Charon Kobi Varvara Rao : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সহজে পাবেন ।
Charon Kobi Varvara Rao – বাংলা (একাদশ শ্রেণী )
প্রশ্ন: ভরভারা রাও যে ভাষার কবি-
A) তেলেগু B) তামিল C) কন্নড় D) মালায়ালাম
উত্তর: A) তেলেগু
প্রশ্ন: ‘যখন সব লোপাট’।-লোপাট হয়ে গেছে
A) আইনকানুন B) নিয়মকানুন C) আদবকায়দা D) রীতিনীতি
উত্তর: B) নিয়মকানুন
প্রশ্ন: ‘চারণ কবি’ কবিতাটি অনুপাত করেছেন-
A) অশোক চট্টোপাধ্যায় B) শক্তি চট্টোপাধ্যায় C) শঙ্খ ঘোষ D) মলয় রায়চৌধুরী
উত্তর: C) শঙ্খ ঘোষ
প্রশ্ন: ‘লোপাট’শব্দের অর্থ
A) লুট হয়ে যাওয়া B) লুপ্ত হয়ে যাওয়া C) বিনাশ হয়ে যাওয়া D) হারিয়ে যাওয়া
উত্তর: C) বিনাশ হয়ে যাওয়া
প্রশ্ন: ‘চারণ কবি’কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়-
A) এবং জলর্ক B) অনুষ্টুপ C) ভাষাবন্ধন D) সেতুবন্ধন
উত্তর: D) সেতুবন্ধন
প্রশ্ন: সময় কী করে?
A) ঢেউ তোলে B) কথা বলে C) বয়ে যায় D) স্থির হয়ে থাকে
উত্তর: A) ঢেউ তোলে
প্রশ্ন: এই সময়ে নিয়মকানুন সব হয়ে যায়-
A) কার্যকরী B) লোপাট C) বাতিল D) কঠোর
উত্তর: B) লোপাট
প্রশ্ন: ময়ের ঢেউ তুলে কারা আসে?
A) দুর্বৃত্তরা B) বসন্তের বাতাস C) কালো মেঘের দল D) সূর্য রোশ্মিবৃন্দ
উত্তর: C) কালো মেঘের দল
প্রশ্ন: “নিয়মকানুন যখন সব লোপাট”-উদ্ধৃংশটি যেদিকে ইঙ্গিত বহন করে-
A) নৈরাজ্যের দিকে B) প্রতিবাদের তীব্রতার দিকে C) শাসকের স্বেচ্ছাচারের দিকে D) আইনের শাসনের প্রয়োজনীয়তার দিকে
উত্তর: C) শাসকের স্বেচ্ছাচারের দিকে
প্রশ্ন: কী চুঁইয়ে পড়ছে না?
A) ঘাম B) রক্ত C) জল D) গলিত চর্বি
উত্তর: B) রক্ত
প্রশ্ন: ঢেউ উঠে—–।
A) স্রোতের B) বাতাসের C) সময়ের D) জনতার
উত্তর: C) সময়ের
প্রশ্ন: কালো মেঘের দল কী করে?
A) গলায় ফাঁস লাগায় B) ঝড় তোলে C) বৃষ্টি এনে দেয় D) উড়ে যায় আকাশে
উত্তর: A) গলায় ফাঁস লাগায়
প্রশ্ন: ‘কালো মেঘের দল’যা করে-
A) গলায় ফাঁস লাগায় B) দিগন্ত ভাসিয়ে দেয় C) পৃথিবী সবুজ করে D) আশ্বাস বয়ে আনে
উত্তর: A) গলায় ফাঁস লাগায়
প্রশ্ন: রক্ত কেন চুঁইয়ে পড়ছে না?
A) রক্ত শেষ হয়ে গেছে B) রক্ত তঞচন ঘটেছে C) মানুষ রক্তশূন্য D) ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না
উত্তর: D) ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না
প্রশ্ন: ‘কালো মেঘের দল’যার প্রতীক –
A) বৃষ্টির সম্ভাবনার B) প্রাকৃতিক বিপর্যয়ের C) শোষক-অত্যাচারীর D) নতুন সূর্যোদয়ের
উত্তর: C) শোষক-অত্যাচারীর
প্রশ্ন: বিদ্যুৎ কীভাবে বাজ হয়ে উঠেছে?
A) মেঘের ঘনঘটায় B) ঘূর্ণিপাকে C) নির্মল সূর্য লোকে D) রাতের জোৎস্নায়
উত্তর: B) ঘূর্ণিপাকে
প্রশ্ন: গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না-
A) মানুষ মারা যাচ্ছে না B) কথা বন্ধ হচ্ছে না C) ফাঁসুরে সন্তুষ্ট হচ্ছে না D) রক্ত চুইয়ে পড়ছে না
উত্তর: D) রক্ত চুইয়ে পড়ছে না
প্রশ্ন: ঝিরঝিরে বৃষ্টি কী হয়ে উঠেছে?
A) প্রলয় ঝড় B) মুষলধারা C) নাছোড়বান্দা D) মনোহরা
উত্তর: A) প্রলয় ঝড়
প্রশ্ন: ‘বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ’-যার প্রভাবে-
A) তীব্র প্রতিবাদে B) নৈরাজ্যের কারণে C) ঘূর্ণিপাকে D) প্রবল বর্ষণে
উত্তর: C) ঘূর্ণিপাকে
প্রশ্ন: কী বুকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে?
A) মায়ের আশীর্বাদ B) মায়ের স্নেহ C) মায়ের হাসি D) মায়ের বেদানশ্রু
উত্তর: D) মায়ের বেদানশ্রু
প্রশ্ন: “ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ”-উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন-
A) প্রকৃতি ক্রমশ রুদ্ররূপ ধারণ করেছ B) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে C) সমাজে সর্বনাশ আসন্ন D) মানুষ অত্যন্ত অসহায়
উত্তর: B) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে
প্রশ্ন: “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে”-কী বেরিয়ে আসছে?
A) কয়েদিরা B) ভ্যাপসা গন্ধ C) বন্দির কান্না D) কবির লিপিকার স্বর
উত্তর: D) কবির লিপিকার স্বর
প্রশ্ন: ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে-
A) প্রবল বর্ষণ B) প্রলয় ঝড় C) নদী D) চোখের জল
উত্তর: B) প্রলয় ঝড়
প্রশ্ন: ‘লিপিকার স্বর বলতে কী বোঝানো হয়েছে?
A)’লিপিকা’-র কবিতার সুর B) লিপিকা নামে কোনো -এক নারীর গলার স্বর C) কবির কাব্যের বিদ্রোহের বাণী D) কোনোটিই নয়
উত্তর: C) কবির কাব্যের বিদ্রোহের বাণী
প্রশ্ন: “ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয়ঝড়”-উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল –
A) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে B) অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে C)ক্ষোভ প্রকাশ বিদ্রোহের চেহারা নিচ্ছে D) দৈবরোষ থামছে না
উত্তর: C)ক্ষোভ প্রকাশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
প্রশ্ন: লিপিকার স্বর কী করতে পারে?
A) জেলের বাইরে বিদ্রোহ ঘটাতে পারে B) মনের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারে C) মনকে উদাসী করে দিতে পারে D) আগামী দিনের শপথ বাক্য গড়ে তুলতে পারে
উত্তর: A) জেলের বাইরে বিদ্রোহ ঘটাতে পারে
প্রশ্ন: জেলের গারদ থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে-
A) প্রতিরোধের আগুন B) আগুনের হালকা C) বহু স্বর D) মায়ের বেদনাশ্রু
উত্তর: D) মায়ের বেদনাশ্রু
প্রশ্ন: জিভে কাঁপন লাগলে গান কী হয়ে ওঠে?
A) মনের মুক্তির পথ B) আনন্দের স্ফূর্তি C) শিল্পকলার মাধ্যম D) যুদ্ধের শস্ত্র
উত্তর: D) যুদ্ধের শস্ত্র
- Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীCharon Kobi Varvara Rao : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের… Read more: Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীSamyabadi Kazi Nazrul Islam : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী