পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / পঞ্চম অধ্যায়

Environment its resources and their conservation -chapter 5-madhyamik Life Science
Environment its resources and their conservation -chapter 5-madhyamik Life Science

পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / পঞ্চম অধ্যায়

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

উপভাবমূল > 5A- নাইট্রোজেন চক্র

1. পৃথিবীতে সবথেকে বেশি যে গ্যাসটি পাওয়া যায়, সেটি হল-

a. O2

b. H2

c. CO2

d. N2

Ans- d. N2

2. নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়-

a. নাইট্রিফিকেশন

b. ইউট্রোফিকেশন

c. অ্যামোনিফিকেশন

d. ডিনাইট্রিফিকেশন

Ans-  b. ইউট্রোফিকেশন

3. নীচের যে উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষন করে, তা হল-

a. সর্পগন্ধা

b. নয়নতারা

c. সূর্যমুখী

d. কলশপত্রী

Ans- d. কলশপত্রী

4. পরিবেশের একটি গুরুত্বপূর্ন বিয়োজক হল-

a. প্রাণী

b. উদ্ভিদ

c. ব্যাকটেরিয়া

d. ভাইরাস

Ans- c. ব্যাকটেরিয়া

5. মাটিতে উদ্ভিদের পক্ষে গ্রহনযোগ্য নাইট্রোজেন থাকে-

a. NO2-রূপে

b. NO3-রূপে

c. NO-রূপে

d. NO2 এবং NO3-রূপে

Ans- d. NO2 এবং NO3-রূপে

6. একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল-

a. নাইট্রোসোমোনাস

b. অ্যাজোটোব্যাকটর

c. নাইট্রোব্যাকটর

d. মাইকোব্যাকটেরিয়াম

Ans- b. অ্যাজোটোব্যাকটর

7. নীচের যেটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়, তা হল-

a. রাইজোবিয়াম

b. নাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস

c. নস্টক

d. অ্যাজোটোব্যাকটর

Ans- d. অ্যাজোটোব্যাকটর

8. মটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হল-

a. নস্টক

b. অ্যানাবীনা

c. ক্ল্যামাইডোমোনাস

d. রাইজোবিয়াম

Ans- d. রাইজোবিয়াম

9. শুঁটি-জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায়, সেটি হল-

a. O2

b. CO2

c. SO2

d. N2

Ans- d. N2

10. নাইট্রোজেন মাটির উর্বরতা-

a. হ্রাস করে

b. বৃদ্ধি করে

c. একই রাখে

d. কোনোটিই নয়

Ans- b. বৃদ্ধি করে

11. বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ হল-

a. 0.08

b. 20.60

c. 1.40

d. 78.09

Ans- d. 78.09

12. বাতাসের যে উপাদানটিকে উদ্ভিদ ও প্রাণী সাধারণত সরাসরি গ্রহন করতে পারে না, তা হল-

a. O2

b. CO2

c. N2

d. SO2

Ans- c. N2

13. যে উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অবাত পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে, সেটি হল-

a. নাইট্রোজিনেজ

b. অ্যামাইলেজ

c. পেকটিনেজ

d. গ্যালাকটেজ

Ans- a. নাইট্রোজিনেজ

14. প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল ইত্যাদির গঠনের একটি প্রধান উপাদান হল-

a. ক্যালশিয়াম

b. ম্যাগনেশিয়াম

c. নাইট্রোজেন

d. হিলিয়াম

Ans- c. নাইট্রোজেন

15. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে বলে-

a. অ্যামোনিফিকেশন

b. ডিনাইট্রিফিকেশন

c. ক্যালশিফিকেশন

d. নাইট্রিফিকেশন

Ans- d. নাইট্রিফিকেশন

16. বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহনকারী একটি ণীলাভ-সবুজ শৈবাল হল-

a. অ্যাজোটোব্যাকটর

b. ক্লসট্রিডিয়াম

c. অ্যানাবিনা

d. রাইজোবিয়াম

Ans- c. অ্যানাবিনা

17. মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল-

a. ক্লসট্রিডিয়াম

b. নস্টক

c. অ্যানাবিনা

d. ডায়াটম

Ans- a. ক্লসট্রিডিয়াম

18. যেসব ব্যাকটেরিয়া বায়ুর মৌল নাইট্রোজেনকে, নাইট্রোজেনের বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে ধরে রাখতে সাহায্য করে, তাদের বলে-

a. মিথোজীবী ব্যাকটেরিয়া

b. পরজীবী ব্যাকটেরিয়া

c. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া

d. মৃতজীবী ব্যাকটেরিয়া

Ans- c. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া

19. ব্যাসিলাস মাইকয়ডিস হল একপ্রকার-

a. মিথোজীবী ব্যাকটেরিয়া

b. অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া

c. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

d. ইউরিফাইং ব্যাকটেরিয়া

Ans- b. অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া

20. সিউডোমোনাস হল একপ্রকার-

a. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া

b. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

c. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া

d. ইউরিফাইং ব্যাকটেরিয়া

Ans- b. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

21. নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হল-

a. থায়োব্যাসিলাস

b. রাইজোবিয়াম

c. নস্টক

d. ডায়াটম

Ans- a. থায়োব্যাসিলাস

22. মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়া ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই প্রক্রিয়াকে বলে-

a. নাইট্রিফিকেশন

b. অ্যামোনিফিকেশন

c. ডিনাইট্রিফিকেশন

d. সিমবায়োসিস

Ans- c. ডিনাইট্রিফিকেশন

23. মানুষের ক্রিয়াকলাপের নাইট্রোজেনের যে যৌগগুলির পরিবেশে বৃদ্ধি ঘটছে, তা হল-

a. N2O

b. NO

c. NH3

d. সবগুলি

Ans- d. সবগুলি

24. যে পদ্ধতিতে অম্লবৃষ্টি হয়, তা হল-

a. অ্যামোনিফিকেশন

b. নাইট্রিফিকেশন

c. ডিনাইট্রিফিকেশন

d. অম্লীকরণ

Ans- d. অম্লীকরণ

25. একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাস হল-

a. NH3

b. N2O

c. HNO3

d. কোনোটিই নয়

Ans- b. N2O

26. ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল-

a. N2

b. NO ও NO2

c. HNO3 ও HNO2

d. NH3

Ans- b. NO ও NO2

27. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের যৌগগুলি হল-

a. NO2

b. NO

c. HNO3

d. সবগুলি সঠিক

Ans- d. সবগুলি সঠিক

উপভাবমূল > 5B- পরিবেশদূষণ

1. রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশন শিল্প থেকে উদ্ভূত বায়ূদূষক হল-

a. N2O

b. SO2

c. CFC  

d. H2O2

Ans- c. CFC  

2. অ্যারোসলের ব্যাস হয়-

a. 1 মাইক্রনের কম

b. 1-5 মাইক্রন

c. 5-15 মাইক্রন

d. 15 মাইক্রনের বেশি

Ans- a. 1 মাইক্রনের কম

3. শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায়-

a. অক্সিজেন গ্যাসের

b. আর্গন গ্যাসের

c. সালফার ডাইঅক্সাইড গ্যাসের

d. নিয়ন গ্যাসের

Ans- c. সালফার ডাইঅক্সাইড গ্যাসের

4. সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে-

a. শ্বাসনালীর প্রদাহ হয়

b. চামড়ায় কালো ছোপ দেখা যায়

c. অগ্ন্যাশয়ের অসুখ হয়

d. পাকস্থলীতে ঘা হয়

Ans- a. শ্বাসনালীর প্রদাহ হয়

5. সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস হল-

a. জলাশয়

b. বজ্রবিদ্যুৎ

c. আগ্নেয়গিরি

d. রাসায়নিক কারখানা

Ans- c. আগ্নেয়গিরি

6. বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা হল-

a. 0.1 শতাংশ

b. 0.01 শতাংশ

c. 0.03 শতাংশ

d. 0.3 শতাংশ

Ans- d. 0.3 শতাংশ

7. গ্রিনহাউস গ্যাস নয়-

a. মিথেন

b. অক্সিজেন

c. কার্বন ডাইঅক্সাইড

d. নাইট্রোজেন ডাইঅক্সাইড

Ans- b. অক্সিজেন

8. CO, SO2 এবং NO হল-

a. প্রাথমিক দূষনকারী পদার্থ

b. গৌণ দূষনকারী পদার্থ

c. প্রগৌণ দূষনকারী পদার্থ

d. এগুলির কোনোটিই নয়

Ans- c. প্রগৌণ দূষনকারী পদার্থ

9. H2O, PAN এবং HNO3 হল-

a. প্রাথমিক দূষনকারী পদার্থ

b. গৌণ দূষনকারী পদার্থ

c. প্রগৌণ দূষনকারী পদার্থ

d. এগুলির কোনোটিই নয়

Ans- a. প্রাথমিক দূষনকারী পদার্থ

10. প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড়ো উৎস হল-

a. জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন

b. আগ্নেয়গিরির উদ্‌গিরন

c. উষ্ণ প্রস্রবনে ব্যাকটেরিয়ার শটন

d. সাইক্লোন

Ans- a. জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন

11. গ্রিনল্যান্ডের বরফ স্তরে যে ধাতুর দূষণ দেখা যায়, সেটি হল-

a. পারদ

b. লোহা

c. ক্রোমিয়াম

d. সিসা

Ans- d. সিসা

12. জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ন দহনে তৈরি হয়-

a. নাইট্রিক অক্সাইড গ্যাস

b. হাইড্রোজেন সালফার গ্যাস

c. কার্বন মনোঅক্সাইড গ্যাস

d. ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস

Ans- c. কার্বন মনোঅক্সাইড গ্যাস

13. নীচের যেটি জীবাশ্ম জালানি, তা হল-

a. মিথেন

b. খনিজ তেল

c. কয়লা

d. (B)ও (C)

Ans- d. (B)ও (C)

14. অম্লবৃষ্টি বলা হয়, যখন বৃষ্টির জলের PH –এর মান-

a. 8.0 –এর বেশি হয়

b. 4.0 এর কম হয়

c. 6.0 –এর কম হয়

d. 5.0 –এর কম হয়

Ans- d. 5.0 –এর কম হয়

15. অম্লবৃষ্টির প্রধান উপাদান হল-

a. হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোফ্লুরিক অ্যাসিড

b. ম্যালিক অ্যাসিড ও ফরমিক অ্যাসিড

c. সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড

d. সাইট্রিক অ্যাসিড ও টারটারিক অ্যাসিড

Ans- c. সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড

16. অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়-

a. কাঠের তৈরি ঘরবাড়ি

b. কাচের তৈরি শিল্পদ্রব্য

c. মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন

d. পোর্সেলিনের তৈরি দ্রব্যসামগ্রী

Ans- c. মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন

17. অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না কোনটি?

a. ফতেপুর সিক্রি

b. বিড়লা প্ল্যানেটোরিয়াম

c. তাজমহল

d. ভিক্টোরিয়া মেমোরিয়াল

Ans- b. বিড়লা প্ল্যানেটোরিয়াম

18. বায়ুমণ্ডলের ওজোন স্তরটি অবস্থিত-

a. ট্রোপোস্ফিয়ারে 

b. স্ট্যাটোস্ফিয়ারে

c. এক্সোস্ফিয়ারে

d. মেসোস্ফিয়ারে

Ans- b. স্ট্যাটোস্ফিয়ারে

19. ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতিসাধন করে যে গ্যাসটি, সেটি হল-

a. কার্বন ডাইঅক্সাইড

b. পারঅক্সি-অ্যাসিটাইল নাইট্রেট

c. ক্লোরোফ্লুরোকার্বন

d. কার্বন মনোক্সাইড

Ans- c. ক্লোরোফ্লুরোকার্বন

20. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল-

a. অক্সিজেন

b. ওজোন

c. কার্বন ডাইঅক্সাইড

d. ক্লোরোফ্লুরোকার্বন

Ans- c. কার্বন ডাইঅক্সাইড

21. বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হল শতকরা-

a. 0.03

b. 20.6

c. 1.80

d. 78.09

Ans- d. 78.09

22. বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হল-

a. তাপবিদ্যুৎ কেন্দ্র

b. জলবিদ্যুৎ কেন্দ্র

c. পারমাণবিক কেন্দ্র

d. রাসায়নিক কেন্দ্র

Ans- a. তাপবিদ্যুৎ কেন্দ্র

23. উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ুদূষন ঘটায়, তা হল-

a. ফুল

b. ফল

c. পাতা

d. পরাগরেণু

Ans- d. পরাগরেণু

24. ধোঁয়াশা সৃষ্টি হয়-

a. ধোঁয়ার সঙ্গে ধুলো মিশে

b. ধোঁয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশে

c. ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে

d. ধোঁয়ার সঙ্গে অম্ল মিশে

Ans- c. ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে

25. একটি বিষাক্ত শ্বাসরধকারী গ্যাসের নাম হল-

a. কার্বন ডাইঅক্সাইড

b. নাইট্রোজেন

c. অক্সিজেন

d. কার্বন মনোঅক্সাইড

Ans- d. কার্বন মনোঅক্সাইড

26. ওজোন স্তর দেখা যায় আবহমণ্ডলের যত উচ্চতার মধ্যে, তা হল-

a. 5-10 কিমি

b. 20-50 কিমি

c. 100-200 কিমি

d. 300-400 কিমি

Ans- b. 20-50 কিমি

27. PAN-এর পুরো নাম হল-

a. প্যারা অ্যাসিটাইল নাইট্রেট

b. পারঅক্সি-অ্যাসিটাইল নাইট্রেট

c. পারঅক্সি-অ্যাসিড নাইট্রেট

d. প্যারা অ্যাসিডিক নাইট্রোজেন

Ans- b. পারঅক্সি-অ্যাসিটাইল নাইট্রেট

28. CFC গ্যস নির্গত হয়-

a. তৈল শোধনাগার থেকে

b. ফ্রিজ তৈরির কারখানা থেকে

c. যানবাহনের ধোঁয়া থেকে

d. ধোঁয়াশা থেকে

Ans- b. ফ্রিজ তৈরির কারখানা থেকে

29. ফোমের গদি তৈরির কারখানা থেকে নির্গত হয়-

a. PAN

b. সিসা

c. CFC

d. NO2

Ans-  c. CFC

30. ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মেশে-

a. কয়লার দহনের ফলে

b. প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে

c. যানবাহন থেকে নির্গত ধোঁয়ার থেকে

d. কোনোটিই নয়

Ans- b. প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে

31. জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে-

a. বায়োম্যাগনিফিকেশন

b. ইউট্রোফিকেশন

c. নিউট্রিশন

d. নিউট্রিফিকেশন

Ans- b. ইউট্রোফিকেশন

32. ভারতে আর্সেনিকের সমস্যা খুব বেশি-

a. পশ্চিমবঙ্গ ও বিহারে

b. উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ

c. মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে

d. ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ

Ans- b. উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ

33. SPM –এর উদাহরণ হল-

a. সিসা

b. পরাগরেণু

c. অ্যারোসল

d. প্লাস্টিক

Ans- b. পরাগরেণু

34. COD –এর সাহায্যে মাপা হয়-

a. জলদূষণের মাত্রা

b. বায়ুদূষণের মাত্রা

c. মৃত্তিকাদূষণের মাত্রা

d. শব্দদূষণের মাত্রা

Ans- a. জলদূষণের মাত্রা

35. জলদূষণ পরিমাপে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হল-

a. ব্যাসিলাস সাবটিলিস

b. থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন

c. ই. কোলাই

d. রাইজোবিয়াম

Ans- c. ই. কোলাই

36. জলের BOD মাত্রা বৃদ্ধি যা নির্দেশ করে, তা হল-

a. পরিশ্রুত জল

b. জলদূষণ

c. পানিয় জল

d. জলে অতিরিক্ত খনিজের উপস্থিতি

Ans- b. জলদূষণ

37. জলের BOD বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেন- এর মাত্রা-

a. হ্রাস পায়

b. বৃদ্ধি পায়

c. অপরিবর্তিত থাকে

d. সবগুলিই সঠিক

Ans- a. হ্রাস পায়

38. জলদূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে-

a. আকরিক শিল্পে

b. কাগজ ও চর্মশিল্পে

c. ইলেকট্রনিক শিল্পে

d. ইস্পাত শিল্পে

Ans- b. কাগজ ও চর্মশিল্পে

39. জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয়-

a. মিথেন

b. অ্যারোসল

c. এলিনভার

d. বিউটেন

Ans- a. মিথেন

40. শৈবাল নিঃসৃত ক্ষতিকর টক্সিন হল-

a. নিউরোটক্সিন

b. ফাইলোটক্সিন

c. অক্সিটোসিন

d. ফাইব্রিন

Ans- a. নিউরোটক্সিন

41. জলে উপস্থিত একটি প্রোটোজোয়া হল-

a. এন্টামিবা হিস্টোলাইটিক

b. সালমোনেল্লা টাইফি

c. ভিব্রিও কলেরি

d. কোনোটিই নয়

Ans- a. এন্টামিবা হিস্টোলাইটিক

42. যে ধাতব কণাগুলি বেশিমাত্রায় জলদূষণ ঘটায়, সেগুলি হল-

a. সিসা ও পারদ

b. সোডিয়াম ও পটাশিয়াম

c. লোহা ও তামা

d. ম্যাগনেশিয়াম ও রূপো

Ans- a. সিসা ও পারদ

43. জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফকেশন সমস্যার সৃষ্টি করে-

a. কার্বন যৌগ

b. সালফেট যৌগ

c. ফসফেট যৌগ

d. নাইট্রেট যৌগ

Ans- b. সালফেট যৌগ

44. COD- এর পুরো নাম হল-

a. কমন অক্সিজেন ডায়লগ

b. কমন অক্সিজেন ডেভলপমেন্ট

c. কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড

d. নাইট্রোজেনের চাহিদা

Ans- c. কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড

45. পানীয় জলের PH-এর অনুমেদন মান-

a. 3.5-5.5

b. 6.5-8.5

c. 9.5-11.5

d. 12.5-3.5

Ans- b. 6.5-8.5

46. BOD-এর সাহায্যে মাপা হয়-

a. CO2-এর চাহিদা

b. হাইড্রোজেনের চাহিদা

c. অক্সিজেনের চাহিদা

d. নাইট্রোজেনের চাহিদা

Ans- c. অক্সিজেনের চাহিদা

47. ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে বৃদ্ধি পায়-

a. শৈবাল

b. ছত্রাক

c. মসজাতীয় উদ্ভিদ

d. ফার্নজাতীয় উদ্ভিদ

Ans- a. শৈবাল

48. নীচের যে গ্যাসটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে, সেটি হল-

a. অক্সিজেন

b. নাইট্রোজেন

c. কার্বন ডাইঅক্সাইড

d. হাইড্রোজেন

Ans- c. কার্বন ডাইঅক্সাইড

49. নীচের যে গ্যাসটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে, সেটি হল-

a. 1 ppm

b. 3 ppm

c. 8 ppm

d. 10 ppm

Ans- b. 3 ppm

50. একটি সবুজ জলশয়েকে বলা হয়-

a. অলিগোট্রোফিক

b. মেসোট্রোফিক

c. ইউট্রোফিক

d. কোনোটিই নয়

Ans- c. ইউট্রোফিক

51. অ্যামিবিয়াসিস ও জিয়ার্ডিয়াসিস হল-

a. প্রোটোজোয়াঘটিত রোগ

b. ব্যাকটেরিয়াঘটিত রোগ

c. ভাইরাসঘটিত রোগ

d. শৈবালঘটিত রোগ

Ans- a. প্রোটোজোয়াঘটিত রোগ

52. সর্বাধিক জৈববিবর্ধন ঘটে যে কীটনাশকের, তা হল-

a. কার্বামেট

b. অর্গানো ফসফেট

c. ক্লোরিনেটেড হাইড্রোকার্বন

d. অর্গানো সালফেট

Ans- c. ক্লোরিনেটেড হাইড্রোকার্বন

53. নাইট্রোজেনঘটিত সার থেকে মানবদেহে সংক্রমিত রোগের নাম-

a. মিউমোনিয়া

b. অ্যানিমিয়া

c. মিথিমোগ্লোবিনেমিয়া

d. স্কার্ভি

Ans- c. মিথিমোগ্লোবিনেমিয়া

54. জলদূষণের সজীব দূষকগুলি হল-

a. কাঠের টুকরো

b. ইঁটের টুকরো

c. কৃমি, পরজীবী, কীট, জলজ পোকা

d. কীটনাশক ও ডিটারজেন্ট

Ans- c. কৃমি, পরজীবী, কীট, জলজ পোকা

55. পানীয় জলে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা হল-

a. 0.15ppm

b. 0.05ppm

c. 0.01ppm

d. 0.09ppm

Ans-  b. 0.05ppm

56. অদ্রাব্য জলদূষক প্রধান উৎস হল-

a. হাইড্রোজেন সালফাইড

b. লবণ

c. আর্সেনিক

d. প্লাস্টিক

Ans- d. প্লাস্টিক

57. জলবাহিত একটি রোগ হল-

a. হাম

b. হেপাটাইটিস

c. বসন্ত

d. ম্যালেরিয়া

Ans- b. হেপাটাইটিস

58. ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস হল-

a. পারদ

b. ক্যাডমিয়াম

c. আর্সেনিক

d. ফ্লুরিন

Ans- c. আর্সেনিক

59. সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিকটি বেশি জলদূষণ ঘটায়-

a. ক্ষার

b. সালফেট

c. ফসফেট

d. নাইট্রেট

Ans- b. সালফেট

60. কলেরা হল একপ্রকার-

a. বায়ুবাহিত রোগ

b. মৃত্তিকাবাহিত রোগ

c. জলবাহিত রোগ

d. কৃমিবাহিত রোগ

Ans- c. জলবাহিত রোগ

61. স্বল্পোন্নত দেশগুলিতে জলদূষণ ঘটে প্রধানত-

a. মানুষ ও গবাদি পশুর বর্জ্য পদার্থ থেকে

b. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

c. শিল্পের উপজাত দ্রব্য থেকে

d. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে

Ans- a. মানুষ ও গবাদি পশুর বর্জ্য পদার্থ থেকে

62. জৈবরাসায়নিক জলদূষণ ঘটে প্রধানত-

a. ইট

b. বালি

c. পাথর

d. ডিটারজেন্ট

Ans- d. ডিটারজেন্ট

63. অধিকমাত্রায় মৃত্তিকাদূষণ ঘটায়-

a. লোহা, তামা, রূপো

b. সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম

c. ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম

d. ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম

Ans- b. সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম

64. কৃষিকাজে মৃত্তিকাদূষণ রোধের সবচেয়ে ভালো উপায়-

a. কেমিক্যাল ফার্মিং

b. অর্গ্যানিক ফার্মিং

c. ট্র্যাক্টরের ব্যবহার

d. ইন-অর্গ্যানিক ফার্মিং

Ans- b. অর্গ্যানিক ফার্মিং

65. মাটিদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়-

a. কাঁকড়ায়

b. মাছের

c. কেঁচোর

d. জীবাণুর

Ans- c. কেঁচোর

66. মাটির দূষণ ঘটায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত-

a. খনিজ তেল

b. তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ

c. ফ্লাই অ্যাশ

d. গরম জল

Ans- c. ফ্লাই অ্যাশ

67. মাটির দূষণের কারন-

a. অম্লতা বৃদ্ধি

b. লবনাক্ততা বৃদ্ধি

c. (A)ও (B) উভয়ই

d. কোনোটিই নয়

Ans- b. লবনাক্ততা বৃদ্ধি

68. জৈবরূপে বিয়োজিত হয় না-

a. চামড়া

b. কাঠ

c. প্লাস্টিক

d. কাগজ

Ans- c. প্লাস্টিক

69. পুনঃচক্রীকরণ সম্ভব নয়-

a. কাচের

b. কাগজের

c. কয়লার

d. অ্যালুমিনিয়ামের

Ans- c. কয়লার

70. অজৈব সার ব্যবহার করলে জমির-

a. অম্লত্ব বৃদ্ধি পায়

b. লবনাক্ততা বৃদ্ধি পায়

c. অম্লত্ব হ্রাস পায়

d. লবনাক্ততা হ্রাস পায় 

Ans- b. লবনাক্ততা বৃদ্ধি পায়

71. জমির অম্লত্ব বাড়ে-

a. সরু পাতার গাছ লাগালে

b. চিরহরিৎ বৃক্ষ লাগালে

c. শাকসবজির চাষ করলে

d. ধানচাষ করলে

Ans- a. সরু পাতার গাছ লাগালে

72. জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্রুত প্রজনন ও বৃদ্ধির ফলে জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় এবং ইউট্রোফিকেশন ঘটে। এই ঘটনাকে বলে-

a. ফাংগাল ব্লুম

b. ব্যাকটেরিয়াল ব্লুম

c. অ্যালগাল ব্লুম

d. প্রোটোজোয়াল ব্লুম

Ans- c. অ্যালগাল ব্লুম

73. কন্‌ প্রকার শস্যচাষে মাটির উর্বরতা বাড়ে?

a. বাজরা

b. গম

c. ডাল

d. ধান

Ans- c. ডাল

74. যে সারটি মাটির অম্লতা কমায়, সেটি হল-

a. পটাশঘটিত সার

b. ইউরিয়াঘটিত সার

c. ফসফরাসঘটিত সার

d. সুফলা সার

Ans- a. পটাশঘটিত সার

75. মাটির গঠন ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে-

a. রাসায়নিক সার

b. জৈব সার

c. কীটপতঙ্গ

d. আগাছা

Ans- b. জৈব সার

76. নাইট্রোজেন সংবন্ধনকরণের মাধ্যমে মাটির উর্বরয়াশক্তি বৃদ্ধি করে-

a. শাকপাতাজাতীয় উদ্ভিদ

b. মটরজাতীয় উদ্ভিদ

c. ধানজাতীয় উদ্ভিদ

d. গমজাতীয় উদ্ভিদ

Ans- b. মটরজাতীয় উদ্ভিদ

77. ধানচাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে, তা হল-

a. পটাশিয়ামের

b. ফসফেটের

c. সালফারের

d. নাইট্রোজেনের

Ans- d. নাইট্রোজেনের

78. ইউরিয়া সার মাটিতে যে উপাদানটির অভাব পূরন করে, তা হল-

a. তামা

b. ফসফরাস

c. সালফার

d. নাইট্রোজেন

Ans- d. নাইট্রোজেন

79. নীচের যে কীটনাশকটি উদ্ভিদ থেকে পাওয়া যায়, তা হল-

a. ম্যালাথিয়ান

b. BHC

c. লিন্ডেন

d. পাইরেথ্রাম

Ans- d. পাইরেথ্রাম

80. DDT হল একপ্রকার-

a. জৈব সার 

b. ইনসেক্টিসাইড

c. অজৈব সার

d. কোনোটিই নয়

Ans- b. ইনসেক্টিসাইড

81. বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন বৃক্ষ হল-

a. নিম, তেঁতুল, অশোক

b. আম, জাম, লিচু

c. পাইন, ফার, দেবদারু

d. কাঁঠাল, পেয়ারা, সজিনা

Ans- c. পাইন, ফার, দেবদারু

82. যে প্রবল্যের শব্দে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পায়, তা হল-

a. 65dB-এর ঊর্ধে

b. 85dB-এর ঊর্ধে

c. 90dB-এর ঊর্ধে

d. 110dB-এর ঊর্ধে

Ans- c. 90dB-এর ঊর্ধে

83. গাড়িতে শব্দদূষণ রোধে ব্যবহার করা হয়-

a. সাইলেনসার

b. কনডেনসার

c. কনভারটার

d. কমপ্রেসার

Ans- a. সাইলেনসার

84. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের নীরব অঞ্চল হিসেবে স্থিরীকৃত দূরত্ব-

a. 50 m

b. 100 m

c. 300 m

d. 400 m

Ans- b. 100 m

85. শব্দদূষণের প্রকোপ থেকে বাঁচার জন্য ব্যবহার করা উচিত-

a. ইয়ার ড্রাম

b. ইয়ারপ্লাগ ও ইয়ারমাফ

c. হিয়ারিং এইড

d. গ্লাভস

Ans- b. ইয়ারপ্লাগ ও ইয়ারমাফ

86. শব্দদূষণের কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেটি হল-

a. মিলিবেল

b. সেন্টিবেল

c. ডেকাবেল

d. ডেসিবেল

Ans- d. ডেসিবেল

87. একটানা উচ্চমাত্রার শব্দ শুনলে যে সমস্যার সৃষ্টি হয়, সেটি হল-

a. হাতে পায়ে কম্পন

b. অডিটারি ক্লান্তি

c. স্নায়ুজনিত সমস্যা

d. রক্তাল্পতার সমস্যা

Ans- b. অডিটারি ক্লান্তি

88. শব্দদূষণে কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেটি হল-

a. রেটিনার 

b. ভালভ্‌-এর

c. অর্গান  অফ কর্টি-র

d. অডিটারি নার্ভের

Ans- c. অর্গান  অফ কর্টি-র

89. যে কম্পাঙ্কের শব্দ শোনা যায়, তা হল-

a. 1-20 হার্জ

b. 20-2,00,000 হার্জ

c. 30,000-2,00,000 হার্জ

d. 5,00,000-10,00,000 হার্জ

Ans- b. 20-2,00,000 হার্জ

90. শব্দদূষণের ফএল সৃষ্টি হয়-

a. কেবল শারীরিক রোগ

b. কেবল মানসিক রোগ

c. শারীরিক ও মানসিক রোগ উভয়ই

d. দাঁতের রোগ

Ans- c. শারীরিক ও মানসিক রোগ উভয়ই

91. শব্দদূষণের সবচেয়ে মারাত্মক ফল হল-

a. কানে কম শোনা

b. সম্পূর্ন বরিধতা

c. হাত-পা কাঁপা

d. বুক ধরপর করা

Ans- b. সম্পূর্ন বরিধতা

92. শহরাঞ্চলে পাখির সংখ্যা হ্রাসের প্রধান কারন-

a. জলদূষণ

b. মৃত্তিকাদূষণ

c. বায়ুদূষণ

d. শব্দদূষণ

Ans- d. শব্দদূষণ

93. শারীরবৃত্তীয় ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয় শব্দের মাত্রা-

a. 35-45dB হলে

b. 45-55dB হলে

c. 80-90dB হলে

d. 60-70dB হলে

Ans-  c. 80-90dB হলে

94. ইয়ারপ্লাগ ব্যবহার শব্দদূষণের অনুভূতি কতখানি কম হয়-

a. 45-60dB

b. 10-45dB

c. 60-75dB

d. 50-100dB

Ans- b. 10-45dB

95. ইলেকট্রিক হর্নের শব্দের মাত্রা-

a. 40 ডেসিবেল

b. 70 ডেসিবেল

c. 140 ডেসিবেল

d. 100 ডেসিবেল

Ans- c. 140 ডেসিবেল

96. শব্দদূষণের প্রভাবে সাধারণত যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে, তা হল-

a. টিনাইটাস

b. অ্যানিমিয়া

c. গ্লুকোমিয়া

d. হাইপারক্যালশেমিয়া

Ans- a. টিনাইটাস

97. শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে আমাদের শারীরবৃত্তীয় ক্ষতি শুরু হয়-

a. 25dB

b. 55dB

c. 85dB

d. 168dB

Ans- c. 85dB

98. বিশ্ব অ্যাজমা দিবস পালিত হয়-

a. 4 ফেব্রুয়ারি

b. 5 মে

c. 7 এপ্রিল

d. 4 জুন

Ans- b. 5 মে

99. খাদ্যশৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে-

a. বায়োঅ্যাকুমুলেশন

b. বায়োম্যাগনিফিকেশন

c. বায়োডাইভারসিটি

d. অম্লিকরণ

Ans- b. বায়োম্যাগনিফিকেশন

100. ইঁদুরের ভ্রুনের বৃদ্ধি হ্রাস পায় যার প্রভাবে, তা হল-

a. শব্দের প্রাবাল্য বৃদ্ধি পেলে

b. শব্দের প্রাবাল্য হ্রাস পায়

c. (A)ও (B)

d. কোনোটিই নয়-

Ans- a. শব্দের প্রাবাল্য বৃদ্ধি পেলে

উপভাবমূল > 5C-পরিবেশ এবং মানব জনসমষ্টি

1. জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক পার্থিব হার-

a. 1.2%

b. 2.2%

c. 3.2%

d. 4.2%

Ans- a. 1.2%

2. সারা পৃথিবীর জনসংখ্যা 100 কোটি ছুঁয়েছিল-

a. 1620 খ্রিস্টাব্দে

b. 1730 খ্রিস্টাব্দে

c. 1830 খ্রিস্টাব্দে

d. 1930 খ্রিস্টাব্দে

Ans- c. 1830 খ্রিস্টাব্দে

3. সারা বিশ্বে প্রতিবছর যতসংখ্যক মানবশিশু ভূমিষ্ট হয়, তা হল-

a. 100 মিলিয়ন

b. 130 মিলিয়ন

c. 150 মিলিয়ন

d. 180 মিলয়ন

Ans- b. 130 মিলিয়ন

4. অত্যধিক জনসংখ্যা সংকটের মূল কারন হল-

a. জন সম্প্রসারণ

b. জন উন্নয়ন

c. জনবিস্ফোরণ

d. জনসংকোচন

Ans- c. জনবিস্ফোরণ

5. ভারতে পরিবেশ সংকটের মূল কারন হল-

a. সম্পদের অভাব

b. খাদ্যের অভাব

c. শিক্ষার অভাব

d. জনসংখ্যা বৃদ্ধি

Ans- d. জনসংখ্যা বৃদ্ধি

6. বর্তমানে পৃথিবীর জনস্ফীতি হার-

a. হ্রাসের দিকে

b. বৃদ্ধির দিকে

c. একই প্রকার

d. কোনোটিই নয়

Ans- a. হ্রাসের দিকে

7. UNFPA-এর বর্তমান নামটি কি-

a. ইউনাইটেড নেশন্‌স ফান্ড ফর পপুলেশন

b. ইউনাইটেড নেশন্‌স পপুলেশন ফান্ড

c. ইউনাইটেড নেশন্‌স ফিনানসিয়াল প্রপার্টি

d. ইউনাইটেড নেশন্‌স ফান্ড ফর পারসোনাল অ্যাকটিভিটিস

Ans- b. ইউনাইটেড নেশন্‌স পপুলেশন ফান্ড

8. কোনো নির্দিষ্ট অঞ্চলের বা দেশের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের বা দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায়-

a. জনসংখ্যা আয়তন

b. জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ

c. ধারন ক্ষমতা

d. জনসংখ্যা ঘনত্ব

Ans- d. জনসংখ্যা ঘনত্ব

9. জীবসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ করা যায়-

a. জৈবিক ক্ষমতার অণুপস্থিতিতে

b. একটি স্থির ধারন ক্ষমতাতে

c. পরিবেশগত বাধার অনুপস্থিতিতে

d. প্রচুর পরিবেশগত বাধার উপস্থিতিতে

Ans- c. পরিবেশগত বাধার অনুপস্থিতিতে

10. যে প্রভাবকটি জনসংখ্যা বৃদ্ধির বিপরিতে কাজ করে, তাকে বলে-

a. সম্পৃক্ত বিন্দু

b. ধারন ক্ষমতা

c. জনসংখ্যার চাপ

d. পরিবেশগত বাধা

Ans- d. পরিবেশগত বাধা

11. বিজ্ঞনের যে শাখায় জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে তার সম্পর্কিত আলোচনা করা হয়, তাকে বলে-

a. ডেমোগ্রাফি

b. ক্যালিগ্রাফি

c. বায়োগ্রাফি

d. সাইকোলজি

Ans- a. ডেমোগ্রাফি

12. 11 জুলাই দিনটিতে আমরা পালন করি-

a. বিশ্ব পরিবেশ দিবস

b. বিশ্ব AIDS দিবস

c. বিশ্ব জনসংখ্যা দিবস

d. বিশ্ব জলাভূমি দিবস

Ans- c. বিশ্ব জনসংখ্যা দিবস

13. কোনো স্থানের জনসংখ্যা যার মাধ্যমে হ্রাস পায়, তা হল-

a. জন্মের হার

b. মৃত্যুর হার

c. অনুপ্রবেশ

d. সবকটি

Ans- b. মৃত্যুর হার

14. সিগময়েড বৃদ্ধির গ্রাফের প্রারম্ভিক দশাকে বলা হয়-

a. লগ দশা

b. প্ল্যাটিউ দশা

c. ল্যাগ দশা

d. কোনোটিই নয়

Ans- c. ল্যাগ দশা

15. কোনো এক্রতি জন ঘনত্বের এক্সপোনেনশিয়াল বৃদ্ধি প্রকাশ করা হয় যার দ্বারা, তা হল-

a. J আকৃতির গ্রাফ

b. S আকৃতির গ্রাফ

c. হাইপারবোলিক

d. এদের কোনোটিই নয়

Ans- a. J আকৃতির গ্রাফ

16. মৃত্যুর হারের সাপেক্ষে জন্মের হারের শতকরা অনুপাতকে বলা হয়-

a. জনসংখ্যার ঘনত্ব

b. ভাইটাল ইনডেক্স

c. মোট গণনা

d. জনসংখ্যার হার

Ans- b. ভাইটাল ইনডেক্স

17. কারসিনোজেন ক্যানসার সৃষ্টি করতে পারে কারন-

a. এগুলি শরীরের অনাক্রম্যতন্ত্রকে ধ্বংস করতে পারে

b. এগুলি DNA-এর পরিবর্তন ঘটাতে পারে

c. এগুলি কোশ বিভাজন বন্ধ করে দেয়

d. এগুলি জীবাণু সংক্রমন বাড়িয়ে দেয়

Ans- b. এগুলি DNA-এর পরিবর্তন ঘটাতে পারে

18. ফুসফুস ক্যানসারের জন্য দায়ী গ্যাসটি হল-

a. র‍্যাডন

b. কার্বন ডাইঅক্সাইড

c. হাইড্রোজেন

d. নাইট্রোজেন

Ans- a. র‍্যাডন

19. র‍্যাডন গ্যাস যে তেজস্ক্রিয় মৌল থেকে উৎপন্ন হয়-

a. প্লুটোনিয়াম

b. ইউরেনিয়াম

c. সেলেনিয়াম

d. কোনোটিই নয়

Ans- b. ইউরেনিয়াম

20. ফুসফুস ক্যানসারের প্রধান কারনটি হল-

a. র‍্যাডন

b. অ্যাসবেস্টস

c. ধূমপান

d. কীটনাশক

Ans- c. ধূমপান

21. শ্বাসনালী ও ব্রংকাসের সংকোচনে শ্বাসক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাকে বলা হয়-

a. এমফাইসিমা

b. অ্যাজমা

c. নিউমোনিয়া

d. ক্যানসার

Ans- b. অ্যাজমা

22. বিশ্ব অ্যাজমা দিবস হল-

a. 5 সেপ্টেম্বর 

b. 6 জুন

c. 5 মে

d. 8 ডিসেম্বর

Ans- c. 5 মে

23. ফুসফুসীয় টিউবারকুলোসিসের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হল-

a. মাইকোব্যাকটেরিয়াম 

b. স্ট্রেপটোকক্কাস

c. ই.কোলাই

d. স্ট্যাফাইলোকক্কাস

Ans- a. মাইকোব্যাকটেরিয়াম 

24. ফুসফুসের কলাকোশের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে ফুসফুসের কাজে বাধা সৃষ্টি হলে, তাকে বলে-

a. ফুসফুসীয় যক্ষ্মা

b. ফুসফুসীয় ক্যানসার

c. এমফাইসিমা

d. সিস্টিক ফাইব্রোসিস

Ans- b. ফুসফুসীয় ক্যানসার

25. বিশ্ব ক্যানসার দিবস হল-

a. 8 নভেম্বর

b. 4 ফেব্রুয়ারি

c. 13 জুন

d. 5 ডিসেম্বর

Ans- b. 4 ফেব্রুয়ারি

26. বায়ুথলির বায়ুতে O2-এর পরিমাণ-

a. 5.60%

b. 14%

c. 20.93%

d. 16.30%

Ans- b. 14%

27. বায়ুথলির বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ-

a. 0.04%

b. 4.80%

c. 4.50%

d. 5.60%

Ans- d. 5.60%

28. ফুসফুসের বায়ুথলি  চুপসে গেলে, তাকে বলে-

a. অ্যাজমা

b. সায়ানোসিস

c. প্লুরিসি

d. অ্যাটেলক্‌সিস

Ans- d. অ্যাটেলেক্‌টাসিস

29. একটি দীর্ঘকালীন শ্বসতন্ত্রীয় রোগ হল-

a. নিউমোনিয়া

b. অ্যাজমা

c. ক্যানসার

d. এমফাইসীমা

Ans- b. অ্যাজমা

30. ফুসফুসীয় কলাকোশে বিনষ্টকারী যে রোগে ফুসফুসের সম্প্রসারণশীলতা কমে, তা হল-

a. সায়ানোসিস

b. ক্যানসার

c. অ্যাজমা

d. এমফাইসিমা

Ans- d. এমফাইসিমা

31. ক্যানসার সৃষ্টিকারী জিনকে বলে-

a. ট্রান্সজিন

b. অঙ্কোজিন

c. স্প্লিটজিন

d. কোনোটিই নয়

Ans- b. অঙ্কোজিন

32. দেহের কলাকোশে অনিয়ন্ত্রিভাবে বিভাজিত হয়ে সারাদেহে ছড়িয়ে পড়াকে বলে –

a. অ্যাপোপটিসিস

b. মেটাস্ট্যাটিস

c. হাইপোস্ট্যাটিস

d. কোনোটিই নয়

Ans- b. মেটাস্ট্যাটিস

33. নিচেরন কোন বক্তব্যটি ত্রুটিপূর্ন ?

a. ক্যানসার সৃষ্টির প্রথম ধাপ হল টিউমার সৃষ্টি

b. ক্যানসার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়-

c. অস্বাভাবিক হারে কোশ বিভাজনই ক্যানসারের কারন

d. সকল প্রকার টিউমার ক্যানসার নয়,

Ans- b. ক্যানসার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়-

34. নীচের যেটি ক্যানসার সৃষ্টি করতে পারে, তা হল-

a. ফর্ম্যালডিহাইড

b. পরাগরেণু

c. আর্সেনিক

d. কোনোটিই নয়

Ans- a. ফর্ম্যালডিহাইড

35. সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপানের কারণে হয়-

a. যকৃতের ক্যানসার

b. ফুসফুসের ক্যানসার

c. বৃক্কের ক্যানসার

d. কোনোটিই নয়

Ans- b. ফুসফুসের ক্যানসার

36. নীচের কোনটি ক্যানসারের কারন নয়-

a. অ্যাসিটালডিহাইড

b. রেডন গ্যাস

c. নাইট্রোজেন গ্যাস

d. কোনোটিই নয়

Ans- c. নাইট্রোজেন গ্যাস

37. প্রাকৃতিক বৃক্ক বলা হয়-

a. জলাভূমিকে

b. প্রস্রবণকে

c. সমুদ্রকে

d. পাহাড়কে

Ans- a. জলাভূমিকে

38. বায়োপসি্‌ করা হয়-

a. ক্যানসার নিরাময়ের জন্য

b. ক্যানসার নির্নয়ের জন্য

c. ক্যানসার সৃষ্টির জন্য

d. ক্যানসার প্রতিরোধের জন্য

Ans- b. ক্যানসার নির্নয়ের জন্য

39. ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ হল-

a. ব্রংকাইটিস

b. যক্ষ্মা

c. অ্যাসবেস্টসিস

d. হাইপোক্সিইয়া

Ans- b. যক্ষ্মা

40. ব্রংকাইটিসের লক্ষনগুলি হল-

a. কাশি ও কফ

b. দমবন্ধভাব

c. নাক অবরুদ্ধ

d. সবগুলি সঠিক

Ans- c. নাক অবরুদ্ধ

উপভাবমূল > 5D-জীববৈচিত্র এবং সংরক্ষন

1. জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন-

a. জিম্মারম্যান

b. ডব্লিউ জি রোসেন

c. চার্লস ডারউইন

d. লামার্ক

Ans- b. ডব্লিউ জি রোসেন

2. একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের জীবপ্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয়-

a. জিন বৈচিত্র্য

b. আলফা বৈচিত্র্য

c. বিটা বৈচিত্র্য

d. গামা বৈচিত্র্য 

Ans- d. গামা বৈচিত্র্য 

3. আলফা বৈচিত্র্য বলতে বোঝায়-

a. কমিউনিটি বৈচিত্র্য

b. প্রজাতি বৈচিত্র্য

c. প্রাণীদের মধ্যের বৈচিত্র্য

d. জেনেটিক বৈচিত্র্য

Ans- a. কমিউনিটি বৈচিত্র্য

4. সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা হল-

a. 14 টি 

b. 24 টি

c. 34 টি

d. 44 টি

Ans- c. 34 টি

5. হটস্পট ধারণাটির প্রবর্তক হলেন-

a. ডেভিড

b. সিম্পসন

c. মেয়ার

d. নরম্যান মায়ার্স

Ans- d. নরম্যান মায়ার্স

6. ‘এক্স-সিটু’ কনজারভেশনের উদাহরণ হল-

a. জাতীয় উদ্যান

b. সংরক্ষিত বন

c. বীজ-ব্যাংক

d. অভয়ারন্য

Ans- c. বীজ-ব্যাংক

7. প্রাকৃতিক পরিবেশে সংরক্ষন হল-

a. জাতীয় উদ্যান

b. চিড়িয়াখানা

c. আরবোরেটাম

d. বীজ-ব্যাংক

Ans- a. জাতীয় উদ্যান

8. ভারতীয় পার্লামেন্টে জীববৈচিত্র্য আইন পাশ হয়-

a. 1992 সালে

b. 1996 সালে

c. 2000 সালে

d. 2002 সালে

Ans- d. 2002 সালে

9. বন্যপ্রাণ নিরাপত্তা আইন প্রথম সংশোধন করা হয় যে সালে, সেটি হল-

a. 1962 সালে

b. 1972 সালে

c. 1982 সালে

d. 1992 সালে

Ans- b. 1972 সালে

10. বন্যপ্রাণ নিরাপত্তা আইন 1972- প্রথম সংশোধন করা হয় যে সালে, সেটি হল-

a. 1981

b. 1991

c. 2001

d. 2009

Ans- b. 1991

11. আমাদের দেশের জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে-

a. কেন্দ্রীয় সরকার

b. রাজা সরকার

c. স্থানীয় সংস্থা

d. রাষ্ট্রপুঞ্জ

Ans- a. কেন্দ্রীয় সরকার

12. বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চলটি থাকে, তাকে বলা হয়-

a. রিজার্ভ অঞ্চল

b. কোর অঞ্চল

c. বাফার অঞ্চল

d. ট্রানজিশন অঞ্চল

Ans- b. কোর অঞ্চল

13. অভয়ারন্য IUCN-এর বিভাগের অন্তর্গত, তা হল-

a. I

b. II

c. III

d. IV

Ans- d. IV

14. জীববৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকে বলে-

a. ব্লু স্পট

b. গ্রিন স্পট

c. কোল্ড স্পট

d. হটস্পট

Ans- d. হটস্পট

15. সিমলিপাল, সুন্দরবন, মানস হল-

a. বায়োস্ফিয়ার রিজার্ভ

b. অভয়ারন্য

c. জাতীয় উদ্যান

d. কোল্ড স্পট

Ans- a. বায়োস্ফিয়ার রিজার্ভ

16. বর্তমানে ভারতে জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা হল-

a. 5

b. 10

c. 20

d. 30

Ans- b. 10

17. নীচের যেটি ইন-সিটু কনজারভেশনের অন্তর্গত নয়, সেটি হল-

a. চিড়িয়াখানা

b. জাতীয় উদ্যান

c. বায়োস্ফিয়ার রিজার্ভ

d. অভয়ারণ্য

Ans- a. চিড়িয়াখানা

18. সারা পৃথিবীতে স্বীকৃত 34 টি জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে ভারতে রয়েছে-

a. 2 টি

b. 4 টি

c. 8 টি

d. 16 টি

Ans- b. 4 টি

19. অসমের কাজিরাঙ্গা অরণ্য যে প্রাণীর সংরক্ষনের জন্য বিশেষভাবে খ্যাত, তা হল-

a. হরিণ

b. হাতি

c. একশৃঙ্গ গন্ডার  

d. সিংহ

Ans- c. একশৃঙ্গ গন্ডার  

20. নিরক্ষীয় অঞ্চল থেকে প্রজাতি বিলুপ্তির প্রধান কারন হল-

a. অরন্য ধ্বংস

b. ভূমিক্ষয়

c. ভূমিকম্প

d. সুপার সাইক্লোন

Ans- a. অরন্য ধ্বংস

21. গন্ডার নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের একটি উল্লেখ্যযোগ্য প্রাকৃতিক সম্পদ-

a. ত্রিপুরা

b. অসম

c. উত্তরাখন্ড

d. অরুণাচল প্রদেশ

Ans- b. অসম

22. আমাদের দেশে কত ভারতীয় রাজ্যের একটি উল্লেখ্যযোগ্য প্রাকৃতিক সম্পদ-

a. 1967 খ্রিস্টাব্দে

b. 1973 খ্রিস্টাব্দে

c. 1983 খ্রিস্টাব্দে

d. 1987 খ্রিস্টাব্দে

Ans- b. 1973 খ্রিস্টাব্দে

23. ভূপৃষ্ঠের যতভাগ অঞ্চল ভারতে অধীনে তা হল-

a. 2%

b. 4%

c. 6%

d. 8%

Ans- a. 2%

24. ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি, সমগ্র পৃথিবীর উদ্ভিদ প্রজাতির-

a. 10%

b. 11%

c. 12%

d. 13%

Ans- b. 11%

25. বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশিত হয় নীচের যে সংস্থাটি থেকে, সেটি  তা হল-

a. BBC

b. UNO

c. WWF

d. IUCN

Ans- d. IUCN

26. আমাদের দেশের একটি জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিগণিত হয়েছে-

a. নীলগিরি পর্বত

b. আরাবল্লী পর্বত

c. পশ্চিমঘাট

d. পূর্বঘাট

Ans- c. পশ্চিমঘাট

27. মালদায় যেসব আম পাওয়া যায়, সেগুলির স্বাদ, রং, তন্তুর পরিমাণ ও সুগারের পরিমাণ বিভিন্ন। এই বৈচিত্র্য যেটির পরিমাপ সেটি হল-

a. সংকরায়ন

b. প্রজাতিগত বৈচিত্র্য

c. প্রণোদিত পরিব্যাক্তি

d. জিনগত বৈচিত্র্য

Ans- d. জিনগত বৈচিত্র্য

28. বর্তমান পৃথিবীতে মোট জীবপ্রজাতির সংখ্যা-

a. 1 মিলিয়ন

b. 8.7 মিলিয়ন

c. 5.7 মিলিয়ন

d. 13.5 মিলিয়ন

Ans- b. 8.7 মিলিয়ন

29. উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হল-

a. সর্পগন্ধা

b. সিনকোনা

c. পেয়ারা

d. কালমেঘ

Ans- a. সর্পগন্ধা

30. ক্যাশমিয়ার উল প্রস্তুত হয় যে প্রাণীর থেকে, তা হল-

a. ভেড়া

b. ছাগল

c. খরগোশ

d. বিড়াল

Ans- b. ছাগল

31. পৃথিবীতে মহাজীববৈচিত্র্য দেশের সংখ্যা হল-

a. 10 টি

b. 13 টি

c. 15 টি

d. 17 টি

Ans- d. 17 টি

32. পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, সেটি হল-

a. উত্তরপ্রদেশ

b. কেরল

c. পশ্চিমবঙ্গ

d. অসম

Ans- b. কেরল

33. গোরুমারা সংরক্ষিত অরণ্য যে বছর অভয়ারন্য-রূপে ঘোষিত হয়, তা হল-

a. 1960

b. 1949

c. 1954

d. 1989

Ans- b. 1949

34. গোরুমারা অভয়ারন্য যে বছর জাতীয় উদ্যান-রূপে ঘোষিত হয়, তা হল-

a. 1999

b 1992

c. 1994

d. কোনোটিই নয়

Ans- c. 1994

35. চাপড়ামারি সংরক্ষিত অরণ্য যে বছর অভয়ারন্য-রূপে ঘোষিত হয়, তা হল-

a. 1995

b. 1998

c. 2014

d. কোনোটিই নয়

Ans- b. 1998

36. ভারতে সংরক্ষিত হিসেবে জাতীয় উদ্যানের সংখ্যা-

a. 62

b. 72

c. 92

d. 102

Ans- d. 102

37. গোরুমারা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত, তার নাম-

a. মধ্যপ্রদেশ

b. উত্তরপ্রদেশ

c. কেরল

d. পশ্চিমবঙ্গ

Ans- d. পশ্চিমবঙ্গ

38. হটস্পট অঞ্চলে যতগুলি সংবহনকলাযুক্ত এনশডেমিক উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকবে, তা হল-

a. 1500

b. 1600

c. 1700

d. 1800

Ans- a. 1500

39. সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশের অন্তর্ভুক্ত হটস্পট অঞ্চলটি হল-

a. ইন্দো-বার্মা

b. পূর্ব হিমালয়

c. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা

d. সুন্দাল্যান্ড

Ans- b. পূর্ব হিমালয়

40. সুন্দাল্যান্ডে মোট যতসংখ্যক সংবহনকলাযুক্ত উদ্ভিদ আছে, তা হল-

a. 25,000

b. 30,000

c. 35,000

d. 40,000

Ans- a. 25,000

41. ভারতে কচুরিপানার অনুপ্রবেশ যে দেশ থেকে হয়েছে, তা হল

a. অস্ট্রেলিয়া

b. দক্ষিণ আমেরিকা

c. জাপান

d. নেপাল

Ans- b. দক্ষিণ আমেরিকা

42. রেড ডেটা বুক তৈরি করে যে সংস্থা, তার নাম-

a. WWF

b. IUCN

c. IMF

d. FAO

Ans- b. IUCN

43. 2015 সালের সুমারি অনুযায়ী বাংলাদেশের সুন্দরবোনে বাঘের সংখ্যা-

a. 900

b. 1000

c. 106

d. 406

Ans- c. 106

44. 2015 সালের সুমারি অনুযায়ী ভারতীয় সুন্দরবনে বাঘের সংখ্যা-

a. 900

b. 2000

c. 86

d. কোনোটিই নয়

Ans- c. 86

45. ভারতে যত শতাংশ উদ্ভিদ প্রজাতি এনডেমিক, তা হল-

a. প্রায় 11%

b. প্রায় 22%

c. প্রায় 33%

d. প্রায় 44%

Ans- c. প্রায় 33%

46. সুন্দরবনে বাঘের সংখ্যা হ্রাসের কারন হল-

a. বসতি অঞ্চলের বিনাশ

b. চোরাশিকার

c. বন পরিচালনে ব্যর্থতা

d. সবগুলি সঠিক

Ans- d. সবগুলি সঠিক

47. ভারতবর্ষে সিংহ সংরক্ষিত হয়-

a. গির অরণ্যে

b. গির করবেট জাতীয় অরণ্যে

c. পশ্চিমঘাটের অরণ্যে

d. জলদাপাড়া জাতীয় উদ্যানে

Ans- a. গির অরণ্যে

48. ভারতের প্রথম জাতীয় উদ্যান হল-

a. বন্দিপুর জাতীয় উদ্যান

b. করবেট জাতীয় উদ্যান

c. কানহা জাতীয় উদ্যান

d. পেরিয়ার জাতীয় উদ্যান

Ans- b. করবেট জাতীয় উদ্যান

49. ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয়, যে মাসের প্রথম সপ্তাহে, তা হল-

a. জানুয়ারি

b. এপ্রিল

c. জুলাই

d. অক্টোবর

Ans- d. অক্টোবর

50. নিম্নলিখিত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবথেকে বেশি বিপন্ন হল-

a. মাছ

b. সরীসৃপ

c. পাখি

d. স্তন্যপায়ী

Ans- d. স্তন্যপায়ী

51. পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত উদ্ভিদ হল-

a. ছত্রাক-জাতীয় উদ্ভিদ

b. শৈবাল-জাতীয় উদ্ভিদ

c. সপুষ্পক উদ্ভিদ

d. মস-জাতীয় উদ্ভিদ

Ans- c. সপুষ্পক উদ্ভিদ

52. শুক্রাণু, ডিম্বাণু, বীজ বা উদ্ভিদ অংশ -19ডিগ্রিC উষ্ণতার তরল নাইট্রোজেনে সংরক্ষন করার পদ্ধতিকে বলা হয়-

a. বায়ো কনজারভেশন

b. ক্রায়োপ্রিজারভেশন

c. এক্স-সিটু কনজারভেশন

d. ইন-সিটু কনজারভেশন

Ans- b. ক্রায়োপ্রিজারভেশন

53. সংরক্ষণের একটি আধুনিক ব্যবস্থা হল-

a. জাতীয় উদ্যান

b. সংরক্ষিত অরণ্য

c. অভয়ারন্য

d. বায়োস্ফিয়ার রিজার্ভ

Ans- d. বায়োস্ফিয়ার রিজার্ভ

54. UNESCO-এর আধুনিক ব্যবস্থা হল-

a. সংরক্ষিত অরণ্য

b. অভয়ারন্য

c. বায়োস্ফিয়ার রিজার্ভ

d. জাতীয় উদ্যান

Ans- c. বায়োস্ফিয়ার রিজার্ভ

55. বায়োস্ফিয়ার রিজার্ভে যে অংশগুলি দেখা যায়-

a. কোর অঞ্চল

b. বাফার অঞ্চল

c. ট্রানসিট অঞ্চল

d. সবগুলি সঠিক

Ans- c. ট্রানসিট অঞ্চল

56. MAB-এর পুরো কথাটি হল-

a. ম্যান অ্যান্ড বায়োলজি প্রোগ্রাম

b. ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

c. ম্যামলস অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

d. ম্যামলাস অ্যান্ড বায়োলজি প্রোগ্রাম

Ans- b. ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

57. কোনো প্রজাতিকে জাতীয় পার্কে বা অভয়ারন্যে সংরক্ষন করা হলে তাকে বলে-

a. জাতীয় পার্ক বা অভয়াণ্যে সংরক্ষন

b. ইন-সিটু সংরক্ষন

c. এক্স-সিটু সংরক্ষন

d. কিস্টোন প্রজাতি

Ans- b. ইন-সিটু সংরক্ষন

58. মূল প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে কোনো প্রজাতিকে সংরক্ষন করলে তাকে বলা হয়-

a. ক্রায়োপ্রিজারভেশন

b. এক্স-সিটু কনজারভেশন 

c. ইন-সিটু কনজারভেশন

d. বায়োকনজারভেশন

Ans- c. ইন-সিটু কনজারভেশন

59. জীববৈচিত্র্যকে তাদের মূল প্রাকৃতিক বাসস্থানে বা পরিবেশের বাইরে বজায় রাখার পদ্ধতিকে বলে-

a. জৈব সংরক্ষন

b. এক্স-সিটু সংরক্ষন

c. ইন-সিটু সংরক্ষন

d. বায়োপ্রিজারভেশন

Ans- b. এক্স-সিটু সংরক্ষন

60. জীববৈচিত্র্য দিবদ উদ্‌যাপন করা হয়-

a. 5 জুন

b. 22 মার্চ

c. 29 নভেম্বর

d. 22 মে

Ans- b. 22 মার্চ

61. যে প্রজাতি সংখ্যায় স্বল্প হলেও অন্য প্রজাতি তথা বাস্তুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে, তাকে বলে-

a. কিস্টোন প্রজাতি

b. বিপন্ন প্রজাতি

c. লুপ্তপ্রায় প্রজাতি

d. বিরল প্রজাতি

Ans- a. কিস্টোন প্রজাতি

62. পশ্চিমবঙ্গের যে সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়-

a. ময়ূর ঝরনা হাতি রিজার্ভ

b. সজনেখালি অভয়ারণ্য

c. সিঙ্গালিলা জাতীয় পার্ক

d. কোনোটিই নয়

Ans- c. সিঙ্গালিলা জাতীয় পার্ক

63. সিঙ্গালিলা জাতীয় পার্ক যে জেলায় অবস্থিত-

a. কোচবিহার

b. দক্ষিণ চব্বিশ পরগণা

c. দার্জিলিং

d. মালদা

Ans- c. দার্জিলিং

64. পশ্চিমবঙ্গের যে জেলায় বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত তা হল-

a. উত্তর চব্বিশ পরগণা

b. নদিয়া

c. বীরভূম

d. জলপাইগুড়ি

Ans- b. নদিয়া

65. প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয়-

a. জিনগত জীববৈচিত্র্যের জন্য

b. বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য

c. প্রাণী বৈচিত্র্যের জন্য

d. উদ্ভিদ বৈচিত্র্যের জন্য

Ans- a. জিনগত জীববৈচিত্র্যের জন্য

66. নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশটি জৈববৈচিত্র্যে সবথেকে বেশি সেটি হল-

a. ব্রাজিল

b. বাংলাদেশ

c. ইরান

d. সুদান

Ans- a. ব্রাজিল

67. গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের-

a. সুন্দরবনে

b. জলদাপাড়ায়

c. বেথুয়াডহরিতে

d. পুরুলিয়ার জঙ্গলে

Ans- b. জলদাপাড়ায়

68. ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়-

a. শুষ্ক মরু অঞ্চলে

b. পাহাড়ি অঞ্চলে

c. মালভূমি অঞ্চলে

d. লবনাক্ত জলাভূমিতে

Ans- d. লবনাক্ত জলাভূমিতে

69. ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়-

a. লোহিত সাগরের প্রানি-সংক্রান্ত

b. সুন্দরবনের বাঘ-সংক্রান্ত

c. বিপন্ন প্রাণী-সংক্রান্ত

d. বিপ্লবী কাজকর্ম-সংক্রান্ত

Ans- c. বিপন্ন প্রাণী-সংক্রান্ত

70. ভারতে বনাঞ্চলের মাত্রা-

a. 19%

b. 91%

c. 52%

d. 23%

Ans- d. 23%

71. হ্যালিডে আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারন্য কোথায় অবস্থিত-

a. পশ্চিমবঙ্গ

b. কেরালা

c. গোয়া

d. মহারাষ্ট্র

Ans- a. পশ্চিমবঙ্গ

72. মেলঘাট অভয়ারন্য যে রাজ্যে অবস্থিত, তা হল-

a. মহারাষ্ট্র

b. গুজরাট

c. পশ্চিমবঙ্গ

d. মধ্যপ্রদেশ

Ans- a. মহারাষ্ট্র

73. ময়ূর ঝরনা হাতি রিজার্ভ পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত-

a. বাঁকুড়া ও পশ্চিম মেদনিপুর

b. জলপাইগুড়ি ও কোচবিহার

c. পুরুলিয়া ও বাঁকুড়া

d. কোনোটিই নয়

Ans- a. বাঁকুড়া ও পশ্চিম মেদনিপুর

74. হিমালয়, স্যালাম্যান্ডার দেখা যায় যে সংরক্ষিত স্থানে, তা হল-

a. বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারন্য

b. জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারন্য

c. জলদাপাড়া জাতীয় পার্ক

d. নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারন্য

Ans- b. জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারন্য

75. জীববৈচিত্র্যপূর্ন দেশগুলির মধ্যে অন্যতম হল-

a. ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া 

b. কানাডা, জাপান, নরওয়ে

c. উত্তর কোরিয়া, ইরান, লিবিয়া

d. বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা

Ans- a. ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া 

76. প্রাকৃতিকভাবে ভারতীয় সিংহের বাসস্থান হল-

a. ওড়িশার সিমলিপাল

b. বিহারের বেতলা ফরেস্ট

c. গুজরাতের গির অরণ্য

d. অসমের কাজিরাঙ্গা

Ans- c. গুজরাতের গির অরণ্য

77. ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়-

a. হিমালয়ে

b. পশ্চিমঘাট অঞ্চলে

c. দাক্ষিণাত্যের মালভূমিতে

d. সুন্দরবনে

Ans- b. পশ্চিমঘাট অঞ্চলে

78. WWF –এর পুরো কথাটি হল-

a. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার

b. ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম

c. ওয়ার্ল্ড ওয়েটেড ফরেস্ট

d. ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিকশান

Ans- a. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার

79. এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে, যে বিদেশি উদ্ভিদ তা হল-

a. পার্থেনিয়াম ও কচুরিপানা

b. পাথরকুচি ও বেগোনিয়া

c. জাম ও কলা

d. লজ্জাবতী ও আকন্দ

Ans- a. পার্থেনিয়াম ও কচুরিপানা

80. ভারতে পার্থেনিয়াম-এর আগমন ঘটে-

a. বাংলাদেশ থেকে পাট আমদানির সময়ে

b. অস্ট্রেলিয়া থেকে ধান আমদানির সময়ে

c. আমেরিকা থেকে গম আমদানির সময়ে

d. ইংল্যান্ড থেকে বার্লি আমদানির সময়ে

Ans- c. আমেরিকা থেকে গম আমদানির সময়ে

81. ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী হল-

a. ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ

b. ভারতীয় গাধা, শূকর

c. গৃহপালিত বিড়াল, বেজি

d. গৃহপালিত গোরু, ঘোড়া

Ans- a. ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ

82. ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল-

a. সুন্দরী, কলসপত্রী, চন্দন

b. আম, জাম, কাঁঠাল

c. ধান, গম, বাজরা

d. শিমূল, অর্জুন, তেঁতুল

Ans- a. সুন্দরী, কলসপত্রী, চন্দন

83. ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল-

a. ধনেশ

b. কাকাতুয়া

c. টিয়া

d. গোলাপি মাথাওয়ালা হাঁস

Ans- d. গোলাপি মাথাওয়ালা হাঁস

84. ভারতে বন্যপ্রাণী সংরক্ষন আইনের আওতায় পড়ে না-

a. বন্য কুকুর, বন্য গাধা, বাইসন

b. ইঁদুর, কাক, বাদুড়

c. বাঘ, সিংহ, হায়েনা

d. হরিণ, হাতি, গণ্ডার

Ans- b. ইঁদুর, কাক, বাদুড়

85. ভবনগর অভয়ারন্য যে রাজ্যে অবস্থিত, তা হল-

a. মহারাষ্ট্র

b. গুজরাট

c. পশ্চিমবঙ্গ

d. মধ্যপ্রদেশ

Ans- b. গুজরাট

86. বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীতে তাপমাত্রাগত শতাংশ বেড়েছে প্রায়-

a. 0.4 ডিগ্রি C

b. 0.5 ডিগ্রি C

c. 0.6 ডিগ্রি C

d. 0.7 ডিগ্রি C

Ans- c. 0.6 ডিগ্রি C

87. নীলগিরি বায়োস্ফিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত-

a. কর্ণাটকের বনাঞ্চলে

b. সিকিমের বনাঞ্চলে

c. ওড়িশার বনাঞ্চলে

d. দার্জিলিং এর বনাঞ্চলে

Ans- a. কর্ণাটকের বনাঞ্চলে

88. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কথাটির সমার্থক হল-

a. জিনগত বৈচিত্র্য

b. প্রজাতিগত বৈচিত্র্য

c. আবাসস্থলের বৈচিত্র্য

d. প্রাণী অঞ্চল

Ans- c. আবাসস্থলের বৈচিত্র্য

89. ভারতের জীববৈচিত্র্যের ‘হটস্পট’ বলা হয়-

a. পশ্চিমঘাট বনাঞ্চলকে

b. উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে

c. কেরালার উপকূল অঞ্চলকে

d. সুন্দরবন অঞ্চলকে

Ans- a. পশ্চিমঘাট বনাঞ্চলকে

90. বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের সমূহ ক্ষতিসাধন করে যে গাছ, সেটি হল-

a. শিমুল

b. আম

c. অর্জুন

d. ইউক্যালিপ্‌টাস

Ans- d. ইউক্যালিপ্‌টাস

91. শিকারিরা গণ্ডারকে হত্যা করে, মূলত তার-

a. মাংসের জন্য

b. দাঁতের জন্য

c. নখের জন্য

d. খরগের জন্য

Ans- d. খরগের জন্য

92. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবস্থিত-

a. জলপাইগুরিতে

b. মেদিনিপুরে

c. সুন্দরবনে

d. পুরুলিয়াতে

Ans- c. সুন্দরবনে

93. ক্রায়োসংরক্ষণে উপাদানটিকে ধীরে ধীরে ঠাণ্ডা করা হয়, তাকে বলে-

a. ইউট্রোফিকেশন

b. ভিট্রিফিকেশন

c. মাল্টিপ্লিকেশন

d. কোনোটিই নয়

Ans- b. ভিট্রিফিকেশন

94. JFM-এর পুরো কথাটি হল-

a. জয়েন্ট ফিচার ম্যানেজম্যান্ট

b. জুলজিক্যাল ফরেস্ট ম্যানেজম্যান্ট

c. জাঙ্গল ফায়ার ম্যানেজম্যান্ট

d. জয়েন্ট ফরেস্ট ম্যানেজম্যান্ট

Ans- b. জুলজিক্যাল ফরেস্ট ম্যানেজম্যান্ট

95. JFM-এর সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের যে জেলায়, তা হল-  

a. পশ্চিম মেদিনীপুর

b. হাওড়া

c. কলকাতা 

d. নদিয়া

Ans- a. পশ্চিম মেদিনীপুর

96. JFM-এর সূত্রপাত হয় যে সালে, তা হল-

a. 1976

b. 1985

c. 1963

d. 1971

Ans- d. 1971

97. বর্তমানে JFM নিয়ন্ত্রিত বনের পরিমাণ-

a. 5 হেক্টর

b. 1.25 হেক্টর

c. 10.25 হেক্টর

d. 15.25 হেক্টর

Ans- c. 10.25 হেক্টর

98. PBR-এর কথাটি হল-

a. পাবলিক বায়োলজিক্যাল রেজিস্টার

b. পিপলস্‌ বায়োডাইভারসিটি রেকোমেনডেশনস্‌

c. পিপলস্‌ বায়োডাইভারসিটি রেজিস্টার

d. পিপলস বায়োডাইভারসিটি রেকর্ড

Ans- c. পিপলস্‌ বায়োডাইভারসিটি রেজিস্টার

Scroll to Top