বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

1.মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই কিসে ছাপা হয় ?

উত্তর: রোমান হরফে ।

2.কলকাতায় প্রথম কে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন ?

উত্তর :জেমস অগাস্টাস হিকি ।

3.হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অহ্মরে মুদ্রিত হয় ?

উত্তর :চার্লস উইলকিনস ।

4.বাংলায় উন্নত লাইনো টাইপ কে তৈরি করেন ?

উত্তর :সুরেশচন্দ্র মজুমদার ।

5.শ্রীরামপুরে কে ছাপাখানার প্রতিষ্ঠা করেন ?

উত্তর :উইলিয়াম কেরি ।

6শ্রীরামপুরে কবে ছাপাখানার প্রতিষ্ঠা হয় ?

উত্তর :1800 সালে ।

7.”দিগদর্শন”ও”সমাচার দর্পণ” প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :মার্শম্যান ।

8.এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : শ্রীরামপুরে ।

9.ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন ?

উত্তর :গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

10.”বার্তাবহ যন্ত্র ” নামে ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :রংপুরে ।

আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

11.”বর্ণমালা “গ্রন্থটি কোথায় প্রকাশিত হয় ?

উত্তর :স্কুল বুক সোসাইটি ।

12.বাংলায় শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি কি ছিল ?

উত্তর :বর্ণপরিচয় ।

13.শিশু শিক্ষা গ্রন্থটি রচনা কে করেন ?

উত্তর : মদনমোহন তর্কালঙ্কার ।

14.বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ?

উত্তর :বেঙ্গল গেজেট ।

15.উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ কোনটি ?

উত্তর :ছেলেদের রামায়ণ ।

16.উপেন্দ্রকিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশে পাঠান ?

উত্তর :সুকুমার রায়কে ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

17.ছেলেদের রামায়ণ বইটির জন্য কে বিভিন্ন ছবি আঁকে ?

উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।

18.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :  ড: মহেন্দ্রলাল সরকার ।

19.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর প্রথম অধিকর্তা কে ছিলেন ?

উত্তর : প্যারিমোহন মুখোপাধ্যায় ।

20.আই এ সি এস _এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন ?

উত্তর :চন্দ্রশেখর ভেঙ্কটরমন ।

আরও পড়ুনঃ- ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

21.কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল ?

উত্তর : স্বদেশি আন্দোলন ।

22.বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

23.ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

24.উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

25.কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন ?

উত্তর :প্রসন্ন কুমার ঠাকুর ।

26.শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয় ?

উত্তর : 22 শে শ্রাবণ ।

27.বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : তারকানাথ পালিত ।

28.টেগোর অ্যান্ড কোং কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : দ্বারকানাথ ঠাকুর ।

29.কে মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন ?

উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ।

30.সর্বপ্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা হয় ?

উত্তর : জার্মানিতে ।

আরও পড়ুনঃ- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

31.সমাচারচন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ।

32.কোন গ্রন্থ বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ নামে পরিচিত ?

উত্তর : শিশুশিক্ষা গ্রন্থটি ।

33.ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি কে প্রকাশ করেন ?

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

34.প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি ?

উত্তর : অন্নদামঙ্গল ।

35 .উপেন্দ্রকিশোর তার ছাপাখানার সঙ্গে কি খোলেন ?

উত্তর : স্টুডিও খোলেন ।

36.উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটোদের জন্য কোন পত্রিকা প্রকাশ করেন ?

উত্তর :সন্দেশ পত্রিকা ।

37.ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স কিসের পত্রিকা ছিল ?

উত্তর :আই এ সি এস _এর পত্রিকা ।

38.কি আবিষ্কারের জন্য জগদীশচন্দ্র বসুর অবদান সারা বিশ্বে স্বীকৃত পেয়েছে ?

উত্তর : বেতার তরঙ্গ আবিষ্কারের জন্য ।

39 .বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগের নাম কি ছিল ?

উত্তর : ভুবনডাঙ্গা ।

40.রবীন্দ্রনাথ 1901 সালে শান্তিনিকেতনে কি প্রতিষ্ঠা করেন ?

উত্তর :ব্রহ্মবিদ্যালয় ।

41.কোথায় বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

উত্তর : শান্তিনিকেতনে ।

42 .রবীন্দ্রনাথ কোথায় কৃষিখামার প্রতিষ্ঠা করেন ?

উত্তর :শিলাইদহে ।

আরও পড়ুনঃ – প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

43.রবীন্দ্রনাথ কোথায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন ?

উত্তর :পতিসরে ।

44.”Compendio Spiritual Da Vida Christa”নামে গ্রন্থটি কোথায় মুদ্রিত হয় ?

উত্তর :পর্তুগীজদের গোয়ার মুদ্রণযন্ত্রে মুদ্রিত হয় ।

45.”Compendio Spiritual Da Vida Christa” বইটি কোথায় সংরহ্মিত আছে ?

উত্তর :নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে।

46.কোন ছাপাখানায় কলকাতার প্রথম ক্যালেন্ডার মুদ্রিত হয় ?

উত্তর :জেমস অগাস্টার হিগি র ছাপাখানায় ।

47.প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অহ্মরের টাইপ তৈরি করেন ?

উত্তর : পঞ্চানন কর্মকার ।

48.বাঙলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :হুগলিতে ।

49.বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার হ্মেত্রে কোন সাহেবের নাম জড়িত ?

উত্তর : অ্যান্ড্রুজ সাহেবের ।

50.ঢাকা প্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :1856 সালে ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

51.চিনে কবে মুদ্রণশিল্পের আবিষ্কার হয় ?

উত্তর :593 খ্রিস্টাব্দ নাগাদ ।

52.বোম্বাইয়ে কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর :1670 খ্রিস্টাব্দ ।

53.বাঙলার প্রথম সংবাদপত্র কোনটি ?

উত্তর :দিগদর্শন ।

54.ঢাকায় প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর :1856 খ্রিস্টাব্দ ।

আরও পড়ুনঃ – তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা

55.বাঙ্গালা শিক্ষাগ্রন্থটি কে রচনা করেন?

উত্তর :রাধাকান্ত দেব ।

56.”পাখি সব করে রব “কবিতাটি কার লেখা ?

উত্তর:মদনমোহন তর্কালংকর এর লেখা ।

57.বাবুরাম কত খ্রিস্টাব্দ সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন ?

উত্তর : 1807 সালে ।

58.কে টুনটুনির বই রচনা করেন ?

উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।

59.প্রতাপাদিত্য চরিত্র কার রচনা ?

উত্তর :রামরাম বসুর রচনা ।

60.কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :1917সালের 30 শে নভেম্বর ।

61.আই এ সি এস_এর নিজস্ব পত্রিকার নাম কি ছিল ?

উত্তর :ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স ।

62.বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন আবিষ্কৃত উল্লেখযোগ্য আবিষ্কারটি কি ছিল ?

উত্তর :  রমন ক্রিয়া ।

63.কে বেঙ্গাল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ?

উত্তর : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ।

64.কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ?

উত্তর : 92জন সদস্য ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

65.কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হন ?

উত্তর : রাসবিহারী ঘোষ ।

66.কে ছাপাখানার জগৎ নামে পরিচিত ?

উত্তর : জার্মানির জোহনেস গুটেনবার্গ ।

67.এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কি ছিল ?

উত্তর : রিসচের্স ।

68.প্রথম উল্লেখযোগ্য বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন ?

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

69.টেক কাদের প্রকাশিত জার্নাল ?

উত্তর : টেক হল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি _এর ছাত্রছাত্রীদের প্রকাশিত জার্নাল ।

70.  CET_এর পুরো নাম কি ?

উত্তর : কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

71. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ।

Scroll to Top