অধ্যায় – ৩ : বচনের বিরোধিতা বা বিরূপতা / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

Opposition of Propositions - Deductive - chapter 3- hs philosophy important mcq
Opposition of Propositions – Deductive – chapter 3- hs philosophy important mcq

অধ্যায় – ৩ : বচনের বিরোধিতা বা বিরূপতা / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1. নিরপেক্ষ বচন কয়টি?

a. একটি

b. দুটি

c. তিনটি  

d. চারটি

Ans- d. চারটি

2. নিরপেক্ষ বচন চারটি মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ থাকে তাকে কীরূপ সম্বন্ধ বলে?

a. বিরোধিতার সম্বন্ধ

b. উভয়মুখী সম্বন্ধ

c. স্থায়ী সম্বন্ধ

d. বাহ্যিক সম্বন্ধ

Ans- a. বিরোধিতার সম্বন্ধ

3. বচনের বিরোধিতা কয় প্রকার?

a. একপ্রকার

b. দুইপ্রকার

c. তিনপ্রকার

d. চারপ্রকার

Ans- d. চারপ্রকার

4. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত A এবং E বচনের মধ্যে কীরূপ বিরোধিতা আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

5. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত A এবং I বচনের মধ্যে কীরূপ বিরোধিতা আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- c. অসম বিরোধিতা

6. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত A এবং O বচনের মধ্যে কীরূপ বিরোধিতা আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

7. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত E এবং I বচনের মধ্যে কীরূপ সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

8. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত E এবং O বচনের মধ্যে কীরূপ বিরোধিতার সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- c. অসম বিরোধিতা

9. অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় যুক্ত I ও O বচনের কীরূপ বিরোধিতার সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা

10. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি সার্বিক বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে ওই বচন দুটির মধ্যবর্তী সম্বন্ধকে কী বলা হয়?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

11. A-সকল মানুষ হয় দ্বিপদ জীব এবং E-কোনো মানুষ নয় দ্বিপদ জীব। বচন দুটির মধ্যে কীরূপ সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

12. E-কোনো কুকুর নয় চতুষ্পদ জীব এবং A-সকল কুকুর হয় চতুষ্পদ জীব। বচন দুটির মধ্যে কীরূপ সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

13. একই উদ্দেশ্য এবং বিধেয়বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটির একটিকে অন্যটির কীরূপ বচন বলে>

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. নিরপেক্ষ বচন

d. অধীন বিপরীত বচন

Ans- d. অধীন বিপরীত বচন

14. I-কোনো কোনো মানুষ হয় কবি এবং O-কোনো কোনো মানুষ নয় কবি । বচন দুটির মধ্যে যৌক্তিক সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

b. অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

c. অসম বিরোধিতা সম্বন্ধ আছে

d. বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

15. O-কোনো কোনো ভারতীয় নয় বাঙালি এবং I-কোনো কোনো ভারতীয় হয় বাঙালি । বচন দুটির মধ্যে কীরূপ সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

b. অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

c. অসম বিরোধিতা সম্বন্ধ আছে

d. বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে

16. একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে, কিন্তু গুণের পার্থক্য না থাকে, তাহলে ওই দুটি বচনের মধ্যবর্তী সম্বন্ধকে কী বেল?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- c. অসম বিরোধিতা

17. A-সকল মানুষ হয় দ্বিপদ জীব এবং I-কোনো কোনো মানুষ হয় দ্বিপদ জীব। বচন দুটির মধ্যে কীরূপ যৌক্তিক সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- c. অসম বিরোধিতা

18. E-কোনো মানুষ নয় স্বার্থপর ব্যাক্তি এবং O-কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যাক্তি বচন দুটির মধ্যে কীরূপ যৌক্তিক সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- c. অসম বিরোধিতা

19. একই উদ্দেশ্য এবং একই বিধেয়বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি সগুন এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তবে বচন দুটির পারস্পারিক সম্বন্ধকে কী বলে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

20. A-সকল মানুষ হয় মরণশীল জীব, O-কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব। বচন দুটির মধ্যে কীরূপ যৌক্তিক সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

21. E-কোনো মানুষ নয় অ-মরণশীল জীব, O-কোনো কোনো মানুষ হয় অ-মরণশীল জীব। বচন দুটির মধ্যে কীরূপ যৌক্তিক সম্বন্ধ আছে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

22. যে-অমাধ্যম অনুমানে কোনো কোনো বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী বা অনুরূপ আর একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়, তাকে কীরূপ অনুমান বেল?

a. আরোহ অনুমান

b. মাধ্যম অনুমান

c. বিরোধানুমান

d. ন্যায়

Ans- c. বিরোধানুমান

23. দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

24. দুটি বিপরীত বিরোধী বচনের একটি সত্য হলে অপরটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

25. দুটি অসম বিরোধী বচনের একটি সত্য হলে অপরটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

26. দুটি অধীন বিপরীত বিরোধী বচনের একটি মিথ্যা হলে অপরটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

27. দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, আবার মিথ্যাও হতে পারবে না।

a. বিপরীত বিরোধিতা

b. বিরুদ্ধ বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. অধীন বিপরীত বিরোধিতা

Ans- b. বিরুদ্ধ বিরোধিতা

28. ‘কোনো সাপ নয় বিষধর’’-এই বচনটি সত্য হলে “কোনো কোনো বিষধর প্রাণী হয় সাপ”-বচনটির সত্য মুল্য কী হবে??

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

29. “কোনো কোনো সাধু হয় শহিদ”-এই বচনটি সত্য হলে “কোনো কোনো অ-শহিদ নয় অসাধু”- বচনটির সত্যতা বা মিথ্যাত্ব সম্বন্ধে কী অনুমান করা যায়?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- c. অনিশ্চিত হবে

30. A-বচন মিথ্যা হলে একই উদ্দেশ্য ও বিধেয় পদযুক্ত E ও I বচনের সত্য নির্নয় করো ।

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- c. অনিশ্চিত হবে

31. O-বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় পদযুক্ত A ও I বচনের সত্যমুল্য নির্ণয় করো।

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- c. অনিশ্চিত হবে

32. O-মিথ্যা A বচন কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

33. অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি মিথ্যা হলে সার্বিক বচনটি কী হবে?

a. সত্য হয়

b. মিথ্যা হয়

c. অনিশ্চিত হয়

d. অর্থহীন হয়

Ans- b. মিথ্যা হয়

34. বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সদর্থক বচনটি মিথ্যা হলে সার্বিক বচনটি কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশ্চিত

d. অর্থহীন

Ans- c. অনিশ্চিত

35. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশ্চিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

36. E বচনের অতিবিষম বচন কী ?

a. A

b. E

c. I

d. O

Ans- a. A

37. I বচনের অনুবিষম বচনটি কী ?

a. A

b. E

c. I

d. O

Ans- d. O

38. A- বচনের বিরুদ্ধ বচনটি কী?

a. A

b. E

c. I

d. O

Ans- d. O

39. A- বচনের অনুবর্তী বচনটি কী ?

a. A

b. E

c. I

d. O

Ans- c. I

40. E বচনের অনুবর্তী  বচনটি কী ?

a. A

b. E

c. I

d. O

Ans- d. O

41. I বচনের অতিবর্তী হল-বচন?

a. A

b. E

c. I

d. O

Ans- a. A

42. অসম বিরোধিতার  বিশেষ বচনটি কীরূপ বচন ?

a. অনুবর্তী

b. অতিবর্তী

c. পরবর্তী

d. অগ্রবর্তী

Ans- a. অনুবর্তী

43. অসম বিরোধিতায় সার্বিক বচনটি কীরূপ বচন?

a. অনুবর্তী

b. অতিবর্তী

c. পরবর্তী

d. অগ্রবর্তী

Ans- b. অতিবর্তী

44. A বচন মিথ্যা হলে O বচন কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- a. সত্য

45. O বচন মিথ্যা হলে A বচন কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

46. E বচন সত্য হলে A বচন কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

47. দুটি অসম বিরোধী বচন একই সঙ্গে কী হতে পারে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- a. সত্য

48. দুটি বিরুদ্ধ বচন একই সঙ্গে কী হতে পারে ?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- a. সত্য

49. দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে কী হতে পারে না ?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- a. সত্য

50. দুটি অধীন বিপরীত বচন একই সঙ্গে কী হতে পারে না ?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

51. দুটি বিপরীত বিরোধী বচনের একটি সত্য হলে অন্যটি কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

52. দুটি বিরুদ্ধ বিরোধী বচনের একটি সত্য হলে অন্যটি কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

53. A বচন সত্য হলে তার অনুরূপ E বচন কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- b. মিথ্যা

54. A বচন মিথ্যা হএল তার অনুরূপ E- বচন কী হবে ?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশিত

d. অর্থহীন

Ans- c. অনিশিত

55. বচনের বিরোধিতা কয় প্রকার?

a. এক প্রকার

b. দুই প্রকার

c. তিন প্রকার

d. চার প্রকার

Ans- d. চার প্রকার

56. বিরোধিতা সম্বন্ধ কার মধ্যে থাকে?

a. দুটি পদের মধ্যে থাকে

b. দুটি বাক্যের মধ্যে থাকে

c. দুটি বচনের মধ্যে থাকে

d. দুটি শব্দের মধ্যে থাকে

Ans- c. দুটি বচনের মধ্যে থাকে

57. বচনের বিরধানুমান কয় প্রকার?

a. এক প্রকার

b. দুই প্রকার

c. তিন প্রকার

d. চার প্রকার

Ans- d. চার প্রকার

58. I কোনো কোনো প্রাণী হয় স্ত্যন্যপায়ি-বচনটির বিরুদ্ধ বচনটি কী ?

a. A-বচন

b. E-বচন

c. O-বচন

d. I-বচন

Ans- c. O-বচন

59. A সকল বালক হয় বুদ্ধিমান ব্যাক্তি-বচনটি সত্য হলে এর বিরুদ্ধ বচনটির সত্যমুল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. স্বতঃসত্য হবে

Ans- b. মিথ্যা হবে

60. যদি I কোনো কোনো সুখী ব্যাক্তি হয় ধার্মিক ব্যাক্তি’ বচনটি সত্য হয় তবে এর অতিবর্তী বচনটির সত্যমুল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. স্বতঃসত্য

Ans- c. অনিশ্চিত হবে

61. দুটি সার্বিক বচনের একটি সত্য হলে অন্যটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. সংশায়ত্মক হবে

Ans- b. মিথ্যা হবে

62. ‘সাদা বাঘ আছে’ এবং ‘সাদা গোলাপ নেই’ বাক্য দুটির মধ্যে যৌক্তিক সম্বন্ধ কী ?

a. বিপরীত বিরোধিতা

b. বিরুদ্ধ বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. যৌক্তিক বিরোধিতা

Ans- d. যৌক্তিক বিরোধিতা

63. অসম বিরোধিতা সম্বন্ধে যুক্ত অনুবর্তী বচনটি যদি মিথ্যা হয় তবে অতিবর্তী বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. সংশায়ত্মক হবে

Ans- b. মিথ্যা হবে

64. অসম বিরোধিতা সম্বন্ধে যুক্ত অনুবর্তী বচনটি সত্য হলে অতিবর্তী বচনটি কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অনিশ্চিত

d. কোনোটি হবে না

Ans- c. অনিশ্চিত

65. বিপরীত বিরোধিতা সম্বন্ধে যুক্ত একটি বচন মিথ্যা হলে অন্যটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

d. কোনোটি নয়

Ans- c. অনিশ্চিত হবে

66. ‘A-সকল কবি হয় দার্শনিক’ এবং O-কোনো কোনো কবি নয় দার্শনিক, এই দুটি বচনের যৌক্তিক সম্বন্ধটি কী ?

a. বিরুদ্ধ বিরোধিতা

b. অসম বিরোধিতা

c. বিপরীত বিরোধিতা

d. অধীন বিপরীত বিরোধিতা

Ans- a. বিরুদ্ধ বিরোধিতা

67. ‘O- কোনো কোনো গোলাপ নয় লাল’ বচনটি সত্য হলে A- সকল লেখক হয় সুবক্তা বচনটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. কোনোটি হবে না

Ans- d. কোনোটি হবে না

68. I-‘কোনো কোনো লেখক হয় সুবক্তা’, বচনটি সত্য হলে A- সকল লেখক হয় সুবক্তা বচনটি কী হবে

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. স্বতঃসত্য হবে

Ans- c. অনিশ্চিত হবে

69. A এবং O বচনের বিরোধিতার সম্বন্ধটি কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

70. A এবং E বচনের বিরোধিতার সম্বন্ধটি কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

71. I এবং O বচনের বিরোধিতার সম্বন্ধটি কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা

72. E এবং I বচনের বিরোধিতার সম্বন্ধটি কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

73. দুটি সার্বিক বচনের যদি গুন ভিন্ন হয় তাদের সম্বন্ধ কী হবে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

74. ‘সব ফুল লাল নয়’ ‘এবং কিছু ফুল লাল’- বাক্য দুটির মধ্যে কীরূপ যৌক্তিক সম্বন্ধ থাকতে পারে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা

75. ‘কোনো মানুষ নয় সাধু ব্যাক্তি’-এই বচনটি মিথ্যা হলে, সকল মানুষ হয় সাধু ব্যাক্তি এই বচনটির সত্য মূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. সংশয়াত্বক হবে

d. অনিশ্চিত হবে

Ans- d. অনিশ্চিত হবে

76. ‘কোনো কোনো ঈশ্বরবাদী’ বচনটি সত্য হলে ‘কোনো ঈশ্বরবাদী নন ভাববাদী’- বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. সংশয়াত্বক হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

77. দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, আবার মিথ্যাও হতে পারে না- তা হলে বচন দুটির সম্বন্ধ কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- d. বিরুদ্ধ বিরোধিতা

78. যদি দুটি বিশেষ বচনের একটি মিথ্যা হলে অন্যটি সত্য হয় তবে এদের যৌক্তিক সম্বন্ধটি কী হবে?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- b. অধীন বিপরীত বিরোধিতা

79. যদি একটি সার্বিক বচন সত্য হয় তবে তার অনুবর্তী বিশেষ বচনটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. সংশয়াত্বক হবে

Ans- a. সত্য হবে

80. ‘কোনো মানুষ নয় সৎ’ বচনটি সত্য হলে এর বিরুদ্ধ বচনটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. বিশেষ হবে

Ans- b. মিথ্যা হবে

81. একটি সার্বিক বচন সদর্থক হলে এর অনুবর্তী বিশেষ বচনটি কী হবে?

a. সার্বিক হবে

b. বিশেষ হবে

c. নঞ্চর্থক হবে

d. সদর্থক হবে

Ans- d. সদর্থক হবে

82. দুটি বচন একই সত্য হতে পারে না, কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে বচন দুটির সম্বন্ধ কী ?

a. বিপরীত বিরোধিতা

b. অধীন বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. বিপরীত বিরোধিতা

83. একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচন যদি একই সঙ্গে মিথ্যা হতে না পারে, কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে, তবে দুটির সম্বন্ধ কী হবে?

a. অধীন বিপরীত বিরোধিতা

b. বিপরীত বিরোধিতা

c. অসম বিরোধিতা

d. বিরুদ্ধ বিরোধিতা

Ans- a. অধীন বিপরীত বিরোধিতা

84. দুটি বিশেষ বচনের একটি মিথ্যা হএল অন্যটি কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

85. A-সকল মানুষ হয় মরণশীল- বচনটি সত্য হলে I- কোনো কোনো মানুষ হয় মরণশীল বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

86. I-কোনো কোনো সাপ হয় বিষধর- বচনটি সত্য হলে A-সকল সাপ হয় বিষধর- বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- c. অনিশ্চিত হবে

87. A-সকল মানুষ হয় সাধু-বচনটি মিথ্যা হলে I-কোনো কোনো মানুষ হয় সাধু বচনটির সত্যমুল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- c. অনিশ্চিত হবে

88. E-কোনো কোনো নয় পূর্ন-বচনটি সত্য হলে O-কোনো কোনো মানুষ নয় পূর্ন-বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

89. E-কোনো কোনো মানুষ নয় পূর্ন- বচনটি সত্য হলে I- কোনো কোনো মানুষ হয় পূর্ন-বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

90. E- কোনো মানুষ নয় সৎ- বচনটি মিথ্যা হলে I- কোনো কোনো মানুষ হয় অসৎ- বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনিশ্চিত হবে

d. অর্থহীন হবে

Ans- a. সত্য হবে

Scroll to Top