বারিমন্ডল / মাধ্যমিক ভূগোল / তৃতীয় অধ্যায়

Hydrosphere-chapter3-madhyamik geography
Hydrosphere-chapter3-madhyamik geography

বারিমন্ডল / মাধ্যমিক ভূগোল / তৃতীয় অধ্যায়

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

পরিচ্ছেদ – 1 – সমুদ্রস্রোত

1.হিমপ্রাচীর দেখা যায়-

a. আটলান্টিক মহাসাগরে

b. কুমেরু মহাসাগরে

c. ভারত মহাসাগরে

d. বঙ্গোপসাগরে

Ans- a. আটলান্টিক মহাসাগরে

2. মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়-

a. সোমালি স্রোত

b. মাদাগাস্কার স্রোত

c. আগুলহাস স্রোত

d. মৌসুমি স্রোত

Ans- b. মাদাগাস্কার স্রোত

3. এই স্রোতটি উষ্ণ স্রোত-

a. কামচাটকা

b. পেরু

c. ব্রাজিল

d. পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত

Ans- c. ব্রাজিল

4. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারন-

a. উষ্ণতার পার্থক্য

b. লবনতার পার্থক্য

c. নিয়ত বায়ুপ্রবাহ

d. বরফের গলন

Ans- c. নিয়ত বায়ুপ্রবাহ

5. দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম-

a. ফকল্যান্ড স্রোত

b. হামবোল্ট স্রোত

c. নিউ সাউথ ওয়েলস স্রোত

d. ক্যালিফোর্নিয়া স্রোত

Ans- b. হামবোল্ট স্রোত

6. মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম-

a. উত্তর নিরক্ষীয় স্রোত

b. উত্তর আটলান্টিক স্রোত

c. উপসাগরীয় স্রোত

d. মৌসুমি স্রোত

Ans- c. উপসাগরীয় স্রোত

7. পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয়-

a. ভারত মহাসাগরে

b. আটলান্টিক মহাসাগরে

c. প্রশান্ত মহাসাগরে

d. জাপান সাগরে

Ans- c. প্রশান্ত মহাসাগরে

8. গ্র্যান্ড ব্যাংকে একটি-

a. উষ্ণ স্রোত

b. শীতল স্রোত

c. মগ্নচড়া

d. দ্বীপ

Ans- c. মগ্নচড়া

9. শৈবাল সাগর দেখা যায়-

a. আটলান্টিক মহাসাগরে

b. ভারত মহাসাগরে

c. কুমেরু মহাসাগরে

d. সুমেরু মহাসাগরে

Ans- a. আটলান্টিক মহাসাগরে

10. মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত স্রোতটি হল-

a. সোমালি স্রোত

b. মাদাগাস্কার স্রোত

c. মোজাম্বিক স্রোত

d. আগুলহাস স্রোত

Ans- c. মোজাম্বিক স্রোত

11. গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের  গতি-

a. বেশি হয়

b. কম হয়

c. প্রভাব পড়ে না

d. একই থাকে 

Ans- a. বেশি হয়

12. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল-

a. প্রশান্ত মহাসাগর

b. আটলান্টিক মহাসাগর

c. ভারত মহাসাগর

d. বঙ্গোপসাগর

Ans- a. প্রশান্ত মহাসাগর

13. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের সাহায্যে তা হল-

a. ল্যাব্রাডর স্রোত

b. ক্যানারি স্রোত

c. বেঙ্গুয়েলা স্রোত

d. পেরু স্রোত

Ans- b. ক্যানারি স্রোত

14. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্নিঝরের সৃষ্টি হয় ।কারন-

a. ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলন

b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন

c. উপসাগরীয় স্রোত ও নিরক্ষীয় স্রোতের মিলন 

d. উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলন

Ans- b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন

15. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে বলে ?

a. হিমপ্রাচীর

b. হিমরেখা

c. হিমশৈল

d. হিমভূমি

Ans- c. হিমশৈল

16. জাপান উপকূল উষ্ণ থাকে । কারন –

a. বেরিং স্রোতের জন্য

b. উপসাগরীয় স্রোতের জন্য

c. কুরোশিয়ো স্রোতের জন্য

d. মৌসুমি স্রোতের জন্য

Ans- c. কুরোশিয়ো স্রোতের জন্য

17. মৌসুমি বায়ু যে স্রোতকে নিয়ন্ত্রণ করে-

a. প্রশান্ত মহাসাগরের স্রোত

b. ভারত মহাসাগরের স্রোত

c. আটলান্টিক মহাসাগরের স্রোত

d. সুমেরু মহাসাগরের স্রোত

Ans- b. ভারত মহাসাগরের স্রোত

18. পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে-

a. ভারত মহাসাগরে

b. প্রশান্ত মহাসাগরে

c. আটলান্টিক মহাসাগরে

d. উত্তর আটলান্টিক মহাসাগরে

Ans- d. উত্তর আটলান্টিক মহাসাগরে

19. সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী-

a. আবর্তন গতি

b. পরিক্রমণ গতি

c. মধ্যাকর্ষন শক্তি

d. কোনোটিই নয়

Ans- a. আবর্তন গতি

20. উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘণ্টায়-

a. 5 কিমি

b. 8 কিমি

c. 15 কিমি

d. 20 কিমি

Ans- b. 8 কিমি

21. উপসাগরীয় স্রোতের রং-

a. গাঢ় সবুজ

b. গাঢ় লাল

c. গাঢ় নীল

d. হালকা বেগুনি

Ans- c. গাঢ় নীল

22. ষাঁড়াষাঁড়ির বান দেখা যায়-

a. যমুনা নদে

b. ইছামতী নদীতে

c. হুগলী নদীতে

d. অজয় নদীতে

Ans- c. হুগলী নদীতে

23. শীতল কুমেরু স্রোত যে মহাসাগরে সৃষ্টি হয়েছে-

a. আটলান্টিক মহাসাগর

b. প্রশান্ত মহাসাগর

c. অ্যান্টার্কটিক মহাসাগর

d. ভারত মহাসাগর

Ans- d. ভারত মহাসাগর

24. ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়-

a. আটলান্টিক মহাসাগরে

b. ভারত মহাসাগরে

c. প্রশান্ত মহাসাগরে

d. ভারত মহাসাগরে

Ans- c. প্রশান্ত মহাসাগরে

পরিচ্ছেদ – 2 – জোয়ারভাটা

1. জোয়ারভাটা খেলে এমন একটি নদী-

a. তিস্তা

b. শতুদ্রু

c. যমুনা

d. হুগলী

Ans- d. হুগলী

2. লবণাক্ত জল হয়-

a. হালকা

b. ভারী 

c. উষ্ণ

d. শীতল

Ans- b. ভারী 

3. পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে আসে, সেখানে হয়

a. ভরা জোয়ার

b. মরা জোয়ার

c. মখ্য জোয়ার

d. তেজ কোটাল

Ans- a. ভরা জোয়ার

4. পৃথিবীর প্রতিটি স্থানে 24 ঘণ্টা 52 মিনিটে মুখ্য জোয়ার হয়-

a. একবার

b. দুবার

c. তিনবার

d. চারবার

Ans- b. দুবার

5. মরা কোটাল হয়-

a. পূর্নিমা তিথিতে  

b. অমাবস্যা তিথিতে

c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে

d. দ্বিতীয়াতে

Ans- c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে

6. মরা কোটাল দেখা যায় যখন চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পরের-

a. সমকোণে

b. সমান্তরালে

c. একই রেখায়

d. সূক্ষ্মকোণে

Ans- a. সমকোণে

7. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে-

a. 6 ঘণ্টা 13 মিনিট 

b. 12 ঘণ্টা 26 মিনিট

c. 24 ঘণ্টা 52 মিনিট

d. 24 ঘণ্টা 55 মিনিট

Ans- c. 24 ঘণ্টা 52 মিনিট

8. চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমণ করে

a. প্রায় 27 দিনে

b. প্রায় 29 দিনে

c. প্রায় 30 দিনে

d. প্রায় 28 দিনে

Ans- a. প্রায় 27 দিনে

9. অমাবস্যায় দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয়-

a. ভরা কোটাল

b. মরা কোটাল

c. ভাটা

d. কোনোটিই নয়

Ans- a. ভরা কোটাল

10. চাঁদ অপেক্ষা সূর্যের ভর-

a. 255 গুন বেশি 

b. 270 গুন কম

c. 525 গুন কম

d. 155 গুন বেশি

Ans- a. 255 গুন বেশি 

11. পৃথিবীর ওপর চাঁদের আকর্ষন মান-

a. 1.1 গুন বেশি

b. 2.2গুন বেশি

c. 3.3 গুন কম

d. 5.5 গুন বেশি

Ans- b. 2.2গুন বেশি

12. কেন্দ্রাতিগ বলের প্রভাবে হয়-

a. গৌণ জোয়ার

b. মুখ্য জোয়ার

c. ভরা জোয়ার

d. মরা জোয়ার

Ans- a. গৌণ জোয়ার

13. যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে দেখা যায়-

a. গৌণ জোয়ার

b. প্রগৌণ

c. ভরা জোয়ার

d. ভাটা

Ans- a. গৌণ জোয়ার

14. চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে-

a. অ্যাপোজি

b. পেরিজি

c. সিজিগি

d. অনুসূর

Ans- c. সিজিগি

15. চাঁদের তুলনায় সূর্য প্রায়-

a. 260 লক্ষ গুন ভারী

b. 200 লক্ষ গুন ভারী

c. 25 লক্ষ গুন ভারী

d. 10 লক্ষ গুন ভারী

Ans- a. 260 লক্ষ গুন ভারী

16. পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব থাকে-

a. 3 লক্ষ 84 হাজার মাইল

b. 3 লক্ষ 56 হাজার কিমি

c. 4 লক্ষ 57 হাজার কিমি

d. 3 লক্ষ 56 হাজার মাইল

Ans- b. 3 লক্ষ 56 হাজার কিমি

17. সাধারণ জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের জলস্ফীতি-

a. 10 শতাংশ বেশি

b. 20 শতাংশ বেশি

c. 30 শতাংশ বেশি

d. 40 শতাংশ বেশি

Ans- b. 20 শতাংশ বেশি

18. প্রতিযোগ অবস্থানের সময় থাকে-

a. পূর্নিমা

b. অমাবস্যা

c. সপ্তমী

d. অষ্টমী তিথি

Ans- a. পূর্নিমা

Scroll to Top