বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

1.রাউলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র কোথায় ছিল ?
উত্তর : বোম্বাই ।
2.স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর : বরিশাল ।
3.অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ঢাকায় ।
4.বঙ্গভঙ্গ কবে ঘোষিত হয় ?
উত্তর : 1905 খ্রিষ্টাব্দে 16 ই অক্টোবর ।
5.লর্ড কার্জন কবে বাংলা দ্বিখন্ডিত করেন ?
উত্তর : 1905 খ্রিস্টাব্দ ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD


6.স্বদেশী ও বয়কট আন্দোলন কবে শুরু হয় ?
উত্তর :1905 খ্রিষ্টাব্দ ।
7.1920 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?
উত্তর : লালা লাজপৎ রায় ।
8.অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর : জীতেন্দ্রলাল বন্দোপাধ্যায় ।
9.মদনমোহন মালব্যেয়ের উদ্যোগে কবে কিষান সভা গঠিত হয় ?
উত্তর : 1917 সালে ।
10.চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয় ?
উত্তর : অহিংস আন্দোলন ।

আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী


11.বাবা গরিবদাস ও মাদারীপাশা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
উত্তর : একা আন্দোলন ।
12.পতিদার যুবক মণ্ডল কোথায় গড়ে ওঠে ?
উত্তর : বারদৌলিতে ।
13.হালি প্রথা কোথায় প্রচলিত হয় ?
উত্তর : বারদৌলিতে ।
14 . কালিপরাজ নামে কৃষকরা কোথায় বসবাস করত ?
উত্তর : বারদৌলিতে ।
15.বারদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর : 1930 সালে ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD


16.আইন অমান্য আন্দোলনের সময় কেরালার কৃষক আন্দোলনে কোন কংগ্রেস নেতা নেতৃত্ব দেন ?
উত্তর : কেলাপ্পান ।
17.সর্বভারতীয় কৃষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : স্বামী সহজানন্দ ।
18.সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : এন জি রঙ্গ ।
19.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয় ?
উত্তর : 1920 সালে ।
20.গিরনি কামগার ইউনিয়ন কবে স্থাপিত হয় ?
উত্তর : 1928 সালে ।

আরও পড়ুনঃ- ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী


21.এ আই ইউ সি এর প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তর : লালা লাজপৎ রায় । 22.ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অব বেঙ্গাল এর সভাপতি কে ছিলেন ?
উত্তর : নরেশচন্দ্র সেনগুপ্ত ।
23.1946 সালের নৌ বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর : বোম্বাই তে ।
24.কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1934 সালে । ‘লাঙল ‘ পত্রিকার সম্পাদনা কে করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
26.’গণবাণী ‘পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর : মুজফফর আহমেদ ।
27.যুব কমরেড লীগ কার নেতৃত্বে গড়ে ওঠে ?
উত্তর : পি সি জোশির ।

আরও পড়ুনঃ- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

28. মি. মার্টিন কার ছদ্মনাম ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।
29.কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন ?
উত্তর : গান্ধিজি ।

30. স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ?
উত্তর : চিত্তরঞ্জন দাশ ।
31.ভারতের প্রথম শ্রমিক সংগঠনটির নাম কি ?
উত্তর : শ্রমজীবী সমিতি ।

আরও পড়ুনঃ – প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

32. তেভাগা আন্দোলনের একজন নেত্রীর নাম লেখ ?
উত্তর : সুদীপা সেন ।
33.তেলেঙ্গানা আন্দোলন কোথায় হয়েছিল ?
উত্তর : হায়দ্রাবাদে ।
34.ভারতের বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।

35. ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি ?
উত্তর : মাদ্রাজ লেবার ইউনিয়ন ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD


36 . লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কি রাখা হয় ?
উত্তর : ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি ।
37 .বোম্বাইয়ের দ্যা মেনস ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1895 সালে ।

38. লীগ অব রাডিক্যাল কংগ্রেস মেন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।
39.সারা ভারত কৃষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর : এন জি রঙ্গ ।

40. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি ?
উত্তর : সোশ্যালিস্ট পত্রিকা ।

আরও পড়ুনঃ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস ।চতুর্থ অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী


41.সন্তোষকুমারী গুপ্তা সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
উত্তর : শ্রমিক ।
42.কীর্তি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর : সন্তোষ সিং ।

43. ইনকিলাব পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর : গোলাম হোসেন ।
44.মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি ?
উত্তর : মোহনদাস করমচাঁদ গান্ধি ।

45. কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে ?
উত্তর : 1930 সালের 26 শে জানুয়ারি ।
46.করেংগে ইয়া মরেংগে কার উক্তি ?
উত্তর : মহাত্মা গান্ধীজির ।
47.মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?
উত্তর : 1929 সালে ।
48.কে কবে বাংলা কে দ্বীখণ্ডিত করেন ?
উত্তর : বড়োলাট লর্ড কার্জন 1905 সালের 16 ই অক্টোবর ।
49.কার্জনের বঙ্গ ভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয় ?
উত্তর : স্বদেশী ও বয়কট আন্দোলন ।
50.ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয় ?
উত্তর : 1927 সালের 1 লা মে বোম্বাইতে ।

আরও পড়ুনঃ বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী


51.কে অন্ধ্রপ্রদেশে রায়ত সভা প্রতিষ্ঠা করেন ?
উত্তর : এন জি রঙ্গ 1933_34 সালে ।
52 . কে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।

advirtise with us
advirtise with us
Scroll to Top