উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব / মাধ্যমিক ইতিহাস / অষ্টম অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1.কলকাতায় ‘প্রত্যক্ষ সংগ্রাম’ সংঘটিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের-
a. ১৪ আগস্ট
b. ১৬ আগস্ট
c. ১৫ আগস্ট
d. ১৮ আগস্ট
Ans- b. ১৬ আগস্ট
2. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন-
a. লর্ড মাউন্টব্যাটেন
b. জওহরলাল নেহরু
c. বাবু রাজেন্দ্রপ্রসাদ
d. চক্রবর্তী রাজাগোপালাচারী
Ans- a. লর্ড মাউন্টব্যাটেন
3. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন-
a. বাবু রাজেন্দ্রপ্রসাদ
b. জওহরলাল নেহরু
c. লর্ড মাউন্টব্যাটেন
d. চক্রবর্তী রাজাগোপালাচারী
Ans- d. চক্রবর্তী রাজাগোপালাচারী
4. স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল-
a. ৫৬৫ টি
b. ৫৭৫ টি
c. ৫৯৫ টি
d. ৬০৫ টি
Ans- a. ৫৬৫ টি
5. ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল-
a. কাশ্মীর
b. হায়দ্রাবাদ
c. জুনাগড়
d. বরোদা
Ans- b. হায়দ্রাবাদ
6. গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়-
a. কাশ্মীর
b. হায়দ্রাবাদ
c. জুনাগড়
d. বরোদা
Ans- c. জুনাগড়
7. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়-
a. ১৯৪৯ খ্রিস্টাব্দে
b. ১৯৫৬ খ্রিস্টাব্দে
c. ১৯৬১ খ্রিস্টাব্দে
d. ১৯৭৫ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৭৫ খ্রিস্টাব্দে
8. কাশ্মীরের মহারাজা ছিলেন-
a. হরিসিং
b. মেহেরচাঁদ
c. ওমর আবদুল্লাহ
d. শেখ আবদুল্লাহ
Ans- a. হরিসিং
9. আজাদ কাশ্মীর কাদের দখলে রয়েছে ?
a. ভারতের
b. পাকিস্তানের
c. চিনের
d. জাতিপুঞ্জের
Ans- b. পাকিস্তানের
10. হায়দ্রাবাদের নিজামকে চরমপত্র পাঠায়-
a. জুনাগড়
b. কাশ্মীর
c. ভারত
d. পাকিস্তান
Ans- c. ভারত
11. হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় ১৯৫০ খ্রিস্টাব্দের
a. ১ জানুয়ারি
b. ১২ জানুয়ারি
c. ২৩ জানুয়ারি
d. ২৬ জানুয়ারি
Ans- d. ২৬ জানুয়ারি
12. তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয়-
a. হায়দ্রাবাদে
b. জুনাগড়ে
c. কাশ্মীরে
d. বরোদায়
Ans- a. হায়দ্রাবাদে
13. ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর কাদের উপনিবেশ ছিল ?
a. ব্রিটিশ
b. ফরাসি
c. পোর্তুগিজ
d. স্পেনীয়
Ans- b. ফরাসি
14. গোয়া কবে ভারতের সঙ্গে যুক্ত হয়-
a. ১৯৫৪ খ্রিস্টাব্দে
b. ১৯৫৬ খ্রিস্টাব্দে
c. ১৯৬০ খ্রিস্টাব্দে
d. ১৯৬১ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৬১ খ্রিস্টাব্দে
15. দেশভাগের পর কোন্ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল-
a. পূর্ববঙ্গ
b. পশ্চিমবঙ্গ
c. পাঞ্জাব
d. ত্রিপুরা
Ans- a. পূর্ববঙ্গ
16. নেহর-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়-
a. ১৯৪৭ খ্রিস্টাব্দে
b. ১৯৪৮ খ্রিস্টাব্দে
c. ১৯৪৯ খ্রিস্টাব্দে
d. ১৯৫০ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৫০ খ্রিস্টাব্দে
17. পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন ?
a. বিধানচন্দ্র রায়
b. হিরন্ময় বন্ধ্যোপাধ্যায়
c. রেণু গুহ
d. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
Ans- b. হিরন্ময় বন্ধ্যোপাধ্যায়
18. ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট প্রথা কবে চালু হয়-
a. ১৯৫০ খ্রিস্টাব্দে
b. ১৯৫১ খ্রিস্টাব্দে
c. ১৯৫২ খ্রিস্টাব্দে
d. ১৯৫৩ খ্রিস্টাব্দে
Ans- c. ১৯৫২ খ্রিস্টাব্দে
19. ভারত সরকার পাকিস্তান থেকে আগত কিছু উদ্বাস্তুকে স্থায়ীভাবে রাখে-
a. পি এল ক্যাম্পে
b. ট্রানজিট ক্যাম্পে
c. ধুবুলিয়া ক্যাম্পে
d. দন্ডকারণ্য ক্যাম্পে
Ans- a. পি এল ক্যাম্পে
20. ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ গ্রন্থটি রচনা করেন-
a. মহাশ্বেতা দেবী
b. সুনীল গঙ্গোপাধ্যায়
c. প্রফুল্ল রায়
d. অতীন বন্ধ্যোপাধ্যায়
Ans- d. অতীন বন্ধ্যোপাধ্যায়
21. ‘কেয়াপাতার নৌকা’ গ্রন্থটি রচনা করেন-
a. প্রফুল্ল রায়
b. মহাশ্বেতা দেবী
c. সুনীল গঙ্গোপাধ্যায়
d. অতীন বন্ধ্যোপাধ্যায়
Ans- a. প্রফুল্ল রায়
22. ‘নতুন ইহুদী’ গ্রন্থটি কে রচনা করেন-
a. দেবজ্যোতি রায়
b. সলিল সেন
c. তথাগত রায়
d. মহাশ্বেতা দেবী
Ans- b. সলিল সেন
23. সম্প্রতি দেশভাগের প্রেক্ষাপটে হাসান আজিজুল হকের লেখা গ্রন্থটি হল-
a. কালো বরফ
b. কোয়াপাতার নৌকা
c. আগুন পাখি
d. প্রসঙ্গ অনুপ্রবেশ
Ans- c. আগুন পাখি
24. ‘অন্তর্জলী যাত্রা’ গ্রন্থটি কে রচনা করেন-
a. দেবজ্যতি রায়
b. প্রফুল্ল রায়
c. অমিয়ভূষণ মজুমদার
d. কমলকুমার মজুমদার
Ans- d. কমলকুমার মজুমদার
25. নীলিমা ইব্রাহিমের লেখা গ্রন্থটি হল-
a. আমি বীরাঙ্গনা বলছি
b. কালো বরফ
c. নতুন ইহুদী
d. সূর্য-দীঘল বাড়ী
Ans- a. আমি বীরাঙ্গনা বলছি
26. ‘দয়াময়ীর কথা’ গ্রন্থটি কে রচনা করেন ?
a. সেলিনা হোসেন
b. সুনন্দা সিকদার
c. শওকত আলি
d. আয়েশা খাতুন
Ans- b. সুনন্দা সিকদার
27. ‘বসত’ গ্রন্থটি কার লেখা-
a. প্রফুল্ল রায়ের
b. সুনীল গঙ্গোপাধ্যায়
c. শওকত আলি
d. সমরেশ বসুর
Ans- c. শওকত আলি
28. ‘গোদান’ গ্রন্থটি কার লেখা-
a. কুলবন্ত সিং
b. খুশবন্ত সিং
c. সাদাত হোসেন মান্টো
d. মুন্সি প্রেমচাঁদ
Ans- d. মুন্সি প্রেমচাঁদ
29. ‘টোবা টেক সিং’ গ্রন্থটি কে রচনা করেন ?
a. সাদাত হাসান মান্টো
b. মুন্সি প্রেমচাঁদ
c. খুশবন্ত সিং
d. কুলবন্ত সিং
Ans- a. সাদাত হাসান মান্টো
30. ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটি কে রচনা করেন-
a. মুন্সি প্রেমচাঁদ
b. খুশবন্ত সিং
c. কুলবন্ত সিং
d. সাদাত হোসেন মান্ট
Ans- b. খুশবন্ত সিং
31. ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন’ কবে গঠিত হয়-
a. ১৯৪৭ খ্রিস্টাব্দে
b. ১৯৪৮ খ্রিস্টাব্দে
c. ১৯৪৯ খ্রিস্টাব্দে
d. ১৯৫০ খ্রিস্টাব্দে
Ans- b. ১৯৪৮ খ্রিস্টাব্দে
32. ‘রাজ্য পুনর্গঠন কমিশন কবে হয়-
a. ১৯৫০ খ্রিস্টাব্দে
b. ১৯৫১ খ্রিস্টাব্দে
c. ১৯৫২ খ্রিস্টাব্দে
d. ১৯৫৩ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৫৩ খ্রিস্টাব্দে
33. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ কবে তার প্রতিবেদন জমা দেয় ?
a. ১৯৫৩ খ্রিস্টাব্দে
b. ১৯৫৪ খ্রিস্টাব্দে
c. ১৯৫৫ খ্রিস্টাব্দে
d. ১৯৫৬ খ্রিস্টাব্দে
Ans- c. ১৯৫৫ খ্রিস্টাব্দে
34. কোন্ কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় ?
a. রাজ্য পুনর্গঠন কমিশন
b. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন
c. জে ভি পি কমিশন
d. দেশীয় রাজ্য কমিটি
Ans- a. রাজ্য পুনর্গঠন কমিশন
35. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন্ কমিশনের সদস্য ছিলেন ?
a. জে ভি পি কমিটি
b. সরকারি ভাষা কমিশন
c. রাজ্য পুনর্গঠন কমিশন
d. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন
Ans- b. সরকারি ভাষা কমিশন
36. ‘সরকারি ভাষা আইন’ পাস হয়-
a. ১৯৫৩ খ্রিস্টাব্দে
b. ১৯৫৬ খ্রিস্টাব্দে
c. ১৯৬০ খ্রিস্টাব্দে
d. ১৯৬৩ খ্রিস্টাব্দে
Ans- d. ১৯৬৩ খ্রিস্টাব্দে
37. ১৯৬৪ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের ‘সরকারি ভাষা’ ছিল-
a. বাংলা
b. হিন্দি
c. মারাঠি
d. গুজরাট
Ans- c. মারাঠি
38. ১৯৬৪ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের ‘সরকারি ভাষা’ ছিল-
a. তেলুগু
b. তামিল
c. মালয়ালম্
d. গুজরাটি
Ans- a. তেলুগু
39. সিকিম রাজ্যের প্রধান সরকারি ভাষা ?
a. বাংলা
b. নেপালি
c. গোরখা
d. হিন্দি
Ans- b. নেপালি
40. উর্দু কোন্ রাজ্যের প্রধান সরকারি ভাষা ?
a. তামিলনাড়ু
b. উত্তরাখন্ড
c. বিহার
d. জম্মু ও কাশ্মীর
Ans- d. জম্মু ও কাশ্মীর