সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা / মাধ্যমিক ইতিহাস / দ্বিতীয় অধ্যায়

Reform: Features and Reviews-chapter2-madhyamik History
Reform: Features and Reviews-chapter2-madhyamik History

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা / মাধ্যমিক ইতিহাস / দ্বিতীয় অধ্যায়

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1.ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে-

a. বাংলায়     

b. বোম্বাইয়ে

c. মাদ্রাজে

d. দিল্লিতে

Ans-1.ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে-

2. প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন-

a. রামানন্দ চট্টোপাধ্যায়

b. গঙ্গাকিশোর ভট্টাচার্য

c. দ্বারকানাথ বিদ্যাভূষণ

d. অক্ষয়কুমার দত্ত

Ans- b. গঙ্গাকিশোর ভট্টাচার্য

3. উনিশ শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িকপত্র ছিল-

a. হিন্দু প্যাট্রিয়ট

b. গ্রামবার্ত্তাপ্রকাশিকা

c. সমাচার দর্পন 

d. বামাবোধিনি

Ans- d. বামাবোধিনি

4. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন-

a. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

b. অক্ষয়কুমার দত্ত

c. মধুসূদন রায়

d. দীনবন্ধু মিত্র

Ans- c. মধুসূদন রায়

5. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

a. হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

b. মধুসূদন রায়

c. অক্ষয়কুমার দত্ত

d. দীনবন্ধু মিত্র

Ans- a. হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

6. ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়-

a. গ্রাম্বার্ত্তাপ্রকাশিকায়

b. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

c. বামাবোধিনী পত্রিকায়

d. ভারতী পত্রিকায়

Ans- b. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

7. প্রথম কোন্‌ পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?

a. হিন্দু প্যাট্রিয়ট-এ

b. বামাবোধিনী-তে

c. সম্বাদ প্রভাকর-এ

d. গ্রাম্বার্ত্তাপ্রকাশিকা-তে

Ans- d. গ্রাম্বার্ত্তাপ্রকাশিকা-তে

8. ‘হুতোমপ্যাঁচার নক্সা’ গ্রন্থটি রচনা করেন-

a. দীনবন্ধু মিত্র

b. অক্ষয়কুমার দত্ত

c. কালীপ্রসন্ন সিংহ

d. অবনীন্দ্রনাথ ঠাকুর

Ans- c. কালীপ্রসন্ন সিংহ

9. ‘নিলদর্পন নাটকটি রচনা করেন-

a. কালীপ্রসন্ন সিংহ

b. মধুসূদন দত্ত

c. প্যারিচাঁদ মিত্র

d. দীনবন্ধু মিত্র

Ans- d. দীনবন্ধু মিত্র

10. কলকাতা মাদ্রাসা (১৭৮১ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন-

a. লর্ড ক্লাইভ

b. লর্ড কর্নওয়ালিশ

c. লর্ড ওয়ারেন হেস্টিংস

d. লর্ড ওয়েলেসলি

Ans- c. লর্ড ওয়ারেন হেস্টিংস

11. বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-

a. কলভিন

b. টমাস মেকলে

c. কোলব্রুক

d. উইলসন

Ans- b. টমাস মেকলে

12. ভারতে প্রাচ্যরীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-

a. প্রিন্সেপ

b. মেকলে

c. আলেকজান্ডার ডাফ

d. সন্ডার্স

Ans- a. প্রিন্সেপ

13. ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-

a. মেকলে

b. প্রিন্সেপ

c. কোলব্রুক

d. উইলসন

Ans- a. মেকলে

14. ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউসন’ প্রতিষ্ঠা করেন-

a. মিউলটন

b. আলেকজান্ডার ডাফ

c. উইলিয়াম কেরি

d. মার্শম্যান

Ans- b. আলেকজান্ডার ডাফ

15. কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু হলেন প্রথম-

a. মহিলা বিমানচালক

b. মহিলা বিচারপতি

c. মহিলা স্নাতক

d. মহিলা উপাচার্য

Ans- c. মহিলা স্নাতক

16. ‘স্ত্রিশিক্ষা বিধায়ক’ নামে পুস্তিকাটি বর্তমান নাম হল-

a. রামমোহন রায়

b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

c. ডেভিড হেয়ার

d. রাধাকান্ত দেব

Ans- d. রাধাকান্ত দেব

17. পাটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল-

a. হেয়ার স্কুল

b. বেথুন স্কুল

c. কলেজিয়েট স্কুল

d. হিন্দু স্কুল

Ans- a. হেয়ার স্কুল

18. এশিয়ার কোন্‌ মেডিকেল কলেজে প্রথম ইউরোপিয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়-

a. কলকাতা

b. বোম্বাই

c. পন্ডিচেরি

d. মাদ্রাজ

Ans- c. পন্ডিচেরি

19. প্রথম শবব্যবচ্ছেদ করেন-

a. রাজকৃষ্ণ দে

b. মধুসূদন গুপ্ত

c. উমাচরণ শেঠ

d. দ্বারকানাথ গুপ্ত

Ans- b. মধুসূদন গুপ্ত

20. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-

a. লর্ড লিটন

b. লর্ড ডালহৌসি

c. উইলিয়াম কোলভিল

d. লর্ড ক্যানিং

Ans- d. লর্ড ক্যানিং

21. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-

a. লর্ড ক্যানিং

b. লর্ড লিটন

c. লর্ড ডালহৌসি

d. উইলিয়াম কোলভিল

Ans- d. উইলিয়াম কোলভিল

22. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন-

a. রাসবিহারী ঘোষ

b. প্রসন্নকুমার ঠাকুর

c. রবীন্দ্রনাথ ঠাকুর

d. ড. নীলরতন সরকার

Ans- c. রবীন্দ্রনাথ ঠাকুর

23. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

a. অক্ষয়কুমার দত্ত

b. রমেশচন্দ্র দত্ত

c. উমেশচন্দ্র দত্ত

d. দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans- a. অক্ষয়কুমার দত্ত

24. দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূলভিত্তি ছিলেন-

a. পুরাণ

b. বেদ

c. রামায়ন

d. মহাভারত

Ans- b. বেদ

25. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন-

a. রাধাকান্ত দেব

b. দেবেন্দ্রনাথ ঠাকুর

c. রামমোহন রায়

d. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Ans- c. রামমোহন রায়

26. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন-

a. রসিককৃষ্ণ মল্লিক

b. রামগোপাল ঘোষ

c. দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায়

d. ডিরোজিও

Ans- d. ডিরোজিও

27. মহসীন শিক্ষা তহবিল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন-

a. হাজি মহম্মদ মহসীন

b. লর্ড বেন্টিঙ্ক

c. লর্ড ক্যানিং

d. চার্লস মেটকাফ

Ans- d. চার্লস মেটকাফ

28. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন-

a. রামমোহন রায়

b. কেশবচন্দ্র সেন

c. দেবেন্দ্রনাথ ঠাকুর

d. শিবনাথ শাস্ত্রী

Ans- b. কেশবচন্দ্র সেন

29. কার দানের অর্থে হুগলীর ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় ?

a. রামমোহন রায়ের

b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

c. হাজি মহম্মদ মহসীনের

d. দেবেন্দ্রনাথ ঠাকুরের

Ans- c. হাজি মহম্মদ মহসীনের

30. ‘নববিধান’ ঘোষণা করেন-

a. কেশবচন্দ্র সেন

b. দেবেন্দ্রনাথ ঠাকুর

c. শিবনাথ শাস্ত্রী

d. আনন্দমোহন বসু

Ans- a. কেশবচন্দ্র সেন

31. কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যুতানন্দ সরস্বতী নামগ্রহণ করেন ?

a. শ্রীরামকৃষ্ণ

b. স্বামী বিবেকানন্দ

c. কেশবচন্দ্র সেন

d. বিজয়কৃষ্ণ গোস্বামী

Ans- d. বিজয়কৃষ্ণ গোস্বামী

32. বিজয়কৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন-

a. ঢাকায়

b. শান্তিপুরে

c. পুরীতে

d. গয়ায়

Ans- c. পুরীতে

33. বাংলায় সর্বধর্মসমন্বয়ের আদর্শের প্রধান প্রচার ছিলেন-

a. শ্রীরামকৃষ্ণ

b. তৈলঙ্গস্বামী

c. বিজয়কৃষ্ণ গোস্বামী

d. স্বামী বিবেকানন্দ

Ans- a. শ্রীরামকৃষ্ণ

34. ‘যত মতকে এক-একটি আদর্শ প্রচার করেন-

a. স্বামী বিবেকানন্দ

b. শ্রীরামকৃষ্ণ

c. বিজয়কৃষ্ণ গোস্বামী

d. লালন ফকির

Ans- b. শ্রীরামকৃষ্ণ

35. ‘’সব মতকে এক-একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ, আর সকলের মিথ্যা-এরূপ বোধ না হয় । বিদ্বেষভাব না হয়।“ –এটি কার উক্তি

a. শ্রীরামকৃষ্ণের

b. স্বামী বিবেকানন্দের

c. লালন ফকিরের

d. বিজয়কৃষ্ণ গোস্বামীর

Ans- a. শ্রীরামকৃষ্ণের

36. ‘জীবে দয়া নয়, শিবজ্ঞানে জিবসেবা’-র কথা বলেছেন-

a. বিজয়কৃষ্ণ গোস্বামী

b. লালন ফকির

c. শ্রীরামকৃষ্ণ

d. স্বামী বিবেকানন্দ

Ans- d. স্বামী বিবেকানন্দ

37. ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন-

a. বিজয়কৃষ্ণ গোস্বামী

b. তৈলঙ্গস্বামী

c. শ্রীরামকৃষ্ণ

d. স্বামী বিবেকানন্দ

Ans- d. স্বামী বিবেকানন্দ

38. ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’-গানটি লিখেছেন-

a. লালন ফকির

b. কাঙাল হরিনাথ

c. স্বামী বিবেকানন্দ

d. বসন্তকুমার পাল

Ans- a. লালন ফকির

39. উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন-

a. বিপিনচন্দ্র

b. অনিতা শীল

c. জওহরলাল নেহরু

d. রবীন্দ্রনাথ ঠাকুর

Ans- b. অনিতা শীল

40. কে বলেছেন যে, ‘বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী’’?

a. যদুনাথ সরকার

b. সুপ্রকাশ রায়

c. অমলেশ ত্রিপাঠী

d. বিনয় ঘোষ

Ans- b. সুপ্রকাশ রায়

Scroll to Top