ইতিহাসের ধারণা / মাধ্যমিক ইতিহাস / প্রথম অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. ইতিহাস কোন্ সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
a. সপ্তদশ শতকে
b. অষ্টাদশ শতকে
c. ঊনবিংশ শতকে
d. বিংশ শতকে
Ans- c. ঊনবিংশ শতকে
2. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয়-
a. ১৯২৯ খ্রিস্টাব্দে
b. ১৯৩৩ খ্রিস্টাব্দে
c. ১৯৩৭ খ্রিস্টাব্দে
d. ১৯৩৯ খ্রিস্টাব্দে
Ans- a. ১৯২৯ খ্রিস্টাব্দে
3. ‘এলিমেন্টারি অ্যাসপেক্ট অব পিজেন্ট ইনসারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন-
a. গৌতম ভদ্র
b. রণজিৎ গুহ
c. সুমিত সরকার
d. পার্থ চট্টোপাধ্যায়
Ans- b. রণজিৎ গুহ
4. কবে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ গড়ে ওঠে?
a. ১৯৭৪ খ্রিস্টাব্দে
b. ১৯৭৬ খ্রিস্টাব্দে
c. ১৯৮০ম খ্রিস্টাব্দে
d. ১৯৮২ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৮২ খ্রিস্টাব্দে
5. ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন –
a. কৌশিক বন্ধ্যোপাধ্যায়
b. বোরিয়া মজুমদার
c. রূপক সাহা
d. গৌতম ভট্টাচার্য
Ans- a. কৌশিক বন্ধ্যোপাধ্যায়
6. ভারতের কোন্ অঞ্চলের পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয়?
a. উত্তরপ্রদেশের
b. গুজরাটের
c. বাংলার
d. কেরালার
Ans- c. বাংলার
7. ‘আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড’ গ্রন্থটি রচনা করেন-
a. প্যাট চ্যাপম্যান
b. কে টি আচয়
c. হরিপদ ভৌমিক
d. বেলা দে
Ans- b. কে টি আচয়
8. ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন-
a. হরিপদ ভৈমিক
b. বিজয় চৌধুরী
c. বরুণ চক্রবর্তী
d. রিয়াই টান্নাহিল
Ans- d. রিয়াই টান্নাহিল
9. প্রাচীন ভারতীয় মন্দিরে নৃত্যের সঙ্গে যুক্ত ছিল-
a. দেবদাসীরা
b. পূজারীরা
c. পুরোহিতরা
d. পুরোহিত কন্যারা
Ans- a. দেবদাসীরা
10. রবীন্দ্রনাথ মনিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন ?
a. জোরাসাঁকো ঠাকুরবাড়িতে
b. রবীন্দ্রভারতীতে
c. শান্তিনিকেতনে
d. শিলাইদহে
Ans- c. শান্তিনিকেতনে
11. ‘ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থটি রচনা করেন-
a. রাজেশ্বর মিত্র
b. উমেশ জোশী
c. প্যাট্রিক মৌতাল
d. চার্লস রাসেল ডে
Ans- b. উমেশ জোশী
12. ‘ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন-
a. আকৃতি সিন্হা
b. ওয়াং কেফেন
c. ল্যান্ডসডেল
d. রাগিনি দেবি
Ans- d. রাগিনি দেবি
13. ‘দৃশ্যকাব্য পরিচয়’ গ্রন্থটি রচনা করেন-
a. সত্যজীবন মুখোপাধ্যায়
b. ব্রজেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়
c. বালদুন ধিংড়া
d. আশুতোষ ভট্টাচার্্য
Ans- a. সত্যজীবন মুখোপাধ্যায়
14. ভারতের প্রথম চলচিত্র হল-
a. জামাই ষষ্ঠী
b. বিল্বমঙ্গল
c. রাজা হরিশ্চন্দ্র
d. বালিকা বধূ
Ans- c. রাজা হরিশ্চন্দ্র
15. ‘দেখার রকমফের ঃ ঋত্বিক ও সত্যজিৎ’ গ্রন্থটি রচনা করেন-
a. সত্যজিৎ রায়
b. সঞ্চয় মুখোপাধ্যায়
c. মৃণাল সেন
d. অপূর্ব কুণ্ডু
Ans- b. সঞ্চয় মুখোপাধ্যায়
16. ‘ব্রিক টেম্পল অব বেঙ্গল’ গ্রন্থটি রচনা করেন-
a. প্যাট্রিক নাটগেন্স
b. পার্সি ব্রাউন
c. জে ফার্গুসন
d. জর্জ মিশেল
Ans- d. জর্জ মিশেল
17. ‘কনটেমপোরারি ইন্ডিয়ান আর্টিস্টস’ গ্রন্থটি কে রচনা করেন?
a. গীতা কাপুর
b. কবিতা সিং
c. জন ওয়েড
d. অশোক মিত্র
Ans- a. গীতা কাপুর
18. ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যাবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন-
a. বেন্টিঙ্ক
b. রিপন
c. ডালহৌসি
d. কার্জন
Ans- c. ডালহৌসি
19. ‘কমিউনিকেশন অ্যান্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন-
a. আর আর ভাণ্ডারী
b. নীতিন সিন্হা
c. গৌতম চট্টোপাধ্যায়
d. সুনীল কুমার মুন্সি
Ans- b. নীতিন সিন্হা
20. ‘মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন-
a. কুমুদনাথ মল্লিক
b. সুধীরকুমার মিত্র
c. কেদারনাথ মজুমদার
d. মনোরঞ্জন চন্দ্র
Ans- c. কেদারনাথ মজুমদার
21. ‘কোচবিহারের ইতিহাস’ গ্রন্থটি কার লেখা ?
a. ভবানীচরণ বন্ধ্যোপাধ্যায়
b. কেদারনাথ মজুমদার
c. সুধিরকুমার মিত্র
d. কুমুদনাথ মল্লিক
Ans- a. ভবানীচরণ বন্ধ্যোপাধ্যায়
22. ‘দ্য দিল্লি অমনিবাস’ গ্রন্থটি কার লেখা ?
a. রাধাপ্রসাদ গুপ্ত
b. নারায়ণী গুপ্ত
c. নিখিল সরকার
d. রাধারমন মিত্র
Ans- b. নারায়ণী গুপ্ত
23. ‘মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠা’ গ্রন্থটি রচনা করেন-
a. যদুনাথ সরকার
b. কৌশিক রায়
c. সুরেন্দ্রনাথ রায়
d. সুবোধ ঘোষ
Ans- c. সুরেন্দ্রনাথ রায়
24. ভারতীয় ফৌজের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন-
a. সুরেন্দ্রনাথ সেন
b. যদুনাথ সরকার
c. কৌশিক রায়
d. সুবোধ ঘোষ
Ans- d. সুবোধ ঘোষ
25. ‘মানুষ ও পরিবেশ’ বইটির লেখক হলেন-
a. ইরফান হাবিব
b. র্যাচেল কারসন
c. রামচন্দ্র গুহ
d. সুবোধ ঘোষ
Ans- a. ইরফান হাবিব
26. ‘সায়েন্স অ্যান্ড দ্য রাজ’ গ্রন্থটি রচনা করেন-
a. প্রফুল্লচন্দ্র রায়
b. দীপক কুমার
c. জে ডি বার্নাল
d. টমাস কুহন
Ans- b. দীপক কুমার
27. ‘চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন-
a. পার্থসারথি চক্রবর্তী
b. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
c. তপন চক্রবর্তী
d. ডেভিস আরনল্ড
Ans- c. তপন চক্রবর্তী
28. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি রচনা করেন-
a. বিপিনচন্দ্র পাল
b. সরলাদেবী চৌধুরানি
c. সুভাষচন্দ্র পাল
d. সুভাষচন্দ্র বসু
Ans- d. সুভাষচন্দ্র বসু
29. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি রচনা করেন-
a. সরলাদেবী চৌধুরানি
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. বিপিনচন্দ্র পাল
d. সুভাষচন্দ্র বসু
Ans- a. সরলাদেবী চৌধুরানি
30. ‘হিন্দুমেলা’র প্রবর্তন করেন-
a. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
b. নবগোপাল মিত্র
c. রবীন্দ্রনাথ ঠাকুর
d. নবীন্দ্রনাথ সেন
Ans- b. নবগোপাল মিত্র
31. ধুতি ও পায়জামার সমন্বয়ে একটি সর্বভারতীয় পোশাক প্রবর্তনের উদ্যোগে নেন-
a. রাজনারায়ণ বসু
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
d. নবীন্দ্রনাথ ঠাকুর
Ans- c. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
32. ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ নামে প্রকাশিত পত্রাবলিতে পত্রের সংখ্যা হল-
a. ২৩ টি
b. ৩৩ টি
c. ৩৫ টি
d. ৩৮ টি
Ans- a. ২৩ টি
33. নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়-
a. বঙ্গদর্শন পত্রিকায়
b. তত্ত্ববোধিনী পত্রিকায়
c. সঞ্জীবনী পত্রিকায়
d. সোমপ্রকাশ পত্রিকায়
Ans- d. সোমপ্রকাশ পত্রিকায়