দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ – শিল্প – অর্থনৈতিক ভূগোল ৷৷ তৃতীয় অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মজীবী মানুষদের বলা হয়
a. গোলাপি পোশাক কর্মী
b. নীল পোশাক কর্মী
c. সোনালি পোশাক কর্মী
d. সাদা পোশাক কর্মী
Ans- b. নীল পোশাক কর্মী
2. অবস্থানিক ত্রিভুজের (Lcation Traingle) প্রবক্তা হলেন
a. অ্যাডাম স্মিথ
b. থম্পসন
c. ওয়েবার
d. রিকার্ডো
Ans- c. ওয়েবার
3. যে কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলে লভ্য তাকে বলা হয়
a. বিশুদ্ধ কাঁচামাল
b. সহজলভ্য কাঁচামাল
c. কেন্দ্রীভূত কাঁচামাল
d. এর কোনোটিই নয়
Ans- c. কেন্দ্রীভূত কাঁচামাল
4. পণ্যসূচক > 1 হলে শিল্পের অবস্থান নির্ধারনে প্রধান ভূমিকা গ্রহণ করে
a. কাঁচামাল
b. বাজার
c. কাঁচামালের উৎস ও বাজার
d. এর কোনোটিই নয়
Ans- a. কাঁচামাল
5. ‘The Economics of Location’ গ্রন্থে বাজার এলাকার বিশ্লেষণ প্রদান করেন ভূগোলবিদ
a. ল্যশ
b. লারিয়া
c. ওয়েবার
d. গ্রিনহাট
Ans- a. ল্যশ
6. ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল[XII ‘15]
a. < 1
b. > 1
c. 1
d. 0
Ans- a. < 1
7. জাপানের দ্বিতীয় বৃহত্তম শিল্প এলাকাটি হল
a. টোকিও-ইয়াকোহামা
b. কানটো-কামাসাকি
c. অসাকা-কোবে
d. হনসু-কিউসু
Ans- c. অসাকা-কোবে
8. পোশাক নির্মাণ শিল্পের সাম্প্রতিক দুর্ভাগ্যজনক বিপর্জয় কোনটি ?
a. কারখানা ভেঙে 910 জন শ্রমিকের মৃত্যু (2013)
b. আগুনে 117 জনের মৃত্যু (2012)
c. কারখানা ভেঙে 100 জন শ্রমিকের মৃত্যু (2012)
d. এর কোনোটিই নয়
Ans- a. কারখানা ভেঙে 910 জন শ্রমিকের মৃত্যু (2013)
9. শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন
a. ওয়েবার
b. লস্
c. হুভার
d. ভন থুনেন
Ans- a. ওয়েবার
10. চিনের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. বেজিং
b. পানজিহুয়া
c. আনসান
d. বাওটাও
Ans- c. আনসান
11. ‘হিরো হোন্ডা মোটর লিমিটেড’-এর কারখানা অবস্থিত
a. মহারাষ্ট্রের পুনেতে
b. তামিলনাড়ুর চেন্নাইতে
c. হরিয়ানার গুরগাঁওতে
d. হরিয়ানার ফরিদাবাদে
Ans- c. হরিয়ানার গুরগাঁওতে
12. ভারতের প্রতিরক্ষার কাজের জন্য ভারী ট্রাক, শক্তিশালী মোটর নির্মিত হয়
a. পুনেতে
b. জব্বলপুরে
c. গুরগাঁওতে
d. ফরিদাবাদে
Ans- b. জব্বলপুরে
13. ভারতের প্রথম পেট্রোরসায়ন কারখানাটি গড়ে উঠেছিল
a. মহারাষ্ট্রের ট্রম্বেতে
b. মহারাষ্ট্রের থানেতে
c. পশিমবঙ্গের হলদিয়ায়
d. গুজরাটের ভাদোদরাতে
Ans- a. মহারাষ্ট্রের ট্রম্বেতে
14. বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত কলকাতার ‘গেস্টকিন উইলিয়ামের’ একটি
a. স্পঞ্জ আয়রন কারখানা
b. সংকট ইস্পাত কারখানা
c. মিনি ইস্পাত কারখানা
d. ঢালাই লোহার কারখানা
Ans- b. সংকট ইস্পাত কারখানা
15. একটি বনজসম্পদ ভিত্তিক শিল্প হল
a. পাট
b. চা
c. পশম
d. কাগজ
Ans- d. কাগজ
16. বিশুদ্ধ কাঁচামালের পন্যসূচক হল
a. এক
b. দুই
c. তিন
d. চার
Ans- a. এক
17. ভারতের সর্বপ্রধান শিল্পাঞ্চল হল
a. হুগলী
b. বম্বে-পুনে
c. ছোটোনাগপুর
d. হলদিয়া
Ans- b. বম্বে-পুনে
18. একটা শিকর আলগা শিল্প হল
a. ইস্পাত শিল্প
b. কাগজ শিল্প
c. কার্পাস বয়ন শিল্প
d. পেট্রোরসায়ন শিল্প
Ans- c. কার্পাস বয়ন শিল্প
19. বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ হল
a. যুক্তরাষ্ট্র
b. রাশিয়া
c. নরওয়ে
d. কানাডা
Ans- d. কানাডা
20. ভারতের একটি সংকট ইস্পাত কারখানা হল
a. রাউরকেল্লা
b. বোকারো
c. ভিলাই
d. দুর্গাপুর
Ans- d. দুর্গাপুর
21. আধুনিক শিল্পদানব হল
a. ইস্পাত শিল্প
b. পেট্রোরসায়ন শিল্প
c. ইঞ্জিনিয়ারিং শিল্প
d. তেলশোধক শিল্প
Ans- b. পেট্রোরসায়ন শিল্প
22. বাণিজ্যিক গাড়ি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে
a. জাপান
b. ভারত
c. যুক্তরাষ্ট্র
d. যুক্তরাজ্য
Ans- c. যুক্তরাষ্ট্র
23. পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবে পাটের থলে রপ্তানি হল
a. খুচরো বানিজ্য
b. পাইকারি বানিজ্য
c. অন্তর্দেশীয় বানিজ্য
d. আন্তর্জাতিক বানিজ্য
Ans- c. অন্তর্দেশীয় বানিজ্য
24. জার্মানিতে রাজপথ কী নামে পরিচিত
a. অটোবান
b. অটোস্ট্রেড
c. অটোরুট
d. এক্সপ্রেসওয়ে
Ans- a. অটোবান
25. ভারতে একমাত্র বন্দরকেন্দ্রিক লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে
a. বোকারোয়
b. বিশাখাপত্তনমে
c. ভদ্রাবতীতে
d. দুর্গাপুরে
Ans- b. বিশাখাপত্তনমে
26. আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত উৎপাদক অঞ্চল হল
a. শিকাগো
b. ডেট্রয়েট
c. বার্মিংহাম
d. পিটস্বার্গ
Ans- a. শিকাগো
27. সংবাদপত্র ছাপার কাগজ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বে কততম স্থান অশিকার করে ?
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- a. প্রথম
28. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হল
a. ট্রম্বে
b. হলদিয়া
c. জামনগর
d. বঙ্গাইগাঁও
Ans- c. জামনগর
29. কৃশিভিত্তিক শিল্পের উদাহরণ হল
a. চিনি শিল্প
b. জাহাজ নির্মান শিল্প
c. ইঞ্জিনিয়ারিং শিল্প
d. অ্যালুমিনিয়াম শিল্প
Ans- a. চিনি শিল্প
30. অবিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক
a. এক
b. দুই
c. তিন
d. চার
Ans- b. দুই
31. উৎপাদিত পন্যের একক পিছু গড় মজুরিকে বলে
a. শ্রমগুণক
b. আইসোডাপেন
c. মজুরি সূচক
d. ক্রিটিক্যাল আইসোডাপেন
Ans- c. মজুরি সূচক
32. মোট পরিবহণ ব্যয় রেখাকে ওয়েবার কী নামে অভিহিত করেছেন ?
a. শ্রমগুণক
b. আইসোডাপেন
c. মজুরি সূচক
d. ক্রিটিক্যাল আইসোডাপেন
Ans- b. আইসোডাপেন
33. নূন্যতম মোট মজুরি ও পরিবহণ ব্যয় রেখাকে ওয়েবার কী নামে অভিহিত করেছেন ?
a. শ্রমগুণক
b. আইসোডাপেন
c. মজুরি সূচক
d. ক্রিটিক্যাল আইসোডাপেন
Ans- d. ক্রিটিক্যাল আইসোডাপেন
34. জল কী ধরনের কাঁচামাল ?
a. সর্বত্রলভ্য
b. কেন্দ্রীভূত
c. বাজারভিত্তিক
d. অবিশুদ্ধ
Ans- a. সর্বত্রলভ্য
35. সমপরিবহন ব্যয় রেখাকে ওয়েবার কী নামে অভিহিত করেছেন ?
a. শ্রমগুণক
b. আইসোটিম
c. মজুরি সূচক
d. আইসোডাপেন
Ans- b. আইসোটিম
36. ল্যশ বাজারের যে আকৃতি কল্পনা করেছেন তা হল
a. চতুর্ভুজ
b. পঞ্চভুজ
c. ষড়ভুজ
d. দশভুজ
Ans- c. ষড়ভুজ
37. টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চলের আরও একটি নাম হল
a. জাপান শিল্পাঞ্চল
b. কেইহিন শিল্পাঞ্চল
c. নিপ্পন শিল্পাঞ্চল
d. ফুজিয়ামা শিল্পাঞ্চল
Ans- b. কেইহিন শিল্পাঞ্চল
38. মেসাবি ও গোজেবিক কী জন্য বিখ্যাত ?
a. কয়লা
b. ইউরেনিয়াম
c. আকরিক লোহা
d. খনিজ তেল
Ans- c. আকরিক লোহা
39. রাইন নদীর তীরবর্তী শিল্পাঞ্চলটি হল
a. রূঢ়
b. প্যারিস
c. বন
d. জেনিভা
Ans- a. রূঢ়
40. ইউরাল অঞ্চলের কোন্ খনিজ সম্পদকে ভিত্তি করে ইউরাল-কুজনেৎস শিল্পাঞ্চল গড়ে উঠেছে ?
a. কয়লা
b. আকরিক লোহা
c. তামা
d. বক্সাইট
Ans- b. আকরিক লোহা
41. দুধ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কোন্ স্তরের উৎপাদিত দ্রব্য ?
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- a. প্রথম
42. ত্রিপুরার অরুন্ধতীনগর কোন্ শিল্পের জন্য বিখ্যাত ?
a. তামা
b. পাট
c. কার্পাস
d. লৌহ-ইস্পাত
Ans- b. পাট
43. নদিপাড়ের ভাঙন ও ধস নিবারণে কী ব্যবহার করা হয় ?
a. পাট
b. তুলো
c. অ্যালুমিনিয়াম
d. লৌহ-ইস্পাত
Ans- a. পাট
44. কাগজ শিল্পে অগ্রণী দেশ হল
a. ব্রাজিল
b. রাশিয়া
c. কানাডা
d. দক্ষিন আফ্রিকা
Ans- c. কানাডা
45. হিভিয়া ব্রাসিলিনসিস প্রজাতির গাছ থেকে উৎপাদন করা হয়
a. চিনি
b. রবার
c. জৈব তেল
d. চুইংগাম
Ans- b. রবার
46. পেট্রোরসায়ন শিল্প উন্নত রাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা যুক্তরাষ্ট্রের কোন্ অংশে অবস্থিত ?
a. উত্তর অংশে
b. মধ্য অংশে
c. দক্ষিন অংশে
d. পশ্চিম অংশে
Ans- c. দক্ষিন অংশে
47. যুক্তরাজ্যের মিডল্যান্ড অঞ্চলটি কোন্ শিল্পের জন্য প্রসিদ্ধ ?
a. ইঞ্জিনিয়ারিং
b. রবার
c. চিনি
d. কফি উৎপাদন
Ans- a. ইঞ্জিনিয়ারিং
48. পশ্চিমবঙ্গের হিন্দমোটর কোন্ শিল্পের জন্য বিখ্যাত ?
a. কার্পাস বয়ন
b. শর্করা উৎপাদন
c. মোটরগাড়ি নির্মান
d. কাগজ উৎপাদন
Ans- c. মোটরগাড়ি নির্মান
49. শিল্প স্থাপনের নূন্যতম ব্যয় তত্ত্ব প্রস্তাব করেছেন
a. ওয়েবার
b. ল্যশ
c. হুভার
d. স্মিথ
Ans- a. ওয়েবার
50. শিল্প স্থাপনের মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্ব প্রস্তাব করেছেন
a. ওয়েবার
b. ল্যশ
c. হুভার
d. স্মিথ
Ans- b. ল্যশ
51. কোন্ শিল্পকে ভিত্তি করে এডগার হুভার শিল্প স্থাপনের তত্ত্ব প্রস্তাব করেছেন ?
a. ওয়েবার
b. ল্যশ
c. হুভার
d. স্মিথ
Ans- a. ওয়েবার
52. কার্পাস বয়নশিল্প গড়ে ওঠার উপযুক্ত স্থান হল
a. তুলো উৎপাদক ক্ষেত্র
b. তুলো উৎপাদক ক্ষেত্র ও বাজার
c. বাজার
d. বনভূমি সংলগ্ন এলাকা
Ans- b. তুলো উৎপাদক ক্ষেত্র ও বাজার
53. কার্পাস শিল্পের জন্য দরকার
a. শুষ্ক জলবায়ু
b. আর্দ্র জলবায়ু
c. মেরু জলবায়ু
d. নাতিশীতোষ্ণ জলবায়ু
Ans- b. আর্দ্র জলবায়ু
54. মসলিন হল এক ধরনের
a. শস্য
b. খাদ্য
c. বস্ত্র
d. খনিজ
Ans- c. বস্ত্র
55. নিউ ইংল্যান্ড বস্ত্র শিল্পকেন্দ্রটি অবস্থিত
a. জাপানে
b. কানাডায়
c. ইংল্যান্ডে
d. মার্কিন যুক্তরাষ্ট্রে
Ans- d. মার্কিন যুক্তরাষ্ট্রে
56. ভারতে বস্ত্রবয়ন শিল্প বিকাশের পর্যায় সংখ্যা হল
a. 3-টি
b. 5-টি
c. 7-টি
d. 9-টি
Ans- c. 7-টি
57. ভারতে প্রথম যন্ত্রচালিত বস্ত্রবয়ন কেন্দ্র শুরু হয়
a. 1818 খ্রিস্টাব্দে
b. 1857 খ্রিস্টাব্দে
c. 1902 খ্রিস্টাব্দে
d. 1951 খ্রিস্টাব্দে
Ans- a. 1818 খ্রিস্টাব্দে
58. ভারতে সর্বপ্রথম বস্ত্রবয়ন কেন্দ্রটি স্থাপিত হয়েছিল
a. আমেদাবাদে
b. দিল্লিতে
c. পুনেতে
d. হাওড়ার ঘুষুড়িতে
Ans- d. হাওড়ার ঘুষুড়িতে
59. মুম্বইতে বস্ত্রবয়ন শিল্পের সূচনা হয়
a. 1818 খ্রিস্টাব্দে
b. 1857 খ্রিস্টাব্দে
c. 1902 খ্রিস্টাব্দে
d. 1951 খ্রিস্টাব্দে
Ans- b. 1857 খ্রিস্টাব্দে
60. আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাসবয়ন শিল্পের প্রারম্ভিক কেন্দ্রটি অবস্থিত
a. নিউ ইংল্যান্ডে
b. আলাবামায়
c. জর্জিয়ায়
d. পেনসিলভেনিয়ায়
Ans- c. জর্জিয়ায়
61. আমারিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প শুরু হয়
a. 1750 খ্রিস্টাব্দে
b. 1760 খ্রিস্টাব্দে
c. 1780 খ্রিস্টাব্দে
d. 1790 খ্রিস্টাব্দে
Ans- d. 1790 খ্রিস্টাব্দে
62. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম স্থাপিত বস্ত্রশিল্প কেন্দ্রটি হল
a. নিউ হ্যাম্পশায়ার
b. আগস্টা
c. রেড আইল্যান্ড
d. গ্রিমসভিল
Ans- c. রেড আইল্যান্ড
63. যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বয়ন শিল্পের কেন্দ্রীভবনের সূচনা হয়েছিল
a. 1980 খ্রিস্টাব্দে
b. 1925 খ্রিস্টাব্দে
c. 1930 খ্রিস্টাব্দে
d. 1935 হ্রিস্তাব্দে
Ans- a. 1980 খ্রিস্টাব্দে
64. দক্ষিন ভারতীয় মহিলাদের একটি অন্যতম পোশাক হল
a. ঘগরাচোলি
b. মেঘলা ও চাদর
c. পাট্টু পাজদাই
d. চুড়িদার ও কুর্তা
Ans- c. পাট্টু পাজদাই
65. পুরুষদের শেরওয়ানি পোশাক ভারতের কোন্ অংশে প্রচলিত ?
a. পূর্ব ভারতে
b. উত্তর ভারতে
c. পশিম ভারতে
d. দক্ষিন ভারতে
Ans- b. উত্তর ভারতে
66. ভারতে খাদি গ্রামোদ্যোগ সংস্থাটি প্রধানত বিখ্যাত
a. হস্তচালিত তাঁতের জন্য
b. যন্ত্রচালিত তাঁতের জন্য
c. চরকায় সুতা কাটতে
d. খাদ্যদ্রব্য তৈরিতে
Ans- a. হস্তচালিত তাঁতের জন্য
67. ভারত বিশ্বে রেডিমেড পোশাক উৎপাদনে কততম স্থান অধিকার করেছে ?
a. তৃতীয়
b. পঞ্চম
c. সপ্তম
d. নবম
Ans- c. সপ্তম
68. ভারতের অন্যতম প্রধান ও বৃহৎ রেডিমেড পোশাক কেন্দ্র অবস্থিত
a. মুম্বইতে
b. তিরুপুরে
c. বেঙ্গালুরুতে
d. গুরগাঁওতে
Ans- b. তিরুপুরে
69. বিশ্বের মোট উৎপাদিত শিল্পদ্রব্যের কত শতাংশ রেডিমেড পোশাক শিল্প থেকে আসে ?
a. ভারতে
b. চিনে
c. বাংলাদেশে
d. লন্ডনে
Ans- b. চিনে
70. ভারতে মোট উৎপাদিত শিল্পদ্রব্যের কত শতাংশ রেডিমেড পোশাক শিল্প থেকে আসে ?
a. 7%
b. 10%
c. 14%
d. 25%
Ans- c. 14%
71. ভারতে অন্যতম রেডিমেড পোশাক শিল্পকেন্দ্রটি হল
a. পাটনা
b. আমেদপুর
c. লখনউ
d. কলকাতা
Ans- d. কলকাতা
72. বিশ্বের প্রধান রেডিমেড পোশাক আমদানিকারক দেশ হল
a. জাপান
b. ভারত
c. বাংলাদেশ
d. চিন
Ans- a. জাপান
73. মেক্সিকোর রেডিমেড পোশাকের প্রধান উৎপাদক অঞ্চল হল
a. এল কারমেন
b. ইউকাটান
c. সান পেন্ড্রো মুলা
d. মেইন
Ans- b. ইউকাটান
74. পিগ আয়রন উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে
a. চিন
b. নেপাল
c. মার্কিন যুক্তরাষ্ট্র
d. আরব
Ans- a. চিন
75. ভারতে রেডিমেড পোশাক শিল্পের মোট কর্মীদের মধ্যে কত শতাংশ মহিলা ?
a. 10%
b. 25%
c. 35%
d. 40%
Ans- c. 35%
76. রেডিমেড পোশাক উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানাধিকারী হল
a. চিন
b. বাংলাদেশ
c. ভারত
d. মেক্সিকো
Ans- b. বাংলাদেশ
77. ভারতবর্ষে বস্ত্রশিল্পের সুবর্নযুগ বলে চিহ্নিত করা হয়
a. প্রথম বিশ্বযুদ্ধের সময়কে
b. প্রথম বিশ্বযুদ্ধের পুর্ববর্তী সময়কে
c. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে
d. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে
Ans- c. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে
78. পশ্চিম ভারতে কার্পাস-বয়ন শিল্পের বিকাশে সাহায্যকারী তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল
a. ধুবারণ
b. ভিবপুরী
c. উকাই
d. খোপালি
Ans- a. ধুবারণ
79. ‘দক্ষিন ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়
a. কোয়েম্বাটোরকে
b. কোচিনকে
c. হায়দরাবাদকে
d. বেঙ্গালুরুকে
Ans- a. কোয়েম্বাটোরকে
80. ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম হল
a. কোঝিকোড়
b. হিসার
c. সুরাট
d. ভাগলপুর
Ans- b. হিসার
81. উত্তরপ্রদেশের বৃহত্তম রেডিমেড পোশাক উৎপাদনের কেন্দ্রটি অবস্থিত
a. কানপুরে
b. গাজিয়াবাদে
c. মিরাটে
d. সাহারানপুরে
Ans- a. কানপুরে
82. তামিলনাড়ুর রেডিমেড পোশাক উৎপাদনের কেন্দ্র স্থাপিত হয়েছে
a. ওয়ার্ধায়
b. তিরুপুরে
c. পাল্লাকাড়ে
d. তিরুবনন্তপুরমে
Ans- b. তিরুপুরে
83. ভারতে কার্পাস শিল্পের সর্বাধিক কেন্দ্রীভবন ঘটেছে
a. উত্তরাঞ্চলে
b. পূর্বাঞ্চলে
c. পশ্চিমাঞ্চলে
d. দক্ষিণাঞ্চলে
Ans- c. পশ্চিমাঞ্চলে
84. কানাডার কাগজকলগুলির কেন্দ্রীভবন কোন্ নদী বরাবর হয়েছে ?
a. রেড নদী
b. সেন্ট লয়েন্স
c. হাডসন
d. ওহিও
Ans- b. সেন্ট লয়েন্স
85. এক মেট্রিক টন কাগজ উৎপাদনে পরিশ্রুত জল লাগে
a. এক লক্ষ গ্যালন
b. দুই লক্ষ গ্যালন
c. তিন লক্ষ গ্যালন
d. চার লক্ষ গ্যালন
Ans- a. এক লক্ষ গ্যালন
86. উন্নত মানের কাগজ ও কাগজের মণ্ড তৈরি হয়
a. বাঁশ থেকে
b. আখের ছিবড়ে থেকে
c. সাবাই ঘাস থেকে
d. পাইন বালসাম গাছ থেকে
Ans- d. পাইন বালসাম গাছ থেকে
87. ভারতে প্রথম কাগজশিল্প গড়ে উঠে
a. শ্রীরামপুরে
b. বারাণসীতে
c, ভদ্রেশ্বরে
d. রিষড়াতে
Ans- a. শ্রীরামপুরে
88. ভারতের নিউজপ্রিন্ট তৈরির কারখানা অবস্থিত
a. টিটাগড়ে
b. রাজকোটে
c. নেপানগরে
d. বালিতে
Ans- c. নেপানগরে
89. উন্নতমানের কাগজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়
a. সবাই ঘাসের মণ্ড
b. পুরাতন কাগজের মণ্ড
c. নরম কাঠের মণ্ড
d. শক্ত কাঠের মণ্ড
Ans- c. নরম কাঠের মণ্ড
90. কাগজ শিল্প সাধারণত যে বিদ্যুৎকেন্দ্রের নিকটে গড়ে ওঠে
a. জলবিদ্যুৎ
b. ডিজেল বিদ্যুৎ
c. তাপবিদ্যুৎ
d. পারমাণবিক বিদ্যুৎ
Ans- a. জলবিদ্যুৎ
91. ভারতের পশ্চিমবঙ্গে শতকরা কত কাগজ উৎপাদিত হয় ?
a. 5.72%
b. 6.93%
c. 7.04%
d. 7.53%
Ans- c. 7.04%
92. কানাডায় প্রথম কাগজকল গড়ে ওঠে
a. অটোয়াতে
b. কুইবেকে
c. অন্টারিওতে
d. মন্ট্রিলে
Ans- b. কুইবেকে
93. ভারতে সবচেয়ে বেশি কাগজ উৎপাদিত হয়
a. মধ্যপ্রদেশ
b. তামিলনাড়ুতে
c. গুজরাটে
d. মহারাষ্ট্রে
Ans- d. মহারাষ্ট্রে
94. কাগজ রপ্তানিকারক দেশ হল
a. কানাডা
b. জাপান
c. ভারত
d. আমেরিকা যুক্তরাষ্ট্র
Ans- c. ভারত
95. পৃথিবীতে কাগজ ও কাগজবোর্ড উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশটি হল
a. কানাডা
b. রাশিয়া
c. জার্মানি
d. আমেরিকা যুক্তরাষ্ট্র
Ans- d. আমেরিকা যুক্তরাষ্ট্র
96. ইউরোপের কোন্ দেশটি কাগজ উৎপাদনে শীর্ষস্থানাধিকারী ?
a. জার্মানি
b. স্পেন
c. ফ্রান্স
d. ইংল্যান্ড
Ans- a. জার্মানি
97. পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে ?
a. নৈহাটি
b. ত্রিবেণি
c. বরানগর
d. টিটাগড়
Ans- b. ত্রিবেণি
98. ভারতে কত খ্রিস্টাব্দে কাগজ শিল্পের সূচনা হয় ?
a. 1934 খ্রিস্টাব্দে
b. 1943 খ্রিস্টাব্দে
c. 1940 খ্রিস্টাব্দে
d. 1945 হ্রিস্তাব্দে
Ans- c. 1940 খ্রিস্টাব্দে
99. পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটি অবস্থিত
a. থ্রি-রিভারস-এ
b. ড্রেট্রয়েট-এ
c. ফলরিভার-এ
d. গ্রেটলেক-এ
Ans- a. থ্রি-রিভারস-এ
100. কাগজ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
a. ব্লিচিং পাউডার
b. কস্টিক সোডা
c. আখের ছিবড়া
d. কোক কয়লা
Ans- d. কোক কয়লা
101. ভারত কাগজের মণ্ড আমদানি করে
a. শ্রীলঙ্কা থেকে
b. মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
c. নেদারল্যান্ড থেকে
d. কানাডা থেকে
Ans- b. মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
102. ব্রাজিল রবার উৎপাদনে বিশ্বে অধিকার করেছে
a. সপ্তম
b. অষ্টম
c. নবম
d. দশম
Ans- c. নবম
103. মালয়েশিয়ায় রবার শিল্পের জন্য বিখ্যাত হল
a. জোহের
b. সারাওয়াক প্রদেশ
c. কেডা প্রদেশ
d. কেলান্তন জেলা
Ans- d. কেলান্তন জেলা
104. মালেয়েশিয়ায় রবার শিল্পের আধিক্য দেখা যায়
a. পূর্বাঞ্চলে
b. পশ্চিমাঞ্চলে
c. উত্তরাঞ্চলে
d. দক্ষিণাঞ্চলে
Ans- b. পশ্চিমাঞ্চলে
105. রাসায়নিক পদ্ধতিতে প্রথম রবার উৎপাদনের সূচনা হয়
a. জার্মানিতে
b. ব্রাজিলে
c. সুইডেনে
d. চিনে
Ans- a. জার্মানিতে
106. কৃত্রিম রবারের প্রধান কাঁচামালটি হল
a. তামা
b. অ্যালকোহল
c. অ্যালুমিনিয়াম
d. প্লাস্টিক
Ans- b. অ্যালকোহল
107. 2012 খ্রিস্টাব্দে মালেয়েশিয়ার রবার উৎপাদনের পরিমাণ কত ছিল ?
a. 7.06%
b. 8.5%
c. 9.0%
d. 9.2%
Ans- d. 9.2%
108. রবার গাছ সর্বপ্রথম লক্ষ করা যায়
a. ব্রাজিলের অরণ্যে
b. মালেয়েশিয়ার অরণ্যে
c. আমাজন অরণ্যে
d. সুন্দরবনের অরণ্যে
Ans- a. ব্রাজিলের অরণ্যে
109. টাটা মোটর্স লিমিটেডের মোটরগাড়ি নির্মান কারখানাটি আছে
a. নাসিকে
b. ঔরঙ্গাবাদে
c. পুনেতে
d. আমেদাবাদে
Ans- b. ঔরঙ্গাবাদে
110. আমেরিকা যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে মোটর গাড়িনির্মাণ শিল্পের সূচনা হয় ?
a. 1890 খ্রিস্টাব্দে
b. 1892 খ্রিস্টাব্দে
c. 1893 খ্রিস্টাব্দে
d. 1899 খ্রিস্টাব্দে
Ans- a. 1890 খ্রিস্টাব্দে
111. হিন্দুস্তান মোটর্স লিমিটেডের মোটরগাড়ি নির্মাণের কারখানা অবস্থিত
a. গুজরাটে
b. ওড়িশাতে
c. ঝাড়খণ্ডে
d. পশ্চিমবঙ্গে
Ans- d. পশ্চিমবঙ্গে
112. জার্মানির একটি মোটরগাড়ি কোম্পানির নাম হল
a. ফিরাট
b. মারুতি সুজুকি
c. ইন্ডিকা
d. মার্সিডিস বেঞ্জ
Ans- d. মার্সিডিস বেঞ্জ
113. মারুতি উদ্যোগ লিমিটেডের মোটরগাড়ি তৈরির কারখানা আছে
a. হিন্দমোটরে
b. হায়দরাবাদে
c. গুরগাঁওয়ে
d. জলন্ধরে
Ans- c. গুরগাঁওয়ে
114. ভারতে প্রথম মোটরগাড়ি নির্মাণ কারখানা শুরু হয়
a. 1928 খ্রিস্টাব্দে
b. 1930 খ্রিস্টাব্দে
c. 1935 খ্রিস্টাব্দে
d. 1939 খ্রিস্টাব্দে
Ans- a. 1928 খ্রিস্টাব্দে
115. জাপানের মোটরগাড়ি নির্মাণ কোম্পানিটির নাম হল
a. রেনো
b. ফোর্ড
c. হন্ডা
d. হুন্ডাই
Ans- c. হন্ডা
116. হোন্ডা কোন্ দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ?
a. অস্ট্রেলিয়ার
b. জার্মানির
c. মার্কিন যুক্তরাষ্ট্রের
d. জাপানের
Ans- d. জাপানের
117. বিশ্বের সবচেয়ে বড়ো মোটরগাড়ি নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত
a. ডেট্রয়েটে
b. সাংহাইতে
c. ওয়াশিংটনে
d. লন্ডনে
Ans- a. ডেট্রয়েটে
118. ভারতে দুই চাকার গাড়ি কারখানা গড়ে উঠেছে
a. কর্ণাটকের নানজানগুড়ুতে
b. মধ্যপ্রদেশের পিথমপুরে
c. গুজরাটের সানন্দে
d. রাজস্থানের কোটায়
Ans- a. কর্ণাটকের নানজানগুড়ুতে
119. ভারতে তিন চাকার গাড়ি কারখানা গড়ে উঠেছে
a. হোসুরে
b. পন্থনগরে
c. জামশেদপুরে
d. নয়ডায়
Ans- b. পন্থনগরে
120. চতুর্থ বৃহত্তম গাড়ি বাজার দেখা যায়
a. ভারতে
b. ইটালিতে
c. জাপানে
d. ইংল্যান্ডে
Ans- a. ভারতে
121. ভারতে বিশ্বে বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক দেশ হিসেবে কততম স্থান অধিকার করে ?
a. তৃতীয়
b. চতুর্থ
c. পঞ্চম
d. সপ্তম
Ans- c. পঞ্চম
122. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র জিপ ও ট্রাক কারখানা আছে
a. জামশেদপুরে
b. মুম্বইয়ে
c. হায়দরাবাদে
d. কলকাতায়
Ans- b. মুম্বইয়ে
123. খাদ্যপ্রক্রিয়াকরন শিল্পে একটি অগ্রণী রাজ্য হল
a. পশ্চিমবঙ্গ
b. মিজোরাম
c. সিকিম
d. উত্তরাখণ্ডে
Ans- a. পশ্চিমবঙ্গ
124. খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পে অনুন্নত এমন একটি রাজ্য হল
a. হরিয়ানা
b. জম্মু ও কাশ্মীর
c. উত্তরপ্রদেশ
d. কেরল
Ans- b. জম্মু ও কাশ্মীর
125. আমুল, ভারকা, নন্দিনী ও গোকুল সমবায়গুলি কোন্ খাদ্যপ্রক্রিয়াকরন শিল্পের সঙ্গে যুক্ত ?
a. মাছ
b. ফল ও সবজি
c. মাংস
d. দুধ
Ans- d. দুধ
126. গ্রামীণ পোলট্রি ফার্মগুলির উন্নতির দায়িত্বে আছে
a. NABARD
b. FCI
c. NAFED
d. FDI
Ans- a. NABARD
127. বিশ্বে উৎপাদিত মোট খাদ্যপ্রক্রিয়াকৃত দ্রব্যের কত শতাংশ এশীয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ ও দ্বীপপুঞ্জে তৈরি হয় ?
a. 27%
b. 31%
c. 35%
d. 39%
Ans- b. 31%
128. কানাডার বৃহত্তম খাদ্যপ্রক্রিয়াকরন শিল্প হল
a. দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন
b. মাংসজাত দ্রব্যের উৎপাদন
c. সামুদ্রিক খাদ্যের উৎপাদন
d. ফাস্ট ফুডের উৎপাদন
Ans- b. মাংসজাত দ্রব্যের উৎপাদন
129. ভারতের খাদ্যপ্রক্রিয়াকরন শিল্পের একটি অগ্রণী রাজ্য হল
a. গুজরাট
b. মহারাষ্ট্র
c. পশ্চিমবঙ্গ
d. তেলেঙ্গানা ও সীমান্ধ্র
Ans- c. পশ্চিমবঙ্গ
130. আঙুরের রস থেকে মদ উৎপাদনে ফ্রান্সের স্থান পৃথিবীতে
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- a. প্রথম
131. কোন্ খাদ্যদ্রব্য উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ?
a. দুধ
b. মদ
c. মটরশুঁটি
d. চিনি
Ans- c. মটরশুঁটি
132. ফ্রান্সের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান উৎপাদক অঞ্চল হল ও
a. ভ্যালেনসিয়া
b. লিয়ন
c. ভিজন
d. আঁতোয়া
Ans- b. লিয়ন
133. ভারত কোন খাদ্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে ?
a. গম
b. চা
c. দুধ
d. মশলা
Ans- a. গম
134. রাশিয়ার উত্তর-পশিমে বাল্টিক সাগরের তীরে কোন্ শিল্পাঞ্চল অবস্থিত
a. পূর্ব ইউক্রেন
b. মস্কো
c. সেন্ট পিটার্সবার্গ
d. ভোল্গা
Ans- c. সেন্ট পিটার্সবার্গ
135. দক্ষিন-পূর্ব সামুদ্রিক শিল্পাঞ্চল কোন্ মহাদেশে গড়ে উঠেছে ?
a. এশিয়া
b. ওশিয়ানিয়া
c. ইউরোপ
d. উত্তর আমেরিকা
Ans- a. এশিয়া
136. অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী জাপানের প্রধান শিল্প হল
a. দুগ্ধজাত দ্রব্য উৎপাদন শিল্প
b. তরল হালকা পানীয় শিল্প
c. মাংসজাত দ্রব্য শিল্প
d. সামুদ্রিক খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প
Ans- d. সামুদ্রিক খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প
137. খাদ্যপ্রক্রিয়াকরন শিল্প উৎপাদন ও রপ্তানিতে ভারতের স্থান
a. প্রথম
b. পঞ্চম
c. তৃতীয়
d. সপ্তম
Ans- b. পঞ্চম
138. ভারতের মোট GDP-এর কত শতাংশ খাদ্যপ্রক্রিয়াকরন শিল্প থেকে অর্জিত হয়
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
Ans- c. 7%
139. ভারতে দুধ ও উৎপাদনকারী একটি উল্লেখযোগ্য কোম্পানি হল
a. ব্রিটানিয়া
b. কোহিনুর ফুড
c. হলদিরাম
d. এম. টি. আর. ফুডস্
Ans- a. ব্রিটানিয়া
140. কানাডার কোন্ অঞ্চলে খাদ্যপ্রক্রিয়াকরন শিল্পকেন্দ্র অবস্থিত ?
a. বস্টন
b. টরোন্টো
c. ডাবলিন
d. এডিনবরা
Ans- b. টরোন্টো
141. বাংলাদেশের পাটশিল্পের অগ্রগতিতে ‘স্বভাবিক তন্তু উৎপাদনের আন্তর্জাতিক বছর’ ধরা হয়
a. 1989 খ্রিস্টাব্দকে
b. 1999 খ্রিস্টাব্দকে
c. 2004 খ্রিস্টাব্দকে
d. 2009 খ্রিস্টাব্দকে
Ans- d. 2009 খ্রিস্টাব্দকে
142. ভারতে পাটশিল্পের সূচনা হয়
a. 1850 খ্রিস্টাব্দে
b. 1855 খ্রিস্টাব্দে
c. 1862 খ্রিস্টাব্দে
d. 1890 খ্রিস্টাব্দে
Ans- b. 1855 খ্রিস্টাব্দে
143. ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়
a. শ্রীরামপুরে
b. ঘুঘুরিতে
c. রিষড়ায়
d. ভদ্রেশ্বরে
Ans- c. রিষড়ায়
144. হুগলী নদীর দুই তীরে অবস্থানের সাপেক্ষে অমিল পাটকলটিকে চিহ্নিত করো ।
a. বালি
b. সাঁকরাইল
c. বাউরিয়া
d. বিড়লাপুর
Ans- d. বিড়লাপুর
145. কল্যাণী থেকে বজবজের মধ্যে অবস্থিত একটি পাটকল হল
a. চাঁপাদানি
b. টিটাগড়
c. হাওড়া
d. শিবপুর
Ans- b. টিটাগড়
146. ভারতবর্ষে সর্বাধিক পাটশিল্প দেখা যায়
a. পশ্চিমবঙ্গে
b. অসমে
c. বিহারে
d. ওড়িশায়
Ans- a. পশ্চিমবঙ্গে
147. বিশ্বের মোট পাটজাত দ্রব্যের কত শতাংশ বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ?
a. 50%
b. 60%
c. 70%
d. 80%
Ans- d. 80%
148. পৃথিবীর সর্বোচ্চ পাট উৎপাদনকারী দেশ হল
a. বাংলাদেশ
b. ভারত
c. চিন
d. ভিয়েতনাম
Ans- b. ভারত
149. ভারতের কোন্ রাজ্য পাটশিল্পে উন্নত ?
a. পশ্চিমবঙ্গে
b. অসম
c. ঝাড়খণ্ড
d. ত্রিপুরা
Ans- a. পশ্চিমবঙ্গে
150. জিয়োটেক্সটাইল কী কাজে ব্যবহৃত হয়
a. হস্ত শিল্পে
b. কার্পেট তৈরিতে
c. রং শিল্পে
d. নদীর পাড় বাঁধাতে
Ans- d. নদীর পাড় বাঁধাতে
151. দক্ষিন-পূর্ব এশিয়ার প্রধান পাট উৎপাদনকারী দেশটি হল
a. থাইল্যান্ড
b. পাকিস্তান
c. মায়ানমার
d. শ্রীলঙ্কা
Ans- a. থাইল্যান্ড
152. বাংলাদেশে পাটশিল্প কোন্ অঞ্চলগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছ ?
a. বরিশাল, যশোহর, নারায়ণগঞ্জ
b. চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ
c. চট্টগ্রাম, ঢাকা, খুলনা
d. কর্ণফুলি, সেলিমপুর, যশোহর
Ans- c. চট্টগ্রাম, ঢাকা, খুলনা
153. নীচের কোনটি চট্টগ্রামের একটি পাটশিল্প কেন্দ্র ?
a. ঢাকা
b. সেলিমপুর
c. কুমিল্লা
d. কর্ণফুলি
Ans- b. সেলিমপুর
154. বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পাটকলের সংখ্যা
a. 64 টি
b. 72 টি
c. 85 টি
d. 112 টি
Ans- a. 64 টি
155. পাটশিল্পের আধুনিকীকরণের জন্য গঠন করা হয়েছে
a. জাতীয় শিল্পোন্নয়ন সংখ্যা
b. আন্তর্জাতিক শিল্পোন্নয়ন
c. শিল্পোন্নয়ন স্কিম
d. জাতীয় শিল্পন্নয়ন কর্পোরেশন
Ans- d. জাতীয় শিল্পন্নয়ন কর্পোরেশন
156. পাটজাত পন্যের রপ্তানিতে ভারতের স্থান হল
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- b. দ্বিতীয়
157. বর্তমানে সমগ্র দেশে মোট চালু পাটকলের সংখ্যা হল
a. 78 টি
b. 82 টি
c. 92 টি
d. 98 টি
Ans- a. 78 টি
158. বর্তমানে বাংলাদেশের পাটশিল্প কারখানার সংখ্যা হল
a. 165 টি
b. 200 টি
c. 219 টি
d. 236 টি
Ans- c. 219 টি
159. লৌহ-ইস্পাত শিল্প প্রধানত কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে
a. আকরিক লোহা
b. কয়লা
c. জলবিদ্যুৎ
d. বাজার
Ans- b. কয়লা
160. বার্নপুর ও কুলটি ইস্পাত কারখানা দুটির অধীনস্থ কোম্পানি হল
a. TISCO
b. DVC
c. IISCO
d. BMJ
Ans- c. IISCO
161. ছত্রিশগড়ের প্রধান লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত
a. জামশেদপুরে
b. ভিলাইতে
c. বার্নপুরে
d. কুলটিতে
Ans- b. ভিলাইতে
162. সালেম স্টিল প্ল্যান্টটি অবস্থিত
a. মহারাষ্ট্রে
b. ঝাড়খণ্ডে
c. মধ্যপ্রদেশ
d. তামিলনাড়ুতে
Ans- d. তামিলনাড়ুতে
163. কোন্ নদীর জলভাণ্ডারকে কেন্দ্র করে দুর্গাপুরের লৌহ-ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে ?
a. সুবর্ণরেখা
b. মহানন্দা
c. দামোদর
d. ময়ূরাক্ষী
Ans- a. সুবর্ণরেখা
164. স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. ভিলাই
b. জামশেদপুরে
c. বোকারা
d. দুর্গাপুর
Ans- b. জামশেদপুরে
165. জামশেদপুরে কোন্ নদীর তীরে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থিত
a. খরকাই
b. শিলাবতী
c. কোয়েল
d. মহানদী
Ans- a. খরকাই
166. লৌহ-পিন্ড উৎপাদনে পৃথিবীতে জাপানের স্থান
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- b. দ্বিতীয়
167. ইয়াংসি উপত্যকায় অবস্থিত ইস্পাত উৎপাদন কেন্দ্রটি হল
a. সাংহাই
b. ডুকু
c. ফুসান
d. ইয়ানচুয়ান
Ans- a. সাংহাই
168. ইস্পাত পিণ্ড উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হল
a. রাশিয়া
b. জাপান
c. আমেরিকা যুক্তরাষ্ট্র
d. চিন
Ans- d. চিন
169. ভারতে প্রাচীনতম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. কোঠাগুডেমে
b. জোড়ায়
c. কেওনঝরে
d. চান্ডিলে
Ans- a. কোঠাগুডেমে
170. ভারতের প্রাচীনতম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. রাউরকেল্লা
b. ভদ্রাবতী
c. কুলটি-বার্নপুর
d. দুর্গাপুর
Ans- c. কুলটি-বার্নপুর
171. উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. ভিলাই
b. রাউরকেল্লা
c. সালেম
d. বিশাখাপত্তনম
Ans- d. বিশাখাপত্তনম
172. বর্তমানে উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল
a. ভিলাই
b. বোকারো
c. দুর্গাপুর
d. জামশেদপুর
Ans- a. ভিলাই
173. ‘ভারতের রূঢ়’ বলা হয়
a. বোকারোকে
b. দুর্গাপুরকে
c. জামশেদপুরকে
d. ভদ্রাবতীকে
Ans- b. দুর্গাপুরকে
174. ভারতের জামশেদপুরে অবস্থিত লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কী ?
a. IISCO
b. VSP
c. TISCO
d. HSL
Ans- c. TISCO
175. লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
a. ক্রোমিয়াম
b. প্যারাগোনাইট
c. ক্রায়োলাইট
d. অ্যালুমিনিয়াম
Ans- a. ক্রোমিয়াম
176. জাপান লৌহপিন্ড ও ইস্পাত উৎপাদনে বিশ্বে কততম স্থান লাভ করেছে ?
a. প্রথম
b. দ্বিতীয়
c. তৃতীয়
d. চতুর্থ
Ans- b. দ্বিতীয়
177. পৃথিবীর প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায় ?
a. চারটি
b. পাঁচটি
c. ছয়টি
d. সাতটি
Ans- a. চারটি
178. রাশিয়া ও ইউক্রেনের অন্তর্গত একটি শিল্পাঞ্চল হল
a. কেইসং শিল্পাঞ্চল
b. সেন্ট পিটার্সবার্গ শিল্পাঞ্চল
c. মধ্য রাইন শিল্পাঞ্চল
d. ইউরাল শিল্পাঞ্চল
Ans- b. সেন্ট পিটার্সবার্গ শিল্পাঞ্চল
179. ভারতের ‘উদীয়মান শিল্প’ হল
a. বয়ন শিল্প
b. ইঞ্জিনিয়ারিং শিল্প
c. তথ্যপ্রযুক্তি শিল্প
d. পেট্রোরসায়ন শিল্প
Ans- d. পেট্রোরসায়ন শিল্প
180. ভারতের উত্তরাঞ্চলে পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা গড়ে উঠেছে
a. পাঞ্জাবে
b. হরিয়ানায়
c. উত্তরপ্রদেশে
d. দিল্লিতে
Ans- a. পাঞ্জাবে
181. ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা গড়ে উঠেছে
a. সুরাটে
b. পানিপথে
c. হলদিয়ায়
d. ট্রম্বেতে
Ans- d. ট্রম্বেতে
182. মিৎসুবিসি কেমিক্যাল কর্পোরেশনের অধীনস্থ পেট্রোকেমিক্যাল কারখানা গড়ে উঠেছে
a. ভাদোদরায়
b. তুতিকোরিনে
c. সুরাটে
d. হলদিয়াতে
Ans- b. তুতিকোরিনে
183. ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেডের অধীনস্থ কারখানা গড়ে উঠেছে
a. ভাদোদরায়
b. মথুরায়
c. নয়ডায়
d. গাংপুরে
Ans- a. ভাদোদরায়
184. নীচের কোন্ স্থানটিতে পেট্রোরসায়ন শিল্প কারখানা গড়ে উঠেছে ?
a. ট্রম্বেতে
b. ভাদোদরায়
c. ডিব্রুগড়ে
d. কয়ালিতে
Ans- b. ভাদোদরায়
185. ভারতে নবীনতম পেট্রোরসায়ন শিল্প কারখানাটি হল
a. ভাদোদরা
b. ট্রম্বে
c. হলদিয়া
d. হাজিরা
Ans- c. হলদিয়া
186. পেট্রোরসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল হল
a. মিথেন
b. কোক কয়লা
c. বেঞ্জল
d. প্যারাজাইলিন
Ans- a. মিথেন
187. পেট্রোরসায়ন শিল্পে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হল
a. চিন
b. ভারত
c. জাপান
d. মার্কিন যুক্তরাষ্ট্র
Ans- d. মার্কিন যুক্তরাষ্ট্র
188. কোন্ শহরকে পৃথিবীর ‘রাসায়নিক রাজধানী’ বলা হয়
a. অ্যাক্রনকে
b. নিউজার্সিকে
c. ইউলসিংটনকে
d. ইলিয়নকে
Ans- c. ইউলসিংটনকে
189. আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিন-পূর্বের পেট্রোরসায়ন শিল্পাঞ্চলের একটি শিল্পকেন্দ্র হল
a. টেক্সাস
b. পিটার্সবার্গ
c. উইলসিংটন
d. বেকারসফিল্ড
Ans- a. টেক্সাস
190. নিম্নলিখিত কোন্ শিল্পটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত নয় ?
a. সাইকেল তৈরি শিল্প
b. জাহাজ নির্মান শিল্প
c. কম্পিউটার তৈরি শিল্প
d. ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তৈরি শিল্প
Ans- b. জাহাজ নির্মান শিল্প
191. রাসায়নিক সার উৎপাদন কারখানা আছে
a. দহেজে
b. পাতাল গঙ্গায়
c. তুতিকোরিনে
d. ম্যাঙ্গালোরে
Ans- Ans-b. পাতাল গঙ্গায়
192. ভারতের চিনি শিল্পে বাধ্যতামূলক চটের থলের আইনানুগ ব্যবহারের পরিমাণ
a. 40%
b. 50%
c. 60%
d. 70%
Ans- b. 50%
193. কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল রুপে ব্যবহৃত হয়
a. পাট শিল্পে
b. তামা শিল্পে
c. কাগজ শিল্পে
d. ইস্পাত শিল্পে
Ans- c. কাগজ শিল্পে
194. পৃথিবীর একটি প্রধান শিল্পাঞ্চল হল
a. বৃহৎ হ্রদ অঞ্চল
b. হলদিয়া
c. ইউরাল
d. রোন
Ans- a. বৃহৎ হ্রদ অঞ্চল
195. পৃথিবীর একটি অপ্রধান শিল্পাঞ্চল হল
a. হুগলী
b. রূঢ়
c. মস্ক-টুলা-গোর্কি
d. বার্মিংহাম
Ans- d. বার্মিংহাম
196. নীচের কোন্ সূচক প্রধান ও অপ্রধান শিল্পাঞ্চলের নির্ণায়ক নয় ?
a. উৎপাদন ব্যয়
b. শিল্পে ব্যবহৃত শক্তির পরিমাণ
c. জনঘনত্ব
d. কলকারখানা, ওয়ার্কশপ প্রভৃতির সংখ্যা ও ঘনত্ব
Ans- c. জনঘনত্ব
197. প্রদত্ত কোনটি ওজন হ্রাসশীল কাঁচামাল ?
a. রেশম
b. পাট
c. পশম
d. চুনাপাথর
Ans- d. চুনাপাথর
198. বিশুদ্ধ শ্রেণির কাঁচামালের উদাহরণ হল
a. লোহা-চুনাপাথর
b. তুলা-পাট
c. দস্তা-ম্যাঙ্গানিজ
d. তামা-অ্যালুমিনিয়াম
Ans- b. তুলা-পাট
199. কাঁচামালের ওজন ও উৎপাদিত পন্যের ওজনের অনুপাতকে বলে
a. দ্রব্য সূচক
b. শিল্প সূচক
c. বাজার সূচক
d. মূল্য সূচক
Ans- a. দ্রব্য সূচক