madhyamik bengali suggestion ay aro bendhe bendhe thaki
MADHYAMIK BENGALI MADHYAMIK EXAM

আয় আরো বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান

madhyamik bengali suggestion ay aro bendhe bendhe thaki
আয় আরও বেঁধে বেঁধে থাকি

আয় আরো বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান

আয় আরো বেঁধে বেঁধে থাকি

                                শঙ্খ ঘোষ

১.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল-

(ক)ধুম লেগেছে হৃদকমলে

(খ)জলই পাষাণ হয়ে আছে

(গ)মূর্খ বড়ো সামাজিক নয়

(ঘ)মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

উঃ জলই পাষাণ হয়ে আছে

২.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির কবি হলেন-

(ক)বিষ্ণু দে

(খ)জীবনানন্দ দাস

(গ)শঙ্খ ঘোষ

(ঘ)নরেন্দ্রনাথ চক্রবর্তী

উঃশঙ্খ ঘোষ

৩.কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল-

(ক)নিহিত পাতাল ছায়া

(খ)প্রহার জোড়া ত্রিতাল

(গ)মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

(ঘ)বাবরের প্রার্থনা

উঃমুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

৪.শঙ্খ ঘোষ রচিত একটি প্রবদ্ধ গ্রন্থ হল-

(ক)অল্প বয়সে

(খ)সুপুরী বনের সারি

(গ)কালের মাত্রা ও রবীন্দ্র নাটক

(ঘ)মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

উঃকালের মাত্রা ও রবীন্দ্র নাটক

৫.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের রচনাকাল-

(ক)২০০১-০৩

(খ)২০০০-২০০১

(গ)২০০২-০৩

(ঘ)২০০৪-২০০৫

উঃ২০০১-০৩

৬.কবি জয় গোস্বামী ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ উপাধিটি পান-

(ক)২০১০সাল

(খ)২০১১সাল

(গ)২০১২সাল

(ঘ)২০১৩সাল

উঃ২০১১সাল

৭.আমাদের কি নেই কোনো?

(ক)আকাশ

(খ)পথ

(গ)দিক

(ঘ)মাটি

উঃপথ

৮.আমাদের কি উড়ে গেছে?

(ক)ঘর

(খ)পথ

(গ)রাস্তা

(ঘ)জমি

উঃঘর

৯.কবিতায় কবি কাদের শবদেহ উল্লেখ করেছেন-

(ক)বুড়োদের

(খ)শিশুদের

(গ)বৃদ্ধাদের

(ঘ)যুবকদের

উঃশিশুদের

১০.’আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে——‘।(শূন্যস্থান)

(ক)অনেক দূরে

(খ)সামনে দূরে

(গ)কাছে দূরে

(ঘ)একটু দূরে

উঃকাছে দূরে

১১.কবি মনে করেন আমাদের আরও কিভাবে থাকা দরকার?

(ক)বেঁধে বেঁধে

(খ)খেলে খেলে

(গ)বেঁচে বেঁচে

(ঘ)চলে চলে

উঃবেঁধে বেঁধে

১২.’আমাদের পথ নেই আর,।পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে-

(ক)দুইবার

(খ)একবার

(গ)তিনবার

(ঘ)চারবার

উঃ দুইবার

১৩.——তবে এই ভাবে এই মুহূর্তে মরে যাব না কি ?(শূন্যস্থান)

(ক)আমাদেরও

(খ)তোমরাও

(গ)আমরাও

(ঘ)নিজেদেরও

উঃআমরাও

১৪.কবির আশঙ্কা এই মুহূর্তে আমাদের কি হতে পারে?

(ক)মৃত্যু

(খ)খাদ্যভাব

(গ)চুরি

(ঘ)দেশছাড়া

উঃমৃত্যু

১৫.’আমাদের——- পাশে ধস’।(শূন্যস্থান)

(ক)বাম

(খ)ডান

(গ)সামনে

(ঘ)পিছনে

উঃডান

১৬.’আমাদের বাঁয়ে গিরিখাদ’ । ‘গিরিখাদ’শব্দটি আক্ষরিক অর্থ-

(ক)স্থানচ্যুতি

(খ)অদৃশ্য হওয়া

(গ)চূড়া

(ঘ)পর্বত গহ্ব

উঃ পর্বত গহ্ব

১৭.’আমাদের মাথায় রয়েছে——‘।(শূন্যস্থান)

(ক)বোমারু

(খ)গিরিখাদ

(গ)চূড়া

(ঘ)পর্বত গহ্ব

উঃবোমারু

১৮.কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ রয়েছে-

(ক)হাতে হাতে

(খ)পায়ে পায়ে

(গ)মাথায় মাথায়

(ঘ)শিরায় শিরায়

উঃপায়ে পায়ে

১৯.’পায়ে পায়ে হিমানীর বাঁধ’।’হিমানী ‘ শব্দের আক্ষরিক অর্থ-

(ক)জল

(খ)আগুন

(গ)তুষার

(ঘ)পর্বত

উঃতুষার

আরও পড়ুনঃ অভিষেক অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান

২০.’আয় আরো বেঁধে বেঁধে থাকি ,কথাটি কবিতায় ব্যবহৃত হয়-

(ক)একবার

(খ)দুইবার

(গ)তিনবার

(ঘ)চারবার

উঃদুইবার

২১.’আয় আরো বেঁধে বেঁধে থাকি ,কথাটি কবিতাটির দ্বিতীয় পঙক্তি –

(ক)আমাদের ডান পাশে ধস

(খ)আমাদের বাঁয়ে গিরিখাদ

(গ)আমাদের ঘর গেছে উড়ে

(ঘ)আমাদের মাথায় বোমারু

উঃআমাদের বাঁয়ে গিরিখাদ

২২.’আয় আরো বেঁধে বেঁধে থাকি , ব্যাকটির অর্থ-

(ক)দৃঢ বন্ধনে আবদ্ধ হয়ে থাকা

(খ)ছাড়া ছাড়া থাকা

(গ)বন্ধন মুক্ত থাকা

(ঘ)ঢিলেঢালা থাকা

উঃদৃঢ বন্ধনে আবদ্ধ হয়ে থাকা

২৩.কবি শঙ্খ ঘোষের’জলেই পাষাণ হয়ে আছে’ কাব্য গ্রন্থের প্রকাশকাল-

(ক)২০০৩সাল

(খ)২০০৪সাল

(গ)২০০৫সাল

(ঘ)২০০৭সাল

উঃ২০০৪সাল

২৪.আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ ?

(ক)ভূগোল

(খ)ইতিহাস

(গ)বাংলা

(ঘ)জীবন

উঃইতিহাস

২৫.’অথবা এমনই——-‘।(শূন্যস্থান)

(ক)ইতিহাস

(খ)সমাজ

(গ)দেশ

(ঘ)সভ্যতা

উঃ ইতিহাস

২৬.’আমাদের চোখমুখ ঢাকা’ । ‘চোখমুখ’ অর্থে কবি বলেছেন-

(ক) মুখোশাবৃত

(খ)সময়াবৃত

(গ)অলংকারাবৃত

(ঘ)সমাজাবৃত

উঃমুখোশাবৃত

২৭.আমরা ভিখারি কত মাসে বলে কবির মত ?

(ক)পাঁচ মাস

(খ)আট মাস

(গ)ছয় মাস

(ঘ)বারো মাস

উঃবারো মাস

২৮.’পৃথিবী হয়তো বেঁচে আছে’।’পৃথিবী ‘ শব্দের আক্ষরিক অর্থ-

(ক)ধরিত্রী

(খ)জলধি

(গ)বারিদ

(ঘ) ব্যোম

উঃধরিত্রী

২৯.’পৃথিবী হয়তো গেছে——-‘।(শূন্যস্থান)

(ক)বেঁচে

(খ)শুয়ে

(গ)মরে

(ঘ)পড়ে

উঃমরে

৩০.’——-কে বা জানে’।(শূন্যস্থান)

(ক)তাহাদের কথা

(খ)আমাদের কথা

(গ)তোমাদের কথা

(ঘ)নিজেদের কথা

উঃআমাদের কথা

৩১.কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি ?

(ক)দোরে দোরে

(খ)জলে জলে

(গ)স্থলে স্থলে

(ঘ)বন্দরে বন্দরে

উঃদোরে দোরে

৩২.কবি মনে করেন কোথাও যদি কিছু নেই, তবুও বাকি আছি-

(ক)পাঁচ জন

(খ)ছয় জন

(গ)দুই জন

(ঘ)ক-জন

উঃক-জন

৩৩.কবিতায় কবি আরও কিভাবে থাকার কথা বলেছেন ?

(ক)বেঁধে বেঁধে

(খ)ঘুরে ঘুরে

(গ)কেঁদে কেঁদে

(ঘ)শুয়ে শুয়ে

উঃবেঁধে বেঁধে

৩৪.’আয় আরো——রেখে’। (শূন্যস্থান)

(ক)কথায় কথায়

(খ)পায়ে পা

(গ)গায়ে গা

(ঘ)হাতে হাত

উঃহাতে হাত

সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন । CLICK HERE

To know the all news in English language . CLICK HERE

সাম্প্রতিক পোস্টসমূহ