

Ans- b. অবৈধ

41. ন্যায়ের পক্ষ হেতুবাক্য নঞ্চর্থক হলে সাধ্য কেতুবাক্য কীরূপ বচন হতে বাধ্য ?

a. সার্বিক

b. বিশেষ

c. আপতিক

d. স্বতঃসত্য

Ans- a. সার্বিক

42. যখন পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্যে ব্যাপ্যু না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তখন যুক্তিতে কী দোষ হয়?

a. অবৈধ পক্ষদোষ 

b. অব্যাপ্য হেতুদোষ

c. অবৈধ যোজক দোষ

d. অবৈধ সাধ্য দোষ

Ans- a. অবৈধ পক্ষদোষ 

43. যখন সাধ্যপদ সাধ্য আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তখন যুক্তিতে কী দোষ হয় ?

a. অবৈধ পক্ষদোষ

b. অব্যাপ্য হেতুদোষ

c. অবৈধ যোজক দোষ

d. অবৈধ সাধ্য দোষ

Ans- a. অবৈধ পক্ষদোষ

44. ন্যায়ের প্রধান হেতুবাক্য যদি নঞ্চর্থক হলে ন্যায়টি কী হবে?

a. নঞ্চর্থক

b. সদর্থক

c. অনর্থক

d. অর্থহীন

Ans- b. সদর্থক

45. ন্যায়ের উভয় আশ্রয়বাক্য নঞ্চর্থক হলে ন্যায়টি কী হবে?

a. বৈধ

b. অবৈধ

c. সত্য

d. মিথ্যা

Ans- b. অবৈধ

46. ন্যায়ের আশ্রয়বাক্য দুটির একটি অবশই কী বচন হবে?
a. সার্বিক

b. বিশেষ

c. নঞ্চর্থক

d. সার্বিক সদর্থক

Ans- a. সার্বিক

47. একটি হেতুবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত কী বচন হবে ?

a. সার্বিক

b. বিশেষ

c. নঞ্চর্থক

d. সদর্থক

Ans- b. বিশেষ

48. পক্ষ আশ্রয়বাক্য নঞ্চর্থক হলে সাধ্য আশ্রয়বাক্য কী বচন হবে?

a. সার্বিক নঞ্চর্থক

b. সদর্থক

c. নঞ্চর্থক

d. সার্বিক সদর্থক

Ans- d. সার্বিক সদর্থক

49. উভয় আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত কী হবে?

a. বৈধ

b. অবৈধ

c. সত্য

d. মিথ্যা

Ans- b. অবৈধ

50. প্রথম সংস্থানে অপ্রধান হেতুবাক্য কী হয়?

a. সদর্থক

b. নঞ্চর্থক

c. সার্বিক

d. বিশেষ

Ans- a. সদর্থক

Scroll to Top