অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

Truth Functions - Deductive - chapter 8- hs philosophy important mcq
Truth Functions – Deductive – chapter 8- hs philosophy important mcq

অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো?

a. জর্জ বুল

b. মিল

c. অ্যারিস্টটল

d. কান্ট  

Ans- a. জর্জ বুল

2. বচন কাকে বলে?

a. যা সত্য-মিথ্যা হতে পারে 

b. যা শুদ্ধ বা অশুদ্ধ হতে পারে

c. যা বৈধ বা অবৈধ হতে পারে

d. যা যোজক হতে পারে

Ans- a. যা সত্য-মিথ্যা হতে পারে 

3. বচনাকার কাকে বলে?

a. বচনের কাঠামো

b. বাক্যের কাঠামো

c. যুক্তির কাঠামো

d. মানক

Ans- a. বচনের কাঠামো

4. ‘এমন নয় যে, রাম আসবে’- এটি কীরূপ বচন?

a. যৌগিক বচন

b. বৈকল্পিক বচন

c. প্রাকল্পিক বচন

d. নিষেধক বচন

Ans- d. নিষেধক বচন

5. ‘অভিজিৎ আসবে অথবা অভিজয় আসবে’ –এটি কীরূপ বচন ?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. সংযৌগিক বচন

d. প্রাতিকল্পিক বচন

Ans- b. বৈকল্পিক বচন

6. ‘যদি অভিজিৎ আসে তবে অভিজয় আসবে না’-এতি কীরূপ বচন ?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. সংযৌগিক বচন

d. প্রাতিকল্পিক বচন

Ans- a. প্রাকল্পিক বচন

7. অভিজিৎ দপ্তরে যায় যদি এবং কেবল যদি দপ্তর খোলা থাকে-এটি কীরূপ বচন?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. দ্বিপ্রাকল্পিক বচন

d. সংযৌগিক বচন

Ans- c. দ্বিপ্রাকল্পিক বচন

8. ‘অভিজিৎ আসবে এবং অভিজয় আসবে’ –এটি কীরূপ বচন?

a. সংযৌগিক বচন

b. বৈকল্পিক বচন

c. প্রাকল্পিক বচন

d. দ্বিপ্রাকল্পিক বচন

Ans- a. সংযৌগিক বচন

9. বচন প্রধানত কয়প্রকার?

a. এক

b. দুই

c. চার

d. তিন

Ans- b. দুই

10. যে বচনের অঙ্গবাক্য বা অঙ্গবাক্যগুলি পৃথকভাবে পূর্নাঙ্গ বচন গণ্য হওয়ার যোগ্য তাকে কীরূপ বচন বলে?

a. আনবিক

b. যৌগিক

c. প্রাকল্পিক

d. বৈকল্পিক

Ans- b. যৌগিক

11. যে বচনের কোনো অংশ স্বতন্ত্রভাবে বচন হওয়ার যোগ্য নয় তাকে কীরূপ বচন বলে?

a. আনবিক

b. যৌগিক

c. প্রাকল্পিক

d. বৈকল্পিক

Ans- a. আনবিক

12. যে বচনে শর্তের উল্লেখ থাকে তাকে কীরূপ বচন বলে?

a. নিরপেক্ষ বচন

b. অর্থহীন বচন

c. যৌগিক বচন

d. অর্থপূর্ন বচন

Ans- c. যৌগিক বচন

13. যৌগিক বচন কয়প্রকার?

a. এক

b. তিন

c. চার

d. পাঁচ

Ans- d. পাঁচ

14. যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি ‘এবং’ –এই জাতীয় যোজকের দ্বারাযুক্ত হয় তাকে কীরূপ বচন বলে?

a. নিষেধক বচন

b. প্রাকল্পিক বচন

c. বৈকল্পিক বচন

d. সংযৌগিক বচন

Ans- d. সংযৌগিক বচন

15. সংযৌগিক বচনের অঙ্গবাক্য দুটিকে কী বলা হয় ?

a. বিকল্প

b. প্রকল্প

c. সংযোগী

d. অনুকল্প

Ans- c. সংযোগী

16. যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি হয়-অথবা শব্দ দ্বারা  যুক্ত থাকে তাকে কীরূপ বচন বলে ?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. সংযৌগিক বচন

d. দ্বিপ্রাকল্পিক বচন

Ans- b. বৈকল্পিক বচন

17. বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটিকে কী বলা হয়?

a. বিকল্প

b. অনুকল্প

c. প্রকল্প

d. সংকল্প

Ans- a. বিকল্প

18. যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি ‘যদি তবে’ –এই জাতীয় যোজকের দ্বারা যুক্ত থাকে তাকে কীরূপ বচন বলে?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. সংযৌগিক বচন

d. দ্বিপ্রাকল্পিক বচন

Ans- a. প্রাকল্পিক বচন

19. প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য দুটিকে কী বলে?

a. পূর্বগ-অনুগ

b. প্রকল্প

c. বিকল্প

d. অনুকল্প

Ans- a. পূর্বগ-অনুগ

20. যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি ‘যদি এবং কেবল যদি’ এই জাতীয় যোজকের দ্বারা যুক্তি থাকে তাকে কীরূপ বচনে বলে?

a. প্রাকল্পিক বচন

b. বৈকল্পিক বচন

c. সংযৌগিক বচন

d. দ্বিপ্রাকল্পিক বচন

Ans- d. দ্বিপ্রাকল্পিক বচন

21. বচনের পরিমাণ-জ্ঞাপক চিহ্নগুলিকে কী বলে?

a. ধ্রুবক

b. পদগ্রাহক

c. মানক

d. বচনগ্রাহক

Ans- a. ধ্রুবক

22. বচনের পরিমাণ-জ্ঞাপক চিহ্নগুলিকে কী বলা হয়?

a. ধ্রুবক

b. পদগ্রাহক

c. মানক

d. বচনগ্রাহক

Ans- c. মানক

23. যৌগিক বচনের অঙ্গবাক্যগুলি যেসব শব্দের দ্বারা যুক্ত হয়, সেগুলিকে কী বলে?

a. যোজক

b. গ্রাহক

c. মানক

d. পদ

Ans- a. যোজক

24. যৌগিক বচনের আকারকে কী বলা হয়?

a. সত্যাপেক্ষ

b. নিরপেক্ষ বচন

c. মথ্যা পেক্ষ

d. প্রাকল্পিক বচন

Ans- a. সত্যাপেক্ষ

25. সত্যাপেক্ষ বচনের আকারকে কী বলা হয়?

a. সত্যাপেক্ষ

b. সত্যাপেক্ষক

c. প্রাকল্পিক বচনাকার

d. বৈকল্পিক বচনাকার

Ans- b. সত্যাপেক্ষক

26. সত্যাপেক্ষকের নিবেশন দৃষ্টান্তকে কী বলে?

a. সত্যাপেক্ষ বচন

b. বিরপেক্ষ বচন

c. প্রাকল্পিক বচন

d. বৈকল্পিক বচন

Ans- a. সত্যাপেক্ষ বচন

27. কোনো বচনাকার থেকে যেসব বচন পাওয়া যায়, তাদের ওই আকারের কীরূপ দৃষ্টান্ত বলে?

a. চরম দৃষ্টান্ত

b. শাস্তিমূলক দৃষ্টান্ত

c. নিবেশন দৃষ্টান্ত

d. নির্দেশক দৃষ্টান্ত

Ans- c. নিবেশন দৃষ্টান্ত

28. যে প্রতীক যে-কোনো বচন গ্রহন করতে পারে তাকে কী বলে?

a. বচন-গ্রাহক

b. পদ-গ্রাহক

c. শব্দ-গাহক

d. যুক্তি-গ্রাহক

Ans- a. বচন-গ্রাহক

29. যে প্রতীক যে কোনো পদকে গ্রহন করতে পারে তাকে কী বলে/

a. পদ-গ্রাহক

b. বচন-গ্রাহক

c. শব্দ-গ্রাহক

d. যুক্তি-গ্রাহক

Ans- a. পদ-গ্রাহক

30. যে যৌগিক বচনের সত্যামুল্য এর অঙ্গবাক্যের সত্যমূল্যের ওপর নির্ভর করে তাকে কীরূপ বচন বলে?

a. সত্যাপেক্ষ বচন

b. নিরপেক্ষ বচন

c. প্রাকল্পিক বচন

d. বৈকল্পিক বচন

Ans- a. সত্যাপেক্ষ বচন

31. যে যুক্তির অন্তত একটি অবয়ব যৌগিক বচন,সেই যুক্তিকে কীরূপ যুক্তি বলে?

a. সত্যাপেক্ষ যুক্তি

c. নিরপেক্ষ যুক্তি

c. উপমা যুক্তি

d. দুর্বল যুক্তি

Ans- a. সত্যাপেক্ষ যুক্তি

32. সত্যাপেক্ষ বচন কয়প্রকার?

a. এক প্রকার

b. তিন প্রকার

c. চার প্রকার

d. পাঁচ প্রকার

Ans- d. পাঁচ প্রকার

33. সত্যামুল্য কয়প্রকার?

a. এক প্রকার

b. দুই প্রকার

c. তিন প্রকার

d. চার প্রকার

Ans- c. তিন প্রকার

34. একটি বচনাকারে একটি গ্রাহক থাকেলে সত্যসারনির কটি সারি হবে?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- b. দুটি

35. একটি যৌগিক বচনাকারে দুটি গ্রাহক থাকলে সত্যসারনির কটি সারি হবে?

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- d. চারটি

36. একটি আণবিক বচন সত্য হলে তার নিষেধক বচনটির সত্যমুল্য কী হবে?

a. সত্য হবে

b. অর্থহীন হবে

c. মিথ্যা হবে

d. আপতিক হবে

Ans- c. মিথ্যা হবে

37. একটি সংযৌগিক বচনের একটি সংযৌগী মিথ্যা হলে সম্পূর্ন বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. অর্থহীন হবে

c. মিথ্যা হবে

d. আপতিক হবে

Ans- c. মিথ্যা হবে

38. ‘P’ বচনাকারটি কী ?

a. ~P

b. .P

c. ~~P

d. P.P

Ans- a. ~P

39. ‘~P’ বচনাকারটি কীরূপ বচন ?

a. নিষেধক বচনাকার

b. সংযৌগিক বচনাকার

c. বৈকল্পিক বচনাকার

d. প্রাকল্পিক বচনাকার

Ans- a. নিষেধক বচনাকার

40. ‘~P’ এর নিষেধক বচনাকারটি কীরূপ বচনাকার?

a. P

b. PvP

c. ~P

d. PP

Ans- a. P

41. P এবং ~~ বচনাকার দুটি কী সমমানের?

a. সমমানের

b. বিসমমানের

c. ভিন্নমানের

d. অসমামানের

Ans- a. সমমানের

42. P সত্য হলে ~P বচনাকারটি সত্যমূল্য কী হবে?

a. সত্য

b. মিথ্যা

c. অর্থহীন

d. আপতিক

Ans- b. মিথ্যা

43. P সত্য হলে ~~P বচনাকারটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. অনির্দিষ্ট হবে

d. আপতিক হবে

Ans- a. সত্য হবে

44. একটি নিষেধক বচন কখন সত্য হয় ?

a. যখন অঙ্গবচনটি মিথ্যা হয়

b. যখন অঙ্গবচনটি স্বতঃসত্য হয়

c. যখন অঙ্গবচনটি সত্য হয়

d. যখন অঙ্গবচনটি আপতিক হয়

Ans- a. যখন অঙ্গবচনটি মিথ্যা হয়

45. P.Q সত্য হলে ~(P.P) বচনাকারটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. আপতিক হবে

c. মিথ্যা হবে

d. স্বতঃসত্য হবে

Ans- c. মিথ্যা হবে

46. ‘(P.~P)’ এটি কীরূপ বচনাকার?

a. স্বতঃসত্য

b. স্বতঃমিথ্যা

c. আপতিক

d. বৈকল্পিক

Ans- b. স্বতঃমিথ্যা

47. সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে বচনটির সত্যমূল্য কী হবে?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. আপতিক হবে

d. অর্থহীন হবে

Ans- b. মিথ্যা হবে

48. P.Q বচনাকারটি কী শর্তে সত্য হবে?

a. যখন P সত্য

b. যখন P মিথ্যা

c. যখন P ও Q সত্য

d. যখন P ও Q মিথ্যা

Ans- c. যখন P ও Q সত্য

49. একটি বৈকল্পিক বচন কখন সত্য হয়?

a. যখন বচনটির উভয় বিকল্প সত্য হবে

b. যখন যে-কোনো একটি বিকল্প মিথ্যা হবে

c. যখন যে-কোনো একটি বিকল্প সত্য হবে

d. যখন উভয় বিকল্প মিথ্যা হবে

Ans- c. যখন যে-কোনো একটি বিকল্প সত্য হবে

50. যদি P সত্য ও Q মিথ্যা হয়, তবে ‘~P v Q’ –এর সত্যমূল্য কী হবে ?

a. সত্য হবে

b. মিথ্যা হবে

c. আপতিক হবে

d. সংশয়াত্বক হবে

Ans- b. মিথ্যা হবে

Scroll to Top