বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ / মাধ্যমিক ইতিহাস / সপ্তম অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1.বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়-
a. ১৯০৫ খ্রিস্টাব্দে
b. ১৯০৬ খ্রিস্টাব্দে
c. ১৯০৭ খ্রিস্টাব্দে
d. ১৯০৮ খ্রিস্টাব্দে
Ans- a. ১৯০৫ খ্রিস্টাব্দে
2. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেন-
a. লর্ড লিটন
b. লর্ড ডালহৌসি
c. লর্ড কার্জন
d. লর্ড মাউন্টব্যাটেন
Ans- c. লর্ড কার্জন
3. লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন-
a. প্রভাবতী বসু
b. সরলাদেবী চৌধুরানি
c. লীলা নাগ
d. সরোজিনী নাইডু
Ans- b. সরলাদেবী চৌধুরানি
4. ‘নারী কর্ম সমিতি’ প্রতিষ্ঠা করেন-
a. সরলাদেবী চৌধুরানি
b. বাসন্তী দেবী
c. কল্পনা দত্ত
d. ঊর্মিলা দেবী
Ans- d. ঊর্মিলা দেবী
5. ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেন-
a. লীলা নাগ
b. সরলাদেবী চৌধুরানি
c. প্রীতিলতা ওয়াদ্দেদার
d. বীণা দাস
Ans- a. লীলা নাগ
6. ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন-
a. নেলী সেনগুপ্ত
b. বাসন্তী দেবী
c. সরোজিনী নাইডু
d. প্রীতিলতা ওয়াদ্দেরার
Ans- c. সরোজিনী নাইডু
7. আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ন কেন্দ্র ছিল-
a. বীরভূম
b. মেদিনীপুর
c. মুরশিদাবাদ
d. নদিয়া
Ans- b. মেদিনীপুর
8. আইন অমান্য আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতারকেন্দ্র পরিচালনা করেন-
a. সুচেতা কৃপালনী
b. সরোজিনী নাইডু
c. অরুনা আসফ আলি
d. ঊষা মেহতা
Ans- d. ঊষা মেহতা
9. বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ‘ফুলতার’ ছদ্মনাম গ্রহন করেন-
a. প্রীতিলতা ওয়াদ্দেরার
b. কল্পনা দত্ত
c. বীণা ঘোষ
d. কল্যাণী দাস
Ans- a. প্রীতিলতা ওয়াদ্দেরার
10. চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন-
a. সূর্য সেন
b. প্রীতিলতা ওয়াদ্দেরার
c. গণেশ ঘোষ
d. কল্যাণী দাস
Ans- b. প্রীতিলতা ওয়াদ্দেরার
11. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল-
a. প্যাটেল ব্রিগেড
b. গান্ধি ব্রিগেড
c. নেহরু ব্রিগেড
d. ঝাঁসির রানি ব্রিগেড
Ans- d. ঝাঁসির রানি ব্রিগেড
12. ‘গোলদিঘীর গোলাম খানা’ বলতে কোন্ প্রতিষ্ঠানকে বোঝানো হতো ?
a. বেথুন কলেজ
b. প্রেসিডেন্সি কলেজ
c. কলিকাতা বিশ্ববিদ্যালয়
d. যাদবপুর বিশ্ববিদ্যালয়
Ans- c. কলিকাতা বিশ্ববিদ্যালয়
13. ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন-
a. পুলিনবিহারী দাস
b. কৃষ্ণকুমার মিত্র
c. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
d. শচীন্দ্রপ্রসাদ বসু
Ans- d. শচীন্দ্রপ্রসাদ বসু
14. কলকাতার ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন-
a. শচীন্দ্রপ্রসাদ বসু
b. কৃষ্ণকুমার মিত্র
c. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
d. পুলিনবিহারী দাস
Ans- c. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
15. ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন-
a. কৃষ্ণকুমার মিত্র
b. পুলিনবিহারী দাস
c. শচীন্দ্রপ্রসাদ বসু
d. সতীশচন্দ্র বসু
Ans- b. পুলিনবিহারী দাস
16. বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন-
a. ক্ষুদিরাম বসু
b. বিনয় বসু
c. দীনেশ গুপ্ত
d. বাঘাযতীন
Ans- a. ক্ষুদিরাম বসু
17. কোন্ মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয় ?
a. রেশমি রুমাল মামলা
b. কাকোরি ষরযন্ত্র মামলা
c. আলিপুর বোমার মামলা
d. মজফফরপুর ষরযন্ত্র মামলা
Ans- d. মজফফরপুর ষরযন্ত্র মামলা
18. ‘গদর পাটি’ প্রতিষ্ঠা করেন-
a. লালা হরদয়াল
b. সুফি আম্বাপ্রসাদ
c. অজিত সিং
d. শ্যামজি কৃষ্ণবর্মা
Ans- a. লালা হরদয়াল
19. ‘গদর’ শব্দের অর্থ হল-
a. পবিত্র
b. বিপ্লব
c. দেশপ্রেম
d. মাতৃভূমি
Ans- b. বিপ্লব
20. ১৯১৫ খ্রিস্টাব্দে কে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন ?
a. বাঘাযতীন
b. বসন্ত বিশ্বাস
c. রাসবিহারী বসু
d. সুভাষচন্দ্র বসু
Ans- c. রাসবিহারী বসু
21. অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন-
a. বিনয় বসু
b. বাদল গুপ্ত
c. দীনেশ গুপ্ত
d. সিম্পসন
Ans- a. বিনয় বসু
22. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন-
a. বিনয় বসু
b. প্রীতিলতা ওয়াদ্দেরার
c. অম্বিকা চক্রবর্তী
d. সুর্য সেন
Ans- d. সুর্য সেন
23. ১৯৪৬ খ্রিস্টাব্দে ‘রশিদ আলি দিবস’ পালনের উদ্যোগ নেয়-
a. জাতীয়তাবাদী ছাত্র পরিষদ
b. মুসলিম ছাত্র লিগ
c. বামপন্থী ছাত্র সংগঠন
d. কংগ্রেস ছাত্র পরিষদ
Ans- b. মুসলিম ছাত্র লিগ
24. ভারতে প্রথম আদমশুমারি হয়-
a. ১৮৭০ খ্রিস্টাব্দে
b. ১৮৭১ খ্রিস্টাব্দে
c. ১৮৭২ খ্রিস্টাব্দে
d. ১৮৭৩ খ্রিস্টাব্দে
Ans- c. ১৮৭২ খ্রিস্টাব্দে
25. ব্রিটিশ-ভারতের প্রধান দলিত নেতা ছিলেন-
a. ড. ভীমরাও আম্বেদকর
b. শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর
c. যোগেন্দ্রনাথ মণ্ডল
d. প্রমথরঞ্জন ঠাকুর
Ans- a. ড. ভীমরাও আম্বেদকর
26. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী-
a. এটলি
b. গ্রেনভিল
c. চার্চিল
d. র্যামসে ম্যাকডোনাল্ড
Ans- d. র্যামসে ম্যাকডোনাল্ড
27. গান্ধিজি হিন্দু দলিতদের নামকরণ করেন-
a. তপশিলি জাতি
b. হরিজন
c. নমঃশূদ
d. মাহার
Ans- b. হরিজন
28. ‘মতুয়া’ ধর্মের প্রবর্তন করেন-
a. গুরুচাঁদ ঠাকুর
b. প্রমথরঞ্জন ঠাকুর
c. হরিচাঁদ ঠাকুর
d. মাহার
Ans- c. হরিচাঁদ ঠাকুর
29. ১৯৩৫ খ্রিস্টাব্দের ‘ভারত শাসন আইন’-এ বাংলার দলিতদের জন্য আইনসভায় কত শতাংশ সংরক্ষিত
a. ১৮
b. ২০
c. ২২
d. ২৫
Ans- b. ২০