Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 Exam

Madhyamik Bengali Suggestion 2023
Madhyamik Bengali Suggestion 2023

Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 Exam

প্ৰিয় ছাত্র – ছাত্রীরা,
আজকে তোমাদের সাথে আলোচনা করবো মাধ্যমিক পরীক্ষার বাংলা সাজেশন 2023 ( Madhyamik Bengali Suggestion 2023 )। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই সাজেশন গুলি তোমাদের প্রত্যেকের অবশ্যই কাজে লাগবে। এই সাজেশন গুলি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক – শিক্ষিকা দ্বারা তৈরী করা হয়েছে। মাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষার জন্য প্রশ্ন গুলি গুরুত্বপূর্ণ। বাংলা বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই নিন্মে আলোচনা করা প্রশ্ন গুলি মুখস্ত করে নাও। বাংলা সাবজেক্ট এর প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা ভাবে সাজেশন করা হয়েছে।

💠 বাংলা সাজেশনটি কে আমরা মোট ৬ টি ভাগে ভাগ করেছি। যথা –
১) গল্প ২) কবিতা ৩) নাটক ৪) প্রবন্ধ ৫) ব্যাকরণ ৬) বাংলা সহায়ক পাঠ

🔥 বাংলা গল্প থেকে সাজেশন 🔥


১) জ্ঞানচক্ষু – আশাপূর্ণা দেবী
২) পথের দাবি – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩) নদীর বিদ্রোহ – মানিক বন্দ্যোপাধ্যায়
৪) বহুরূপী – সুবোধ ঘোষ
৫) অদল – বদল – পান্না লাল প্যাটেল

🔥 বাংলা কবিতা থেকে সাজেশন 🔥


১) অসুখী একজন – পাবলো নেরুদা
২) আয় আরো বেঁধে বেঁধে থাকি – শঙ্খ ঘোষ
৩) আফ্রিকারবীন্দ্রনাথ ঠাকুর
৪) অভিষেক – মাইকেল মধুসূদন দত্ত
৫) অস্ত্রের বিরুদ্ধে গান – জয় গোস্বামী
৬) সিন্ধুর তীরে – সৈয়দ আলাওল
৭) প্রলয়োল্লাস – কাজী নজরুল ইসলাম

🔥 বাংলা প্রবন্ধ থেকে সাজেশন 🔥


১) বাংলা ভাষার বিজ্ঞান – রাজশেখর বসু
২) হারিয়ে যাওয়া কালি কলম – শ্রীপান্থ

🔥 বাংলা নাটক থেকে সাজেশন 🔥


১) সিরাজউদ্দৌলা – শচীন্দ্রনাথ সেনগুপ্ত

🔥 বাংলা সহায়ক পাঠ থেকে সাজেশন 🔥
১) কোনি – মতি নন্দী

🔥 বাংলা ব্যাকরণ থেকে সাজেশন 🔥


১) কারক ও অকারক সম্পর্ক
২) সমাস
৩) বাক্য
৪) প্রতিবেদন রচনা
৫) বঙ্গানুবাদ


Madhyamik Bengali Suggestion 2023

💠 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :- ১×১৭=১৭

১.১ তপন দুপুর বেলা গল্প লিখতে গিয়েছিল –
(ক) চিলেকোঠায়
(খ ) তিনতলার ঘরে
(গ) ছাদে
(ঘ ) তিনতলার সিঁড়িতে ✔️

১.২ বিরাগী জগদীশ বাবর কাছে চেয়েছিলেন-
(ক) বাণী শুনতে
(খ) তীর্থ ভ্রমণের টাকা
(গ) ঠান্ডা জল ✔️
(ঘ) একটি খড়ম।

১.৩ ‘অদল বদল’ গল্পে যে দিনের কথা বলা হয়েছে –
(ক) মহরমের দিন
(খ) হোলির দিন ✔️
(গ) রথের দিন
(ঘ) কোনটিই নয় ।

১.৪ ‘আফ্রিক কবিতায় সমুদ্রকে যে বিশেষণে বিশেষায়িত করা হয়েছে –
(ক) রুদ্র ✔️
(খ) উগ্র
(গ ) ভয়ঙ্কর
(ঘ) শান্ত

১.৫ কুমারকে যা দিয়ে অভিষেক করা হয়েছিল –
(ক) গঙ্গোদক ✔️
(খ) অশোক পুষ্প
(গ) চন্দন
(ঘ) গঙ্গা

Madhyamik Bengali Suggestion 2023

১.৬ কোকিল গান বাঁধবে –
(ক) সহস্র ভাবে
(খ) সহস্ৰ উপায়ে ✔️
(গ) লক্ষ ঘুরে
(ঘ) সহস্র ঘুরে

১.৭ উনিশ শতকে ৩২ হাজার অক্ষর লেখার জন্য যত মূল্য দেওয়া হত –
(ক) চার আনা
(খ ) আট আনা
(গ) বারো আনা ✔️
(ঘ) ষোলো আনা

১.৮ ‘অল্পবিদ্যা ভয়ংকারী’ – এটি সাহিত্যের যে বিষয় –
(ক) লক্ষণা
(খ) অলংকার
(গ ) ধাঁধা
(ঘ) প্রবাদ ✔️

১.৯ পপুলার সায়েন্স লেখা সুসাধ্য –
(ক) আমেরিকা-ইংল্যান্ডে
(খ) ইউরোপ-আফ্রিকায়
(গ) ইউরোপ-ওশিয়ানিয়ায়
(ঘ) ইউরোপ-আমেরিকায় ✔️

১.১০ অন্যকে দিয়ে যে কাজ করিয়ে নেয়, সেই কর্তা হল –
(ক) নিরপেক্ষ কর্তা
(খ ) প্রযোজ্য কর্তা
(গ) প্রযোজক কর্তা ✔️
(ঘ) ব্যতিহার কর্তা

১.১১ কী ঘুম না ঘুমাল – এখানে ‘ঘুম’ হল –
(ক) সমধাতুজ করণ
(খ) সমধাতুজ কর্ম ✔️
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) করণে -বীপসা

১.১২ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে বসে –
(ক) সংযোজক অব্যয় ✔️
(খ) বিশেষ্য
(গ) অনসর্গ
(ঘ) কোনটিই নয়

১.১৩ উপমিত কর্মধারয় সমাসে অদৃশ্য থাকে –
(ক) সাধারন ধর্ম
(খ) উপমান
(গ) উপমেয়
(ঘ) তুলনাবাচক শব্দ ✔️

১.১৪ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে –
(ক) জটিল
(খ ) সরল ✔️
(গ) যৌগিক
(ঘ ) মিশ্র বাক্য

১.১৫ শর্তসাপেক্ষ বাক্য মাত্রই –
(ক) সরল
(খ) যৌগিক ✔️
(গ) জটিল
(ঘ ) মিশ্র বাক্য

১.১৬ কর্তা থাকে না যে বাচ্যে –
(ক) ভাববাচ্য ✔️
(খ ) কর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্ম কর্তৃবাচ্য

১.১৭ কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে, তাকে রূপান্তরিত করা হয় –
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য ✔️
(গ) ভাববাচ্য
(ঘ) কর্ম কর্তৃবাচ্যে

💠 কমবেশি ২০ টি শব্দে নিচের যেকোনো ১৯ টি প্রশ্নের উত্তর দাও :- ১×১৯ = ১৯

১. ‘সারা বাড়িতে শোরগোল পড়ে যায়’- শোরগোলের কারণ কী ?
২. গিরীশ মহাপাত্রের ট্যাকে কী পাওয়া যায় ?
৩. ‘অদল বদল’ গল্পে অদল ও বদলের আসল নাম কী ?
৪. বিরাগীর মতে ‘পরম সুখ’ কী ?
৫. ‘নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল’- স্তম্ভিত হওয়ার কারণ কী ?
৬. ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’- ‘তারা’ বলতে কারা ?
৭. ‘পৃথিবী হয়তো মরে গেছে’ / ‘পৃথিবী হয়তো বেঁচে আছে’- একথা বলার কারণ কী ?
৮. ‘এসো যুগাতন্ত্রের কবি’ – ‘কবি’ এসে কী করবেন ?
৯. ‘এ অদ্ভুত বারতা’- কোন বার্তার কথা বলা হয়েছে ?

Madhyamik Bengali Suggestion 2023


১০. ‘আসছে ভয়ংকর’ – ভয়ংকর কীভাবে আসছে ?
১১. ‘এতে রচনা উৎকট হয়’ – রচনা কীসে উৎকট হয় ?
১২. শৈশবে শ্রীপান্থের লেখার পাত কেমন ছিল ?
১৩. ‘একটি দোষ প্রায়ই নজরে পড়ে’- দোষটি কী ?
১৪. ‘তাদের বাহারি সব নাম’- নামগুলি কী কী ?
১৫. বিভক্তি কত প্রকার ও কী কী ?
১৬. সম্বন্ধ পদ অকারক কেন ?
১৭. শূন্যবিভক্তি কাকে বলে ?
১৮. উপমান ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো।
১৯. একশেষ দ্বন্দ্ব কাকে বলে ? উদাহরণ দাও।
২০. হাত নাড়িয়ে বলেট তাড়াই। (যৌগিক বাক্যে পরিবর্তন করো)
২১. শিশুরা খেলছিল মায়ের কোলে । (ভাববাচ্যে পরিবর্তন করো)
২২. কোন বাচ্যের বাচ্যান্তর হয় না ?

💠 কমবেশি ৬০টি শব্দে নিন্মের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :- ২×৩ =৬

১) নইলে আমি শান্তি পাব না’- কার উদ্দেশ্যে এই কথা ? কি না হলে তিনি শান্তি পাবেন না ?
(২) ‘অপূর্ব নিজেই কথা পাড়িল’- অপূর্ব কোন কথা জানিয়েছিল ?
(৩) ‘দিব্যপুরী সমুদ্র মাঝার’ – কোন স্থানের কথা বলা হয়েছে ? সেই স্থানটির বর্ণনাদাও।
(৪) ‘সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে’- কীসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল ? কী কী চূর্ণ হল এবং জ্বলে গেল ?

💠 ৫ নম্বর এর বড়ো প্রশ্নের সাজেশন 💠

১) ‘তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে’ – তপনের এরকম অবস্থার কারন কী ?
২) ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে?’- ‘ও’ কে ? সে কাকে কীভাবে খাঁটি জিনিস শিখিয়েছে ?
৩) ‘ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর।’- কাকে ‘চিরসুন্দর’ বলা হয়েছে ? ‘ভেঙে আবার গড়তে জানা’- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
৪) ‘নমি পুত্র পিতার চরণে’- পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো ।
৫) ‘বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে।’- বাধাগুলি আলোচনা করো।

Madhyamik Bengali Suggestion 2023


৬) ‘মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান’- ‘তাঁদের’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তাঁদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও।
৭) ‘আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত।’- কে, কোন প্রসঙ্গে এই মন্তব্যের অবতারণা করেছেন ?
৮) ‘আর কত হেয় আমাকে করতে চান আপনারা ?’- ‘আপনারা’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তারা বক্তাকে কীভাবে হেয় করেছিলেন ?
৯) এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই।’- বক্তা কে ? তার এমন কথা বলার কারন ব্যাখ্যা করো।
১০) কোনির জীবনে প্রণবেন্দুর অবদান লেখো ।
১১) প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল’- লীলাবতী কে ? তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী ?

💠 গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ 💠


A) As an Indian we have to live in India and work for India. But we must not forget that we belong to the larger family of the world and the people living other countries are after all our cousins. It could be such an excellent thing if all the people in the world are happy and contented. We have, therefore, to try to make the world a happier
place to live in.

বঙ্গানুবাদ :

ভারতবাসী হিসেবে আমাদের ভারতবর্ষে বসবাস ও ভারতবর্ষের জন্য কাজ করতে হয়। কিন্তু আমরা অবশ্যই যেন ভুলে না যাই যে, আমরা বিশ্বের বৃহত্তর পরিবারের অন্তর্ভুক্ত এবং অন্যান্য দেশের অধিবাসীরা আমাদের জ্ঞাতি। যদি পৃথিবীর সকল মানুষ সুখী ও পরিতৃপ্ত হত তাহলে কী চমৎকারই না হত! কাজেই পৃথিবীকে আরও সুখময় বাসভূমিরূপে গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে।

B. The real heroes are those whom the world does not know . They work among the poor, among the distressed . And They cannot expect any reward from them .They are moved by the sufferings of others and their main objects is to relieve those sufferings .This is the work of love. They do not hanker after fame, nor do they want position or money.

বঙ্গানুবাদ :

যারা প্রকৃত বীর তাদের কথা পৃথিবীর মানুষ জানে না। তারা গরিব ও দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে কাজ করেন। তারা তাদের কাছ থেকে কোনো পারিতোষিক আশা করেন না। অপরের দুঃখকষ্টে তারা ব্যথিত হন এবং তাদের দুঃখদুর্দশা দূর করাই হল তাদের মুখ্য উদ্দেশ্য। পদমর্যাদা
এ হল ভালাবাসার কাজ। তারা যশের জন্য লালায়িত নন, কিংবা অর্থও তারা প্রত্যাশা করেন না।

C. One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.

বঙ্গানুবাদ :

একদিন একটা কুকুর একটা কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। সে একটা সেতু পারাপার করছিল। হঠাৎ সে জলের
মধ্যে তার ছায়া দেখতে পেয়েছিল। সে ভেবেছিল সেখানে অন্য একটা কুকুর রয়েছে যার কাছে একটা বড়ো মাংসের টুকরো আছে।

D. Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

বঙ্গানুবাদ : ঘর হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। ঘরেই সে দ্যাখে, শোনে ও শিখতে আরম্ভ করে। ঘরের পরিবেশ ভালো হলে সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। ঘরের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে।

💠 সংলাপ রচনা সাজেশন 💠

১) প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।
২) ফেসবুক ব্যবহার ও সতর্কতার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
৩) কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর।
৪) বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

💠 প্রতিবেদন রচনা সাজেশন 💠

১) ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত ১৫ আহত ২৫
২) রক্তদান শিবির নিয়ে প্রতিবেদন রচনা।
৩) পাহাড়ি পথে ধস নেমে জনজীবন বিপর্যস্ত।
৪) জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ।

💠 প্রবন্ধ রচনা 💠

১) ছাত্র জীবনে শিষ্টাচার।
২) মাতৃভাষার মাধ্যমে শিক্ষা।
৩) বাংলার ঋতু বৈচিত্র্য।
৪) পরিবেশ রক্ষায় অরণ্য।
৫) বাংলার উৎসব।

Scroll to Top