উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 ।। HS Philosophy Suggestion 2021

HS philosophy suggestion 2021
HS philosophy suggestion 2021

উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 ।। HS Philosophy Suggestion 2021

HS Philosophy Suggestion 2021 : বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বাংলা সাজেশনের কিছু অংশ এখানে দেওয়া হল –

সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –

শুধুমাত্র উচ্চ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এই সাজেশন সম্পাদনা করা হয়েছে । বর্তমান করোনা পরিস্থিতিতে এমনিতেই অফলাইন ক্লাস থেকে বঞ্চিত । অনলাইনে ক্লাস হলেও তা কখনই অফলাইনের পরিপূরক হতে পারে না ।এমতাবস্তায় আমরা মনে করি এই সাজেশন তাদের আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট সাহায্য করবে । এবং ভালো নাম্বার পেতে সাহায্য করবে ।

বহুমুখী প্রশ্নোত্তর

১.’Logic’ শব্দটি হল

  ক.ইংরেজি শব্দ

  খ.গ্ৰিক শব্দ

  গ.লাতিন শব্দ

  ঘ.ফরাসি শব্দ

উঃ-ক. ইংরেজি শব্দ

২.অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলে

  ক.অনুভূতি

  খ.যুক্তি

  গ.কল্পনা

  ঘ.সংবেদন

উঃ-খ. যুক্তি

৩.যে বাক‍্যের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা হলো

  ক.সিদ্ধান্ত বাক্য

  খ.সাপেক্ষ বচন

  গ.হেতু বাক্য

  ঘ.ঘোষক বাক‍্য

উঃ-গ. হেতু বাক‍্য

৪.অনুমান হল একপ্রকার

  ক.রাসায়নিক প্রক্রিয়া

  খ.সংকীর্ণ বিঙ্গান

  গ.ব‍্যাপক বিঙ্গান

  ঘ.মানসিক প্রক্রিয়া

উঃ-ঘ. মানসিক প্রক্রিয়া

৫.’Logic’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?

  ক.Logos

  খ.Logika

  গ.Logike

  ঘ.Logus

উঃ-ক. Logos

৬.যুক্তিবিঙ্গান হলো একপ্রকার

  ক.ব‍্যাপক বিঙ্গান

  খ.সংকীর্ণ বিঙ্গান

  গ.আদর্শনিষ্ঠ বিঙ্গান

  ঘ.বস্তুনিষ্ঠ বিঙ্গান

উঃ-গ. আদর্শনিষ্ঠ বিঙ্গান

৭.যুক্তি প্রধানত

  ক.তিন প্রকার

  খ.চার প্রকার

  গ.ছয় প্রকার

  ঘ.দুই প্রকার

উঃ-ঘ. দুই প্রকার

৮.আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য ভাবে নিঃসৃত হয় না

  ক.অবরোহ যুক্তিতে

  খ.আরোহ যুক্তিতে

  গ.প্রাকল্পিক যুক্তিতে

  ঘ.বৈকল্পিক যুক্তিতে

উঃ-খ. আরোহ যুক্তিতে

৯.যুক্তি বলতে বোঝায়, কেবল

  ক.আশ্রয় বাক‍্য

  খ.বচন

  গ.সিদ্ধান্ত

  ঘ.আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত

উঃ-ঘ. আশ্রয় বাক‍্য ও সিদ্ধান্ত

১০.আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা

  ক.বৈধ

  খ.অবৈধ

  গ.সম্ভাব্য

  ঘ.সুনিশ্চিত

উঃ-গ. সম্ভাব্য

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2021 ।। HS Bengali Suggestion 2021

প্রশ্ন মান – ১

১.অনুমান কী ?

২.যুক্তি কী ?

৩.Logic শব্দের ব‍্যুৎপত্তিগত অর্থ কী ?

৪.যুক্তিবিঙ্গানী কাকে বলে ?

৫.যুক্তি বিঙ্গানের ইংরেজি প্রতিশব্দ কী ?

৬.Logic শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত ?

৭.যুক্তিবিঙ্গানের প্রধান ও প্রথম প্রবক্তা কে ?

৮.যুক্তির কয়টি অংশ ও কী কী ?

৯.যুক্তির আকার কাকে বলে ?

১০.যুক্তিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী ?

রচনাধর্মী প্রশ্নোত্তর :  (মান)

.নিরপেক্ষ বচন কাকে বলে ? সাপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো

.বচন কাকে বলে ? উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে পার্থক্য করোআর্দশ নিরপেক্ষ বচনের কয়টি অংশ কী কী ?

.বচনের গুণ বলতে কী বোঝা ? বচনের পরিমাণ বলতে কী বোঝো ? গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো

.নিরপেক্ষ বচন কাকে বলে ? নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তি সহ ব্যাখ্যা করো

৫.বচনাকার কাকে বলে ? উদাহরণ সহ বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। বচনের সংযোজক -এর ভূমিকা লেখো।

সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের প্রথম পছন্দ

SNSNGIRLS.COM

Scroll to Top