নানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

নানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান
নানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

নানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

1. ‘নানা রঙের দিন ‘নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত ?

=দ্য সোয়ান সং 

2.’নানা রঙের দিন ‘নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল

=68 বছর

3.‘নানা রঙের দিন নাটকে প্রনপটার কালিনাথ সেনের বয়স ছিল প্রায়—

= ৬০ বছর

4.‘নানা রঙের দিন’ নাটকের পটভূমিতে আছে—

= পেশাদারী থিয়েটার

5. “পেশাদারী থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ”— মঞ্চটি ফাঁকা থাকার কারণ কি?

= অনেকক্ষণ আগেই অভিনয় শেষ হয়ে গিয়েছিল

আরও পড়ুনঃ বিভাব  নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

6. ‘নানা রঙের দিন’ নাটকে মঞ্চের মাঝখানে কি ওলটানো ছিল?

= একটি টুল

7. ‘নানা রঙের দিন’ নাটকে মাঝরাতে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন?

= দিলদার

8. দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল—

= জলন্ত মোমবাতি

9. নাটকের সূচনা রজনীকান্ত মঞ্চের উপর দাঁড়িয়ে হাসছিলেন কেন?

= গ্ৰিনরুমে তিনি ঘুমিয়ে পড়েছিলেন

10. অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন—

= গ্ৰিনরুমে

আরও পড়ুনঃ কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

11. রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন—

= দিলদার

12. রজনী বাবু কোথায় ঘুমিয়ে পড়েছিল?

= গ্ৰিনরুমে 

13. রজনী বাবু ‘এতক্ষণ পরে পরে গ্ৰিনরুমে’ কি করছিলেন?

= নাক ডাকছিলেন

14. “বঃ ডঃ বুঢ্ঢা আচ্ছাহি কিয়া।”—এই ‘বুঢ্ঢা’ হলেন—

= রজনীকান্ত চট্টোপাধ্যায়

15. “আরে গেল কোথায় লোকটা?” _এখানে লোকটা হলো—

=  রামব্রিজ

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

16. “কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।” এখানে কার কথা বলা হয়েছে?

= রামব্রিজ

17. “কাল রাতেও ঠিক একই ব্যাপার ।”— ব্যাপারটা হল—

= মদ খেয়ে গ্রিনরুমে পড়ে থাকা

18. রজনীকান্তবাবু রামব্রিজ কে কত টাকা ‘বকশিশ’ দিয়েছিলেন?

= তিন টাকা

19. “নগদ তিনটে টাকা বকশিস ও  দিলুম ওকে।” রাম ব্রিজকে বকশিশ দেওয়ার কারণ কি?

= মদ্যপ রজনীবাবুকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে বাড়ি পাঠানো

20. “আর তার ফল হল কি?” —ফল কি হল?

= রামব্রিজ মদ খেয়ে পড়ে রইল

আরও পড়ুনঃ ভারতবর্ষ । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন MCQ প্রশ্নোত্তর

21. “সেই আনন্দে আমাকে দেড় বোতল খাইয়ে গেলেন।”— আনন্দের কারণ কি?

= বকশিশ পাওয়া

22. “এঃ একেবারে রামধেন।”—  ‘রামধেন’ হলো—

= মদ –

23. “উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে। মুখের ভেতর যেন…”—

= অডিটোরিয়াম

24. রজনীবাবু লম্বা লম্বা চুলে প্রতিদিন লাগাতেন—

= হাফ শিশি কলপ 

25. “আমি লাস্ট সিন এ প্লে করবো না ভাই”— এখানে ‘লাস্ট সিন’ বলতে বোঝানো হয়েছে—

= মৃত্যুকাল

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

26. “ওপারের দূত উইংসে রেডি।”— কথাটির অর্থ—

= মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে  

27. “দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে”— কি?

= জীবনের অপ্রাপ্তির কথাগুলো

28. ‘সব মিলিয়ে ’কিসের আয়োজন করে রেখেছে?

= ‘সাজাহান’ নাটকের

29. “তাঁরা সময়মতো মাপজোখ করে খাওয়া-দাওয়া করেন ।”—কেন?

= ডাক্তার তাদের তেমন করতে বলেছেন

30. অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছিলেন—

= ষাট বছর ধরে 

আরও পড়ুনঃ রূপনারায়নের কূলে । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

31. বৃদ্ধ বয়সে মানুষ যা শোনে বলে ‘নানা রঙের দিন’ নাটকে উল্লেখ আছে—

= কীর্তন

32. “আর আপনি রজনী বাবু এসব কি করছেন মশাই ”—উক্তিটি করেছেন—

= রজনী চাটুজ্জে

33. “…কি আবোলতাবোল বকছেন বলুন তো?—এই ‘আবোল’ তাবোল বকা হচ্ছিল—

= থিয়েটারি  ভাষায়

34. “ “ সারারাত ধরে এসব ভাবলে…” ”— যা হতে পারে বলে রজনী চট্টোপাধ্যায় ভেবেছিলেন—

= হার্টফেল

35. ‘নানা রঙের দিন’ নাটকটিকে চরিত্রে আছে—

=  দুটি

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

36.”  …. একদিন একটা মেয়ে থিয়েটার দেখে।”রজনীকান্তের থিয়েটার দিয়েছে মেয়েটির প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল ?

=তার প্রেমে পড়েছিল

37. রজনীকান্তের প্রেমিকার মধ্যে কি লুকিয়ে ছিল বলে জানিয়েছিলেন তিনি ?

=আগুন 

38.”অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো”  তার প্রেমিক আর প্রেমিকার সম্বন্ধে রজনীকান্তের কি মনে হতো?

= সে যেন কোন অচেনা দিনের আলো 

38…”ভোরের আলোর চেয়েও সুন্দর ..”-রজনী চট্টোপাধ্যায় কার কথা বলেছেন ?

=তার প্রাক্তন প্রেমিকা

39. রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন –

=আলমগীর 

40.’নানা রঙের দিন ‘নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে –

= অস্পৃশ্য ভার

আরও পড়ুনঃ শিকার । উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

41. রজনীকান্ত এর মতে আসল  অভিনেতা 

= অস্পৃশ্য ভাঁড়

42. “…তা বলে কিতা তোমার সঙ্গে কি তারা তোমার সঙ্গে আলাপ করবে না ,চা সিগারেট খাওয়াবেন না ? “কাদের কথা বলা হয়েছে-

= নাটকের সাধারন দর্শক 

43.”আর একদিন তাকে দেখে মনে হয়েছিল –

=ভোরের আলোর চেয়েও সুন্দর

44.” যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প “-তারা সবাই = গাধা

45. রজনীকান্ত’ আবোল তাবোল ‘সব পাঠ করতে শুরু করেন

= প্রেমে ব্যর্থ হওয়ার পর 

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

46.”চুপ করে আমার দিকে তাকিয়ে আছে রজনীকান্তের দিকে”, কি চুপ করে তাকিয়ে আছে 

=রজনী জীবনের আটসশটটি টা বছর

47. ‘ব্যক্তিয়ারের সিনটা’ ছিল কোন নাটকের 

=রিজিয়া 

48.রিজিয়া নাটকের চরিত্রের সংলাপ বলেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন

=ব্যক্তিয়ার

49. “শাহাজাদী !সম্রাট নন্দিনী! মৃত্যু ভয় দেখাও কাহারে”? এখানে শাহজাদী হলেন 

=রিজিয়া 

50.শাজাহান নাটকটির রচয়িতা 

=দ্বিজেন্দ্রলাল রায় 

আরও পড়ুনঃ অলৌকিক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

51.ওরঙ্গজেব আর মোহাম্মদের চিন্তা আর চিন্তা ছিল কোন নাটকে?

= শাহজাহান

  52.”বড় ভয়ঙ্কর এ যোগ “-বক্তা হলেন 

=ঔরঙ্গজেব 

53.’সাজাহান’ নাটকের সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে ঔরঙ্গজেবের মনে আশঙ্কা তৈরি হয়েছিল কেন ?

=মোহাম্মদ ছিলেন ওরঙ্গজেব সম্বন্ধে অবিশ্বাসী

54. সাজাহান নাটক থেকে ওরঙ্গজেব তার পুত্রকে নিদর্শন দিয়েছিলেন কাকে অনুসরণ করতে?

=মিরজুমলা

55. “রাজনীতি বড় কূট”- কথাটি বলেছেন

= রজনী

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

 56 .’রাজনীতি প্রকৃতপক্ষে যে চরিত্রে”-

=ঔরঙ্গজেব

 57 .”এ বয়সে তো বুঝতে পারবেনা “-কি বুঝতে না পারার কথা বলা হয়েছে –

=রাজনীতি বড় কূট

58.” ওই তারা আবার আমায় ঘিরে নাচছে”- এখানে দারার ছিন্ন শির সুজার রক্তাক্ত দেহের সঙ্গে আর যে উল্লেখিত আছে-

= মরাদের প্রবনধ

59. “এইতো জীবনের সত্য কালিনাথ “- জীবনের সত্য কি ?

=প্রতিভা থাকলে বয়সে এসে যায় না 

60.”জীবনের শেষ যুদ্ধ যাত্রা আগের রাত সুজার সে কথাগুলো “-সুজাকে কথাগুলো বলেছিল –

=পিয়ারাবানু 

আরও পড়ুনঃ মহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

61 .”আজ সারারাত ঘুমাব না “-কে কাকে বলেছে-

= সুজা  পিয়ারাবানুকে

62. “পুরনো দিনের মতোই আছেন আপনি”- পুরনো দিনের মতোই রজনীকান্ত যা আছে –

=প্রতিভা

63..”… সিধে স্টেজ পর চলে আও ।”-কাকে একথা বলা হয়েছে-

= রাম ব্রিজ 

64 .”শিল্পকে যে মানুষ ভালোবেসেছে ..” -শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই-

= বার্ধক্য 

65 .”শিল্পকে যে মানুষ ভালোবেসেছে ভালোবেসেছে তার নেই বার্ধক্য “-কে বলেছেন-

= রজনীকান্ত

আরও পড়ুনঃ আমি দেখি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

66.”Farewell the tranquil mind! Farewell convent”- উদ্ধৃতির মূল উৎস

=ওথেলা

67.”Farewell the tranquil mind! Farewell convent “-বক্তা কে?

=ওথেলা

68. ‘নানা রঙের দিন ‘নাটকের শেষদিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ যে উচ্চারণ করেছেন?

= ওথেলা

আরও পড়ুনঃ ক্রন্দনরতা জননীর পাশে অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

JOB NEWS , CREATIVE BUSINESS IDEA

advirtise with us
advirtise with us nios news

wbchse bengali suggestion all important question answer DOWNLOAD

Scroll to Top