Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সহজে পাবেন ।
Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt – বাংলা ( একাদশ শ্রেণী )
এই সিরিজ বাংলা একাদশ শ্রেণির বাংলা বিষয় দিয়ে শুরু করা হচ্ছে । পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে । এই সিরিজ শুরুর পেছনে আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের সাহায্য করা যাতে তারা বাংলা সাহিত্য এবং অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করতে পারে। এখানে বাংলা সাহিত্যের পাশাপাশি ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশগুলির ওপর আলোকপাত করা হয়েছে। সমকালীন সাহিত্য থেকে বিষয়বস্তুর বৈচিত্র্যে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের পাঠ্যক্রমকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা করা হবে । আশা করি, এই সিরিজটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনার সঙ্গী হয়ে উঠবে এবং তাদের সাফল্যের পথে একটি সহায়ক ভূমিকা পালন করবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত (MCQ)
প্রশ্ন:’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কে রচনা করেন?
A) মধুসূদন দত্ত B) মধুসূদন গুপ্ত C) নজরুল ইসলাম D) ঈশ্বরগুপ্ত
উত্তর:A- মধুসূদন দত্ত
প্রশ্ন:’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত-
A) নানা কবিতা B) চতুর্দশপ্রদী কবিতাবলী C) ব্রজাঙ্গনা কাব্য D) তিলোত্তমাসম্ভব কাব্য
উত্তর:B- চতুর্দশপ্রদী কবিতাবলী
প্রশ্ন:’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A)’মেঘনাথবধ কাব্য’ B)’বিষের বাঁশি’ C)’চতুর্দশ প্রদী কবিতাবলী’ D)’সোনার তরী’
উত্তর: C- ‘চতুর্দশপ্রদী কবিতাবলী’
প্রশ্ন:’চতুর্দশপ্রদী কবিতাবলী’ প্রকাশিত হয়-
A)১৮৬১ খ্রিস্টাব্দে B)১৮৬২ খ্রিস্টাব্দে C)১৮৬৬ খ্রিস্টাব্দে D) ১৮৬৭ খ্রিস্টাব্দে
উত্তর:C-১৮৬৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন: গঠনগতভাবে ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন্ ধরনের কবিতা?
A) শোকগাথা B) মহাকাব্য C) সনেট D) প্রহসন
উত্তর:C- সনেট
প্রশ্ন:’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী’-র যত সংখ্যক কবিতা-
A)৩২ সংখ্যক B) ৪০ সংখ্যক C)৫২ সংখ্যক D)৮৬ সংখ্যক
উত্তর: D- ৮৬ সংখ্যক
প্রশ্ন:’বিদ্যার সাগর’বলতে কবি কাকে বুঝিয়েছেন?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে B) জীবনানন্দ বিদ্যাসাগরকে C) নীলকমল বিদ্যাসাগরকে D) প্রাণ কৃষ্ণ বিদ্যাসাগরকে
উত্তর:A- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
প্রশ্ন: কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে’যে হিসাবে পরিচিত-
A) বিদ্যাসাগর হিসেবে B) দয়ার সাগর হিসেবে C) করুণার সিন্ধু হিসেবে D) দিনের বন্ধু হিসেবে
উত্তর:A- বিদ্যাসাগর হিসেবে
প্রশ্ন:’তুমি বিখ্যাত ভারতে’-কে ভারত বিখ্যাত?
A) মধুসূদন দত্ত B) রবীন্দ্রনাথ ঠাকুর C) ঈশ্বর চন্দ্র বসু D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর:D- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: বিদ্যাসাগরকে ‘দীনের বন্ধু’ মনে করত-
A) যারা সমাজসেবী তারা B) ঐতিহাসিকরা C) যারা দীন তারা D) তার ভাবনাচিন্তার বিরোধীরা
উত্তর:C- যারা দীন তারা
প্রশ্ন:’করুণার সিন্ধু তুমি,’-কাকে ‘করুণা সিন্ধু’বলা হয়েছে?
A) ভগিনী নিবেদিতা B) চিত্তরঞ্জন দাশ C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর D) স্বামী বিবেকানন্দ
উত্তর:C- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: উজ্জ্বল জগতে যা-
A) মানুষের খ্যাতি B) হিমাদ্রির হেমকান্তি C) রাজার সম্পদ D) মানুষের অন্তদীপ্তি
উত্তর:B- হিমাদ্রির হেমকান্তি
প্রশ্ন:”করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,”-কে জানে?
A) স্বয়ংক কবি B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর C) হেমাদ্রি পর্বত D) বিমলা কিঙ্করী
উত্তর:A- স্বয়ংক কবি
প্রশ্ন:’হিমাদ্রির হেম- কান্তি’ অম্লান হয়-
A) শিশিরে B) সূর্যকিরণে C) জ্যোৎস্নায় D) তুষারাচ্ছাদনে
উত্তর:B- সূর্যকিরণে
প্রশ্ন:’দীনের বন্ধু’কে?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B) দিগম্বর মিত্র C) বৈদ্যনাথ মিত্র D) মহাদেব চট্টোপাধ্যায়
উত্তর:A- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: মহাপ পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়-
A) লক্ষে স্থির থাকলে B) ধর্মপথে থাকলে C) ভাগ্য বলে D) শরীর সবল থাকলে
উত্তর:C- ভাগ্য বলে
প্রশ্ন:’হিমাদ্রি’ শব্দের অর্থ কী?
A) হিরের পাহাড় B) হলুদ পাহাড় C) সোনার পাহাড় D) পদ্মরাগমনির পাহাড়
উত্তর:C- সোনার পাহাড়
প্রশ্ন: পর্বতের প্রকৃত গুণ সে – ই বুঝতে পারে-
A) যে পর্বতপ্রেমী B) যে ধর্মপথগামী C) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয় D) পর্বত অভিযাত্রীরা
উত্তর:C- যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়
প্রশ্ন:’হিমাদ্রি’-র সন্ধি বিচ্ছেদ কর।
A)হিম +অদ্রি B)হোম+অদ্রি C)হেম+অদ্রি D)হেমা+ অদ্রি
উত্তর:C- হেম+অদ্রি
প্রশ্ন:”কি সেবা তার সে সুখ – সদনে!”-যার কথা বলা হয়েছে-
A) সমুদ্র B) পর্বত C) ঈশ্বর D) তরুদল
উত্তর:B- পর্বত
প্রশ্ন:’হেম’ শব্দের অর্থ কী?
A) সোনা B) হিরে C) রুপো D) শিশির
উত্তর:A- সোনা
প্রশ্ন:’সদন’-এর সমার্থক শব্দ-
A)সুখ B) গৃহ C) সান্নিধ্য D) সহচর
উত্তর:B- গৃহ
প্রশ্ন:’অদ্রি’শব্দের অর্থ কী?
A) মালভূমি B) পর্বত C) সাগর D) নদী
উত্তর:B- পর্বত
প্রশ্ন:’বারি’শব্দের অর্থ-
A) জল B) গৃহ C) বেদনা D) বিন্দু
উত্তর:A- জল
প্রশ্ন:’করুণার সিন্ধু তুমি’-এখানে ‘তুমি’বলতে কার কথা বোঝানো হয়েছে?
A) মহাদেব চট্টোপাধ্যায় B) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় C) মধুসূদন দত্ত D) দিগম্বর মিত্র
উত্তর:B- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন:”দানে বারি নদীরুপ…”নদীকে কবি যা বলেছেন-
A) পতিতপাবনী B) স্রোতস্বিনী C) স্বচ্ছতোয়া D) বিমলা কিঙ্করী
উত্তর:D- বিমলা কিঙ্করী
প্রশ্ন:’করুণা’শব্দের অর্থ কী?
A)পর দুঃখ হরণের ইচ্ছা B) দয়া C) A ও B উভয়ই D) কোনোটাই নয়
উত্তর:C- A ও B উভয়ই
প্রশ্ন:’কিঙ্করী’ শব্দের অর্থ-
A) ঈশ্বরী B) দাসী C) রানি D) সহচরী
উত্তর:B- দাসী
প্রশ্ন:’সিন্ধু’শব্দটি এই কবিতায় কোন্ অর্থে প্রযুক্ত হয়েছে?
A) বড় নদী B) হ্রদ C) মরুসাগর D) সাগর
উত্তর:D- সাগর
প্রশ্ন: তরু-দল যা যোগান দেয়-
A) সুশীতল ছায়া B) ফুলের সুবাস C) অমৃত ফল D) বিহঙ্গকে আশ্রয়
উত্তর:C- অমৃত ফল
- Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীCharon Kobi Varvara Rao : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Charon Kobi Varvara Rao : চারণ কবি ভারভারা রাও । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের… Read more: Bishal Danawala Ek Thurthure Buro Gabriel Garcia Marquez : বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেস । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীSamyabadi Kazi Nazrul Islam : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Samyabadi Kazi Nazrul Islam : সাম্যবাদী কাজী নজরুল ইসলাম । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী