
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 ।। HS Philosophy Suggestion 2021
HS Philosophy Suggestion 2021 : বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বাংলা সাজেশনের কিছু অংশ এখানে দেওয়া হল –
সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
শুধুমাত্র উচ্চ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এই সাজেশন সম্পাদনা করা হয়েছে । বর্তমান করোনা পরিস্থিতিতে এমনিতেই অফলাইন ক্লাস থেকে বঞ্চিত । অনলাইনে ক্লাস হলেও তা কখনই অফলাইনের পরিপূরক হতে পারে না ।এমতাবস্তায় আমরা মনে করি এই সাজেশন তাদের আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট সাহায্য করবে । এবং ভালো নাম্বার পেতে সাহায্য করবে ।
বহুমুখী প্রশ্নোত্তর
১.’Logic’ শব্দটি হল―
ক.ইংরেজি শব্দ
খ.গ্ৰিক শব্দ
গ.লাতিন শব্দ
ঘ.ফরাসি শব্দ
উঃ-ক. ইংরেজি শব্দ
২.অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলে―
ক.অনুভূতি
খ.যুক্তি
গ.কল্পনা
ঘ.সংবেদন
উঃ-খ. যুক্তি
৩.যে বাক্যের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা হলো―
ক.সিদ্ধান্ত বাক্য
খ.সাপেক্ষ বচন
গ.হেতু বাক্য
ঘ.ঘোষক বাক্য
উঃ-গ. হেতু বাক্য
৪.অনুমান হল একপ্রকার―
ক.রাসায়নিক প্রক্রিয়া
খ.সংকীর্ণ বিঙ্গান
গ.ব্যাপক বিঙ্গান
ঘ.মানসিক প্রক্রিয়া
উঃ-ঘ. মানসিক প্রক্রিয়া
৫.’Logic’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?
ক.Logos
খ.Logika
গ.Logike
ঘ.Logus
উঃ-ক. Logos
৬.যুক্তিবিঙ্গান হলো একপ্রকার―
ক.ব্যাপক বিঙ্গান
খ.সংকীর্ণ বিঙ্গান
গ.আদর্শনিষ্ঠ বিঙ্গান
ঘ.বস্তুনিষ্ঠ বিঙ্গান
উঃ-গ. আদর্শনিষ্ঠ বিঙ্গান
৭.যুক্তি প্রধানত―
ক.তিন প্রকার
খ.চার প্রকার
গ.ছয় প্রকার
ঘ.দুই প্রকার
উঃ-ঘ. দুই প্রকার
৮.আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য ভাবে নিঃসৃত হয় না―
ক.অবরোহ যুক্তিতে
খ.আরোহ যুক্তিতে
গ.প্রাকল্পিক যুক্তিতে
ঘ.বৈকল্পিক যুক্তিতে
উঃ-খ. আরোহ যুক্তিতে
৯.যুক্তি বলতে বোঝায়, কেবল―
ক.আশ্রয় বাক্য
খ.বচন
গ.সিদ্ধান্ত
ঘ.আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত
উঃ-ঘ. আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত
১০.আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা―
ক.বৈধ
খ.অবৈধ
গ.সম্ভাব্য
ঘ.সুনিশ্চিত
উঃ-গ. সম্ভাব্য
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2021 ।। HS Bengali Suggestion 2021
প্রশ্ন মান – ১
১.অনুমান কী ?
২.যুক্তি কী ?
৩.Logic শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ?
৪.যুক্তিবিঙ্গানী কাকে বলে ?
৫.যুক্তি বিঙ্গানের ইংরেজি প্রতিশব্দ কী ?
৬.Logic শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত ?
৭.যুক্তিবিঙ্গানের প্রধান ও প্রথম প্রবক্তা কে ?
৮.যুক্তির কয়টি অংশ ও কী কী ?
৯.যুক্তির আকার কাকে বলে ?
১০.যুক্তিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী ?
রচনাধর্মী প্রশ্নোত্তর : (মান–৮)
১.নিরপেক্ষ বচন কাকে বলে ? সাপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো।
২.বচন কাকে বলে ? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো। আর্দশ নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কী কী ?
৩.বচনের গুণ বলতে কী বোঝা ? বচনের পরিমাণ বলতে কী বোঝো ? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো।
৪.নিরপেক্ষ বচন কাকে বলে ? নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তি সহ ব্যাখ্যা করো।
৫.বচনাকার কাকে বলে ? উদাহরণ সহ বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। বচনের সংযোজক -এর ভূমিকা লেখো।
সম্পূর্ণ সাজেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের প্রথম পছন্দ
SNSNGIRLS.COM
- Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 ExamMadhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 Exam
- অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. অ্যারিস্টটল d. কান্ট Ans- a. জর্জ বুল 2. বচন কাকে বলে? a. যা সত্য-মিথ্যা হতে পারে b. যা শুদ্ধ বা অশুদ্ধ হতে পারে c. যা … Read more
- অধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. রাসেল d. কোয়াইন Ans- a. জর্জ বুল 2. কে ভেনচিত্র উদ্ভাবন করেন ? a. জন ভেন b. জর্জ … Read more
- অধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.গঠন অনুসারে যুক্তিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? a. একটি b. দুটি c. তিনটি d. চারটি Ans- b. দুটি 2. অবরোহ যুক্তির একটি প্রকার হল নিরপেক্ষ যুক্তি, অন্যটি কী ? a. সাপেক্ষ … Read more
- অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাকে কী অনুমান বলে? a. আরোহ অনুমান b. সাদৃশ্যানুমান c. মাধ্যম অনুমান d. অমাধ্যম অনুমান Ans- d. অমাধ্যম অনুমান 2. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা … Read more