Puimacha Bibhutibhushan Bandyopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সহজে পাবেন ।
Puimacha Bibhutibhushan Bandyopadhyay – বাংলা ( একাদশ শ্রেণী )
এই সিরিজ বাংলা একাদশ শ্রেণির বাংলা বিষয় দিয়ে শুরু করা হচ্ছে । পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে । এই সিরিজ শুরুর পেছনে আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের সাহায্য করা যাতে তারা বাংলা সাহিত্য এবং অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করতে পারে। এখানে বাংলা সাহিত্যের পাশাপাশি ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশগুলির ওপর আলোকপাত করা হয়েছে। সমকালীন সাহিত্য থেকে বিষয়বস্তুর বৈচিত্র্যে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের পাঠ্যক্রমকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা করা হবে । আশা করি, এই সিরিজটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনার সঙ্গী হয়ে উঠবে এবং তাদের সাফল্যের পথে একটি সহায়ক ভূমিকা পালন করবে।
পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (MCQ)
Set – 1
প্রশ্নঃ অন্নপূর্ণা কে ?
A) শিবের পত্নী
B) অন্নদাত্রী দেবী
C) সহায়হরির স্ত্রী
D) অপুর মা
উত্তরঃ C – সহায়হরির স্ত্রী
প্রশ্নঃ সহায়হরি চাটুজ্যে তাঁর স্ত্রীকে যা দিতে বলেছিলেন-
A) একটা বড়ো গামলা
B) একটা বড়ো বাটি
C) একটা কাপপ্লেট
D) একটা বড়ো বাটি কি ঘটি
উত্তরঃ D-একটা বড়ো বাটি কি ঘটি
প্রশ্নঃ সহায়হরি বাটি বা ঘটি চেয়েছিল কী জন্য?
A) দুধ আনার জন্য
B) ঘোল আনার জন্য
C) ডাবের জল ঢালার জন্য
D) রস আনার জন্য
উত্তরঃ D – রস আনার জন্য
প্রশ্নঃ রসের জন্য গাছ কেটেছিল-
A) সহায়হরি চাটুজ্যে
B) তারক খুড়ো
C) কালীময়
D) কেষ্ট মুখুজ্জে
উত্তরঃ B-তারক খুড়ো
প্রশ্নঃ ‘পুঁই মাচা’ গল্পটিতে কোন্ ঋতুর কথা রয়েছে?
A) গ্রীষ্ম ঋতু
B) বর্ষা ঋতু
C) শীত ঋতু
D) বসন্ত ঋতু
উত্তরঃ C-শীত ঋতু
প্রশ্নঃ সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম –
A) অন্নপূর্ণা
B) অন্নদা
C) তারাসুন্দরী
D) আন্নাকালী
উত্তরঃ A-অন্নপূর্ণা
প্রশ্নঃ অন্নপূর্ণা চুলে কীসের তেল মাখছিল?
A) নারিকেল তেল
B) সরিষার তেল
C) বাদাম তেল
D) রেড়ির তেল
উত্তরঃ A-নারিকেল তেল
প্রশ্নঃ শীতকালে সকালে অন্নপূর্ণা বসেছিলেন-
A) মাঠের ধারে
B) আমগাছের তলায়
C) রান্নাঘরের দাওয়ায়
D) পুকুর পাড়ে
উত্তরঃ C-রান্নাঘরের দাওয়ায়
প্রশ্নঃ স্বামীকে দেখে অন্নপূর্ণা কী করেছিল?
A) উঠে দাঁড়িয়ে পড়েছিল
B) গায়ের কাপড় টেনে নিয়েছিল।
C) ঘরের ভিতরে চলে গিয়েছিল
D) উঠোনে নেমে এসেছিল
উত্তরঃ B-গায়ের কাপড় টেনে নিয়েছিল।
প্রশ্নঃ অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল-
A) নারকেল তেল
B) সরষের তেল
C) মধু
D) গাওয়া ঘি
উত্তরঃ A-নারকেল তেল
প্রশ্নঃ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে কিসের সঞচার হয়েছিল?
A) আনন্দ
B) দুঃখ
C) ক্রোধ
D) ভয়
উত্তরঃ D-ভয়
প্রশ্নঃ অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে-
A) স্বামীর কথার উত্তর দিতে
B) বাড়ি থেকে বেরোতে
C) উনুনে রান্না চাপাতে
D) বাটি কিংবা ঘটি বের করে দিতে
উত্তরঃ D-বাটি কিংবা ঘটি বের করে দিতে
প্রশ্নঃ সহায়হরি কীভাবে সময় কাটান?
A) বই পড়ে
B) পুজো-পাঠ করে
C) মাছ ধরে আর রস খেয়ে
D) উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে
উত্তরঃ C-মাছ ধরে আর রস খেয়ে
প্রশ্নঃ অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে-
A) স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে ছিলেন
B) বারান্দা থেকে নীচে নেমেছিলেন
C) ক্ষেন্তির খোঁজ করেছিলেন
D) স্বামীর উপরে রাগ প্রকাশ করেছিলেন
উত্তরঃ A-স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে ছিলেন
প্রশ্নঃ “কেন? কি গুজব?”-গুজবটি কী ছিল?
A) সহায়হরি লটারি পেয়েছে
B) সহায়হরির প্রচুর টাকা আছে
C) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
D) সহায়হরি শীঘ্রই শহরে চলে যাবে
উত্তরঃ C- সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
প্রশ্নঃ “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার”?-কথাটি বলেছিলেন-
A) অন্নপূর্ণা সহায়হরিকে
B) সহায়হরি অন্নপূর্ণাকে
C) অন্নপূর্ণা ক্ষেন্তিকে
D) সহায়হরি ক্ষেন্তিকে
উত্তরঃ A-অন্নপূর্ণা সহায়হরিকে
প্রশ্নঃ ‘ভদ্দরলোকের গাঁয়ে বাস করা যায় না।’-কেন?
A) নীচু কাজ করলে
B) বিবাহযোগ্য কন্যার বিয়ে দিতে না পারলে
C) বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে
D) পূজা-পাঠ না করলে।
উত্তরঃ C-বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে
প্রশ্নঃ সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল-
A) স্ত্রীর ক্রোধের কারণে
B) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে
C) প্রাকৃতিক দুর্যোগের কারণে
D) ক্ষেন্তির সন্ধান না পাওয়ায়
উত্তরঃ B-স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে
প্রশ্নঃ সমাজে থাকতে হলে কী করতে হয়?
A) সমাজনেতাদের তৈলমর্দন করতে হয়
B) সমাজে দানধ্যান করতে হয়
C) রাজ-আনুগত্য পেতে হয়
D) সমাজের নিয়ম মেনে চলতে হয়
উত্তরঃ D-সমাজের নিয়ম মেনে চলতে হয়
প্রশ্নঃ স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায় হরির মনে হয়েছিল-
A) তাঁর শারীরিক অসুস্থতার প্রকাশ
B) তাঁর কোন দুশ্চিন্তার প্রকাশ
C) তার মনোভাব পরিবর্তনের ইঙ্গিত
D) ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থিরভাব
উত্তরঃ D-ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থিরভাব
প্রশ্নঃ সহায়হরিকে একঘরে করার কথা কোথায় আলোচনা হয়েছে?
A) চৌধুরীদের চন্ডীমন্ডপে
B) পঞ্চায়েত সভায়
C) হাটের মাঝখানে
D) পুকুরপাড়ের আড্ডায়
উত্তরঃ A-চৌধুরীদের চন্ডীমন্ডপে
প্রশ্নঃ অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন-
A) ন্যাকামি করতে হয় অন্য সময় কোরো
B) সংসারে মনোযোগ প্রয়োজন
C) ক্ষেন্তির শ্বশুরবাড়িতে পুজোর উপহার পাঠাতে হবে
D) বাড়িতে নারকেল তেল নেই
উত্তরঃ A-ন্যাকামি করতে হয় অন্য সময় কোরো
প্রশ্নঃ ‘এক কড়ার মুরোদ নেই’বলতে বোঝানো হয়েছে –
A) এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই
B) একটা কড়া কেনার ক্ষমতা নেই
C) একটি কড়ি দান করার ক্ষমতা নেই
D) একটা কড়ি জমানোর ক্ষমতা নেই
উত্তরঃ A-এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই
প্রশ্নঃ গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়হরিকে যেখানে যেতে বলেছিলেন-
A) বাগদিপাড়ায়
B) চৌধুরীদের বাড়ি
C) মুখুজ্যেদের বাড়ি
D) পাশের গ্রামে
উত্তরঃ B-চৌধুরীদের বাড়ি
প্রশ্নঃ ক্ষেন্তির বয়স হল
A)১২ বছর
B)১৩ বছর
C)১৪ বছর
D)১৫ বছর
উত্তরঃ D-১৫ বছর
প্রশ্নঃ অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না যে কারণে-
A) লেখাপড়া না শিখলে
B) পূজার্চনায় মন না দিলে
C) বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে
D) প্রচুর অর্থ উপার্জন না করলে
উত্তরঃ C-বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে
প্রশ্নঃ স্ত্রীর গলার সুর কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি কী করেছিলেন?
A) স্ত্রীকে ধমক দিয়েছিলেন
B) নীরবে স্ত্রীর কথা শুনেছিলেন
C) একটি কাঁসার বাটি নিয়ে খিরকি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন
D) অন্য প্রসঙ্গের অবতারণা করলেন
উত্তরঃ C-একটি কাঁসার বাটি নিয়ে খিরকি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন
প্রশ্নঃ সহায়হরিকে ‘একঘরে’করার কথা যেখানে আলোচনা হয়েছে-
A)মুখুজ্জেদের চন্ডীমণ্ডপে
B) সরকার বাড়িতে
C) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
D) চাটুজজ্জেদের বাড়িতে
উত্তরঃ C-চৌধুরীদের চন্ডীমণ্ডপে
প্রশ্নঃ ক্ষেন্তির হাতে কী ছিল?
A) দুটি পাকা তাল
B) একটা মেটে আল
C) কিছু পুঁইশাকের ডাঁটা
D) একঝুড়ি কুল
উত্তরঃ C-কিছু পুঁইশাকের ডাঁটা
প্রশ্নঃ অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলে কারণ-
A) তাঁরা অস্পৃশ্য ছিল
B) তাঁরা ধর্মীয় নিয়মকানুন মানত না
C) তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি
D) নিম্নবর্ণের মানুষদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল
উত্তরঃ C-তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি
প্রশ্নঃ ক্ষেন্তির কয়টি বোন ছিল?
A)ক্ষেন্তি সহায়হরি ও অন্নপূর্ণার একমাত্র সন্তান,
B) তিনটি বোন
C) দুটি বোন
D) একটি ভাই ও দুটি বোন
উত্তরঃ C-দুটি বোন
প্রশ্নঃ “এই! আমি বলি না জানি কি ব্যাপার!”-এ কথা বলার সময়ে সহায়হরির কথায় ছিল-
A) ঔদ্ধত্য
B) অহংকার
C) তাচ্ছিল্যের ভাব
D) স্বস্তির ভাব
উত্তরঃ C-তাচ্ছিল্যের ভাব
প্রশ্নঃ ক্ষেন্তির চোখ দুটি কেমন ছিল?
A) তীক্ষ্ম
B) উজ্জ্বল
C) ভাসা ভাসা
D) ডাগর ডাগর
উত্তরঃ D-ডাগর ডাগর
প্রশ্নঃ সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল-
A) কালীময় ঠাকুর
B) কালীধন ঠাকুর
C) বিষ্ণু সরকার
D) সীমন্ত মজুমদার
উত্তরঃ A-কালীময় ঠাকুর
প্রশ্নঃ ‘পিনটার বয়স খুঁজিতে যাইলে কোন্ যুগে গিয়ে পড়তে হয়?
A) প্রাচীন যুগে
B) প্রাগৈতিহাসিক যুগে
C) বর্তমান যুগে
D) মধ্যযুগে
উত্তরঃ B-প্রাগৈতিহাসিক যুগে
প্রশ্নঃ অন্নপূর্ণার কথামতো ক্ষেন্তির বয়স হয়েছিল-
A) বারো বছর
B)তেরো বছর
C) চোদ্দো বছর
D) পনেরো বছর
Ans-D-পনেরো বছর
প্রশ্নঃ পুঁইপাতা জড়ানো দ্রব্যটি কী ছিল?
A) চিংড়ি মাছ
B) পাকা তেতুল
C) কুলের আচার
D) মেটে আলু
উত্তরঃ A-চিংড়ি মাছ
প্রশ্নঃ ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়হরির লক্ষ ছিল-
A) বন্ধুর বাড়ি
B) যজমানের বাড়ি
C) খিড়কি দুয়ার
D) দোতলার ঘর
উত্তরঃ C-খিড়কি দুয়ার
প্রশ্নঃ গয়া খুড়ির কাছে সহায়হরির কত ধার ছিল?
A) দু- টাকা
B) এক টাকা
C) দু- পয়সা
D) পঞচাশ পয়সা
উত্তরঃ C-দু- পয়সা
প্রশ্নঃ খিড়কির দরজার কাছে ক্ষেন্তির হাতে সহায়হরি দেখেছিল-
A) পাটশাক
B) পুঁইশাক
C) নটেশাক
D) কুমড়ো
উত্তরঃ B-পুঁইশাক
প্রশ্নঃ ক্ষেন্তির আনা পুঁইশাকের ডাঁটাগুলি ছিল
A) নধর
B) শুকনো
C) পাকা
D) কচি
উত্তরঃ C-পাকা
প্রশ্নঃ ক্ষেন্তির বোনের হাতে পুঁইপাতায় জড়ানো ছিল-
A) কাঁচা আমের টুকরো
B) করমচা
C) চালতার আচার
D) চিংড়ি মাছ
উত্তরঃ D-চিংড়ি মাছ
প্রশ্নঃ ক্ষেন্তি মায়ের দিকে কিভাবে তাকিয়েছিল?
A) কটমট করে
B) শ্রদ্ধার সঙ্গে
C) ঘৃণার সঙ্গে
D) ভয়মিশ্রিত দৃষ্টিতে
উত্তরঃ D-ভয়মিশ্রিত দৃষ্টিতে
প্রশ্নঃ ক্ষেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে-
A) গয়াবুড়ি
B) হাজরাবুড়ি
C) পুষ্পা জেলেনি
D) সাবিত্রী
উত্তরঃ A-গয়াবুড়ি
প্রশ্নঃ কলের পুতুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
A) ক্ষেন্তির
B) পুঁটির
C) রাধীর
D) সহায়হরির
উত্তরঃ C-রাধীর
প্রশ্নঃ গয়াবুড়ি ক্ষেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি কারণ-
A) সে চিংড়ি মাছগুলো ঠিকঠাক নিয়ে যেতে পারবে কি না সন্দেহ ছিল
B) ক্ষেন্তির চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল
C) তার কাছ থেকে চিংড়ি মাছ নিলে ক্ষেন্তির বাড়ির লোকেরা ক্ষেন্তিকে বকত
D) সে ক্ষেন্তির বাবা সহায়হরির কাছে দু – পয়সা পেত
উত্তরঃ D-সে ক্ষেন্তির বাবা সহায়হরির কাছে দু – পয়সা পেত
প্রশ্নঃ “মেয়েমানুষের আবার অত নোলা কিসের?”-‘নোলা’ শব্দের অর্থ –
A) বুদ্ধি
B) বোকামি
C) বাচালতা
D) লোভ
উত্তরঃ D-লোভ
প্রশ্নঃ ক্ষেন্তির চেহারা ছিল-
A) শীর্ণকায়
B) গোলগাল
C) খর্বাকৃতি
D) দোহারা
উত্তরঃ B-গোলগাল
প্রশ্নঃ রাঁধতে বসে অন্নপূর্ণার কার কথা মনে পড়ল?
A) সহায়হরির কথা
B) ক্ষেন্তির কথা
C) পুঁটির কথা
D) রাধীর কথা
উত্তরঃ B-ক্ষেন্তির কথা
প্রশ্নঃ ক্ষেন্তিকে রায় কাকা পুঁইশাক দিয়েছিল-
A) মাঠের ধারে
B) ঘাটের ধারে
C) বাগান বাড়িতে
D) ঘর বাড়িতে
উত্তরঃ B-ঘাটের ধারে
প্রশ্নঃ অন্নপূর্ণা পুঁইডাঁটাগুলি কুড়িয়ে কী করেছিলেন?
A) বাড়ির গরুকে খাইয়ে দিয়েছিলেন
B) আবর্জনার স্তুপে ফেলে দিয়েছিলেন
C) চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন
D) মাটিতে পুঁতে দিয়েছিলেন
উত্তরঃ C-চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন
প্রশ্নঃ অন্নপূর্ণা সহায়হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন-
A) পাথুরে বোকা
B) বোকা
C) রামবোকা
D) অলস
উত্তরঃ A-পাথুরে বোকা
প্রশ্নঃ দুপুরবেলায় ক্ষেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে কী করেছিল?
A) মাকে বকেছিল
B) ভয় পেয়ে গিয়েছিল
C) বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়ে ছিল
D) অভিমানে উঠে গিয়েছিল
উত্তরঃ C-বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়ে ছিল
প্রশ্নঃ অন্নপূর্ণার মতে বিয়ে হলে ক্ষেন্তি হত-
A) পাকা গিন্নি
B) দক্ষ রাধুনি
C) চার ছেলের মা
D) শাশুড়ির পছন্দের মেয়ে
উত্তরঃ C-চার ছেলের মা
প্রশ্নঃ কোন্ শাকের ওপর ক্ষেন্তির লোভ ছিল?
A) পুঁইশাক
B) নোটেশাক
C) কলমিশাক
D) পালংশাক
উত্তরঃ A-পুঁইশাক
প্রশ্নঃ “—-মাটিতে পড়িয়া গেল।”——যা মাটিতে পড়ে গিয়েছিল-
A) আমের গুটি
B) বেগুন
C) পুঁইশাকের বোঝা
D) বাতাবি লেবু
উত্তরঃ C-পুঁইশাকের বোঝা
প্রশ্নঃ অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পড়েছিলেন?
A) কয়েকটি টাকা
B) কয়েক মুঠো চাল
C) কয়েক মুঠো খড়
D) শুকনো লঙ্কা
উত্তরঃ D-শুকনো লঙ্কা
প্রশ্নঃ অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন-
A) খিড়কির পুকুরের ধারে
B) বাড়ির বাইরে
C) আবর্জনার স্তুপে
D) রায়বাবুদের বাড়িতে
উত্তরঃ A-খিড়কির পুকুরের ধারে
প্রশ্নঃ বিকেলবেলা সহায়হরির কোথায় ডাক পড়েছিল?
A) পুকুর ঘাটে
B) পঞ্চায়েত সভায়
C) দুর্গা মায়ের চন্ডীমণ্ডপে
D) কালীময়ের চন্ডীমন্ডপে
উত্তরঃ D-কালীময়ের চন্ডীমন্ডপে
প্রশ্নঃ পুঁইশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন-
A) সহায়হরিকে
B) ক্ষেন্তিকে
C) রাধীকে
D) পুঁটিকে
উত্তরঃ C-রাধীকে
প্রশ্নঃ “এই যে তোমার মেয়েটি তোরো বছরের”—–এখানে কোন্ মেয়েটির কথা বলা হয়েছে?
A) সহায়হরির ছোট মেয়ে রাধী
B) সহায়হরির মেজো মেয়ে পুঁটি
C) সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি
D) কেষ্ট মুখার্জির মেয়ে
উত্তরঃ C-সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি
প্রশ্নঃ সহায়হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণা কে-
A) অত্যন্ত শ্রদ্ধা করতো
B) অত্যন্ত ভয় করত
C) গুরুত্ব দিত না
D) বন্ধুর মতো আচরণ করত
উত্তরঃ B-অত্যন্ত ভয় করত
প্রশ্নঃ পাত্র আশীর্বাদ হয়ে যাওয়ার পর কে বেঁকে বসে ছিল?
A) অন্নপূর্ণা
B) সহায়হরি
C) ক্ষেন্তি
D) পুঁটি
উত্তরঃ B- সহায় হরি
প্রশ্নঃ “তার এনেছে ছেলে মানুষ খাবে বলে—–“—যা আনার কথা বলা হয়েছে—-
A) পুঁইশাক
B) কাঁচা আম
C) চালতা
D) খেজুরের রস
উত্তরঃ C-চালতা
প্রশ্নঃ ক্ষেন্তিকে ‘উচ্ছুগগু করা মেয়ে’ বলা হয়েছে কেন?
A) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
B) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
C) ক্ষেন্তির বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল
D) শশুর বাড়ির লোক ক্ষেন্তিকে বাপের বাড়ি দিয়ে গেছিল
উত্তরঃ B-ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
প্রশ্নঃ সহায়হরি এবং অন্নপূর্ণা ছোট মেয়ের নাম ছিল-
A) রাধী
B)ক্ষেন্তি
C) পুঁটি
D) মান্ত
উত্তরঃ A-রাধী
প্রশ্নঃ কালীময় ক্ষেন্তির জন্য বর হিসাবে কাকে নির্বাচন করেছিলেন?
A) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে
B) তার নিজের ছেলেকে
C) বিষ্ণু সরকারের ছেলেকে
D) তারক খুড়োর ছেলেকে
উত্তরঃ A-শ্রীমন্ত মজুমদারের ছেলেকে
প্রশ্নঃ পাড়া থেকে ক্ষেন্তির পুঁইশাক নিয়ে আসা প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিলেন-
A) মেয়েদের জন্য পাড়া বেরানো ভালো নয়
B) মেয়েদের আবার অত নোলা কীসের
C) পুঁইশাক খাওয়া শরীরের জন্য ভালো নয়
D) লোকের দেওয়া জিনিস নেওয়া ঠিক না
উত্তরঃ B-মেয়েদের আবার অত নোলা কীসের
প্রশ্নঃ কালীময় কার কাছে টাকা ধার করেছিলেন?
A) সহায়হরির কাছে
B) অন্নপূর্ণার কাছে
C) বিষ্ণু সরকারের কাছে
D) শ্রীমান্ত মজুমদারের কাছে
উত্তরঃ D-শ্রীমান্ত মজুমদারের কাছে
প্রশ্নঃ “মা, অর্ধেকগুলো কিন্তু আমার একার”-এ কথা ক্ষেন্তি বলেছিল-
A) পয়লা বৈশাখের আগের দিন
B) দুর্গাপূজোর সময়
C) চরক সংক্রান্তির দিন
D) অরন্ধনের আগের দিন
উত্তরঃ D-অরন্ধনের আগের দিন
প্রশ্নঃ “ইহা দুষ্টু পক্ষের রটনা মাত্র।”-‘ইহা’ বলতে কী বোঝানো হয়েছে?
A) ক্ষেন্তির বিয়ের বয়স পার হয়ে গেছে
B)কালীময় টাকা শোধ না দিতে পারায় প্রহৃত হয়েছে
C) শ্রীমন্ত মজুমদারের ছেলে প্রহৃত হয়েছে
D)কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে
উত্তরঃ D-কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে
প্রশ্নঃ রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল-
A) বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি
B) ক্ষেন্তির বিয়ে না হওয়া দুশ্চিন্তা
C) সহায়হরি সংসারে অমনোযোগ
D) গ্রামের লোকেদের কথাবার্তা
উত্তরঃ A-বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি
প্রশ্নঃ কোন্ গাছের ফাঁক দিয়ে কচি রাঙ্গা রৌদ্র আসছিল?
A) বাঁশগাছ
B) বাতাবিলেবু গাছ
C) আমগাছ
D) কাঁঠালগাছ
উত্তরঃ B-বাতাবিলেবু গাছ
প্রশ্নঃ “অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের”—-যার কথা বলা হয়েছে——
A) পিঠে
B) সরুচাকলি
C) পুঁইশাকের তরকারি
D) টোপাকুল
উত্তরঃ C-পুঁইশাকের তরকারি
প্রশ্নঃ সহায়হরি ক্ষেন্তিকে কী আনতে বলেছিলেন?
A) কাটারি
B) শাবল
C) কোদাল
D) কুড়ুল
উত্তরঃ B-শাবল
প্রশ্নঃ “বাকিগুলা কুড়ানো যায় না,”—কুড়োতে না _পারার কারণ—
A) সেগুলো নষ্ট হয়ে গিয়েছে
B) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে
C) কাদায় অদৃশ্য হয়ে গেছে
D) কোনো খোঁজ পাওয়া যায়নি
উত্তরঃ B-ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে
প্রশ্নঃ দুর্গা এসে কিসের ঘট বের করে দিতে বলেছিল?
A) ইতুর ঘট
B) মঙ্গলচন্ডীর ঘট
C) সত্যনারায়ণের ঘট
D) মা কালীর ঘট
উত্তরঃ A- ইতুর ঘট
প্রশ্নঃ ক্ষেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল—
A) মায়ের মুখে হাসি দেখে
B) পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে
C) বাবার সঙ্গে বাইরে যেতে পাড়ায়
D) বোনের সঙ্গে খেলতে পারায়
উত্তরঃ B-পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে
প্রশ্নঃ ওপাড়ার মুখুজ্যে বাড়ি যাওয়ার পথে কোন্ গাছের ঘন বন পড়ে?
A) শেওড়া
B) বনভাঁট
C) রাংচিতা
D) উক্ত সব ক-টি
উত্তরঃ D-উক্ত সব ক-টি
প্রশ্নঃ চালের বাতায় গোঁজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন-
A) হাতপাখা
B) কাস্তে
C) কাপড়ের মোড়ানো টাকা
D) শুকনো লঙ্কা
উত্তরঃ D-শুকনো লঙ্কা
প্রশ্নঃ আমড়া গাছে কোন্ পাখি বসেছিল?
A) কাঠঠোকরা
B) কোকিল
C) লেজ-ঝোলা হলদে পাখি
D) বউ কথা কও
উত্তরঃ C-লেজ-ঝোলা হলদে পাখি
প্রশ্নঃ সহায়হরির ডাক পড়েছিল-
A) পাড়ার দুর্গামঞ্চে
B) কালীময়ের চন্ডীমন্ডপে
C) বটতলায়
D) হাটখোলার বাজারের
উত্তরঃ B-কালীময়ের চন্ডীমন্ডপে
প্রশ্নঃ দুর্গা খুড়িমাকে আঙুল দিয়ে কু দেখিয়েছিল?
A) একটা শিয়াল
B) একটা হলুদ পাখি
C) একটা সাপ
D) একটা বুনো খরগোশ
উত্তরঃ B-একটা হলুদ পাখি
প্রশ্নঃ কালীময় যার কথা উল্লেখ করেছিলেন –
A) কেষ্ট চাটুজ্জে
B ) কেষ্ট ভট্টাচার্য
C) কেষ্ট মুখুজ্জে
D) রায়বাবু
উত্তরঃ C-কেষ্ট মুখুজ্জে
প্রশ্নঃ “দুর্গার কথার পরেই হঠাৎ এটা বন্ধ হইয়া গেল।”_কী বন্ধ হয়ে গেল?
A) কাঠ কাটার শব্দ
B) মাটি খোঁড়ার শব্দ
C) কাশির শব্দ
D) কুকুরের ঘেউ ঘেউ শব্দ
উত্তরঃ B-মাটি খোঁড়ার শব্দ
প্রশ্নঃ পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে—-
A) লগ্নভ্রষ্ট মেয়ে
B) জাতভ্রষ্ট মেয়ে
C) অপয়মন্ত মেয়ে
D)উচ্ছুগগু করা মেয়ে
উত্তরঃ D-উচ্ছুগগু করা মেয়ে
প্রশ্নঃ ক্ষেন্তি উঠোনের রৌদ্রে বসে কী করেছিল?
A) খোঁপা খুলছিল
B) তেল মাখছিল
C) রোদ পোহাচ্ছিল
D) রামায়ণ পাঠ করছিল
উত্তরঃ A-খোঁপা খুলছিল
প্রশ্নঃ বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে কালীময় তাহলে সহায়হরিকে যা করতে বলেছিলেন —-
A) বাড়িতে পুজো দিতে
B)বামুনদের যথেষ্ট খাতিরযত্ন করতে
C) বামনসেবার আয়োজন করতে
D) মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে
উত্তরঃ D-মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে
প্রশ্নঃ সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিলেন?
A) মস্ত একটা থোর
B) একটা যজ্ঞডুমুরের ডাল
C) একটা মেটে আলু
D) এক ঝুড়ি মাছ
উত্তরঃ C-একটা মেটে আলু
প্রশ্নঃ সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে—
A) শ্রীমন্ত মজুমদার
B) শ্রীমন্ত মিত্র
C) অনাদি মজুমদার
D) শ্রীমন্ত বাড়ুজ্জে
উত্তরঃ A-শ্রীমন্ত মজুমদার
প্রশ্নঃ সহায়হরি অন্নপূর্ণা কে কোন্ চৌকিদারের কথা বলেছিলেন?
A) গগন চৌকিদার
B) হরিশ চৌকিদার
C) ময়রা চৌকিদার
D) ময়শা চৌকিদার
উত্তরঃ D-ময়শা চৌকিদার
প্রশ্নঃ শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল যাদের কাছে —
A) এক কুম্ভকার বধূর আত্মীয়স্বজনের হাতে
B)এক স্বর্ণকার বধূর আত্মীয়স্বজনের হাতে
C) এক কর্মকার বধূর আত্মীয়স্বজনের হাতে
D) তার নিজের ভাইয়ের হাতে
উত্তরঃ A-এক কুম্ভকার বধূর আত্মীয়স্বজনের হাতে
প্রশ্নঃ সহায়হরি কোন্ বনে গিয়েছিলেন?
A) নিশ্চিন্দিপুরের বনে
B) নীলকুঠির বনে
C)বরোজপোতার বনে
D) চৌধুরীদের বনে
উত্তরঃ C-বরোজপোতার বনে
প্রশ্ন:”সহায়হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন।”-সহায়হরির কখন এরূপ হয়েছিল?
A) যখন তিনি ক্ষেন্তির জন্য পাত্র দেখতে গিয়েছিলেন
B) যখন বিষ্ণু সরকারের কাছে নিজের মেয়ের কথা বলেছিলেন
C) যখন ভিন গায়ে যাচ্ছিলেন
D) যখন স্ত্রীর প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন
উত্তর:D-যখন স্ত্রীর প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন
প্রশ্ন: সহায়হরি আশীর্বাদের পরেও মেয়েকে পাত্রস্থ করেননি তাঁর কারণ-
A) ছেলেটির চরিত্রদোষ ছিল
B) ছেলেটি উপার্জনক্ষম ছিল না
C) ছেলেটি অসুস্থ ছিল
D) ছেলেটির বাড়িতে অরাজি ছিল
উত্তর:A-ছেলেটির চরিত্রদোষ ছিল
প্রশ্ন: অন্নপূর্ণাকে কে ডেকে পাঠিয়েছিল?
A)কালীময়বাবুর স্ত্রী
B) বিষ্ণু সরকারের স্ত্রী
C) শ্রীমন্ত মজুমদারের স্ত্রী
D) দুর্গার মা
উত্তর:D-দুর্গার মা
প্রশ্ন: ক্ষেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায়হরি-
A) ঘুমাচ্ছিলেন
B) বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন
C) উঠোনে কাট কাটছিলেন
D) রোদ পোহাচ্ছিলেন
উত্তর: D- রোদ পোহাচ্ছিলেন
প্রশ্ন: অন্নপূর্ণা ক্ষেন্তির পিঠে কি ভাঙবে বলেছেন?
A) নারকেল
B) তাল
C) চেলা কাঠ
D) লাঠি
উত্তর:C-চেলা কাঠ
প্রশ্ন: সহায়হরি ক্ষেন্তিকে যা আনতে বলেছিলেন –
A) কুড়ুল
B) কাটারি
C) কাস্তে
D) শাবল
উত্তর:D- শাবল
প্রশ্ন: বরজপোতার জঙ্গলে দিনদুপুরে কী লুকিয়ে থাকে?
A) শেয়াল
B) হায়না
C)বাঘ
D) ভাল্লুক
উত্তর:C- বাঘ
প্রশ্ন: সহায়হরির খিড়কির দিকে সতর্ক দৃষ্টিপাতের কারণ ছিল-
A) বাইরের লোক ঘরে ঢুকেছে কি না
B) ক্ষেন্তির ঠিকঠাক শাবল নিয়ে আসছে কি না
C) অন্নপূর্ণা এসে পড়েছে কি না
D) ক্ষেন্তি দরজা বন্ধ করেছে কি না
উত্তর:C- অন্নপূর্ণা এসে পড়েছে কি না
প্রশ্ন:”ভবিষ্যসম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত-স্বরূপ—-“—–জিনিসটা কী?
A) একটি শীর্ণকায় পুঁইচারা
B) একটি নধর লাউ চারা
C) একটি ছোট কুমড়ো চারা
D) একটি বেগুন চারা
উত্তর:A- একটি শীর্ণকায় পুঁইচারা
প্রশ্ন: পিতা-পূত্রীতে সন্তপর্ণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল -তাদের যাওয়ার ভাব দেখে মনে হচ্ছিল-
A) চোর ধরার জন্য যাচ্ছে
B) দেওয়ালেরও কান আছে
C) কারোর ঘরে সিঁধ দেবার উদ্দেশ্য চলছে
D) এই কাজে তারা বিশেষ পারদর্শী
উত্তর:C- কারোর ঘরে সিঁধ দেবার উদ্দেশ্য চলছে
প্রশ্ন: অন্নপূর্ণা কখন পুঁইচারা পুঁততে বলেছিলেন?
A) গ্রীষ্মকালে
B) বর্ষাকালে
C) শীতকালে
D) বসন্তকালে
উত্তর:B- বর্ষাকালে
প্রশ্ন:মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল-
A) দুর্গা
B) লক্ষ্মী
C) পুঁটি
D) কেটি
উত্তর:A- দুর্গা
প্রশ্ন:পুঁইচারাটিতে কে রোজ জল দেবে বলেছিল?
A) অন্নপূর্ণা
B) পুঁটি
C) রাধী
D) ক্ষেন্তি
উত্তর:D- ক্ষেন্তি
প্রশ্ন:মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল-
A) নবান্ন মাখার জন্য
B) ইতুর ঘটগুলো বের করে দেওয়ার জন্য
C) পুঁইশাকের চচ্চড়ি রান্না করার জন্য
D) নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য
উত্তর:D- নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য
প্রশ্ন: সহায়হরির দুই ছোটো মেয়ে গায়ে কী বেঁধে দাঁড়িয়ে ছিলেন?
A) চাদর
B) দোলাই
C) কাঁথা
D) পঞচু
উত্তর:B- দোলাই
প্রশ্ন:মুখুজ্জে বাড়ি যাওয়ার পথের বাঁ-ধারে যে বন ছিল, সেখানে ছিল-
A) শ্যাওড়া, বনভাঁট,রাংচিতা, বনচালতা গাছ
B) সজিনা, হিজল, কাঁঠাল গাছ
C) আকন্দ, শ্যাওড়া, শিমুল গাছ
D) শাল, পলাশ, দেবদারু গাছ
উত্তর:A- শ্যাওড়া, বনভাঁট,রাংচিতা, বনচালতা গাছ
প্রশ্ন: ভাঙাঝুরি করে ক্ষেন্তি কী আনছিল?
A) গোবর
B) ঘুটে
C) টুকরো কাঠ
D) শাকসবজি
উত্তর:A- গোবর
প্রশ্ন: আমড়া গাছের ডালে ডালে, ঘুরে বেড়াচ্ছিল-
A) একটা লম্বা ল্যাজঝোলা ফিঙে পাখি
B) একটা ল্যাজঝোলা হলদে পাখি
C) একটা লম্বা ঠোটবিশিষ্ট কাঠঠোকরা
D) কুচকুচে কালো একটা কাক
উত্তর:B -একটা ল্যাজঝোলা হলদে পাখি
প্রশ্ন: সহায়হরি কত টাকা দিয়ে ক্ষেন্তির কালো সার্জের জামাটা কিনেছিলেন?
A)দু-টাকা
B) আড়াই টাকা
C) তিন টাকা
D) পাঁচ টাকা
উত্তর:B- আড়াই টাকা
প্রশ্ন:”অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন,”-অন্নপূর্ণা দাঁড়িয়েছিলেন যেখানে-
A) বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল
B) একটা সাপ চলে যাচ্ছিল
C) দুর্গা তার জন্য অপেক্ষা করছিল
D) ক্ষেন্তি আর পুঁটিকে যেতে দেখেছিলেন
উত্তর:A- বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল
প্রশ্ন: হরিপুরে কীসের মেলা বসত?
A) ঝুলনের মেলা
B) গাজনের মেলা
C) রাসের মেলা
D) গ্রাম্য মেলা
উত্তর:C- রাসের মেলা
প্রশ্ন: ক্ষেন্তি উঠোনের রৌদ্রে বসে যা করছিল-
A) কুটনো কাটছিল
B) বোনের সঙ্গে খেলা করছিল
C) খোঁপা খুলছিল
D) ফুলের মালা গাঁথছিল
উত্তর:C- খোঁপা খুলছিল
প্রশ্ন: ক্ষেন্তির নিজস্ব কী ছিল?
A) একটা ব্যাগ
B) এত টিনের তোরঙ্গ
C) একটা সুটকেস
D) একটা বটুয়া
উত্তর:B- এত টিনের তোরঙ্গ
প্রশ্ন:”এক্ষুনি যাবো আর আসবো।”- ক্ষেন্তি যেখানে যাওয়ার কথা বলেছে-
A) ফুল তুলতে
B) মুখুজ্জেদের বাড়িতে
C) রায়বাবুদের বাড়িতে
D) স্নান করতে
উত্তর: D – স্নান করতে
প্রশ্ন: সহায়হরির মেজো মেয়ে কে ছিল?
A) ক্ষেন্তি
B) রাধী
C) পুঁটি
D) অন্নপূর্ণা
উওরঃ C – পুঁটি
প্রশ্ন: সহায়হরির কথামতো তাকে মেটে আলু দিয়েছিল ?
A) মানিক চৌকিদার
B) ময়শা চৌকিদার
C) লালন চৌকিদার
D) ছোটেলাল
উওরঃ B – ময়শা চৌকিদার
প্রশ্ন: পিঠে পার্বণের দিনকে নারিকেল কুরছিল ?
A) সহায়হরি
B) ক্ষেন্তি
C) পুঁটি
D) রাধী
উওরঃ B – ক্ষেন্তি
প্রশ্ন: কে ক্ষীর তৈরি করেছিল ?
A) জ্যাঠাইমা
B) রাঙাদিদি
C) অন্নপূর্ণা
D) ক্ষেন্তি
উওরঃ B – রাঙাদিদি
প্রশ্ন: সহায়হরি ঘাড়ে করে এনেছিলেন –
A) মানকচু
B) বুনো ওল
C) মেটে আলু
D) মাটির ঝুড়ি
উওরঃ C – মেটে আলু
প্রশ্ন: অন্নপূর্ণা ক্ষেন্তির কাছ থেকে নারকেল মালাটা চেয়েছিল কেন?
A) দুধ রাখার জন্য
B) পায়েস রাখার জন্য
C) পিঠে রাখার জন্য
D) নারকেল কোরা রাখার জন্য
উওরঃ D – নারকেল কোরা রাখার জন্য
প্রশ্ন: ময়শা চৌকিদার সহায়হরিকে যা বলে সম্বোধন করেছিল ?
A) বাবা ঠাকুর
B) দাদা ঠাকুর
C) বাবা মশাই
D) দাদা মশাই
উওরঃ B – দাদা ঠাকুর
প্রশ্ন: ৺খেদির মার দেওয়া পাটিসাপটায় কিসের বন্ধ ছিল?
A) পোড়া – পোড়া
B) আঁশটে
C) ধরা – ধরা
D) সুগন্ধি দ্রব্যের
উওরঃ C – ধরা – ধরা
প্রশ্ন: “… বনের মধ্যে বসে এখানেক আগে কি করছিলে শুনি?” – অন্নপূর্ণা এখানে যে মনের কথা বলেছিলেন –
A) শামুকপোতা
B) কাঁঠালপোতা
C) ঘোড়ামারা
D) বরোজপোতা
উওরঃ D – বরোজপোতা
প্রশ্ন: “ক্ষেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনঃপূত হইল না” – অন্নপূর্ণা কি প্রস্তাব দিয়েছিল?
A) ওবেলার জল দেওয়া ভাত বের করে আনার
B) পিঠেগুলো বিক্রি করতে যাওয়ার
C) পিঠেগুলো ঝুড়িতে সাজিয়ে রাখার
D) পিঠগুলো সকলের মধ্যে ভাগ করে দেওয়ার
উওরঃ A) ওবেলার জল দেওয়া ভাত বের করে আনার
প্রশ্ন: “সহায়হরি কতগুলি প্রমাণ উদযাপন করিবার চেষ্টা করতে গেলেন” – তিনি যে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলেন –
A) চন্ডীমন্ড তাঁর না যাওয়ার
B) বোরোজপোতায় তাঁর উপস্থিত না থাকার
C) তারক খুড়োর কাছে রসের সন্ধানে না যাওয়ার
D) ক্ষেন্তির বাড়িতে থাকার
উওরঃ B – বোরোজপোতায় তাঁর উপস্থিত না থাকার
প্রশ্ন: কে ক্ষেন্তিকে পিঠে খাওয়ার প্রস্তাব দিয়েছিল ?
A) সহায়হরি
B) অন্নপূর্ণা
C) রাধী
D) পুঁটি
উওরঃ D – পুঁটি
প্রশ্ন: সহায়হরির অন্নপূর্ণাকে যে কথা বলতে চেয়েছিলেন তা বলতে পারেননি –
A) তাঁর হাতে সময় বেশি ছিল না
B) তিনি কথাগুলো ভুলে গিয়েছিলেন
C) স্ত্রীর চোখের দৃষ্টিতে তিনি ভয় পেয়েছিলেন
D) ক্ষেন্তি তাকে বারণ করেছিল
উওরঃ C – স্ত্রীর চোখের দৃষ্টিতে তিনি ভয় পেয়েছিলেন
প্রশ্ন: ক্ষেন্তি ক – টা পিঠে খেয়েছিল?
A) ছয় – সাতটা
B) চার – পাঁচটা
C) আঠারো – উনিশটা
D) বিশ – বাইশটা
উওরঃ C – আঠারো – উনিশটা
প্রশ্ন: “ক্ষেন্তির মুখ শুকাইয়া গেল” – যে কারণে-
A) মায়ের ডাক শুনে
B) বাড়িতে কেউ না থাকার
C) বাবার কথা শুনে
D) জঙ্গলের অন্ধকারে
উওরঃ A – মায়ের ডাক শুনে
প্রশ্ন: ক্ষেন্তির বিয়ে হয়েছিল –
A) দোজবরের সঙ্গে
B) দরিদ্র ঘরে
C) বড়লোক ঘরে
D) জমিদার ঘরে
উওরঃ A – দোজবরের সঙ্গে
প্রশ্ন: “কথা বলছিস নে যে বড়ো?” – অন্নপূর্ণা যে কথা জানতে চেয়েছিলেন ?
A) ক্ষেন্তি একলা বনে গিয়েছিল কিনা
B) ক্ষেন্তি বাবার সঙ্গে মেটে আলু তুললে এনেছে কিনা
C) ক্ষেন্তি না বলে পুঁইশাক তুলে এনেছে কিনা
D) ক্ষেন্তি পুঁটির সঙ্গে ঝগড়া করছে কিনা
উওরঃ B – ক্ষেন্তি বাবার সঙ্গে মেটে আলু তুললে এনেছে কিনা
প্রশ্ন: ক্ষেন্তির বিয়েতে কার আদৌ ইচ্ছা ছিল না?
A) অন্নপূর্ণার
B) সহায়হরির
C) পুঁটির
D) গ্রামের লোকজনের
উত্তর:A- অন্নপূর্ণার
প্রশ্ন:”মা মা, দেখবে এস—–“ক্ষেন্তি মা -কে যেখানে ডেকে নিয়ে গিয়েছিল-
A) বরোজপোতায়
B) রায়কাকুদের ঘাটের ধারে
C) গোঁসাইদের বাগানে
D) ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে
উত্তর:D- ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে
প্রশ্ন: অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে সংকোচবোধ করতেন কেন?
A) জামাই দেখতে কুৎসিত ছিল
B) জামারা খুব বড়োলোক
C) জামাইয়ের বয়স ছিল বেশি
D) জামাই শাশুড়িকে পছন্দ করত না
উত্তর:C- জামাইয়ের বয়স ছিল বেশি
প্রশ্ন: ভাঙ্গা পাঁচিলের ধারে ছোটো জমিতে ক্ষেন্তি আর তার ছোট বোন যা করছিল-
A) খেলা করছিল
B) গাছ থেকে আম পারছিল
C) তরকারির খেত তৈরির প্রস্তুত নিচ্ছিল
D)মা-র ওপর অভিমান করে চুপচাপ বসেছিল
উত্তর:C- তরকারির খেত তৈরির প্রস্তুত নিচ্ছিল
প্রশ্ন: বেহারার কোথায় বরের পালকি নামিয়েছিল?
A) আমলকীতলায়
B) আমতলায়
C) বটতলায়
D) বাবলাতলায়
উত্তর:A- আমলকীতলায়
প্রশ্ন: ক্ষেন্তির তরকারির খেত একমাত্র সজীব কাজ ছিল-
A) একটা লাউয়ের চারা
B) একটা পুঁইশাকের চারা
C) একটা ফলসার চারা
D) একটা কুমড়ো গাছ
উত্তর:B- একটা পুঁইশাকের চারা
প্রশ্ন: বিয়ের সময় ক্ষেন্তি কোন্ রঙের চেলি পড়েছিল?
A) লাল রঙের
B) বাসন্তি রঙের
C) বালুচরের রঙের
D) টিয়া রঙের
উত্তর:C- বালুচরের রঙের
প্রশ্ন:”এখন যে জল না পেয়ে মরে যাবে”।-যা মরে যাওয়ার কথা বলা হয়েছে?
A) একটা শীর্ণ লাউয়ের চারা
B) পুঁইশাকের চারা
C) করবীর চারা
D) মাগুর মাছ
উত্তর:B- পুঁইশাকের চারা
প্রশ্ন:”আগে নাতি হোক-তবে তো——“কথাটি কে বলেছিল?
A) সহায়হরি
B) পাড়ার জনৈক জ্যাঠাইমা
C) ওপাড়ার ঠানদিদি
D) অন্নপূর্ণা
উত্তর:C- ওপাড়ার ঠানদিদি
প্রশ্ন: সহায়হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন-
A) বিছানায় অঘোরে ঘুমাচ্ছে
B) বাগানে খেলা করছে
C)মা-র কাছে বসে আছে
D) কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে
উত্তর:D- কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে
প্রশ্ন: ক্ষেন্তির মুখ রাঙ্গা হয়ে উঠেছিল কেন?
A) স্বামীর কথা শুনে
B) সন্তানের কথা শুনে
C) বাবার কথা শুনে
D) মায়ের কথা শুনে
উত্তর:B- সন্তানের কথা শুনে
প্রশ্ন: সহায়হরির মেয়েরা কাঁঠালতলায় দাঁড়িয়েছিল-
A) বাড়ির বাইরে যাবে বলে
B) তারা বাবার জন্য অপেক্ষা করছিল
C) রোদ পোহাবে বলে
D) গাছ থেকে কাঁঠাল পাড়া হবে বলে
উত্তর:C- রোদ পোহাবে বলে
প্রশ্ন: অন্নপূর্ণার মন কখন হুহু করত?
A) যখন পুঁইশাকের চচ্চড়ি রান্না করতেন
B) যখন পিঠে পুলি বানাতেন
C) যখন বিকেল বেলায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে
D) যখন সন্ধ্যা নামত
উত্তর:C- যখন বিকেল বেলায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে
প্রশ্ন: শীতের সকালে ক্ষেন্তিকে দেখা যায়-
A) গাড়ি চাদর দিয়ে রোদে দাঁড়িয়ে আছে
B) খেজুর রস নিয়ে বাড়িতে আসছে
C) বোনেদের সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে
D) মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে
উত্তর:D- মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে
প্রশ্ন:’অনাচারী লোভী মেয়ে’বলে কাকে বিশেষিত করা হয়েছে?
A) পুঁটিকে
B) রাধীকে
C) দুর্গাকে
D) ক্ষেন্তিকে
উত্তর:D- ক্ষেন্তিকে
প্রশ্ন: সহায়হরি ক্ষেন্তির জন্য জামা কিনেছিলে-
A) স্টেশনের বাজার থেকে
B) পাড়ার দোকান থেকে
C) হরিপুরের রাসের মেলা থেকে
D) শ্যামপুরের রথের মেলা থেকে
উত্তর:C- হরিপুরের রাসের মেলা থেকে
প্রশ্ন: ক্ষেন্তিকে কোন রোগ আক্রমণ করেছিল?
A) কলেরা
B)হাম
C) বসন্ত
D) ইনফ্লুয়েঞ্জা
উত্তর:C- বসন্ত
প্রশ্ন: উঠোনের মাচায় রোদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছি-
A) কুলের আচার
B) চালতার আচার
C) আমসত্ত্ব
D) ভেজা কাঠ
উত্তর:C- আমসত্ত্ব
প্রশ্ন: ক্ষেন্তির শশুরের কাছে সহায়হরির কত টাকা পণ বাকি ছিল?
A) হাজার টাকা
B) পাঁচশত টাকা
C) আড়াইশো টাকা
D) একশো টাকা
উত্তর:C- আড়াইশো টাকা
প্রশ্ন: উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল-
A) বৈশাখ – জ্যৈষ্ঠ মাসে
B) শ্রাবণ – ভাদ্র মাসে
C) আশ্বিন – কার্তিক মাসে
D) ফাল্গুন – চৈত্র মাসে
উত্তর:D- ফাল্গুন – চৈত্র মাসে
প্রশ্ন: পুজোর তত্ত্ব কম করে কত টাকার হবে?
A)১০০ টাকার
B)২০০ টাকার
C)৩০ টাকার
D)৫০ টাকার
উত্তর:C- ৩০ টাকার
প্রশ্ন:”রোদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু – হু করি তো—-“অন্নপূর্ণার এই মন খারাপ-
A) এ বছর বেশি আমসত্ত্ব দিতে পারেনি সেজন্য
B) পুঁটি আমসত্ত চাওয়ায় তাকে বকেছিল সে জন্য।
C) আমসত্ত্ব ভালবাসত যে ক্ষেন্তি সে কাছে না থাকার জন্য
D) এই আম কুড়োনোর জন্য সে ক্ষেন্তিকে বকেছিল সেজন্য
উত্তর:C- আমসত্ত্ব ভালবাসত যে ক্ষেন্তি সে কাছে না থাকার জন্য
প্রশ্ন: সহায়হরি মেয়েকে শ্বশুরবাড়িতে কোন্ মাসে দেখতে গিয়েছিলেন?
A) ভাদ্রমাসে
B) আশ্বিনমাসে
C) ফাল্গুনমাসে
D) পৌষমাসে
উত্তর:D- পৌষমাসে
প্রশ্ন:”মা, বলল একটা কথা?”-ক্ষেন্তির কথাটি ছিল-
A) পুজোর আগে যেন তাকে শ্বশুরবাড়ি থেকে আনা হয়।
B) মা তাকে যদি আমসত্ত্বের কোণা একটুখানি ছিঁড়ে খেতে দেয়
C) আম পাকলে মা যেন আমসত্ত্ব দেয়
D) পুঁটি এবং রাধীকে যেন তার শ্বশুরবাড়িতে পাঠানো হয়
উত্তর:B- মা তাকে যদি আমসত্ত্বের কোণা একটুখানি ছিঁড়ে খেতে দেয়
প্রশ্ন: সহায়হরি তার পূর্বপুরুষ হিসেবে কার নামে গর্ভ অনুভব করেছেন?
A) পরমব্রত চ্যাটার্জি
B) পরমেশ্বর চ্যাটার্জি
C) পরাশর চ্যাটার্জি
D) পরমভৃত্য চ্যাটার্জি
উত্তর:B- পরমেশ্বর চ্যাটার্জি
প্রশ্ন: ঘরের দাওয়ায় বসে সহায়হরি কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে-
A) বিষ্ণু সরকার
B) তারক খুড়ো
C) কালীময়
D) কেষ্ট মুখুজ্জে
উত্তর:A- বিষ্ণু সরকার
প্রশ্ন:’এমন চামার’-কাদের সম্পর্কে সহায়হরি এ কথা বলেছেন?
A) অন্নপূর্ণার বাপের বাড়ির লোকের সম্বন্ধে
B) গ্রামের কর্তা ব্যক্তিদের সম্বন্ধে
C) ক্ষেন্তির শশুরবাড়ির সম্বন্ধে
D) ক্ষেন্তির বন্ধুদের সম্বন্ধে
উত্তর:C- ক্ষেন্তির শশুরবাড়ির সম্বন্ধে
প্রশ্ন: বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলার সময় সহায় হরি যা করছিল-
A) কাগজের ঠোঙা বানাচ্ছিল
B) তেল মাখছিল
C) জল দেওয়া ভাত খাচ্ছিল
D) তামাক সাজছিল
উত্তর:D- তামাক সাজছিল
প্রশ্ন: ক্ষেন্তির রোগগ্ৰস্ত অবস্থায় তার শ্বশুরবাড়ি লোক কোথায় রেখে এসেছিল?
A) গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র
B) শহরের হাসপাতালে
C) সহায়হরির বাড়িতে
D) সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে
উত্তর:D- সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে
প্রশ্ন: বিষ্ণু সরকার বসেছিলেন-
A) মাটিতে
B) শতরঞ্জিতে
C) আসনে
D) তালপাতা চাটাইয়ে
উত্তর:D- তালপাতা চাটাইয়ে
প্রশ্ন:’.…… তাঁহারা কখনো জ্ঞানে দেখেন নাই।’-কী?
A) প্রবল বর্ষা
B) প্রবল শীত
C) প্রবল দাবদাহ
D) প্রবল ঝড়
উত্তর:B- প্রবল শীত
প্রশ্ন: তালপাতার চাটাইয়ে বিষ্ণু সরকারের বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল-
A) তিনি যোগাসন করছেন
B) ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন
C) তিনি কথায় সুর বসাচ্ছেন
D) তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন
উত্তর:D- তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন
প্রশ্ন: অন্নপূর্ণা কোন্ পিঠে তৈরীর জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিল?
A) আসকে পিঠে
B) পুলি পিঠে
C) সরুচাকলি
D) ভাজা পিঠে
উত্তর:C- সরুচাকলি
প্রশ্ন: ক্ষেন্তির যে অসুখ করেছিল-
A) ম্যালেরিয়া
B) বসন্ত
C) কলেরা
D) টাইফয়েড
উত্তর:B- বসন্ত
প্রশ্ন: তারা উনানের পাশে বসে আগুন পোহাচ্ছিল?
A) রাধী ও দুর্গা
B) রাধী ও অন্নপূর্ণা
C) পুঁটি ও রাধী
D) অন্নপূর্ণা ও পুঁটি
উত্তর:C- পুঁটি ও রাধী
প্রশ্ন: ক্ষেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল-
A) একশো টাকা
B) আড়াইশো টাকা
C) তিনশো টাকা
D) হাজার টাকা
উত্তর:B- আড়াইশো টাকা
প্রশ্ন: মিঠে আঁচে পিঠে ফুলে ওঠে
A) লুচির মতো
B) টোপরের মতো
C) ফুচকার মতো
D) বলের মতো
উত্তর:B- টোপরের মতো
প্রশ্ন:”একেবারে চামার…..”যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে-
A)কালীময়
B) ক্ষেন্তির শশুরবাড়ি
C) রায়বাড়ি
D) শ্রীমন্ত মজুমদার
উত্তর:B- ক্ষেন্তির শশুরবাড়ি
প্রশ্ন: প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করা হয়েছিল?
A) ষাঁড়া- ষষ্ঠীকে
B) গণেশকে
C) বিষ্ণুকে
D) শিবকে
উত্তর:A- ষাঁড়া- ষষ্ঠীকে
প্রশ্ন: সহায়হরির হিসাবমতো ক্ষেন্তির শ্বশুরবাড়িতে পুজোর তত্ত্বে খরচ ছিল-
A) কুড়ি টাকা
B) তিরিশ টাকা
C) পঞ্চাশ টাকা
D)একশ টাকা
উত্তর:B- তিরিশ টাকা
প্রশ্ন: খিড়কি-দোর খুলতেই কোন্ জন্তু ঝোপের মধ্যে পালালো?
A) খট্টাস জাতীয় প্রাণী
B) একটা শিয়াল
C) একটা গন্ধগোকুল
D) একটা হায়না
উত্তর:B- একটা শিয়াল
প্রশ্ন: ক্ষেন্তির সম্পর্কে নীচের কোনটি শ্বশুরবাড়িতে বলা হত?
A) বড়ো অহংকারী মেয়ে
B) গতর নাড়ায় না
C) ছোটোলোকের মেয়ের মত চলে
D) নিজেকে নবাবনন্দিনী মনে করে
উত্তর:C- ছোটোলোকের মেয়ের মত চলে
প্রশ্ন: গত বছর লেবুর চারা কে তুলে এনেছিল?
A) ক্ষেন্তি
B)রাধী
C) অন্নপূর্ণা
D) সহায়হরি
উত্তর:C- অন্নপূর্ণা
প্রশ্ন: সহায়হরি ক্ষেন্তিকে শশুর বাড়িতে দেখতে গিয়েছিল-
A) আষাঢ় মাসে
B) আশ্বিন মাসে
C) পৌষ মাসে
D) ফাল্গুন মাসে
উত্তর:C- পৌষ মাসে
প্রশ্ন:”পুঁইমাচা”নামটি কোন্ তাৎপর্য বহন করে?
A) পুঁইশাকের গাছকে
B) অভাবকে
C) সমাজে নারীর অবস্থানকে
D) ক্ষেন্তিকে
উত্তর:C- সমাজে নারীর অবস্থানকে
প্রশ্ন:”কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না”-এই দু-জন হল-
A) সহায়হরি -অন্নপূর্ণা
B) সহায়হরি-বিষ্ণু সরকার
C) সহায়হরি -ক্ষেন্তি
D) ক্ষেন্তি -পুঁটি
উত্তর:B- সহায়হরি-বিষ্ণু সরকার
প্রশ্ন: সহায়হরি চাটুজ্যে এই নামের মধ্যে চরিত্রটির কোন্ শ্রেণীগত পরিচয় পাওয়া যায়?
A) তিনি গরিব
B) তিনি পন্ডিত
C) তিনি ব্রাহ্মণ
D) তিনি পিতা
উত্তর:C- তিনি ব্রাহ্মণ
প্রশ্ন: তারক খুড়োর কাছ থেকে সহায়হরির রস আনতে চায়-এর মধ্যে দিয়ে আমরা কী বুঝতে পারি?
A) সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা আর নেই
B) তারক খুড়ো খুব ভালো লোক
C) সহায়হরি রস খেতে ভালোবাসে
D) সহায়হরি তারক খুড়োর কাছে টাকা পেত
উত্তর:A- সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা আর নেই
প্রশ্ন:”যেমনি মেয়ে ঠিক তেমনি বাপ”-বলেছিল-
A) বিষ্ণু সরকার
B) ক্ষেন্তির শ্বশুর
C) ক্ষেন্তির শাশুড়ি
D)শ্রীমন্ত মজুমদার
উত্তর:C- ক্ষেন্তির শাশুড়ি
প্রশ্ন:”আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না”-এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কোন্ দিকটিকে ইঙ্গিত করা হয়েছে?
A) তাদের বসন্ত হয়েছে
B) নির্দিষ্ট বয়সে মেয়ের বিয়ে না দেওয়ায় পুরুষতান্ত্রিক সমাজ তাদের একঘরে করতে পারে
C) তাদের বাড়ির জল জীবাণুমুক্ত নয়
D) উক্ত সব ক – টি
উত্তর:B- নির্দিষ্ট বয়সে মেয়ের বিয়ে না দেওয়ায় পুরুষতান্ত্রিক সমাজ তাদের একঘরে করতে পারে
প্রশ্ন: সহায়হরির প্রতি ক্ষেন্তির শাশুড়ির অভিযোগ ছিল-
A) বেয়াই বাড়িতে তাদের নেমন্তন্ন হয় না
B) ক্ষেন্তির পুজোর সময় বাপের বাড়ি নিয়ে যায় না
C) ক্ষেন্তির বাবা-মা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে
D) পৌষ মাসের সময় খালিহাতে মেয়ে দেখতে এসেছে
উত্তর:D- পৌষ মাসের সময় খালিহাতে মেয়ে দেখতে এসেছে
প্রশ্ন:”যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে।”-‘পাথুরে বোকা’কথাটির অর্থ কী?
A) পাথরের মত বোকা
B) পাথরের মতো শক্ত
C) যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে
D) যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝেনা
উত্তর:D- যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝেনা
প্রশ্ন: সহায়হরির কথামতো যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে-
A) পরমেশ্বর মুখুজ্জে
B) পরমেশ্বর চাটুজ্জে
C) ত্রিলোকেশ্বর মুখুজ্জে
D) কৃষ্ণচন্দ্র চাটুজ্জে
উত্তর:B- পরমেশ্বর চাটুজ্জে
প্রশ্ন:”কালীমায়ের চন্ডীমণ্ডপে সে দিন বৈকাল বেলা সহায়হরির ডাক পরিল”-চন্ডীমণ্ডপটি কীসের প্রতীক?
A) মন্দিরের
B) বিচার ব্যবস্থার
C) ব্রাহ্মণ্যতন্ত্রের
D) মা কালীর
উত্তর:C- ব্রাহ্মণ্যতন্ত্রের
প্রশ্ন: পরমেশ্বর চাটুজ্জের নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত-
A) সিরাজের আমলে
B) মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে
C) নীলকুঠির আমলে
D) ক্লাইভের আমলে
উত্তর:C- নীলকুঠির আমলে
প্রশ্ন: হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়-এর মধ্যে দিয়ে কোন্ অর্থ প্রকাশ পেয়েছে?
A) বিয়েটি ছিল জাঁকজমকপূর্ণ
B) বিয়েটি ছিল প্রেমের
C) বিয়ে দিয়ে পিতা কন্যাদায় থেকে মুক্তি পান
D) উক্ত সব ক -টি
উত্তর:C- বিয়ে দিয়ে পিতা কন্যাদায় থেকে মুক্তি পান
প্রশ্ন:”সহায়হরি শুদ্ধস্বরে হা হা কোরিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন “-এই হাসি যা বোঝানোর জন্য-
A) সাহস
B) আভিজাত্যের গৌরব
C) উপেক্ষা
D) উত্তেজনা না থাকা
উত্তর:B- আভিজাত্যের গৌরব
প্রশ্ন:”তেরোয় আর ষোলোয় তফাৎ কিসের শুনি?”-এ কথাটির অর্থ কী?
A) তেরো এবং ষোলোর মধ্যে কোনো পার্থক্য নেই
B) এর মধ্যে আছে বাল্যবিবাহের প্রসঙ্গ
C) ক্ষেন্তির বয়স তেরো বছর
D) ক্ষেন্তির বয়স ষোলো বছর
উত্তর:B- এর মধ্যে আছে বাল্যবিবাহের প্রসঙ্গ
প্রশ্ন: বসন্ত হওয়ার পর ক্ষেন্তিকে রেখে আসা হয়েছিল-
A) তার বাবার বাড়িতে
B) টালায় সহায়হরির এক দূর -সম্পর্কের বোনের বাড়িতে
C) গ্রামের মন্দিরের সামনের উঠোনে
D) গঙ্গার ধারে
উত্তর:B- টালায় সহায়হরির এক দূর -সম্পর্কের বোনের বাড়িতে
প্রশ্ন:’পুঁইমাচা’এই গল্পে পাত্রদের নামের কোনো উল্লেখ নেই কেন?
A) এই পাত্ররা ছিল উন্নত
B) এই পাত্ররা ছিল চাকুরিজীবী
C) এরা পুরুষ সমাজের প্রতীক
D) কোনোটিই নয়
উত্তর:C- এরা পুরুষ সমাজের প্রতীক
প্রশ্ন: বসন্ত-আক্রান্ত ক্ষেন্তিকে দূর -সম্পর্কের আত্মীয়র বাড়িতে রেখে আসার আগে তার শ্বশুরবাড়ির লোকেরা যা করেছিল-
A) গয়নাগুলো গা থেকে খুলে নিয়েছিল
B) চিকিৎসা বন্ধ করে দিয়েছিল
C) তার বাবার বাড়িতে খবর পাঠিয়েছিল
D) ঘরের বাইরে রেখে দিয়েছিল
উত্তর:A- গয়নাগুলো গা থেকে খুলে নিয়েছিল
প্রশ্ন:”পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টিনিক্ষেপ করিলেন”-খিড়কির দিকে তাকানোর কারন কী?
A) অন্নপূর্ণা যেন দেখতে না পায়
B) ক্ষেন্তি যেন তাড়াতাড়ি আসে
C) সেখান থেকে যেন দ্রুত যাওয়া যায়
D) খিড়কি যেন খোলা না থাকে
উত্তর:A- অন্নপূর্ণা যেন দেখতে না পায়
প্রশ্ন: অন্নপূর্ণা চালের গুড়োর গোলা তৈরি করেছিল-
A) পাটিসাপটার জন্য
B) সরুচাকলি পিঠের জন্য
C) রসবরড়ার জন্য
D) গোকুল পিঠের জন্য
উত্তর:B- সরুচাকলি পিঠের জন্য
প্রশ্ন: ক্ষেন্তিকে শুদ্ধ কাপড় পরিয়ে পিঠে করার কাজে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে অন্নপূর্ণা। এর কারণ কী?
A) অন্নপূর্ণার মনে কুসংস্কার আছে
B) অন্নপূর্ণা জানে, তা না হলে পিঠে ফুলবে না
C) ক্ষেন্তি বনেবাদাড়ে ঘুরে বেড়ায়
D) উক্ত সব ক -টি
উত্তর:D- উক্ত সব ক -টি
প্রশ্ন: উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল-
A) সহায়হরি
B) সহায়হরি ও ক্ষেন্তি
C) ক্ষেন্তি ও পুঁটি
D) পুঁটি ও রাধী
উত্তর:D- পুঁটি ও রাধী
প্রশ্ন: অন্নপূর্ণা পাঁচ আঙুলের মুদ্রা দুই মেয়েকে গোলা দিয়েছে কেন?
A) এটি একটি স্টাইল
B) গোলা অল্পই ছিল
C) গোলা বেশি খেলে পিঠে খেতে পারবে না
D)খ ও গ উভয়ই
উত্তর:D- খ ও গ উভয়ই
প্রশ্ন:সরুচাকলি তৈরি সময় অন্নপূর্ণা গোলা ঢেলে যা দিয়ে চেপে ধরেছিলেন-
A) বাটি
B) মুচি
C)হাতা
D) নারকেলের মালা
উত্তর:B- মুচি
প্রশ্ন: মেজোমেয়ে ও ক্ষেন্তি জ্যাঠাইমাদের পিঠে নিয়ে অনেক কথা বললেও অন্নপূর্ণা কোনো কথা বলেনি। এর কারণ কী?
A) জ্যাঠাইমাদের সঙ্গে অন্নপূর্ণার ঝগড়া আছে
B) খেঁদি যা বলেছিল তা সত্য
C) খ ও গ উভয়ই
D) কোনটিই নয়
উত্তর:C- খ ও গ উভয়ই
প্রশ্ন: প্রথম পিঠে পুঁটি যাকে দিতে আসতে চেয়েছিল-
A) ষাঁড়া ষষ্ঠীকে
B) অন্নপূর্ণার মন্দিরে
C) শীতলা ষষ্ঠীর স্থানে
D) মানিক পীরের মাজারে
উত্তর:A- ষাঁড়া ষষ্ঠীকে
প্রশ্ন:”এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি ।”-এটা কি ভাল মেয়ের বৈশিষ্ট্য হতে পারে?
A) অবশ্যই নয়
B) ভালো মেয়ের এ বৈশিষ্ট্য সমাজ দ্বারা নির্ধারিত
C) পুরুষের অত্যাচার সহ্য করার সুপরিকল্পিত একটি প্রবণতা এখানে আছে
D)খ ও গ উভয়ই
উত্তর: D- খ ও গ উভয়ই
প্রশ্ন:ষাঁড়াগাছের ঝোপের মাথায় ছিল-
A) তেলাকুচো লতার থোল
B) টোনাটুনি পাখির বাসা
C) চিলের ডাল
D) অন্ধকারের জোটা
উত্তর:A- তেলাকুচো লতার থোল
প্রশ্ন:”ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বোসতো দেখি। গরম গরম দিই।”-এ বর্ণনার মধ্যে দিয়ে অন্নপূর্ণার কোন রূপটি প্রকাশ পেয়েছে?
A) মায়ের শাসনকারী রূপ
B) মায়ের আদুরে রূপ
C) অন্নপূর্ণার, অন্নপূর্ণারুপি মায়ের রূপ
D) অন্নপূর্ণার রন্ধনপটু রুপ
উত্তর:C- অন্নপূর্ণার, অন্নপূর্ণারুপি মায়ের রূপ
প্রশ্ন: পুঁটি ও রাধী খিড়কির দরজা খুলতেই ছুটে পালিয়েছিল-
A) একটা কুকুর
B) তাদের পোষা বেড়াল
C) একটা শিয়াল
D) অজানা কিছু
উত্তর:C- একটা শিয়াল
প্রশ্ন:”তিনি ক্ষেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন”-সুপুষ্ট বিশেষণটি গল্পের শেষে আর একবার ব্যবহৃত হয়েছে পুঁই গাছটি প্রসঙ্গে। এর তাৎপর্য কী?
A) ক্ষেন্তি সুন্দর
B) ক্ষেন্তির হাত ও পুঁইডাঁটা সমীকৃত হয়ে গেছে
C) ক্ষেন্তি পুঁইশাক খেতে ভালোবাসে
D)পুঁইগাছটি সুন্দর
উত্তর:B- ক্ষেন্তির হাত ও পুঁইডাঁটা সমীকৃত হয়ে গেছে
প্রশ্ন: পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল-
A)ঘেঁটু বনে
B)আশ শ্যাওড়ার বনে
C) ষাঁড়াগাছের ঝোপের মাথায়
D) ডোবার দিকে
উত্তর:C- ষাঁড়াগাছের ঝোপের মাথায়
প্রশ্ন: দ্বিতীয় পক্ষে ক্ষেন্তির বিবাহ হয়েছে-এ থেকে অনুমান করা যায় ক্ষেন্তির
A) বাল্যবিবাহ হয়েছে
B) বহুবিবাহ হয়েছে
C) পরিবার পণপ্রথা শিকার
D) বড়ো ঘরের বিবাহ হয়েছে
উত্তর:B- বহুবিবাহ হয়েছে
প্রশ্ন: পুঁটি টি ভয় পেয়েছিল-
A) শিয়ালের ডাকে
B) বাঁশবনের নিস্তব্ধতায়
C) রাধী চিৎকারে
D) মেঘ ডাকার কারণে
উত্তর:B- বাঁশবনের নিস্তব্ধতায়
প্রশ্ন:”এক বছরের ওপর হইয়া গিয়াছে।”-এখানে কোন্ ঘটনাকে ইঙ্গিত পূর্ণ করে তোলা হয়েছে?
A) ক্ষেন্তির মৃত্যু
B) ক্ষেন্তির বসন্ত রোগ
C) ক্ষেন্তির বিবাহ
D) সহায়হরির বিষ্ণু সরকারের সঙ্গে গল্প করা
উত্তর:C- ক্ষেন্তির বিবাহ
প্রশ্ন: পুঁটি পিঠে ফেলে এসেছিল সেখানে যেখানে থেকে আগের বছর তার মা-
A) লেবুর চারা তুলে এনেছিল
B) কলমি শাক তুলেছিল
C) একটা পাথরের মূর্তি কুড়িয়ে পেয়েছিল
D) পূর্ণিমা রাত্রে যাওয়ার সময়ে ভয় পেয়েছিল
উত্তর:A- লেবুর চারা তুলে এনেছিল
প্রশ্ন:”কিছুক্ষণ দুজনের কোন কথা শোনা গেল না।”-এই বর্ণনার তাৎপর্য কী?
A) অন্নপূর্ণা আস্তে কথা বলে
B) বৃষ্ণু সরকার আস্তে কথা বলে
C) সহায়হরি ও বিষ্ণু সরকার আস্তে কথা বলে
D) প্রিতৃহৃদয়ের বেদনা পিতার হৃদয়ে গোপন থেকে যায়
উত্তর:D- প্রিতৃহৃদয়ের বেদনা পিতার হৃদয়ে গোপন থেকে যায়
প্রশ্ন: জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল-
A) একটি শিয়াল
B) একটি কাঠঠোকরা পাখি
C) হুতুম প্যাঁচা
D) ময়না
উত্তর:B- একটি কাঠঠোকরা পাখি
প্রশ্ন:”নাঃ,সব তো আর”-বিষ্ণু সরকারের এই অসমাপ্ত কথাটি…….. কী হতে পারে?
A) মেনে নেওয়া যায় না
B) বলা যায় না
C)ক ও খ উভয়ই
D) কোনোটিই নয়
উত্তর:C- ক ও খ উভয়ই
প্রশ্ন: দুই বোনের খাওয়ার জন্য পুঁটি যা করেছিল-
A) খাওয়ার জায়গা পরিষ্কার করেছিল
B) শাল পাতার থালা নিয়ে আসছিল
C) পিঠের বাটিগুলো নিয়ে আসছিল
D) কলার পাতা চিরছিল
উত্তর:D- কলার পাতা চিরছিল
প্রশ্ন:”বাঘে-গরুতে এক ঘাটে জল খেয়েছে”-এটি একটি
A) বাস্তব ঘটনা
B) বাগধারা
C) প্রবাদ
D) কথার কথা
উত্তর:C- প্রবাদ
প্রশ্ন:”পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল”-
A) অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয়নি
B) বাবা ফিরলে একসঙ্গে খাবে
C) তাদের খাওয়াতে গিয়ে মা-র খাওয়া হয় না
D) দিদি পিঠে খেতে খুব ভালোবাসতো
উত্তর:D- দিদি পিঠে খেতে খুব ভালোবাসতো
প্রশ্ন:’কালীঘাটে পুজো’দেওয়ার তাৎপর্য কী?
A) কালী একটি দেবী
B) ক্ষেন্তির শাশুড়ি কালীভক্ত
C) কালী মহাদেবের বক্ষে দাঁড়ানো শক্তির প্রতীক। এই নারী শক্তিকে পুজো দিলেও ক্ষেন্তির শাশুড়ির চেতনার কোন পরিবর্তন হয়নি
D) তারা মানত করেছিল
উত্তর:C- কালী মহাদেবের বক্ষে দাঁড়ানো শক্তির প্রতীক। এই নারী শক্তিকে পুজো দিলেও ক্ষেন্তির শাশুড়ির চেতনার কোন পরিবর্তন হয়নি
প্রশ্ন:”…… খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল”-
A) পুঁটি
B) অন্নপূর্ণা
C) অন্নপূর্ণা ও সহায়হরি
D) অন্নপূর্ণা-পুঁটি-রাধী
উত্তর:D- অন্নপূর্ণা-পুঁটি-রাধী
প্রশ্ন:”তা আমি গিয়ে দেখতে পাওনি”?-সহায়হরির বক্তব্য শেষ হওয়ার আগেই বিষ্ণু সরকার বিবৃতিটি পূর্ণ করেছে।-এর অর্থ কী?
A) বিষ্ণু সরকার সহায়হরির বন্ধু
B) বিষ্ণু সরকার আগে থেকে সব জানতো
C) একজন কন্যাদায়গ্ৰস্ত পিতা অন্য-একজন কন্যার পিতৃহৃদয় অনুভব করতে পারে
D) কোনোটিই নয়
উত্তর:C- একজন কন্যাদায়গ্ৰস্ত পিতা অন্য-একজন কন্যার পিতৃহৃদয় অনুভব করতে পারে
প্রশ্ন: অন্নপূর্ণা এবং তার দুই মেয়ের দৃষ্টি নিবন্ধ হয়েছিল বাড়ির কোণের যেদিকে-
A) ক্ষেন্তি খেলা করত
B) ক্ষেন্তি বসে পিঠে খেতো
C) ক্ষেন্তির পোঁতা পুঁইগাছটি ছিল
D) অন্নপূর্ণা ক্ষেন্তির আনা পুঁইশাক ফেলে দিয়েছিল
উত্তর:D) অন্নপূর্ণা ক্ষেন্তির আনা পুঁইশাক ফেলে দিয়েছিল
প্রশ্ন:”আজ আবার পৌষ – পার্বণের দিন”।-আবার’কথাটি ব্যবহারের তাৎপর্য কী?
A) এক পৌষ পার্বণে ক্ষেন্তি বিবাহ যোগ্য হয়ে উঠেছিল। এই পৌষ – পার্বণে পুঁটি বিবাহযোগ্য হয়ে উঠেছে
B) আগের পৌষ পার্বণে ক্ষেন্তি কাছে ছিল। এই পৌষ পার্বণে সে আর নেই
C)ক ও খ উভয়ই
D) কোনোটিই নয়
উত্তর:B- আগের পৌষ পার্বণে ক্ষেন্তি কাছে ছিল। এই পৌষ পার্বণে সে আর নেই
প্রশ্ন: ক্ষেন্তির পোঁতা পুঁইগাছটি যেন ছিল –
A) জীবনের একচিলতে বিস্ময়
B) কৌশোরের স্বপ্নের প্রথম বেড়ে ওঠা
C) তিন বোনের মিলিত সম্পর্ক
D) ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য
উত্তর:D- ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য
প্রশ্ন:ষাঁড়া-ষষ্ঠীকে প্রথম পিঠে ফেলে দিয়ে আসার মধ্যে কোন্ লোকবিশ্বাসটি ফুটে উঠেছে?
A) এটি একটি কুসংস্কার
B) তারা ষাঁড়া-ষষ্ঠীকে ভক্তি করে
C) সন্তান বেঁচে থাকার একটি বিশ্বাস-এর মধ্যে আছে
D) কোনোটিই নয়
উত্তর:C- সন্তান বেঁচে থাকার একটি বিশ্বাস-এর মধ্যে আছে
প্রশ্ন:’পুঁইমাচা গল্পটি কার লেখা?
A) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
B) মানিক বন্দ্যোপাধ্যায়
C) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর:D- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন:’জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে’-এর তাৎপর্য কী?
A) বিশ্বসৃষ্টির সৌন্দর্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে
B) জ্যোৎস্নার ধর্ম আটকে থাকা
C) চন্দ্রগ্রহণ হয়েছে
D) কোনোটিই নয়
উত্তর:A) বিশ্বসৃষ্টির সৌন্দর্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে
প্রশ্ন:’পুঁইমাচা ‘গল্পটির প্রথম পত্রিকা প্রকাশ হয়েছিল-
A)১৩৩১ বঙ্গাব্দের মাঘ সংখ্যায়
B)১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়
C)১৩৩৮ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়
D)১৩৩৮ বঙ্গাব্দের মাঘ সংখ্যায়
উত্তর:A- ১৩৩১ বঙ্গাব্দের মাঘ সংখ্যায়
প্রশ্ন:’মেয়েটির লোভের স্মৃতি’-এখানে ‘লোভ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A) বেঁচে থাকার তীব্র ইচ্ছা অর্থে
B) মৃত্যু অর্থে
C) পেটুক অর্থে
D) ভোজন রসিক অর্থে
উত্তর:A- বেঁচে থাকার তীব্র ইচ্ছা অর্থে
প্রশ্ন:’পুঁইমাচা’গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশ হয়-
A) শ্রাবণ, ১৩৩৮ বঙ্গাব্দে
B) মাঘ, ১৩৩১ বঙ্গাব্দে
C) শ্রাবণ, ১৩৩১ বঙ্গাব্দে
D)মাঘ,১৩৩৮ বঙ্গাব্দে
উত্তর:A- শ্রাবণ, ১৩৩৮ বঙ্গাব্দে
প্রশ্ন:’পুঁইমাচা’গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশ হয় –
A)১৯৩১ সালে
B)১৯২৯ সালে
C)১৯৩৮ সালে
D)১৯১৩ সালে
উত্তর:A- ১৯৩১ সালে
প্রশ্ন:’পুঁইমাচা’গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে প্রথমবার প্রকাশিত হয় যে প্রকাশনা সংস্থা থেকে—-
A) কাত্যায়নী বুকস্টল
B) শ্রীগুরু লাইব্রেরি
C) বরেন্দ্র লাইব্রেরি
D) মিত্র ও ঘোষ
উত্তর:C- বরেন্দ্র লাইব্রেরি
Puimacha Bibhutibhushan Bandyopadhyay
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীPuimacha Bibhutibhushan Bandyopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি… Read more: Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !Primary TET Online Course : বন্ধুরা, আপনাদের জন্য একটি চমৎকার সংবাদ রয়েছে। কর্মসাথী কোচিং সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির একটি সহজ ও কার্যকর সমাধান। এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে পারবেন। এই কোর্সে রয়েছে ভিডিও লেকচার, স্টাডি মেটিরিয়েল, মক টেস্ট এবং আরও অনেক কিছু। এবং এই… Read more: Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !
- PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপসPSC Clerkhsip Question Paper : সরকারি চাকরির জগতে পিএসসি ক্লার্কশিপ একটি আকর্ষণীয় পদ। তবে এটি জয় করার জন্য আপনাকে নিবেদিত, পুংখানুপুঙ্খ প্রস্তুতি এবং পরীক্ষার ফর্ম্যাট সম্পর্কে অবগতি থাকতে হবে। আপনি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তা বুঝতে পারলেই সাফল্য লাভের সম্ভাবনা বাড়ে। আপনাকে সাহায্য করার জন্য, আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাধারণত জিজ্ঞাসিত 30টি গুরুত্বপূর্ণ মাল্টিপল… Read more: PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপস