সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ / উচ্চমাধ্যমিক ভূগোল

wb higher secondary geography 3rd chapter mcq
wb higher secondary geography 3rd chapter mcq

সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ / উচ্চমাধ্যমিক ভূগোল

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

1. সমুদ্র জলরাশির উল্লম্ব সঞ্চালনকে বলা হয়

a. জলপ্রবাহ

b. সমুদ্রস্রোত

c. সমুদ্রতরঙ্গ

d. ফেচ

Ans-c. সমুদ্রতরঙ্গ

2. বিনাশকারী তরঙ্গে সোয়াশ অপেক্ষা ও ব্যাকওয়াশের শক্তি

a. কম

b. সমান

c. মাঝারি

d. অধিক

Ans-d. অধিক

3. সমুদ্রজলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত উপকূলের অংশকে বলা হয়

a. সম্মুখ তটভূমি

b. পশ্চাৎ তটভূমি

c. পুরোদেশীয় তটভূমি

d. ইনসোর তটভূমি

Ans-a. সম্মুখ তটভূমি

4. সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে বলা হয়

a. সৈকত

b. উপকূল

c. তটভূমি

d. উপসাগর

Ans-b. উপকূল

5. তটভূমির উপরিভাগে ছোটো ছোটো নুড়ি, বালি প্রভৃতির অবক্ষেপণে সৃষ্ট হয়

a. সৈকতভূমি

b. ভৃগু

c. ফিয়র্ড

d. স্পিট

Ans-a. সৈকতভূমি

6. গভীর উপকূলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তরঙ্গ ওঠানামা করে তাকে কী বলা হয় ?

a. সোয়াশ

b. ক্ল্যাপোটিস

c. ব্যাকওয়াশ

d. ঊর্মিভঙ্গ

Ans-b. ক্ল্যাপোটিস

7. সমুস্রতরঙ্গ সৃষ্টির প্রধান উৎস হল

a. জোয়ারভাটা

b. আহ্নিক গতি

c. সমুদ্রস্রোত

d. সমুদ্রপৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষন

Ans-d. সমুদ্রপৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষন

8. উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠকে বলা হয়

a. কয়াল

b. সোয়াশ

c. ফেচ

d. সি-লেভেল

Ans-c. ফেচ

9. তরঙ্গের উর্ধভঙ্গের সর্বোচ্চ অংশকে বলা হয়

a. তরঙ্গ উচ্চতা

b. তরঙ্গ শীর্ষ

c. তরঙ্গ খাত

d. তরঙ্গ দ্রোণী

Ans-b. তরঙ্গ শীর্ষ

10. নিচের কোন্‌টি গঠন ও প্রকৃতি অনুসারে সমুদ্রতরঙ্গের শ্রেণিবিভাগ ?

a. সোয়াশ ও ব্যাকওয়াশ

b. বিনাশকারী ও গঠনকারী তরঙ্গ

c. অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ

d. ঝটিকা ও অন্তঃতরঙ্গ

Ans-c. অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ

11. কোন তরঙ্গে ঊর্মিভঙ্গ গঠিত হয় ?

a. অনুদৈর্ঘ্য

b. বিনাশকারী

c. অনুপ্রস্থ

d. গঠনকারী

Ans-a. অনুদৈর্ঘ্য

12. দুটি শিলাখন্ড বা নুড়ির পারস্পরিক সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে বলে

a. অবঘর্ষ

b. ঘর্ষন

c. ক্ল্যাপোটিস

d. দ্রবণ

Ans-b. ঘর্ষন

13. তরঙ্গবাহিত শিলাখন্ডের সঙ্গে সমুদ্রবক্ষের ঘর্ষনকে বলা হয় 

a. অবঘর্ষ

b. ঘর্ষন

c. ক্ল্যাপোটিস

d. দ্রবণ

Ans-a. অবঘর্ষ

14. তরঙ্গকর্তিত মঞ্চের মসৃণতা লাভে নিচের কোন সামুদ্রিক প্রক্রিয়া সক্রিয় ভূমিকা গ্রহন করে 

a. জলপ্রবাহ ক্ষয়

b. দ্রবণ

c. অবঘর্ষ

d. ঘর্ষন

Ans-c. অবঘর্ষ

15. সমুদ্রতরঙ্গের ক্ষয় প্রক্রিয়া সম্পন্ন হয়

a. অবঘর্ষ দ্বারা

b. জলপ্রবাহের অভিঘাত দ্বারা

c. ঘর্ষন দ্বারা

d. উপরোক্ত সবক-টি কারনের জন্য

Ans-d. উপরোক্ত সবক-টি কারনের জন্য

16. যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে

a. ফিয়ার্ড 

b. টম্বোলো

c. স্পিট

d. হুক

Ans-b. টম্বোলো

17. ‘Old mam of hoy’ হল একটি

a. সামুদ্রিক গুহা

b. স্ট্যাম্প

c. সামুদ্রিক খিলান

d. স্ট্যাক

Ans-d. স্ট্যাক

18. ক্রমাগত তরঙ্গের আঘাতে  সামুদ্রিক গুহার ছাদ ধসে গিয়ে যে দীর্ঘ ও সংকীর্ন পরিখার সৃষ্টি হয় তাকে বলে

a. জিও

b. ক্যারি

c. ব্লো হোল

d. খিলান

Ans-a. জিও

19. সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও তার নিকটবর্তী মূল ভূখণ্ড পরস্পরের সঙ্গে মিলিত হলে গঠিত হয়

a. লুপ্ত বাঁধ

b. টোম্বোলা

c. পুরোদেশীয় বাঁধ

d. স্পিট

Ans-b. টোম্বোলা

20. নরওয়ের ‘সজনে’কোন্‌ ধরনের উপকূল ?

a. উত্থিত উপকূল

b. রিয়া উপকূল

c. ফিয়র্ড উপকূল

d. ডালমেশিইয়ান উপকূল

Ans-c. ফিয়র্ড উপকূল

21. পূর্বদেশীয় বাঁধের পিছনে সমুদ্রের জল আবদ্ধ হয়ে যে জলাভূমির সৃষ্টি হয় তাকে বলে

a. লেগুন বা কয়াল

b. রোলার

c. ফিয়র্ড

d. সোয়াশ

Ans-a. লেগুন বা কয়াল

22. সম্মুখ তটভূমির সামনের দিকের প্রসারিত অংশকে বলে

a. বাইট

b. উপকূল

c. টম্বোলা

d. পুরোদেশীয় তটভূমি

Ans-d. পুরোদেশীয় তটভূমি

23. সমুদ্র তীরবর্তী উঁচু খাঁজকাটা পাড়কে বলে

a. জিও

b. ভৃগু

c. স্ট্যাক

d. স্ট্যাম্প

Ans-b. ভৃগু

24. ভারতের কোথায় তরঙ্গকর্তিত মঞ্চ দেখা যায়?

a. পূর্ব উপকূলে

b. গাঙ্গেয় বদ্বীপ উপকূলে

c. পশ্চিম উপকূলে

d. তামিলনাড়ুর উপকূলে

Ans-c. পশ্চিম উপকূলে

25. রিয়া উপকূল সৃষ্টি হয় কোনটির নিমজ্জনের ফলে ?

a. নদী মহানা

b. উপকূলীয় শৈলশিরা

c. হিমবাহ উপত্যকা

d. বৃত্তচাপীয় দ্বীপ

Ans-a. নদী মহানা

26. যেটি সমুদ্রতরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ নয় সেটি হল

a. সামুদ্রিক বাঁধ

b. অগ্রভূমি

c. বেলাভূমি

d. জলাভূমি

Ans-b. অগ্রভূমি

27. বিশাখাপত্তনমের ডলফিন নোজ হল একটি

a. ব্লো হোল

b. স্ট্যাক

c. সমুদ্র ভৃগু

d. স্ট্যাম্প

Ans-c. সমুদ্র ভৃগু

28. কেরলের উপকূলে পুরোদেশীয় বাঁধের পিছনে বহু সংখায় দেখা যায়

a. কয়াল

b. হ্রদ

c. প্রবাল প্রাচির

d. বালিয়াড়ি

Ans-a. কয়াল

29. ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়?

a. গুজরাট

b. গোয়া

c. মহারাষ্ট্র

d. ওড়িশা

Ans-b. গোয়া

30. ওরিশার চিল্কা হ্রদের কাছে কোনটি দেখা যায় ?

a. পুরোদেশীয় বাঁধ

b. বেরিয়ার বিচ

c. স্পিট

d. ফিওর্ড

Ans-c. স্পিট

31. ভারতের চিল্কা হ্রদের কাছে কোনটি দেখা যায়

a. কোঙ্কন

b. উত্তর সরকার

c. করমণ্ডল

d. মালাবার

Ans-d. মালাবার

32. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়

a. প্রবাল প্রাচীর

b. সৈকত ভূমি

c. ব্লো হোল

d.পুরোদেশীয় বাঁধ

Ans-c. ব্লো হোল

33. হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে যে উপকূলের সৃষ্টি হয় তা হল

a. রিয়া

b. ফিয়র্ড

c. ডালমেশিয়ান

d.যৌগিক

Ans-b. ফিয়র্ড

34. দক্ষিণ-পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলটি কী প্রকৃতির ?

a. রিয়া

b. ফিয়র্ড

c. ডালমেশিয়ান

d. যৌগিক

Ans-a. রিয়া

35. যুগোশ্লাভিয়ার পূর্ব উপকূল কোন্‌ উপকূলের একটি উদাহরণ ?

a. রিয়া উপকূল

b. নিমজ্জিত উপকূল  

c. ডালমেশিয়ান উপকূল

d. ফিয়র্ড উপকূল

Ans-c. ডালমেশিয়ান উপকূল

36. সামুদ্রিক অবক্ষেপণের ফলে কোন উপকূলের সৃষ্টি হয় ?

a. ভৃগু

b. স্পিট

c. স্ট্যাক

d. জিও

Ans-b. স্পিট

37. উপকূল থেকে বিচ্ছিন এবং সাধারণ জলতলের ওপরে স্তম্ভরূপে দন্ডায়মান ভূমিরূপটি হল

a. স্বাভাবিক খিলান

b. স্ট্যাম্প

c. জিও

d. স্ট্যাক

Ans-d. স্ট্যাক

38. সৈকতভূমির ওপর সৃষ্ট আঁকাবাঁকা শিরার মতো ভূমিরূপকে বলে

a. বালিয়াড়ি

b. সৈকতশিরা

c. সামুদ্রিক বাঁধ

d. পুরোদেশিয়

Ans-b. সৈকতশিরা

39. উপসাগরের সম্মুখভাবে স্পিট বেড়ে গিয়ে যে বাঁধ গঠিত হয়

a. বে বার

b. লংশোর বার

c. লুপ বার

d. অফশোর বার

Ans-a. বে বার

40. সমুদ্রভৃগু পিছু হঠার ফলে সম্মুখ অংশে কী গঠিত হয় ?

a. দুর্বল ভৃগু

b. স্ট্যাম্প

c. সবল ভৃগু

d. তরঙ্গকর্তিত মঞ্চ

Ans-d. তরঙ্গকর্তিত মঞ্চ

41. স্ট্যাক ক্ষয়ীভূত হয়ে ক্ষুদ্রাকার রূপ ধারন করলে হয়

a. স্ট্যাম্প 

b. টম্বোলো

c. স্পিট

d. খিলান

Ans-a. স্ট্যাম্প 

42. অগ্রভূমির ক্ষয়ের ফলে ক্রমান্বয়ে সৃষ্ট সামুদ্রিক ভূমিরূপগুলিকে পরপর সাজালে হয়

a. স্ট্যাক, স্ট্যাম্প, খিলান, সামুদ্রিক গুহা

b. স্ট্যাম্প, স্ট্যাক, খিলান, সামুদ্রিক গুহা

c. সামুদ্রিক গুহা,  খিলান, স্ট্যাক, স্ট্যাম্প

d. খিলান, সামুদ্রিক গুহা, স্ট্যাম্প, স্ট্যাক

Ans-c. সামুদ্রিক গুহা,  খিলান, স্ট্যাক, স্ট্যাম্প

43. নিচের কোনটি সবথেকে আলাদা

a. পুরোদেশীয় বাঁধ

b. সৈকত শিরা 

c. অনুতটীয় বাঁধ

d. প্রতিবন্ধক বাঁধ

Ans-b. সৈকত শিরা 

44. একাধিক ব্লো হোলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট হয়

a. গ্লুপ

b. কেভ

c. ইয়নস্‌

d. খিলান

Ans-c. ইয়নস্‌

45. তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে সশব্দে জল ও বাতাসের নির্গমন ঘটে সেই গুহামুখকে স্কটল্যান্ডে বলা হয়

a. জিও

b. জন

c. ইয়নস্‌

d. গ্লুপ

Ans-d. গ্লুপ

46. নিচের কোন সামুদ্রিক ভূমিরূপটির গঠনের সঙ্গে স্পিট জরিত নেই ?

a. লুপ বার

b. কাস্পেট পুরোভূমি

c. টম্বোলো

d. প্রতিবন্ধক সৈকত

Ans-d. প্রতিবন্ধক সৈকত

47. অগ্রভূমিতে সামুদ্রিক গুহার দুটি মুখ উন্মুক্ত হয়ে কোন ভূমিরূপটি গঠিত হয় ?

a. স্বাভাবিক খিলান

b. ব্লো হোল

c. জিও

d. স্ট্যাক 

Ans-a. স্বাভাবিক খিলান

48. কর্নাটক ও কেরলে কোন্‌ ধরনের উপকূল দেখা যায় ?

a. নিম্মজিত উপকূল

b. যৌগিক উপকূল

c. উত্থিত উপকূল ;

d. রিয়া উপকূল

Ans-b. যৌগিক উপকূল

49. নরওয়ে ও সুইডেনের উপকূল হল

a. ফিয়র্ড উপকূল 

b. উত্থিত উপকূল

c. রিয়া উপকূল

d. ডালমেশিয়ান উপকূল

Ans-a. ফিয়র্ড উপকূল

50. প্রবাল কোন ধরনের জলে জন্মাইয় ?

a. স্বচ্ছ

b. লবণাক্ত

c. ঘোলা বা পলিময়

d. অতিশীতল

Ans-a. স্বচ্ছ

51. প্রবাল প্রাচীর সাধারণত বেশি দেখা যায় কোন অঞ্চলে ?

a. নাতিশীতোষ্ণ

b. মেরু

c. ক্রান্তীয়

d. ভূমধ্যসাগরীয়

Ans-c. ক্রান্তীয়

52. প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য উষ্ণতা দরকার হয় প্রায় 

a. 20°-25°C

b. 5°-15°C

c. 30°-35°C

d. 50°-55°C

Ans-a. 20°-25°C

53. সমুদ্রের কত ফুত গভীরে প্রবাল কীট বাঁচতে পারে না?

a. 100-200ফুট 

b. 200-300ফুট

c. 400-500ফুট

d. 600-700ফুট

Ans-b. 200-300ফুট

54. অস্ট্রেলিয়ার ‘Great Barrier Reef’ কোন ধরণের প্রবাল প্রাচীর ?

a. প্রান্ত প্রবাল প্রাচীর

b. প্যাচ রিফ

c. প্রতিবন্ধক প্রবাল প্রাচীর

d. ফ্যারোস

Ans-c. প্রতিবন্ধক প্রবাল প্রাচীর

55.কোন বিজ্ঞানী প্রবাল প্রাচীর সংক্রান্ত তত্ত্ব প্রকাশ করেন?

a. ডেভিস

b. মঙ্কহাউস

c. পেঙ্ক

d. মারে

Ans-d. মারে

56. কোনটি সমুদ্রতরঙ্গের উপকূলীয় অঞ্চলের ক্ষয় পদ্ধতি নয় ?  

a. ঘর্ষন ক্ষয়

b. উৎপাটন ক্ষয়

c. অবঘর্ষ

d. ক্ল্যাপোটিস

Ans-b. উৎপাটন ক্ষয়

57. ভারতে নিরপেক্ষ উপকূল দেখা যায়

a. গঙ্গা বদ্বীপ অঞ্চলে

b. কৃষ্ণা ও কাবেরি বদ্বীপ অঞ্চলে

c. গোদাবরী বদ্বীপ অঞ্চলে

d. উপরোক্ত সব কটি বদ্বীপের উপকূলভাগে

Ans-d. উপরোক্ত সব কটি বদ্বীপের উপকূলভাগে

58. বৃহদাকৃতির প্রবাল বছরে মাত্র বৃদ্ধি পায়

a. 5-25 মিমি

b. 30-40 মিমি

c. 50-60 মিমি

d. এর কোনটিই নয়

Ans-a. 5-25 মিমি

59. যখন উপকূলের খাঁজ বা বাঁক খুব তীক্ষ্ণ হয় না অর্থাৎ দৈর্ঘ্য অনেক বড়ো হয় তাকে বলা হয় ?

a. কোভ

b. বাইট

c. বে

d. গালফ্‌

Ans-b. বাইট

60. শিলাস্তরের ফাটল, দারণ, সন্ধিতল বরাবর তরঙ্গ ক্ষয়ের ফলে যে সংকীর্ণ, খাঁজকাটা তটরেখা সৃষ্টি হয় তাকে বলে

a. গালি

b. স্পাউটিং হর্ন

c. ক্যাজম

d. টাইডাল পুল

Ans-a. গালি

Scroll to Top