পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ ষষ্ঠ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

Economic geography wb higher secondary 6th chapter mcq
Economic geography wb higher secondary 6th chapter mcq

পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ ষষ্ঠ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 

1. মানুষের প্রয়োজনীয়তা বা পছন্দের ওপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্তকে বলে

a. মনস্তত্ত্বমূলক পরিপেক্ষিত

b. মূলদ সিদ্ধান্ত গ্রহণ

c. আদর্শ স্থাপনকারী পরিপেক্ষিত 

d. অমূলদ সিদ্ধান্ত গ্রহণ

Ans- a. মনস্তত্ত্বমূলক পরিপেক্ষিত

2. সিদ্ধান্ত নেওয়ার যে পর্যায় দলের একজন সদস্য অন্য সদস্যের ভুল ধরে তাকে বলে

a. Orientation state

b. Conflict stage

c. Emergence stage

d. Reinforecement stage

Ans- b. Conflict stage

3. যে সকল পরামর্শদাতা অনির্দিস্ট কালের জন্য কাজ করে তাদের বলা হয়

a.কার্য সম্পাদনকারী পরামর্শদাতা

b. অভ্যন্তরীণ ক্ষেত্রবিষয়ক পরামর্শদাতা

c. বহিরাগত পরামর্শ দাতা

d. তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্র বিষয়ক পরামর্শদাতা

Ans- c. বহিরাগত পরামর্শ দাতা

4. Reter Block-কে বলা হয়

a. কাউন্সেলিং সংস্থার প্রতিষ্ঠাতা

b. ব্যবসাবাণিজ্য বিষয়ক পরামর্শদাতা

c. মানবসম্পদীয় প্রধান পরামর্শদাতা

d. কন্‌সাল্‌টিং গুরু

Ans- d. কন্‌সাল্‌টিং গুরু

5. অমিলটি চিহ্নিত করো ।

a. বিশেষজ্ঞের মতামত প্রদান

b. শিক্ষা

c. তথ্যপ্রযুক্তি

d. গবেষণা

Ans- a. বিশেষজ্ঞের মতামত প্রদান

6. কোন পেশার ব্যক্তিদের সোনালি পোশাকের কর্মী বলা হয় ?

a. তথ্যপ্রযুক্তি

b. বিনোদন শিল্প

c. গবেষণা

d. পেশাদার উপদেষ্টা

Ans- d. পেশাদার উপদেষ্টা

7. পরামর্শ দান কোন্‌ স্তরের কার্যাবলী ?

a. টারসিয়ারি 

b. কুইনারি

c. কোয়াটারনারি

d. প্রাইমারি

Ans- b. কুইনারি

8. নীতি নির্ধারন যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল

a. দ্বিতীয়

b. তৃতীয়

c. চতুর্থ

d. পঞ্চম

Ans- d. পঞ্চম

9. কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষদের মেধা

a. সাধারণ মানের 

b. নিম্ন মানের

c. অতি নিম্নমানের

d. উচ্চ মানের

Ans- d. উচ্চ মানের

10. যে শতাব্দীতে কুইনারি ক্রিয়াকলাপের উৎপত্তি হয়

a. অষ্টাদশ

b. ঊনবিংশ

c. বিংশ

d. একবিংশ

Ans- c. বিংশ

11. পেশাদার উপদেষ্টা যে স্তরের অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত

a. কুইনারি

b. কোয়াটারনারি

c. সেকেন্ডারি 

d. প্রাইমারি

Ans- a. কুইনারি

12. Robert Kelley (1985)-এর মতানুযায়ী কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলে

a. লাল কলার কর্মী

b. সোনালি কলার কর্মী

c. নীল কলার কর্মী

d. সাদা কলার কর্মী

Ans- b. সোনালি কলার কর্মী

13. কুইনারি ক্রিয়াকলাপে বেশি ব্যবহৃত হয়

a. দৈহিক শ্রম

b. পশু শ্রম

c. মস্তিষ্ক শ্রম

d. এর সবকটিই

Ans- c. মস্তিষ্ক শ্রম

14. কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয়

a. তথ্য ভাণ্ডার

b. বুদ্ধি ভাণ্ডার

c. ভাষা ভাণ্ডার

d. শিক্ষা ভাণ্ডার

Ans- b. বুদ্ধি ভাণ্ডার

15. সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সিদ্ধান্ত নির্ধারকরা যুক্ত

a. প্রাইমারি স্তরে

b. সেকেন্ডারি স্তরে

c. কুইনারি স্তরে

d. কোয়াটারনারি স্তরে

Ans- c. কুইনারি স্তরে

16. অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্রটি হল

a. প্রাইমারি

b. কুইনারি

c. সেকেন্ডারি

d. টারসিয়ারি

Ans- b. কুইনারি

17. কুইনারি ক্রিয়াকলাপের যে পরিসেবা দেওয়া হয় তা

a. উন্নত

b. সাধারণ

c. অতি উন্নত

d. অতি সাধারণ

Ans- c. অতি উন্নত

18. কোনটি আলাদা তা চিহ্নিত কজর ।

a. বিশেষজ্ঞ 

b. নীতি প্রণেতা

c. পরামর্শদাতা

d. সিদ্ধান্ত গ্রহণকারী

Ans- d. সিদ্ধান্ত গ্রহণকারী

19. পঞ্চম স্তরের কাজকর্মকে ক-টি ভাগে ভাগ করা যায় ?

a. তিনটি

b. চারটি

c. পাঁচটি

d. ছয়টি

Ans- b. চারটি

20. যে ব্যাক্তি বাণিজ্যিকক্ষেত্রে নানান সুযোগসুবিধা এবং নানা নীতি বা পদ্ধতি তৈরি করে, সে হল

a. বিশেষজ্ঞ

b. নীতি প্রণেতা

c. পরামর্শদাতা

d. সিদ্ধান্ত গ্রহণকারী

Ans- a. বিশেষজ্ঞ

21. আদর্শ স্থাপনকারী পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করার এই ধারণাটি প্রথম আসে

a. 1958 খ্রিস্টাব্দে

b. 1960 খ্রিস্টাব্দে

c. 1962 খ্রিস্টাব্দে

d. 1964 খ্রিস্টাব্দে

Ans- d. 1964 খ্রিস্টাব্দে

22. বাস্তবে বিভিন্ন কারনের দ্বারা সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা প্রভাবিত হয় এবং মানুষ তার ফলে অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটি হল

a. সহজাত পক্ষপাতহীন

b. সহজগম্য পক্ষপাতদুষ্ট

c. অমূলদ সিদ্ধান্ত  

d. মূলদ সিদ্ধান্ত

Ans- b. সহজগম্য পক্ষপাতদুষ্ট

23. প্রাচীন গ্রিক পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করেন

a. ডেলফি

b. হেলেন

c. কীট

d. স্পার্টা

Ans- a. ডেলফি

24. International Council of Managment Counsulting Institute প্রতিষ্ঠিত হয়

a. 1978 খ্রিস্টাব্দে

b. 1987 খ্রিস্টাব্দে

c. 1989 খ্রিস্টাব্দে

d. 1992 খ্রিস্টাব্দে

Ans- b. 1987 খ্রিস্টাব্দে

25. 5009 Mature Executive প্রতিষ্ঠিত হয়

a. 1984 খ্রিস্টাব্দে

b. 1985 খ্রিস্টাব্দে

c. 1986 খ্রিস্টাব্দে

d. 1987 খ্রিস্টাব্দে

Ans- a. 1984 খ্রিস্টাব্দে

26. ICMR সংস্থার প্রথম সদস্য সংখ্যা ছিল

a. 40 জন

b. 50 জন

c. 120 জন 

d. 510 জন

Ans- b. 50 জন

27. The Institute for Independent Business প্রতিষ্ঠা হয় 2012 খ্রিস্টাব্দের

a. এপ্রিল মাসে

b. মে মাসে

c. জুন মাসে

d. জুলাই মাসে

Ans- d. জুলাই মাসে

28. সারা দেশজুড়ে অসংখ্য সুপার স্পেশালিটি হাসপাতালে কতজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা করেন ?

a. পায় 7 লক্ষ

b. প্রায় 8 লক্ষ

c. প্রায় 9 লক্ষ

d. প্রায় 10 লক্ষ

Ans- a. পায় 7 লক্ষ

29. ভারতে আইন বিশেষজ্ঞ আছেন

a. প্রায় 5 লক্ষ

b. প্রায় 6 লক্ষ

c. প্রায় 7 লক্ষ

d. প্রায় 8 লক্ষ

Ans- b. প্রায় 6 লক্ষ

30. আইন বিশেষজ্ঞদের সংখ্যার বিচারে প্রথম স্থানাধিকারী হল

a. ভারত

b. চিন

c. ইংল্যান্ড

d. আমেরিকা যুক্তরাষ্ট্র

Ans- d. আমেরিকা যুক্তরাষ্ট্র

31. 2011-12 খ্রিস্টাব্দে পরামর্শমূলক কার্যাবলি বেড়েছে

a. 12%

b. 18%

c. 20%

d. 27%

Ans- c. 20%

32. পরামর্শদাতা (Consiltant) কার্যাবলি কত শতাংশ GDP উৎপাদন করে ?

a. 0.49%

b. 0.52%

c. 0.89%

d. 0.92%

Ans- a. 0.49%

33. কোনটি বেমানান তা চিহ্নিত করো ?

a. IAS

b. IFS

c. IPS

d. ICS

Ans- d. ICS

34. সারাভারতে মোট আমলা পদাধিকারী ব্যাক্তি রয়েছে

a. প্রায় 1 লক্ষ

b. প্রায় 15 লক্ষ

c. প্রায় 2 লক্ষ

d. প্রায় 2.5 লক্ষ

Ans- a. প্রায় 1 লক্ষ

35.  বিশ্বে আইন বিশেষজ্ঞদের সংখ্যার বিচারে ভারতের

a. প্রথম

b. দ্বিতীয়

c. তৃতীয়

d. চতুর্থ

Ans- b. দ্বিতীয়

Scroll to Top