প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হল । মাধ্যমিক সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর এখানে পেয়ে যাবে ।
1.ব্রিটিশ সরকারের অরণ্য সনদ পাশ হয় কবে ?
উত্তর :1855 সালে ।
2.সরকার কাকে বনবিভাগের ইনস্পেক্টর নিয়োগ করেন ?
উত্তর :দিয়েত্রিখ ব্র্যান্ডিস কে ।
3.প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কবে ?
উত্তর :1865 সালে ।
4.দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে ?
উত্তর:1878 সালে ।
5.কিসের মাধ্যমে সমাজের দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে ?
উত্তর :বিপ্লবের মাধ্যমে ।
6.রংপুরের ইজারাদার কে ছিলেন ?
উত্তর :দেবী সিংহ ।
7.রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন ?
উত্তর :নুরুলউদ্দিন ।
8.কোন বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা ‘নামে চাঁদা আদায় করত ?
উত্তর :রংপুর ।
9.প্রথম পর্বের চূড়ায় বিদ্রোহের নেতৃত্ব দেন কে ?
উত্তর :জগন্নাথ সিংহ ।
10.দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর :চূড়ায় ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
11.শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর :চূড়ায় ।
12.বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর :কোল বিদ্রোহের ।
13.দমন_ই _কোহ _ তে কারা বসবাস করত ?
উত্তর :সাঁওতালরা ।
14.কেনারাম ও বেচারাম নামে বাটখারা কারা ব্যবহার করত ?
উত্তর :ব্যবসায়ীরা ।
15.সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর :সাঁওতাল ।
16.সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর :হুল ।
17.মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর :উলগুলান ।
18.মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানা কে কি বলা হত ?
উত্তর :খুঁতকাঠি প্রথা ।
19.ভিল বিদ্রোহের নেতা কে ?
উত্তর :সেওয়ারাম ।
20.আনন্দ মঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে ?
উত্তর :সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ।
আরও পড়ুনঃ ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
21.ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভরতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি ?
উত্তর :সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ।
22.ওয়াহাবি কথার অর্থ কি ?
উত্তর :নবজাগরণ ।
23.ভরতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান কে ?
উত্তর :সৈয়দ আহমেদ ।
24.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর :মৈনুদ্দিন ।
25.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের সেনাপতি কে ছিলেন ?
উত্তর :গোলাম মাসুম ।
26.বারাসাত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর :তিতুমীর ।
27.ফরাজী নামে ধর্মীয় সম্প্রদায় কে প্রতিষ্টা করেন ?
উত্তর :হাজি শরিয়ত উল্লাহ ।
28.বাংলায় তরিকা_ই _মোহাম্মদিয়ার ভাবধারা কে প্রচার করেন ?
উত্তর :তিতুমীর ।
29.বাংলার নানাসাহেব নামে কে পরিচিত ?
উত্তর :রামরতন রায় ।
30.প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় ?
উত্তর :ইউসুফশাহী পরগনায় ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
31.কে কবে চিরস্থায়ী বন্দোবস্থ চালু করেন ?
উত্তর :1793 সালে লর্ড কর্ণ ওয়ালিস ।
32.ভরতের ব্রিটিশ সরকার কোন পদখেপের দ্বারা অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন ?
উত্তর :1855 সলের অরণ্য সনদের দ্বারা ।
33.ভয়েলকার কে ছিলেন ?
উত্তর :জার্মান কৃষিবিদ ।
34.কার প্রচেস্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয় ?
উত্তর :দিয়েত্রিখ ব্র্যান্ডিস ।
35.বিশৃঙ্খলা সৃস্টি কারী আদিবসীদের শায়েস্তা করতে সরকার কোন আইন পাশ করেন ?
উত্তর :ক্রিমিনাল ট্রাইবস আইন
36.রম্পা বিদ্রোহ কবে শুরু হয়েছিল ?
উত্তর :1879 সালে ।
37.কোন বিদ্রোহে ‘ডিং খরচা ‘নামে চাঁদা সংগ্রহ করত ?
উত্তর :রংপুর বিদ্রোহে ।
38.রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন ?
উত্তর :দয়ারাম শীল ।
39.রংপুর বিদ্রোহে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন ?
উত্তর :ম্যাকডোনাল্ড ।
40.কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ?
উত্তর :রানী শিরোমণি ।
আরও পড়ুনঃ- ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
41.হো _বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর :1821 সালে ।
42.হো _বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর :ছোটোনাগপুরের সিংভূম অঞ্চলে ।
43.ইস্ট ইন্ডিয়া কোম্পনি কবে ছোটোনাগপুর অঞ্চলের শাসন ভার হাতে নেয় ?
উত্তর :1820 সালে ।
44.কোল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর :1831_32 সালে ।
45.কোল বিদ্রোহী দের উপর ব্রিটিশ বাহিনীর আক্রমণ কে নেতৃত্ব দেন ?
উত্তর :ক্যাপটেন উইলকিনসন ।
46.বিদ্রোহের পর কোলদের জন্য কোন ভূখণ্ড নিদিষ্ট করে দেওয়া হয় ?
উত্তর :দক্ষিণ _ পশ্চিম সীমন্ত এজেন্সি ।
47.গুন্ডা ধুর কে ছিলেন ?
উত্তর :বাস্তার বিদ্রোহের নেতা ।
48.সাঁওতাল দের বসতি অঞ্চলের নাম কি ছিল ?
উত্তর :দামিন_ই _কোহ ।
49.দামিন_ই _কোহ কথার অর্থ কি ?
উত্তর :পাহাড়ের প্রান্তদেশ ।
50.মহাজন রা সাঁওতালদের ঋণের উপর কি পরিমাণ সুদ আদায় করত ?
উত্তর :50__500 টাকা ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
51.কেনারাম বাটখারা কি কাজে ব্যবহার করা হত ?
উত্তর :পণ্য কেনার জন্য ব্যবহার করা হত।
52.বেচারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হত ?
উত্তর :পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত ।
53.বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন ধর্মে দিখিত করার চেষ্টা হত ?
উত্তর :খ্রিষ্ট ধর্মে ।
54.সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তর :1855 সালে ।
55.কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর :সাঁওতাল বিদ্রোহের ।
56.মহেন্দ্রলাল দত্ত কোন বিদ্রোহী দের হাতে নিহত হন ?
উত্তর :সাঁওতাল বিদ্রোহীদের হাতে ।
57.উলগুলান শব্দের অর্থ কি ?
উত্তর :ভয়ংকর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ ।
58.মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর :বিরাসা মুন্ডা ।
59.কে নিজেকে আধ্যাত্বিক শক্তির অধিকারী ‘ধরতি আবা ‘বলে ঘোষণা করেন ?
উত্তর :বিরাসা মুন্ডা ।
60.বিরাসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ?
উত্তর :সিং বোঙ্গা অর্থাৎ সূর্য দেবতা ।
আরও পড়ুনঃ- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
61.মহারাষ্ট্রের ভিল অধ্যুষিত খান্দেশ অঞ্চল কবে ব্রিটিশ শাসনাধীনে আসে ?
উত্তর : 1818 সালে ।
62.ভিল উপজাতি কার প্রেরণায় উদবুদ্ধ হয়ে বিদ্রোহ করে ?
উত্তর :মারাঠা নেতা ত্রিম্বকজির প্রেরণায়।
63.ভিল বিদ্রোহ কে দমন করেন ?
উত্তর :ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম।
64.তিতুমীরের প্রকৃত নাম কি ?
উত্তর :মীর নিশার আলি ।
65.টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন ?
উত্তর :পাগলপন্থী ।
66.পাগলপন্থীদের সরকারের বিচারক কে ছিলেন ?
উত্তর :বকসু ।
67.পাগলপন্থীদের সরকারের ফৌজদার কে ছিলেন ?
উত্তর :দ্বীপচান ।
68.তরিকা_ই _মোহাম্মদীয়া কথার অর্থ কি ?
উত্তর :মহম্মদ প্রদর্শিত পথ ।
69.তিতুমীরের অনুগামীরা নিজেদেরকে কি নামে অভিহিত করেন ?
উত্তর :হেদায়াতি ।
70.কোন সাংবাদ পত্রের সম্পাদক নীলচাষিদের সবচেয়ে বেশি সহয়তা করেছেন ?
উত্তর :হিন্দু প্যাট্রিয়ট ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
71.কে বিশে ডাকাত নামে পরিচিত ?
উত্তর :নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার ।
72.কবে কৃত্রিম নীল আবিস্কৃত হয় ?
উত্তর :1898 সালে ।
73.বিদ্রোহী রাজা কাকে বলে ?
উত্তর :ঈশানচন্দ্র রায় কে ।
74.কবে কদের মধ্যে পলাশীর যুদ্ধ হয় ?
উত্তর :1757 সালে বাংলার নবাব সিরাজ_উদ_দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভ র মধ্যে পলাশীর যুদ্ধ হয় ।
75.কবে কদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ?
উত্তর :1764 সালে বাংলার নবাব মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ।
76.আদিবাসীরা কদের ‘দিকু ‘বলত ?
উত্তর :আদিবাসীরা বহিরাগত জমিদার ,মহাজন ,ব্যবসায়ী প্রমুখ কে দিকু বলত ।
77.কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করে ?
উত্তর :সিংভূম ,মানভূম ,হাজারীবাগ ও পলামৌ জেলায় ।
78.সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালরা কোন কোন অঞ্চলে বসবাস করত ?
উত্তর :ছোটোনাগপুর ,পালামৌ ,মানভূম ,বীরভূম ,বাঁকুড়া ।
79.কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন ?
উত্তর :বুদ্ধ ভগত ,জোয়া ভগত , সিংরাই ,ঝিন্দরাই মানকি ,সুই মুন্ডা ।
80.সাঁওতাল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পরে ?
উত্তর :বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
81.সাঁওতাল ছাড়াও কোন কোন শ্রেণীর মানুষ সাঁওতাল বিদ্রোহ কে সমর্থন করেন ?
উত্তর :কামার ,কুমোর ,তাঁতী প্রভূতি পেশার মানুষ ।
82.সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কি পরিণতি হয় ?
উত্তর :সিধু ও কানুর ফাঁসি হয় ।
83.আদিবাসী মুন্ডারা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত ছিল ?
উত্তর :সাঁওতাল ,কোল ,ভূমিজ ,হো প্রভূতি সম্প্রদায় বিভক্ত ছিল ।
84.কদের উপর মুন্ডা বিদ্রোহী দের আক্রমণ চলে ?
উত্তর :সরকারি অফিস ,থানা ,পুলিশ গির্জা ,জমিদার মহাজন ।
85.কোন বিদ্রোহী ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেন ?
উত্তর :বিরসা মুন্ডা ।
86.কোন বিদ্রোহের ফলে ছোটোনাগপুর টেন্যান্সি আইন পাশ হয় ?
উত্তর :মুন্ডা বিদ্রোহের ফলে 1908 সালে ।
87.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দেন ?
উত্তর :ভবানী পাঠক ,চিরাগ আলি ,মজনু শাহ ।
88.কোন কোন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রসার ঘটে ?
উত্তর :বাংলার নাটোর ,রংপুর ,জলপাইগুড়ি ,মেদিনীপুর ,বীরভূম প্রভূতি জেলায় ।
89.ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নেতা কে ছিলেন ?
উত্তর :সৈয়দ আহমেদ ।
90.তিতুমীর কোথায় জন্মগ্রহন করেন ?
উত্তর :24 পরগনা জেলার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
91.তিতুমীর কোথায় তার সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন ?
উত্তর :নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর প্রতিষ্ঠা করেন ?
92.ফরাজী কথার অর্থ কি ?
উত্তর :ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য ।
93.কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন ?
উত্তর :1859.সালে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ।
94.নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পরে ?
উত্তর :নদিয়া ,যশোহর ,খুলনা ,ফরিদপুর ,মুর্শিদাবাদ ,রাজশাহী ,মালদা ,দিনাজপুর। 95.কারা বাংলায় ওয়াট টাইলার নামে পরিচিত ?
উত্তর :দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।
96.পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ ?
উত্তর :ঈশানচন্দ্র রায় ,শম্ভুনাথ পাল ।
97. পাবনা বিদ্রোহ কোন কোন জেলায় প্রসার লাভ করে ?
উত্তর :পাবনা ,ঢাকা ,ময়মনসিং ,ত্রিপুরা ,ফরিদপুর ,রাজশাহী ।
98.কোন কোন পত্র পত্রিকায় পাবনা বিদ্রোহের খবর ছাপা হত ?
উত্তর :হিন্দু হিতৈষণী ,গ্রামবার্তা প্রকাশিকা ,সহচর পত্রিকায় ।
99.কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয় ?
উত্তর :1783 সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে ।
100. চূড়ায় বিদ্রোহের নেতার নাম লেখ ?
উত্তর :জগন্নাথ সিংহ ,দুর্জন সিং ,শিরোমণি প্রমুখ ।
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD