মহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

মহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

1.’মহুয়ার দেশ’কবিতাটি কোন কব্যগ্রন্থ থেকে নেয়া?

=কয়েকটি কবিতা

2. ‘মহুয়ার দেশ’কবিতা রচিত হয়

=১৯৩৭খ্রিস্টাব্দে

3.’মহুয়ার দেশ’কবিতাটি ক টি স্তবক

=২টি

4.সন্ধ্যার জলস্রোত উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় কোন সূর্য্য?

=অলস সূর্য্

5.অলস সূর্য্য স্তম্ভ এঁকে দেয়

=সন্ধের জলস্রোত

আরও পড়ুনঃ কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

6.অলস সূর্য বলতে বোঝায়

=অস্তগামী সূর্য

7.উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল

=গলিত সোনার মত

8.”আর আগুন লাগে”-কোথায় আগুন লাগে

=জলের অন্ধকারে

9.জলের অন্ধকারে ধূসর ফেনায়

=আগুন লাগে

10.”ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে”-

=উজ্জ্বল স্তব্ধতার মত

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

11.ঘুরে ফিরে ঘরে আসে-কি ?

=ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস

12.”….অনেক দূরে আছি…”-অনেক যা দূরে আছে-

=মহুয়ার দেশ

13.মহুয়ার দেশ হল

=মেঘমদির

14.”মেঘমদির মহুয়ার দেশ’- কোথায় আছে

=অনেক দূরে,অনেক দূরে

15.”পথের দু ধারে ছায়া ফেলে।”-

=দেবদারু গাছে

আরও পড়ুনঃ ভারতবর্ষ । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন MCQ প্রশ্নোত্তর

16.মহুয়ার দেশ দেবদারু গাছ ছায়া ফেলে কোথায়?

=পথের দুধারে

17.”মহুয়ার দেশ”কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন-

=দেবদারু বনে

18.মহুয়ার দেশ কবিতায় রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে-

=সমুদ্রের নিঃশ্বাস

19.রাতের নির্জন নিঃসঙ্গতাকে সমুদ্রের দীর্ঘশাস করে-

=আলোড়িত

20. মহুয়ার গন্ধ নেমে আসবে-

=কবির ক্লান্তির উপর

আরও পড়ুনঃ রূপনারায়নের কূলে । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

21. “আমার ক্লান্তির উপর ঝরুক ……”-

=মহুয়া ফুল

22.নিজের ক্লান্তির উপর কবি কি ঝরার কথা বলেছেন-

=মহুয়া ফুল

23.মহুয়ার গন্ধের অবসান হবে

=ক্লান্তি

24 .”মাঝে মাঝে শুনি”।-কবি মাঝে কি শোনেন?

             =কয়লাখনির শব্দ

25.মহুয়ার বনের ধারে আছে-

=কয়লাখনি

আরও পড়ুনঃ শিকার । উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

26.কবি কয়লা খনির শব্দ শুনতে পান-

=নিবিড় অন্ধকারে

27. ‘…কয়লা খনির/গভীর,বিশাল শব্দ হয়’-কিসের

=মহুয়ার বনের শব্দ

28.”সবুজ সকাল ছিল”-কি?

=শিশির ভেজা

29.অবসন্ন মানুষের শরীরে দেখি”।-কবি কি দেখেন?

=ধুলোর কলংক

30.মহুয়ার দেশে মানুষের চোখ-

=ঘুমহীন

আরও পড়ুনঃ অলৌকিক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

31.”ঘুমহীন তাদের চোখ হানা দেয়-

=ক্লান্ত দুঃস্বপ্ন

32.ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়-

=ঘুমের ঘরে

33.’মহুয়ার দেশ’কবিতায় কোন স্থান নিসর্গপ্রকৃতির বর্ণনা পাওয়া যায়?

=সাঁওতাল পরগনা

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

advirtise with us
advirtise with us
Scroll to Top