অধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1.গঠন অনুসারে যুক্তিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
Ans- b. দুটি
2. অবরোহ যুক্তির একটি প্রকার হল নিরপেক্ষ যুক্তি, অন্যটি কী ?
a. সাপেক্ষ যুক্তি
b. উপমাযুক্তি
c. প্রাকল্পিক যুক্তি
d. বৈকল্পিক যুক্তি
Ans- a. সাপেক্ষ যুক্তি
3. সাপেক্ষ যুক্তি কয় প্রকার?
a. এক প্রকার
b. দুই প্রকার
c. তিন প্রকার
d. চার প্রকার
Ans- b. দুই প্রকার
4. সাপেক্ষ যুক্তির ওপর নাম কী ?
a. যৌগিক যুক্তি
b. অযৌগিক যুক্তি
c. নিরপেক্ষ যুক্তি
d. প্রাকল্পিক যুক্তি
Ans- a. যৌগিক যুক্তি
5. প্রাকল্পিক বচন কোন্ শ্রেণির বচন ?
a. যৌগিক বচন
b. অযৌগিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- a. যৌগিক যুক্তি
6. বৈকল্পিক বচন কোন্ শ্রেণির বচন?
a. যৌগিক বচন
b. অযৌগিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- a. যৌগিক যুক্তি
7. সব যৌগিক যুক্তির অন্তত একটি অবয়ব কীরূপ বচন হয়?
a. যৌগিক বচন
b. অযৌগিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- a. যৌগিক বচন
8. যৌগিক বচন কয় প্রকার?
a. এক প্রকার
b. দুই প্রকার
c. তিন প্রকার
d. চার প্রকার
Ans- b. দুই প্রকার
9. প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি ও বৈকল্পিক যুক্তি কোন্ শ্রেণির যুক্তি?
a. নিরপেক্ষ যুক্তি
b. যৌগিক যুক্তি
c. অযৌগিক যুক্তি
d. উপমাযুক্তি
Ans- b. যৌগিক যুক্তি
10. প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অবয়ববাক্যের সংখ্যা কয়টি?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
Ans- c. তিনটি
11. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্য কোন্ শ্রেণির বচন ?
a. বৈকল্পিক বচন
b. নিরপেক্ষ বচন
c. প্রাকল্পিক বচন
d. আবশ্যিক বচন
Ans- c. প্রাকল্পিক বচন
12. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কোন্ শ্রেণির বচন ?
a. বৈকল্পিক বচন
b. নিরপেক্ষ বচন
c. প্রাকল্পিক বচন
d. আবশ্যিক বচন
Ans- b. নিরপেক্ষ বচন
13. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কোন্ শ্রেণির বচন হয়?
a. বৈকল্পিক বচন
b. নিরপেক্ষ বচন
c. প্রাকল্পিক বচন
d. আবশ্যিক বচন
Ans- b. নিরপেক্ষ বচন
14. ‘যদি মেঘ করে তবে বৃষ্টি পড়ে’- এটি কন শ্রেণির বচন?
a. বৈকল্পিক বচন
b. নিরপেক্ষ বচন
c. প্রাকল্পিক বচন
d. আবশ্যিক বচন
Ans- c. প্রাকল্পিক বচন
15. প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য দুটির নাম কী?
a. পূর্বগ
b. অনুগ
c. বিকল্প
d. পূর্বগ-অনুগ
Ans- d. পূর্বগ-অনুগ
16. প্রাকল্পিক বচনের শর্ত-প্রকাশক বাক্যটিকে কী বলা হয়?
a. পূর্বগ
b. অনুগ
c. বিকল্প
d. পূর্বগ-অনুগ
Ans- a. পূর্বগ
17. প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য কয়টি?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
Ans- b. দুটি
18. বৈকল্পিক বচনের অঙ্গবাক্য কয়টি?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
Ans- b. দুটি
19. বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটির নাম কী ?
a. বিকল্প
b. পূর্বগ
c. অনুগ
d. মানক
Ans- a. বিকল্প
20. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্য কী বচন হয়?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- b. বৈকল্পিক বচন
21. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কী বচন হয়?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- c. নিরপেক্ষ বচন
22. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কীরূপ বচন হয়?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- c. নিরপেক্ষ বচন
23. ‘হয় লোকটি বোকা অসৎ’ –এটি কীরূপ বচন ?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- b. বৈকল্পিক বচন
24. ‘যদি আগুন না থাকে তবে ধোঁয়া থাকবে না’ – এটি কীরূপ বচন ?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- a. প্রাকল্পিক বচন
25. যৌগিক যুক্তি কীরূপ ন্যায়?
a. মিশ্র
b. অমিশ্র
c. নিরপেক্ষ
d. অসাপেক্ষ
Ans- a. মিশ্র
26. যৌগিক যুক্তি কীরূপ ন্যায়?
a. নিরপেক্ষ
b. প্রাকল্পিক বচন
c. বৈকল্পিক বচন
d. স্বতঃসত্য বচন
Ans- b. প্রাকল্পিক বচন
27. ‘হয় রাম আসবে অথবা শ্যাম আসবে’ – এটি কোন্ শ্রেণির বচন ?
a. নিরপেক্ষ
b. প্রাকল্পিক বচন
c. বৈকল্পিক বচন
d. স্বতঃসত্য বচন
Ans- c. বৈকল্পিক বচন
28. বৈকল্পিক ও প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্ত কীরূপ বচন হয়?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- c. নিরপেক্ষ বচন
29. প্রাকল্পিক ও বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কীরূপ বচন হয়?
a. প্রাকল্পিক বচন
b. বৈকল্পিক বচন
c. নিরপেক্ষ বচন
d. আবশ্যিক বচন
Ans- c. নিরপেক্ষ বচন
30. প্রাকল্পিক বচনের অনুগের সত্যতা কার ওপর নির্ভর করে?
a. পূর্বগ
b. বিকল্প
c. সংযোজক
d. মানক
Ans- a. পূর্বগ
31. প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য হলে অনুগ কী হবে?
a. সত্য
b. মিথ্যা
c. অর্থহীন
d. অর্থযুক্ত
Ans- a. সত্য
32. প্রাকল্পিক বচনের পুর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে বচনটি কী হবে?
a. সত্য
b. মিথ্যা
c. অর্থহীন
d. অর্থযুক্ত
Ans- b. মিথ্যা
33. যে যৌগিক বচনের একটি অবয়ব প্রাকল্পিক বচন ও অন্য অবয়ব দুটি নিরপেক্ষ বচন তাকে কীরূপ যুক্তি হবে?
a. প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি
b. বৈকল্পিক-নিরপেক্ষ যুক্তি
c. উপমাযুক্তি
d. নিরপেক্ষ যুক্তি
Ans- a. প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি
34. ‘প্রধান হেতুবাক্য প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে’-প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন্ নিয়মে এটি বলা হয়েছে?
a. M.P
b. M.T
c. S.T
d. C.T
Ans- a. M.P
35. প্রধান হেতুবাক্য প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করলে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে?
a. M.P
b. M.T
c. S.T
d. C.T
Ans- b. M.T
36. বৈকল্পিক বচনে ‘অথবা’ শব্দটিকে কয়টি অর্থে ব্যবহার করা হয়?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
Ans- b. দুটি
37. বৈকল্পিক বচনে ‘অথব’ শব্দটির একটি অর্থ হল ;শিথিল অর্থ’ অন্যটি কী?
a. সবল অর্থ
b. দুর্বল অর্থ
c. ব্যাপক অর্থ
d. সংকুচিত অর্থ
Ans- a. সবল অর্থ
38. ‘সে জীবিত অথবা মৃত’ – এই বাক্যে ‘অথবা’ শব্দটি কীরূপ অর্থে ব্যাবহৃত হয়েছে?
a. সবল অর্থ
b. দুর্বল অর্থ
c. ব্যাপক অর্থ
d. সংকুচিত অর্থ
Ans- a. সবল অর্থ
39. ‘সে বাড়িতে আছে অথবা বাইরে আছে’ – এই বাক্যটিকে ‘অথবা’ শব্দটি কীরূপ অর্থে ব্যবহৃত হয়েছে?
a. সবল অর্থ
b. দুর্বল অর্থ
c. ব্যাপক অর্থ
d. সংকুচিত অর্থ
Ans- a. সবল অর্থ
40. সবল অর্থে ‘অথবা’ শব্দ দ্বারা যুক্ত বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে না ?
a. সত্য হতে পারে না
b. মিথ্যা হতে পারে না
c. সত্য এবং মিথ্যা হতে পারে না
d. সত্য অথবা মিথ্যা হতে পারে না
Ans- d. সত্য অথবা মিথ্যা হতে পারে না
41. সবল অর্থে বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে অন্য বিকল্পটি কী হবে?
a. সত্য হবে
b. মিথ্যা হবে
c. অর্থহীন হবে
d. অর্থপূর্ন হবে
Ans- b. মিথ্যা হবে
42. শিথিল অর্থে বৈকল্পিক বচনের বিকল্প বচনের বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে না?
a. সত্য
b. মিথ্যা
c. অর্থহীন
d. স্বতঃসত্য
Ans- b. মিথ্যা
43. ‘সে মুর্খ অথবা শয়তান’-এই বচনে ‘অথবা’ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে ?
a. শিথিল
b. সবল
c. ব্যাপক
d. সংকুচিত
Ans- a. শিথিল
44. শিথিল অর্থে ‘অথবা’ শব্দ দ্বারা যুক্ত বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে ?
a. সত্য
b. মিথ্যা
c. অর্থহীন
d. স্বতঃসত্য
Ans- a. সত্য
45. ‘বৈকল্পিক বচনের একটি বিকল্পের অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে’- এটি কোন্ যৌগিক যুক্তির নিয়ম?
a. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়
b. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়
c. বিকল্প ন্যায়
d. অমিশ্র ন্যায়
Ans- b. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়