সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ / মাধ্যমিক ইতিহাস / চতুর্থ অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. ভারতে ব্রিটিশ শাসনের জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হল-
a. সিপাহি বিদ্রোহ
b. নীল বিদ্রোহ
c. ইলবার্ট বিল-বিরোধী আন্দোলন
d. স্বদেশী আন্দোলন
Ans- a. সিপাহি বিদ্রোহ
2. সিপাহি বিদ্রোহ শুরু হয়-
a. ১৭৫৭ খ্রিস্টাব্দে
b. ১৮০৫ খ্রিস্টাব্দে
c. ১৮৫৭ খ্রিস্টাব্দে
d. ১৯০৫ খ্রিস্টাব্দে
Ans- c. ১৮৫৭ খ্রিস্টাব্দে
3. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন-
a. নান সাহেব
b. তাঁতিয়া টোপি
c. রানি লক্ষ্মীবাঈ
d. মঙ্গল পাণ্ডে
Ans- d. মঙ্গল পাণ্ডে
4. সিপাহি বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথাকার নেতা ছিলেন-
a. বিহারের
b. কানপুরের
c. মিরাটের
d. ফৈজাবাদের
Ans- b. কানপুরের
5. বিহারে সিপাহি বিদ্রোহে নেতৃত্বে দেন-
a. কুনওয়ার সিং
b. নানা সাহেব
c. তাঁতিয়া টোপি
d. মঙ্গল পাণ্ডে
Ans- a. কুনওয়ার সিং
6. অয্যোধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্বে দেন-
a. নানা সাহেব
b. হজরত মহল
c. কুনওয়ার সিং
d. বাবা রামচন্দ্র
Ans- b. হজরত মহল
7. লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহে নেতৃত্বে দেন-
a. বাংলায়
b. কানপুরে
c. ঝাঁসিতে
d. বিহারে
Ans- c. ঝাঁসিতে
8. ১৮৫৭-র বিদ্রোহকে কে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে মনে করেন ?
a. হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
b. অক্ষয়কুমার দত্ত
c. দাদাভাই নওরোজি
d. বিনায়ক দামোদর সাভারকার
Ans- d. বিনায়ক দামোদর সাভারকার
9. ‘The Sepoy Mutiny and the Revolt of 1857’ গ্রন্থটি রচনা করেন-
a. আউট্রাম
b. ম্যালেসন
c. ড. রমেশচন্দ্র মজুমদার
d. ড. সুরেন্দ্রনাথ সেন
Ans- c. ড. রমেশচন্দ্র মজুমদার
10. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থটি রচনা করেছেন-
a. আউট্রাম
b. ম্যালেসন
c. ড. রমেশচন্দ্র মজুমদার
d. ড. সুরেন্দ্রনাথ সেন
Ans- d. ড. সুরেন্দ্রনাথ সেন
11. “১৮৫৭ খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংরাম-প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয় ।“ এটি কার উক্তি ?
a. ড. রমেশচন্দ্র মজুমদারের
b. ড. সুরেন্দ্রনাথ সেনের
c. সুশোভন সরকারের
d. হীরেন্দ্রনাথ মখোপাধ্যায়ের
Ans- a. ড. রমেশচন্দ্র মজুমদারের
12. ‘১৮৫৭-এর বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ” –একথা কে বলেছেন
a. ড. সুরেন্দ্রনাথ সেন
b. সুশোভন সরকার
c. ড. রমেশচন্দ্র মজুমদার
d. সুমিত সরকার
Ans- c. ড. রমেশচন্দ্র মজুমদার
13. কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহন করেন ?
a. ১৮৫৭ খ্রিস্টাব্দে
b. ১৮৫৮ খ্রিস্টাব্দে
c. ১৮৫৯ খ্রিস্টাব্দে
d. ১৮৬১ খ্রিস্টাব্দে
Ans- b. ১৮৫৮ খ্রিস্টাব্দে
14. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে অভিহিত করেছেন-
a. সুরেন্দ্রনাথ সেন
b. রমেশচন্দ্র মজুমদার
c. হরিশচন্দ্র মখোপাধ্যায়
d. রাজনারায়ণ বসু
Ans- d. রাজনারায়ণ বসু
15. ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়-
a. বাংলায়
b. পাঞ্জাবে
c. দিল্লিতে
d. মাদ্রাজে
Ans- a. বাংলায়
16. সর্বপ্রথম কোন্ সংগঠন ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে-
a. বঙ্গভাষা প্রকাশিকা সভা
b. ভারতসভা
c. জমিদার সভা
d. হিন্দুমেলা
Ans- b. ভারতসভা
17. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল-
a. জমিদার সভা
b. হিন্দুমেলা
c. বঙ্গভাষা প্রকাশিকা ভাষা
d. ভারতসভা
Ans- c. বঙ্গভাষা প্রকাশিকা ভাষা
18. ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল-
a. জমিদার সভা
b. হিন্দুমেলা
c. বঙ্গভাষা প্রকাশিকা সভা
d. ভারতসভা
Ans- a. জমিদার সভা
19. জমিদার সভার সভাপতি ছিলেন-
a. দ্বারকানাথ ঠাকুর
b. প্রসন্নকুমার ঠাকুর
c. রাজকমল সেন
d. রাধাকান্ত দেব
Ans- d. রাধাকান্ত দেব
20. ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেন-
b. প্রসন্নকুমার বসু
c. নবগোপাল মিত্র
d. জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
Ans- a. রবীন্দ্রনাথ ঠাকুর
21. ‘মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি রচনা করেন-
a. রাজনারায়ণ বসু
b. নবগোপাল মিত্র
c. দিজেন্দ্রনাথ ঠাকুর
d. জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
Ans- c. দিজেন্দ্রনাথ ঠাকুর
22. ‘হিন্দুমেলা’-র পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ছিল-
a. আর্যদর্শন
b. বঙ্গদর্শন
c. সোমপ্রকাশ
d. ন্যাশনাল পেপার
Ans- d. ন্যাশনাল পেপার
23. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভার প্রাণপুরুষ ছিলেন-
a. আনন্দমোহন বসু
b. সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়
c. শিবনাথ শাস্ত্রী
d. দ্বারকানাথ গাঙ্গুলি
Ans- b. সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়
24. কোন্ ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন?
a. লর্ড লিটন
b. লর্ড ডালহৌসি
c. লর্ড কার্জন
d. লর্ড রিপন
Ans- d. লর্ড রিপন
25. স্বাদেশি আন্দোলনের সময় ‘জাতীয় ভাণ্ডার’ গড়ে তলে-
a. জমিদার সভা
b. ভারতসভা
c. বঙ্গভাষা প্রকাশিকা সভা
d. হিন্দুমেলা
Ans- b. ভারতসভা
26. ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচনা করেন-
a. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d. দীনবন্ধু মিত্র
Ans- a. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
27. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন-
a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d. স্বামী বিবেকানন্দ
Ans- d. স্বামী বিবেকানন্দ
28. ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন-
a. অবনিন্দ্রনাথ ঠাকুর
b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
d. স্বামী বিবেকানন্দ
Ans- c. রবীন্দ্রনাথ ঠাকুর
29. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচনা করেন-
a. দিজেন্দ্রলাল রায়
b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c. রজনীকান্ত সেন
d. রবীন্দ্রনাথ ঠাকুর
Ans- b. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
30. ‘বন্দেমাতরম’ সংগীতে প্রথম সুর দেন-
a. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. দ্বিজেন্দ্রলাল রায়
d. যদু ভট্ট
Ans- d. যদু ভট্ট
31. “মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত”-একথা বলেছেন-
a. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. স্বামী বিবেকানন্দ
d. নবগোপাল মিত্র
Ans- c. স্বামী বিবেকানন্দ
32. অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল-
a. অদ্ভুত লোক
b. ভারতমাতা
c. বিরূপ বজ্র
d. নয়া হুল্লোড়
Ans- b. ভারতমাতা
33. ‘খল ব্রাহ্মন’ চিত্রটি একেছেন-
a. অবনীন্দ্রনাথ ঠাকুর
b. নন্দলাল বসু
c. সরলাদেবী চৌধুরানি
d. গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans- d. গগনেন্দ্রনাথ ঠাকুর