উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2021 ।। HS Bengali Suggestion 2021

HS Bengali Suggestion pdf download
HS Bengali Suggestion pdf download

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ।। HS Bengali Suggestion 2021

HS Bengali Suggestion 2021 : বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বাংলা সাজেশনের কিছু অংশ এখানে দেওয়া হল –

সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –

১.মৃত্যুঞ্জয় ‘অনাহারে মৃত্যু’ দেখেছিল―
ক.অফিস থেকে ফেরার পথে
খ.অফিস যাওয়ার পথে
গ.সকালে প্রাতভ্রমন কালে
ঘ.বাজার করে ফেরবার পথে
উ‍ঃ-খ. অফিস যাওয়ার পথে

২.নিখিল প্রত্যেক মাসে টাকা পাঠায় ―
ক.দশ জায়গায়
খ.আট জায়গায়
গ.তিন জায়গায়
ঘ.চার জায়গায়
উঃ- গ. তিন জায়গায়

৩.“ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”–কার প্রয়োজন হয় না?
ক.নিখিলের
খ.টুনুর মায়ের
গ.মৃত্যুঞ্জয়ের
ঘ.টুনুর
উঃ- গ. মৃত্যুঞ্জয়ের

৪.টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল―
ক.মৃত্যুঞ্জয় যেন বাড়ি থেকে বেরোয়
খ.মৃত্যুঞ্জয়র খেয়াল রাখতে
গ.নিখিল যেন তার মাইনের টাকা বিলিয়ে দেয়
ঘ.মৃত্যুঞ্জয়ের সেবা করতে
উঃ-খ. মৃত্যুঞ্জয়র খেয়াল রাখতে

৫.বাড়ি থেকে বেরিয়ে দু-পা হেঁটেই মৃত্যুঞ্জয়―
ক.বাসে ওঠে
খ.রিকশায় ওঠে
গ.ট্রামে ওঠে
ঘ.ট্যাক্সিতে ওঠে
উঃ-গ. ট্রামে ওঠে

৬.নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে চান ?
ক.দুস্থ মানুষের সেবা করে
খ.দেশ-বিদেশ এ ভ্রমন করে
গ.গান শুনে নাটক করে
ঘ.বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
উঃ-ঘ. বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

৭.সমাজ ধর্মের দিক থেকে বড়ো পাপ যেটি ―
ক.চুরি করা
খ.স্বার্থপরতা
গ.দশ জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে
মারা
ঘ.হিংসা করা
উঃ-গ. দশ জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে
মারা

৮.গ্লাস নামিয়ে শূন্য দৃষ্টিতে নিখিল কোনদিকে তাকিয়েছিল―
ক.ঘরের ছাদের দিকে
খ.ঘরের দেয়ালের দিকে
গ.রাস্তার পাশে জানলার দিকে
ঘ.জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে
উঃ-খ. ঘরের দেয়ালের দিকে

৯.মৃত্যুঞ্জয় র বাড়িতে কত জন লোক ―
ক.সাত জন
খ.আট জন
গ.দশ জন
ঘ.নয়।জন
উঃ- ঘ. নয় জন

১০.মৃত্যুঞ্জয়র বন্ধু নিখিলের ক-টি সন্তান―
ক.একটি
খ.দুটি
গ.তিনটি
ঘ.চারটি
উঃ-খ. দুটি

১১.“সংসারে তার নাকি মন নেই”―সংসারে কার মন নেই?
ক.টুনুর মায়ের
খ.গোপালের
গ.নিখিলের
ঘ.মৃত্যুঞ্জয়ের
উঃ-ঘ. মৃত্যুঞ্জয়ের

১২.“একটা কাজ করে দিতে হবে ভাই”―কাজটি হল
ক.নিখিলের বাজার করতে হবে
খ.নিখিলের টাকা দান করতে হবে
গ.মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা রিলিফ ফান্ডে জমা
দিতে হবে
ঘ.কোনটিই নয়
উঃ-গ. মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা রিলিফ ফান্ডে জমা দিতে হবে

১৩.নিখিলের প্রত্যেক মাসে কয়টি জায়গায় সাহায্য পাঠাতে হয় ?
ক.দু-জা্য়গায়
খ.তিন জায়গায়
গ.চার জায়গায়
ঘ.কোথাও না
উঃ-ক. দু-জায়গায়

১৪.নিখিল কিভাবে সাহায্যের টাকা পাঠায়―
ক.চিঠির মধ্যে টাকা ভরে
খ.ব‍্যাঙ্কর মারফতে
গ.লোক মারফতে
ঘ.মানি অর্ডার সহযোগে
উঃ-ঘ. মানি অর্ডার সহযোগে

১৫.নিখিল সাহায‍্যে পরিমান কত টাকা করে কমাতে চেয়েছিল―
ক.ছয় টাকা
খ.পাঁচ টাকা
গ.তিন টাকা
ঘ.চার টাকা
উঃ-খ. পাঁচ টাকা

গল্প ― ভাত

১.”কোথা থেকে আনলে ?”―কে, কাকে প্রশ্ন করল ?


২.”বড়ো বাড়ির লোকরা বলে,”― লোকরা কী বলে ?


৩.”চুন্নুনীর মা কখনো তাকে এমন সুখ দিতে
পারেনি”―কী সুখের কথা বলা হয়েছে ?


৪.”ওই পাঁচ ভাগে ভাত হয় ?”―ভাতের পাঁচটি ভাগ কী
কী ?


৫.”সে এট্টা কথা বটে”―কথাটি কী ?


বাঙালির বিঙ্গানচর্চা ―

১.বাংলার চিকিৎসা শাস্ত্রে নীলরতন সরকারের অবদান আলোচনা করো ।

২.বাঙালির বিঙ্গানচর্চার ইতিহাসে চিকিৎসাবিঙ্গনী মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো ।

৩.বাংলা ভাষায় বিঙ্গানচর্চায় অক্ষয়কুমার দত্ত অথবা গোপালচন্দ্র ভট্টাচার্যের অবদান আলোচনা করো ।

৪.বাঙালির বিঙ্গান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো ।

৫.বাংলার বিঙ্গানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো ।

বাঙালির ক্রীড়াসংস্কৃতি ―

১.প্রথম বাঙালি সাঁতারু কে ? সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো ।

২.বাংলার ক্রিকেটর জনক কে ? সংক্ষেপে বাঙালির ক্রিকেট ইতিহাসের পরিচয় দাও ।

৩.’দাবা’ খেলায় আমাদের রাজ‍্য একটি বিশেষ সুনাম অর্জন করেছে–তা আলোচনা করো ।

৪.বাঙালির ক্রীড়াসংস্কৃতির ধারায় কবাডি খেলার অবদান লেখো ।

৫.বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো ।

প্রবন্ধ রচনা ―

৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখো

১. উন্নয়ন বনাম পরিবেশ
২.কম্পিউটার ও প্রযুক্তি
৩.বিঙ্গাপনের স্বরুপ
৪.গ্ৰন্থগারের জন্মকথা

প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো

১.করোনা ভাইরাস
২.জীবনানন্দ দাস
৩.ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর
৪.সুনীল গঙ্গোপাধ্যায়
৫.দ্বিজেন্দ্রলাল রায়
৬.সূভাষ মুখোপাধ্যায়
৭.প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর

সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –

Scroll to Top