রূপনারায়নের কূলে । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

রূপনারায়নের কূলে । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন  বহুবিকল্পীয় প্রশ্নোত্তর

1.’রূপনারায় কূলে’কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি
=শেষ লেখা
2.’রূপনারায়নের কূলে’কবিতাটিতে মূল কাব্যগ্রন্থের কত সংখক কবিতা ?
=১১
3.’রূপনারায়নের কূলে কবিতা রচিত হয়
=১৩ মে,১৯৪১
4.’রূপনারায়নের কূলে’ কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছেন
=শান্তিনিকেতনে
5.কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছে
=রূপনারায়নের কূলে
6.রূপনারায়নের কূলে কবিতায় রূপনারায়ন হল-
= রূপময় জগৎ সংসার
7.’রূপনারায়নের কূলে জেগে ‘ওঠা বলতে এই কবিতায় বোঝানো হয়েছে
=বাস্তব জীবনবোধে উন্নীত হয়েছে
8.রূপনারায়নের কূলে জেগে উঠে কবি অনুধাবন করেছেন
=স্বপ্নের জগৎ আর বাস্তবের বিস্তর তফাৎ
9.”রুণারায়নের কূলে/জেগে উঠলাম,/জানলাম…”-কি জানলেন কবি
=এ জগৎ সপ্ন নয়
10.রুণারায়নের কূলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা-
=রক্তের
11.রক্তের অক্ষরে কবি রবীন্দ্রনাথ দেখেছেন
=আপনার রূপ
12.’রক্তের অক্ষরে দেখিলাম’-বলতে কবি বুঝিয়েছেন
=আঘাত সংঘাতের যন্ত্রণা দিয়ে কবি অনুভব করলেন
13.”দেখলাম আপনার রূপ”-বলতে কবি বোঝাই
=নিজের জীবনদর্শন স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন
14.”দেখিলাম আপনার রূপ”-কিসে দেখলেন
=জীবনের মধ্যে
15.”চিনিলাম আপনারে”- কিভাবে নিজেকে চিনলেন
=আঘাতে আঘাতে/বেদনায় বেদনায়

আরও পরুনঃ- ভারতবর্ষ । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা । সকল গুরুত্বপূর্ন MCQ প্রশ্নোত্তর


16.কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হল
=কঠিন
17.রুণারায়নের কূলে কবি জেগে উঠে ভালোবাসলেন
=কঠিনকে
18.”কঠিনেরে ভালবাসলাম।”-কারণ
=সে বঞ্চনা করে না
19.” জানিলাম এ জগৎ”-কি ?
=স্বপ্ন নয়
20.রুণারায়নের কূলে কবিতায় কবির মতে এ জীবন হল
=দুঃখের তপস্যা করার জন্য
21.”সে কখনো করে না “-
=বঞ্চনা
22.”সে কখনো করে না বঞ্চনা।”-সে বলতে বোঝানো হয়েছে
=সত্যকে

আরও পরুনঃ- কে বাঁচায় কে বাঁচে অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা


23.”সত্য সে কঠিন,/কঠিনেরে ভালবাসলাম-“কারণ
=সে কখনো বঞ্চনা করে না
24.’আমৃত্যুর দুঃখের তপস্যা’-হল
=কর্ম
25.কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ
=সত্যের দারুন মূল্য লাভ করা
26.কবি যা লাভ করার কথা বলেছেন
=সত্যের মূল্য
27.কবি চেয়েছিলেন জীবনের সকল দেন-
=মৃত্যুতে শোধ করতে
28.মৃত্যুর মধ্যে কবি চেয়েছেন
=সকল দেনা শোধ করেছেন
29.রক্তের অক্ষরে লিখলাম
=আপনার রূপ

Scroll to Top