বিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

বিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

বিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

1.বঙ্গভঙ্গ আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর : 1905 সালে ।

2.1905 সালে বঙ্গভঙ্গ কে কার্য  করেন ?

উত্তর : লর্ড কার্জন ।

3.লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্টা করেন ?

উত্তর : সরলাদেবী চৌধুরানী ।

4.নারী কর্ম সমিতি কে প্রতিষ্টা করেন ?

উত্তর : উর্মিলা দেবী ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

5.দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : লীলা নাগ ।

6.রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : সরোজিনী নাইডু ।

7.আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি ছিল ?

উত্তর : মেদিনীপুর ।

8.আইন অমান্য আন্দোলনের সময় গোপনে কে কংগ্রেসের বেতারকেন্দ্র পরিচালনা করেন ?

উত্তর : উষা মেহতা ।

9.বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ‘ফুলতার’ ছদ্মনাম কে গ্রহন করেন ?

উত্তর : প্রীতিলতা ওয়াদ্দেদার ।

10.চট্রগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে কে নেতৃত্ব দেন ?

উত্তর : প্রীতিলতা ওয়াদ্দেদার ।

আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

11.আজাদ হিন্দ ফৌউজের নারীবাহিনীর নাম কি ?

উত্তর : ঝাঁসির রানী ব্রিগেড ।

12. গোলদীঘির গোলামখানা বলতে কোন প্রতিষ্টান কে বোঝানো হয়েছে ?

উত্তর : কলিকাতা বিশ্ববিদ্যালয় ।

13. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন  ?

উত্তর : শচীন্দ্রপ্রসাদ বসু ।

14. কলকাতার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : সতীশচন্দ্র মুখোপাধ্যায় ।

15. ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : পুলিনবিহারী দাস ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

16. বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম কে শহীদ হন ?

উত্তর : হ্মুূদিরাম বসু ।

17.কোন মামলায় হ্মুদিরামের ফাঁসির আদেশ হয় ?

উত্তর : মজফফরপুর ষড়যন্ত্র মামলায় ।

18.গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : লালা হরদয়াল ।

19.গদর শব্দের অর্থ কি ?

উত্তর : বিপ্লব ।

20.1915 সালে কে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন ?

উত্তর : রাসবিহারী বসু ।

আরও পড়ুনঃ- ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

21.অলিন্দ যুদ্ধে কে নেতৃত্ব দেন ?

উত্তর : বিনয় বসু ।

22.চট্রগ্রাম আস্তাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন ?

উত্তর : সূর্য সেন ।

23 .ভারতের প্রথম আদমশুমারি কবে হয় ?

উত্তর : 1872 সালে ।

24.ব্রিটিশ ভারতে প্রধান দলিত নেতা কে ছিলেন ?

উত্তর : ড: ভীমরাও আম্বেদকর ।

25. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

উত্তর :ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

26.গান্ধীজি হিন্দু দলিতদের কি নামকরণ করেন ?

উত্তর : হরিজন ।

27.মতুয়া ধর্মের প্রবর্তক কে ?

উত্তর : হরিচাঁদ ঠাকুর ।

28.1935 সালে ভারত শাসন আইনে বাংলার দলিতদের জন্য আইনসভায় কত আসন সংরক্ষিত হয় ?

উত্তর : 20%  ।

29.অষ্টাদশ শতকে চণ্ডাল বা চাড়াল বলে কাদের অভিহিত করা হয় ?

উত্তর : নমঃশূদ্র দের ।

30.দুকড়িবালা দেবী বঙ্গ-ভঙ্গের বিরূদ্ধে কোন কোথায় আন্দোলন গড়ে তোলেন ?

উত্তর : বীরভূম জেলায় ।

আরও পড়ুনঃ- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

31.ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে কি গড়ে ওঠে ?

উত্তর : ভগিনী সেনা ।

32.আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী বাহিনীর প্রধান নেত্রী কে ছিলেন ?

উত্তর : লক্ষ্মী সায়গল ।

33.কোন আন্দোলনের সময় গুজরাটে স্কুল পড়ুয়াদের নিয়ে বানর সেনা গড়ে ওঠে ?

উত্তর : ভারত ছাড়ো ।

34.ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কাকে হত্যার পরিকল্পনা করেন ?

উত্তর : কিংসফোর্ড কে ।

35.ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর বোমায় কারা নিহত হন ?

উত্তর : মিসেস কেনেডি ও মিস কেনেডি ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

36.বিনয়-বদল-দীনেশ রাইটার্স বিল্ডিং এ কাকে হত্যা করেন ?

উত্তর : সিম্পসন কে ।

37.চট্রগ্রাম আস্তাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা কোথায় আশ্রয় নেয় ?

উত্তর : জালালাবাদ পাহাড়ে ।

38.বিপ্লবী সূর্য সেনের কবে ফাঁসি হয় ?

উত্তর : 1934 সালে 13 মে ।

39.সিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : ড : অম্বেদকর ।

40.মাতুয়া ধর্ম আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল ?

উত্তর : ওরাকান্দী ।

আরও পড়ুনঃ – প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

41.কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন ?

উত্তর : কৃষ্ণ কুমার মিত্র ।

42.”ফেলে রেশমি চুরি বঙ্গ নারী ” গানটি কে রচনা করেছেন ?

উত্তর : মুকুন্দ দাস ।

43.গান্ধীজির নেতৃত্বে কবে ডান্ডি অভিজান শুরু হয় ?

উত্তর : 12 মার্চ 1930 সালে ।

44.জয়শ্রী প্রত্রিকাটি কে প্রকাশ করেন ?

উত্তর : বিপ্লবী লীলা নাগ ।

45.চট্রগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : বিপ্লবী কল্পনা দত্ত ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

46.আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ?

উত্তর : ঝাঁসির রানী ব্রিগেড ।

47.বিশ শতকে কোন কোন রাজ্যে বিপ্লবী আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে ?

উত্তর : বাংলা ,মহারাষ্ট্র ,পাঞ্জাব ।

48.কে কবে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?

উত্তর : সতীশচন্দ্র বসু  1902 সালে ।

49.রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান ?

উত্তর : পি এন ঠাকুর ।

50.কবে অলিন্দ যুদ্ধ সংঘটিত হয় ?

উত্তর : 1930 সালের 8 ডিসেম্বর ।

আরও পড়ুনঃ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস ।চতুর্থ অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

51.বেঙ্গল ভলেন্টিয়ার এর সদস্য রা পরবর্তী কালে কোন দলে যোগ দেন ?

উত্তর : ফরওয়ার্ড ব্লকে ।

52.কার বিশ্বাসঘাতকতায় সূর্য সেন ধরা পারেন ?

উত্তর : নেত্র সেনের ।

53.কবে রশিদ আলি দিবস পালিত হয় ?

উত্তর : 1946 সালের 12 ফেব্রুয়ারী ।

54.ড : অম্বেদকর কোন দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন ?

উত্তর : মহর সম্প্রদায়ের ।

55.কারা মনুস্মৃতি গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন ?

উত্তর : ড : অম্বেদকরের অনুগামীরা ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

56.প্রথম কবে নমঃশূদ্র আন্দোলন শুরু হয় ?

উত্তর : 1872-73 সালে ।

57.প্রথম কোথায়নমঃশূদ্র আন্দোলন শুরু হয় ?

উত্তর : ফরিদপুর -বখরাগঞ্জ অঞ্চলে ।

58.কোন ধর্মের মাধ্যমে নমঃশূদ্ররা ঐক্যবন্ধনে আবদ্ধ হন ?

উত্তর : মতুয়া ধর্মের মাধ্যমে ।

59.”হাতে কাম মুখে নাম”এই আদর্শ কে প্রচার করেন ?

উত্তর : গুরুচাঁদ ঠাকুর ।

60.”যার দল নেই তার বল নেই ” বি উপদেশ কে দেন ?

উত্তর : গুরুচাঁদ ঠাকুর ।

আরও পড়ুনঃ বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

61.বঙ্গীয় দলিত শ্রেণী সমিতির সভাপতি কে ছিলেন ?

উত্তর : মুকুন্দবিহারী মল্লিক ।

62. নিখিল ভারত দলিতশ্রেণী সমিতিতে বাংলার দলিত প্রতিনিধি কে ছিলেন ?

উত্তর : বিরাটচন্দ্র মণ্ডল ।

63.কল্পনা দত্ত কোন বিপ্লবী দলে যোগ দেন ?

উত্তর : ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তে যোগ দেন ।

64.কে কবে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উত্তর : সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 সালে ।

65 .বারীন ঘোষ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন ?

উত্তর : যুগান্তর ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

66.হেমচন্দ্র কানুনগো কোন দলের সাথে যুক্ত ছিলেন ?

উত্তর : যুগান্তর ।

67.বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মেজর ও প্রধান পরিচালক কে ছিলেন ?

উত্তর : সত্য গুপ্ত ।

68.বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক ও জিওসি (GOC)কে ছিলেন ?

উত্তর : সুভাষচন্দ্র বসু ।

আরও পড়ুনঃ- বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

69.কোন ঘটনার প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ ও আজাদ হিন্দ দিবস পালিত হয় ?

উত্তর : আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচারের প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ ও আজাদ হিন্দ দিবস পালিত হয় ।

70.কবে কারা ইন্ডিপেনডেন্ট সিডিউল কাস্ট পার্টি গঠন করেন ?

উত্তর : 1938 সালে যোগেন্দ্রনাথ মণ্ডল ,প্রমথরঞ্জন ঠাকুর প্রমুখ ইন্ডিপেনডেন্ট সিডিউলকাস্ট পার্টি গঠন করেন ।

advirtise with us
advirtise with us
Scroll to Top