কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

1. বড়োবউ যখন বুরোকর্তা ঘরে গিয়েছিল, তখন সে ঘরে আর কে ছিল?

= নার্স

2. বড়ো বাড়ির কোন ছেলে বিলেতে থাকে?

= সেজো ছেলে

3. ‘ভাত ‘ গল্পে বড়ো বাড়ির ছেলেরা সকাল কটার আগে ঘুম থেকে ওঠেনা ?

=এগারোটা

4.ভাত গল্পের বুড়ো কর্তাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল?

= আঠারোটা

5. হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল-

= ছোটবৌএর বাবা 

6. ভাত গল্পের যজ্ঞের জন্য কোথা থেকে বালি আনার প্রয়োজন হয়?

=শশ্মান

7. নিচের কোন গ্রন্থ টি মহেশ্বেতা দেবীর লেখা নয়-

=টানাপোড়েন

8.ভাত গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়-

=ম্যানিফেস্ট

9.”উনি হলেন দেবতার সেবিকা”- উনি বলতে যার কথা বলা হয়েছে-

= বরোপিসীমা

10. “উনি আমার পতিদেবতা।” বক্তা হলেন-

= বড়োপিসিমা

11. ” বাদা থেকে চাল আসছে”- ‘ বাদা শব্দের অর্থ

= নিম্নভূমি

12. কোন গাছের কাঠ তান্ত্রিক কার্যে লাগেনি?

= আম

13.’ ভাত গল্পে লোকটার চেহারা-

= বুনো বুনো

14. “উনি হলেন দেবতার সেবিকা ।” – বড়ো পিসীমাকে দেবতার সেবিকা বলার কারণ-

=মনে করা হয় শিব ঠাকুর এর সঙ্গে ওঁর বিয়ে হয়েছে

15. “সেই ডেকে আনলে।”- এখানে বসিনি ডেকে এনেছে-

= বুনো বুনো চেহারার একটি লোককে

16. ” বড়ো বউ চুপ করে যায়”-এই তার চুপ করে যাওয়ার কারণ-

= বড়ো পিসীমার ঠেস দেয়া কথাবার্তা

17. ” যোগ্গি -হোম হচ্ছে”- যোগ্গি- হোমের জন্য আনা হয়েছে-

= বেল ,ক্যাওড়া ,অশ্বত্থ ,বট, তেঁতুলকাঠ

18. “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার”- বাদার লোকটির এমন অবস্থার কারণ-

= সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল 

19. ‘কনকপানি’ চালের ভাত খান-

= বড়োবাবু

20. বড়ো বাড়িতে মেজো আর ছোটো ছেলের জন্য বারোমাসকোন চাল রান্না হয়?

= পন্মজালি

21. “সেজন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি’।- কারণ-

= তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে 

22. ” রেঁধে- বেড়ে শাশুড়ি কে খাওয়ানো তার কাজ।”- যার কাজ সে হলো-

=মেজো বউ

23. রামশাল চালের ভাত কিসের সাথে খাওয়া হতো?

= মাছ

24. নিরামিষ তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হতো, তা হলো-

= ঝিঙ্গেলাল

25. ” খুবই অদ্ভুত কথা”- অদ্ভুত কথা টি কি ?

= বড় পিসীমার বিয়ে হয়নি

26.বড়ো বাড়িতে মাছের সঙ্গে যে চাল রান্না হয়, তা হলো-

= রামশাল

27.”ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ,- কার প্রসঙ্গে এই উক্তি-

=উচ্ছব

28.বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল-

= লিভার

29.”ভাত খাবে কাজ করবে”… । বক্তা-

=বামুন ঠাকুর

30. ..” অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিদায় দেয়নি.”। কারণ-

= সংসার সামলানোর জন্য

31. “দূরদর্শী লোক কে ছিলেন”.।- কে

=বুড়ো কর্তা

32. “বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা-ঝামটা হচ্ছিল।”- কারণ

=বুড়ো কর্তার বউ মারা গেছিলো

33. “আমাদের বাসিনির কে হয়। সেই ডেকে আনলে।”-বাসিনি  উচ্ছবকে ডেকে এনেছিল কোনো?

=ঝড় জলে লোকটির দেশ ভেসে গেছে বলে

34.”ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি?”- উক্তিটির বক্তা

= বড়ো পিসিমা

35.”.. তাই বড়ো বউ জানত না.”- কি

= পিসীমার বিয়ে হয়নি

36.মেজো বউ রান্না কিরছিল

= উননপারে

37.বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়

= বরোবাবুর জন্য

38.”কালো বিড়ালের লোম আনতে গেছে”- 

=ভজন চাকর

39.উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল-

= বাসিনী

40.বাসিনির মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স ছিলো-

=বিরাশি বছর

41. “বড়ো বউ কোনো কথা বলেনা।”- কারণ

= বড়ো পিসীমার সব কথায় সত্যি

42. বামুন, চাকর, ঝিদের জন্য কোন চাল রান্না হতো-

= মোটা সাপটা

43.”তোরেও তো টেনে নিচ্ছিলো।” – বক্তা কে-

= সাধন

আরও পড়ুনঃ কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

44.উচ্ছবের বাবার নাম কি-

= হরিচরণ

45. “সরকার ঘর কত্বে টাকা দেবে শুনছো না ?”- বক্তা কে?

=সাধন

46. উচ্ছবের মেয়েটির নাম-

=চন্মুনি

47. “টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে।”- কৌটোটতে ছিল-

= একটা দরখাস্তের প্রতিলিপি

48.”সে এটা কত্ত বটে।”- কথাটি হলো

=সরকার ঘর করার জন্য টাকা দিতে চায়

49. “এ গল্পো গ্রামের সবাই শুনেছে”.।গল্পটির বিষয়বস্তু

=বাসিনির মনিব বাড়িতে অনেক রকম ভাত রান্না হয়

50. “.. তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি..”- কার?

= উচ্ছবের

51. উচ্চবের ঘর ছিল-

= মাতলা নদীর তীরে

52.উৎসবের গ্রাম সম্পর্কিত বোনের নাম-

=বাসিনী

53..” যতদিন রান্না খেচুরি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পাইনি”.।খেতে পাইনি কারণ-

=সে বউ ছেলে মেয়েকে খুজছিল

54.”..অ উচ্ছব, মনিবের ধান যায় তুও কাঁদিস কেনো?- উচ্চব নাইয়ার মনিব ছিল

= সতীশ বাবু

55. লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে-

= বড়ো পিসিমা

56. ” মনিবের ধান যায় তুই কাঁদছিস কেনো?”- একথা বলেছেন-

=সাধনাবাবু

57.সতীশ বাবুর নাতি কি খাই

=ফুট

56. ” তান্ত্রিকের নতুন বিধান হল”-হোমের আগে সবকিছু রান্না করতে হবে,হোম শেষে খাওয়ানো হবে

57. “সতীশ বাবু বলেছে,উচ্ছবের মতিচ্ছন্ন হয়েছে বইত নয়।”- তার এমন মন্তব্যের কারণ

=উচ্চব একমুঠো ভাতের জন্য পাগল হয়ে উঠেছিল

58.” এসব কথা শুনে উচ্ছব বুকে বল পাই”- কারণ

= সে বাদাটার খোঁজ পাবে

59.”উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়।” -কেননা

=কাঠ কাটলেই হোম ,হোম হলেই ভাত

60. “উচ্চব আবার কাঠ কাটতে থাকে।”- প্রতিটি কাঠ লম্বায়

=দেরহাত

61. বাসিনী লুকিয়ে উচ্ছব কে কি খেতে দিয়েছিল?

=ছাতু

62.দেবতার গতিক ভালো নয়কো।”-বক্তা হলেন

=চন্নুনির মা

63.বুড়ো কর্তার বাঁচার কথা ছিল-

=আটানোব্বই বছর

64.তুমি কি বুঝবে সতিশবাবু।”-সতীশ বাবুর যা বোঝার কথা নয় তা হলো

=অভাব কাকে বলে

65.”দেহে ক্ষমতা ছিলোনা”-  দেহের ক্ষমতাকে চাপিয়ে উচ্ছবের কাজ করার কারণ

=একমুঠো ভাতের আশা

66.”উচ্ছবের চোখের কোনে জল গড়াই।”- তার এমন পরিস্থিতির কারণ-

=স্ত্রী ছেলে মেয়ের কোথা তার মনে পড়ে গেছে

67. “ফোন করেছ?”- বক্তা কোথায় ফোন করার কথা বলেছে?

=বাগবাজারে

68.যজ্ঞের জন্য উচ্ছব কাঠ কেটে এনেছিল

=আড়াই মন

69.মন্দিরে চাতালে কতগুলো ছেলে তাস খেলছিল?

=তিনজন

70.”মানুষ থাকলেও ও ঠিক বুঝত যে-” কি বুঝত?

=জলের টানে মানুষ ভেসে গেছে

71.”এখন চান করবনা”-উৎসব চান করতে চাইনি কেন?

=মাথায় জল পড়লে তার পেট মানতে চাইনা

72.”রাতে রাতে কাজ সারতে হবে।”-কারন

= নইলে দোস লাগবে

73.হোমযজ্ঞকরার সত্ত্বেও বুড়ো কর্তাকে বাঁচানো না যাওয়ার কারণ হিসেবে তান্ত্রিক বলেছেন যে

=বুড়ো কর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠেগেছিল

74. উচ্ছব বাড়িতে ঢুকে বরোপিসীমার কি শোনে

=বিলাপ

75..অন্ন লক্ষী.. একথা কে বলতো

=ঠাকুমা

76.”সকালে লোকজন উচ্চবকে সেখানেই ধরে ফেলে

“- জায়গা হলো

=স্টেশনের প্লাটফর্মে

77.ট্রেন ধরে উচ্ছব কোথায় যাবো ভেবেছিল?

=ক্যানিং এ

78.”সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা।”-বরোপিসীমা একথা বলেন

=বাসিনী

79.”উচ্ছবের মাথায় এখন বুদ্ধি স্থির ।” উচ্ছব যে বুদ্ধি করেছিল, তা হলো

= ভাত গুলি দূরে ফেলার নাম করে নিজে খেয়েনিত

80. “ত্রস্ত বাসিনী ছুটে আসে’-তার এভাবে ছুটে আসার কারণ-

=উচ্ছব অশৌচ বাড়ির ভাত খাওয়ার উপক্রম করছিল

81.”বাসিনী থমকে দাঁড়ায়”-কারণ সে দেখল

=উৎসব হিংস্র ভাবে তার দাঁত বের করছে

82. “সে স্বর্গ সুখ পাই”- ভারের স্পর্শে উচ্ছবের স্বর্গ সুখ পাওয়ার কারণ-

= বহুদিন সে ভাত খেতে পাইনি

83. “আসল বাদাটার খোঁজ করা হয়না আর উচ্ছবের ।”-বাদার খোঁজ না পাওয়ার কারণে-

=তাকে পুলিশে দেয়া হয়েছিল

84.বুড়ো কর্তার মৃত দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়-

=রাত একটার পর

85.”রাস্তার দোকান থেকে চা আস্তে থাকে।”-কারণ

=বাড়িতে উনুন জলবেনা

86. উচ্ছব ভোরের ট্রেন ধরে কোন স্টেশনে যাবে?

= ক্যানিং

87.”মারতে মারতে ওরা উচ্ছবকে থানায় নিয়ে যায়”- কারণ

= পিতলের ডেচকি চুরির অপরাধে

Scroll to Top