মৃত্তিকা – soil / ষষ্ঠ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. লাতিন যে শব্দটি থেকে ইংরেজি soil কথাটি এসেছে
a. সোলাম
b. সেলিয়াম
c. সোলানাম
d. সয়েলি
Ans-a. সোলাম
2. মৃত্তিকা ভূগোলের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি হল
a. মৃত্তিকা বিজ্ঞান
b. ইডাফোলজি
c. পেডোলজি
d. ভেটোলজি
Ans-c. পেডোলজি
3. মাটির প্রধান উপাদান হল
a. জল
b. জৈব পদার্থ
c. বায়ু
d. খনিজ দ্রব্য
Ans-d. খনিজ দ্রব্য
4. মাটি সৃষ্টির সক্রিয় কারন হল
a. আদি শিলা
b. জলবায়ু
c. ভূপ্রকৃতি
d. সময়
Ans-b. জলবায়ু
5. মাটি গঠনে পরোক্ষ প্রভাব ফেলে
a. ভূপ্রকৃতি
b. উদ্ভিদ
c. প্রাণী
d. জলবায়ু
Ans-a. ভূপ্রকৃতি
6. আদি শিলাস্তরের ওপর শিথিল শিলাচূর্নের স্তরকে বলে
a. ট্যালাস
b. রেগোসল
c. রেগোলিথ
d. লিথোসল
Ans-c. রেগোলিথ
7. মৃত্তিকামণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠের প্রায় কত মিটার হয় ?
a. 10
b. 25
c. 40
d. 50
Ans-a. 10
8. মাটি গঠনের একটি মৌলিক প্রক্রিয়া হল
a. সংযোজন
b. অপসারণ
c. স্থানান্তর
d. এলুভিয়েশন
Ans-d. এলুভিয়েশন
9. মাটির খনিজ কণার আপেক্ষিখ অনুপাতকে বলে
a. গঠন
b. সচ্ছিদ্রতা
c. গ্রহন
d. ঘনত্ব
Ans-c. গ্রহন
10. মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান থাকে সাধারনত
a. 5%
b. 10%
c. 15%
d. 20%
Ans-a. 5%
11. নীচের কোন্ স্তরকে জৈবস্তর বলা হয় ?
a. A
b. O
c. B
d. C
Ans-b. O
12. মধ্য অক্ষাংশের তৃণভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. পডজল মাটি
b. বগ মাটি
c. চারনজেম মাটি
d. গ্লেই মাটি
Ans-c. চারনজেম মাটি
13. পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মাটির
a. A স্তরকে
b. B স্তরকে
c. C স্তরকে
d. D স্তরকে
Ans-b. B স্তরকে
14. অপরিহার্য পরিপোষকের সংখ্যা-কটি
a. 20
b. 25
c. 35
d. 35
Ans-a. 20
15. নীচের কোনটি অপরিহার্য মৌল ?
a. ক্রোমিয়াম
b. আর্সেনিক
c. ম্যাঙ্গানিজ
d. রুবিডিয়ম
Ans-c. ম্যাঙ্গানিজ
16. আয়রন হাইড্রোক্সাইডের জন্য মাটির রং হয়
a. লাল
b. সবুজ
c. নীল
d. লালচে হলুদ
Ans-d. লালচে হলুদ
17. pH-এর মান 7এর কম হলে মাটি হয়
a. অম্লধর্মী
b. প্রশমিত
c. ক্ষারধর্মি
d. অতিক্ষারীয়
Ans-a. অম্লধর্মী
18. কোনটির অভাবে গাছের ‘হুইপটেল’ রোগ সৃষ্টি হয় ?
a. ম্যাঙ্গানিজ
b. মলিবডেনাম
c. ম্যাগনেসিয়াম
d. ক্যালসিয়াম
Ans-b. মলিবডেনাম
19. মাটির USDA শ্রেণিবিভাগের প্রবক্তা হলেন
a. জফে
b. সিভির-টজেভ
c. মারবাট
d. বলদুইন
Ans-d. বলদুইন
20. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল [xII’15]
a. লিথোসল
b. রেগোসল
c. পলিমৃত্তিকা
d. পডজল
Ans-d. পডজল
21. মৃত্তিকা ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয়
a. র্যা ভাইন
b. রিল
c. গালিয়া
d. ওয়াদি
Ans-b. রিল
22. মাটি ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ন পন্থা হল
a. ঝুমচাষ
b. পশুচারণ
c. মালচিং
d. বৃক্ষচ্ছেদন
Ans-c. মালচিং
23. মাটির একটি মুখ্য পুষ্টিমৌল হল
a. তামা
b. লোহা
c. দস্তা
d. নাইট্রোজেন
Ans-d. নাইট্রোজেন
24. মৃত্তিকা উপাদানগুলির জলে ভাসমান অবস্থায় যান্ত্রিক স্থানান্তরণকে বলা হয়
a. রাসায়নিক এলুভিয়েশন
b. ধৌত প্রক্রিয়া
c. যান্ত্রিক এলুভিয়েশন
d. এর কোনটিই নয়
Ans-c. যান্ত্রিক এলুভিয়েশন
25. প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে মাটিতে যে উপাদান যুক্ত হয় তা হল
a. হিউমাস
b. তাপ
c. জল
d. কর্দমকণা
Ans-a. হিউমাস
26. সরলবর্গিয় বনভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. বগ মাটি
b. চারনোজেম
c. গ্লেই মাটি
d. পডজল
Ans-d. পডজল
27. A-হরাইজন হল
a. জৈবস্তর
b. ক্ষরণের স্তর
c. সঞ্চয়নের স্তর
d. আদিশিলার স্তর
Ans-b. ক্ষরণের স্তর
28. কোন্ পদ্ধতিতে মাটির ওপরের স্তরের খনিজ পদার্থ নীচের স্তরে অপসারিত হয় ?
a. এলুভিয়েশন
b. ইলুভিয়েশন
c. ল্যাটেরাইজেশন
d. গ্লেইজেশন
Ans-a. এলুভিয়েশন
29. জলাভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. পডজল মাটি
b. গ্লেই মাটি
c. বগ মাটি
d. চারনজেম মাটি
Ans-c. বগ মাটি
30. আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে কাদাকনার ব্যাস
a. <0.002mm
b. <0.02-002mm
c. <0.2-0.2mm
d. 2.0-0.2mm
Ans-a. <0.002mm
31. মাটির একটি ভৌতধর্ম হল
a. মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা
b. মাটির গঠন
c. মাটির হিউমাস
d. মাটির pH
Ans-b. মাটির গঠন
32. USDA শ্রেণিবিভাগ অনুসারে প্রথমের ভিত্তিতে মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায়
a. 4 টি
b. 6 টি
c. 8 টি
d. 12 টি
Ans-d. 12 টি
33. মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির কী বলে ?
a. হরাইজন
b. ক্যাটেনা
c. পরিলেখ
d. গ্রথন
Ans-c. পরিলেখ
34. মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে বলে ?
a. মাটির প্রবেশ্যতা
b. মাটির সচ্ছিদ্রতা
c. মাটির ঘনত্ব
d. মাটির রন্ধ্র পরিসর
Ans-a. মাটির প্রবেশ্যতা
35. একটি লবণাক্ত মাটির উদাহরণ হল
a. ল্যাটেরাইট
b. সোলোনচাক
c. বগ
d. পডজল
Ans-b. সোলোনচাক
36. যে পদ্ধতিতে মাটির B স্তরে মাটির ওপরের স্তর থেকে অপসারিত হওয়া পদার্থগুলি সঞ্চিত হয়
a. এলুভিয়েশন
b. ল্যাটেরাইজেশন
c. ইলুভিয়েশন
d. গ্লেইজেশন
Ans-c. ইলুভিয়েশন
37. যে প্রক্রিয়ায় মাটির খনিজকণা ও জৈব পদার্থের জৈব-রাসায়নিক পরিবর্তন হয়, তাকে বলে
a. স্থানান্তরন
b. সংযোজন
c. বর্জন
d. রূপান্তরণ
Ans-d. রূপান্তরণ
38. শীতল মরু অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত কারন
a. অধিক তাপমাত্রা
b. ITCZ-এর অনুকূল ভূমিকা
c. বনভূমি হনন
d. জীবজন্তুর অনুকূল প্রভাব
Ans-a. অধিক তাপমাত্রা
39. একই ধরনের শিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির তারতম্যের জন্য উদ্ভূত বিভিন্ন ধরনের মাটিকে বলে
a. মাটির গঠন
b. মাটির ক্যাটেনা
c. মাটির pH
d. প্রারম্ভিক মৃত্তিকা
Ans-b. মাটির ক্যাটেনা
40. আর্দ্র নিম্নভুমি অঞ্চলে সৃষ্টি হয়
a. গ্লেই মাটি
b. পডজল মাটি
c. বগ মাটি
d. চারনোজেম মাটি
Ans-a. গ্লেই মাটি
41. পরিণত মাটির পরিলেখে যেসব স্তর দেখা যায়
a. A,O,C
b. A,B,D
c. A,B,C
d. O,A,B,C,D
Ans-d. O,A,B,C,D
42. মাটির D বা R হরাইজন হল
a. জৈবস্তর
b. আদিশিলার স্তর
c. ক্ষরণের স্তর
d. সঞ্চয়নের স্তর
Ans-b. আদিশিলার স্তর
43. মাটির ‘সঞ্চয়নের স্তর’ হল
a. A
b. C
c. B
d. D
Ans-c. B
44. মাটির O হরাইজন হল
a. জৈবস্তর
b. ক্ষরণের স্তর
c. সঞ্চয়নের স্তর
d. আদিশিলার স্তর
Ans-a. জৈবস্তর
45. আবহবিকারের ফলে আদিশিলা চূর্নবিচূর্ন হয়ে যে শিথিল স্তর গড়ে ওঠে তাকে বলে
a. জৈবস্তর
b. B স্তর
c. A স্তর
d. ভূস্তর
Ans-d. ভূস্তর
46. মৃত্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারন হল
a. ভূপ্রকৃতি
b. আদিশিলা
c. জীবযগৎ
d. সময়
Ans-c. জীবযগৎ
47. যে প্রক্রিয়ায় মৃত্তিকায় জৈব পদার্থ সংযুক্ত হয় তা হল
a. ক্যালসিফিকেশন
b. হিউমিফিকেশন
c. গ্লেইজেশন
d. এলুভিয়েশন
Ans-b. হিউমিফিকেশন
48. আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় সেটি হল
a. পডজল মৃত্তিকা
b. লোয়েস মৃত্তিকা
c. সোলোনচাক মৃত্তিকা
d. পলি মৃত্তিকা
Ans-a. পডজল মৃত্তিকা
49. মৃৎ পরিলেখের বিকাশ সবচেয়ে ভালো হয়
a. মেরু অঞ্চলে
b. উপমেরু অঞ্চলে
c. আর্দ্র অঞ্চলে
d. মরু অঞ্চলে
Ans-a. মেরু অঞ্চলে
50. মলিসল জাতীয় মৃত্তিকা হল
a. পাললিক
b. ল্যাটেরাইট
c. প্রেইরি
d. পডজল
Ans-c. প্রেইরি
51. প্রশমিত মাটির pH- এর মান হল
a. 6.0
b. 6.5
c. 7.0
d. 7.5
Ans-c. 7.0
52. মৃত্তিকার মধ্যে গ্যাসীয় উপাদানের পরিমান প্রায়
a. 5%
b. 10%
c. 25%
d. 50%
Ans-c. 25%
53. ভারতে লাল মাটি দেখা যায় প্রধানত
a. রাজস্থানে
b. গুজরাটে
c. বিহারে
d. অন্ধ্রপ্রদেশে
Ans-d. অন্ধ্রপ্রদেশে
54. ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত মাটির এক একটি পুরু স্তরকে বলে
a. হরাইজন
b. গ্রথন
c. পরিলেখ
d. ক্যাটেনা
Ans-a. হরাইজন
55. যে উপাদানটি কালো মাটিতে দেখা যায় না তা হল
a. জৈবপদার্থ
b. অ্যালুমিনিয়াম
c. লোহা
d. টাইটেনিয়াম অক্সাইড
Ans-b. অ্যালুমিনিয়াম
56. দীর্ঘ সময় ধরে যে মাটি গঠিত হয় তা হল
a. পরিণত মাটি
b. অপরিণত মাটি
c. পলি মাটি
d. অনাঞ্চলিক মাটি
Ans-a. পরিণত মাটি
57. যে প্রক্রিয়ায় হার্ডপ্যান গঠিত হয় তা হল
a. স্যালিনাইজেশন
b. গ্লেইজেশন
c. অ্যালকালাইজেশন
d. পডজলাইজেশন
Ans-d. পডজলাইজেশন
58. কোন মাটিতে ‘ভৌত শুষ্ক মৃত্তিকা’ বলা হয় ?
a. পলি
b. কাদা
c. বালি
d. দোআঁশ
Ans-c. বালি
59. অধিকাংশ ফশল উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত pH মাত্রা হল
a. 6.0-7.0
b. 6.5-7.5
c. 6.0-8.0
d. 7.0-8.0
Ans-b. 6.5-7.5
60. পেডোক্যাল জাতীয় মাটির রং হয়
a. ধূসর
b. হলদে
c. কালো
d. লাল
Ans-a. ধূসর
61. পডজল মৃত্তিকায় উৎপন্ন প্রধান ফসল হল
a. ধূসর
b. হলদে
c. কালো
d. লাল
Ans- c. কালো
62. মরু মৃত্তিকায় যে জাতীয় ফসল ভালো হয়
a. কার্পাস
b. চা
c. পাট
d. মিলেট
Ans- d. মিলেট
63. চারনোজেম মাটিতে সাধারণভাবে যেসব উদ্ভিদ জন্মায় তা হল
a. বৃক্ষ জাতীয় উদ্ভিদ
b. তৃণ উদ্ভিদ
c. জাঙ্গল উদ্ভিদ
d. জলজ উদ্ভিদ
Ans- b. তৃণ উদ্ভিদ
64. ল্যাটেরাইট মাটি যে জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে
a. আর্দ্র ক্রান্তীয়
b. আর্দ্র নাতিশীতোষ্ণ
c. শীতল নাতিশীতোষ্ণ
d. উষ্ণ মরু
Ans- a. আর্দ্র ক্রান্তীয়
65. NPK একযোগে যে মৌল নামে পরিচিত তা হল
a. অনুঘটক মৌল
b. সংকটী মৌল
c. উপকারী মৌল
d. সাংগঠনিক মৌল
Ans- b. সংকটী মৌল
66. মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়
a. ধূসর
b. লাল
c. কালো
d. হলুদ
Ans- c. কালো
67. আদি শিলার প্রভাব বেশি হলে কোন্ মৃত্তিকা সৃষ্টি হয় ?
a. পরিণত
b. আন্তঃআঞ্চলিক
c. অপরিণত
d. অনাঞ্চলিক
Ans- b. আন্তঃআঞ্চলিক
68. বিজ্ঞানী মোর (Mohr) মৃত্তিকা গঠনের সুদীর্ঘ সময়কালকে ভাগ করেছেন
a. 3 টি ভাগে
b. 4 টি ভাগে
c. 5 টি ভাগে
d. 6 টি ভাগে
Ans- c. 5 টি ভাগে
69. মাটির স্তর দেখা যায়
a. চারনোজেম মাটিতে
b. বগ মাটিতে
c. লোয়েস মাটিতে
d. পলি মাটিতে
Ans- a. চারনোজেম মাটিতে
70. অপরিণত বা অস্পষ্ট স্তর বিশিষ্ট মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. পডজল
c. চারনোজেম
d. লোয়েস
Ans- d. লোয়েস
71. পৃথিবীর সমস্ত মাটিতে ভাগ করা হয় 7th Approximation অনুযায়ী
a. 4 টি ভাগে
b. 6 টি ভাগে
c. 10 টি ভাগে
d. 12 টি ভাগে
Ans- d. 12 টি ভাগে
72. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকাটি হল
a. পডজল
b. কৃষ্ণ মৃত্তিকা
c. রেন্ডজিনা
d. কাদামাটি
Ans- b. কৃষ্ণ মৃত্তিকা
73. ধৌত প্রক্রিয়ায় কোন্ খনিজ অপসারিত হলে পেডালফার মাটি গঠিত হয় ?
a. পটাশিয়াম
b. ক্যালশিয়াম
c. সোডিয়াম
d. আয়রন
Ans- b. ক্যালশিয়াম
74. কোনটি, বেশি হলে পেডোক্যাল মাটি সৃষ্টি হয় ?
a. বাষ্পীভবন
b. অনুস্রাবন
c. বৃষ্টিপাত
d. তুষারপাত
Ans- a. বাষ্পীভবন
75.কীসের সঞ্চয়ের ফলে ল্যাটেরাইট মাটির উৎপত্তি হয় ?
a. অ্যালুভিয়ামের
b. লৌহ অক্সাইডের
c. লোয়েসের
d. ক্যালশিয়ামের
Ans- b. লৌহ অক্সাইডের
76. মাটি গঠনের হার দ্রুত লক্ষ করা যায় যে জলবায়ুতে তা হল
a. উষ্ণ আর্দ্র
b. শীতল
c. উষ্ণ মরু
d. নাতিশীতোষ্ণ
Ans- a. উষ্ণ আর্দ্র
77. আর্দ্রতার পরিপ্রেক্ষিতে বেলেমাটি নীচের কোন শ্রেণির মাটির অন্তর্গত ?
a. মরু মাটি
b. ভৌত শুষ্ক মাটি
c. আঞ্চলিক মাটি
d. শারিরবৃত্তিয় শুষ্ক মাটি
Ans- b. ভৌত শুষ্ক মাটি
78. মৃত্তিকার ওপরের স্তরে ক্যালশিয়াম,পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক সঞ্চিত হলে তাকে বলে
a. ল্যাটেরাইজেশন
b. গ্লেইজেশন
c. অ্যালকালাইজেশন
d. পডজলাইজেশন
Ans- c. অ্যালকালাইজেশন
79. মরু অঞ্চলে গঠিত মাটির নাম
a. চারনোজেম
b. সিরোজেম
c. চেস্টনাট
d. ল্যাটেরাইট
Ans- b. সিরোজেম
80. এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটিতে কোন্ হরাইজন বা স্তর সৃষ্টি হয় ?
a. A
b. B
c. C
d. O
Ans- a. A
81. রাশিয়ার বিখ্যাত মৃতবিজ্ঞানীর নাম কী ?
a. জেনি
b. ডকুচেভ
c. থম্পসন
d. স্মিথ
Ans- b. ডকুচেভ
82. ভূমির অবতল ঢালে মাটির সঞ্চয়
a. কম হয়
b. মাঝারী হয়
c. বেশি হয়
d. হয় না
Ans- c. বেশি হয়
83. পেডালফার মাটিতে বেশি পরিমানে থাকে
a. অ্যালুমিনিয়াম
b. পটাশিয়াম
c. ক্যালশিয়াম
d. ম্যাগনেশিয়াম
Ans- a. অ্যালুমিনিয়াম
84. পেডালফার মাটি যে অঞ্চলে দেখা যায় তা হল
a. শুষ্ক অঞ্চল
b. আর্দ্র অঞ্চল
c. শীতল অঞ্চল
d. নাতীশীতোষ্ণ অঞ্চল
Ans- b. আর্দ্র অঞ্চল
85. একটি ক্ষারধর্মি মাটির উদাহরণ হল
a. ল্যাটেরাইট
b. পডজল
c. লোয়েস
d. সোলোনচাক
Ans- d. সোলোনচাক
86. আন্তঃআঞ্চলিক মাটি হল
a. রেন্ডজিনা
b. চেস্টনাট
c. রেগোসল
d. সিরোজেম
Ans- a. রেন্ডজিনা
87. ক্যালশিয়াম কার্বনেটের প্রাধান্য দেখা যায়
a. ল্যাটেরাইট মাটিতে
b. পডজল মাটিতে
c. চারনোজেম মাটিতে
d. সিরজেম মাটিতে
Ans- c. চারনোজেম মাটিতে
88. অ্যালুমিয়াম ও লৌহ অক্সাইড বেশি থাকে
a. সিরজেম মাটিতে
b. পডজল মাটিতে
c. চারনোজেম মাটিতে
d. চেস্তনাট মাটিতে
Ans- b. পডজল মাটিতে
89. জৈব-রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে সৃষ্টি হয়
a. কৃষ্ণ মৃত্তিকা
b. ল্যাটেরাইট মৃত্তিকা
c. পলি মৃত্তিকা
d. এর কোনটিই নয়
Ans- a. কৃষ্ণ মৃত্তিকা
90. পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ হল
a. পডজল
b. তুন্দ্রা
c. ল্যাটেরাইট
d. চারনোজেম
Ans- d. চারনোজেম
91. মাটিতে pH এর মান 7-এর বেশি হলে মাটি হয়
a. অম্লধর্মি
b. চুনময়
c. ক্ষারধর্মি
d. লবণাক্ত
Ans- c. ক্ষারধর্মি
92. ‘চারনোজেম’ মৃত্তিকা দেখা যায়
a. ক্রান্তীয় অঞ্চলে
b. উপক্রান্তীয় অঞ্চলে
c. মরু অঞ্চলে
d. নাতীশীতোষ্ণ অঞ্চলে
Ans- d. নাতীশীতোষ্ণ অঞ্চলে
93. উপত্যকার উচ্চঢাল থেকে নিম্নঢাল পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলা হয় মাটির
a. পরিলেখ
b. ক্যাটেনা
c. স্তর
d. সোলাম
Ans- b. ক্যাটেনা
94. ক্ষার ও ক্ষারজাতীয় পদার্থ মূল খনিজ থেকে বেরিয়ে যাওয়ায় গৌণ অ্যালুমিনোসিলিকেট গুরুত্বপুর্ন হয়, এভাবে নবগঠিত পদার্থের একত্রে সমাবেশকে বলে
a. ক্যাটেনা
b. ওয়েদারিং কমপ্লেক্স
c. রেগোলিথ
d. এর কোনটিই নয়
Ans- b. ওয়েদারিং কমপ্লেক্স
95. নীচের কোন সমীকরণটি মাটির উপাদানের পরিমাণের সাপেক্ষে সঠিক
a. খনিজ পদার্থ + জৈব পদার্থ = জল + বায়ু
b. জৈব পদার্থ + বায়ু = জল + খনিজ
c. জল + জৈব পদার্থ = বায়ু + খনিজ পদার্থ
d. জল + বায়ু + জৈব পদার্থ = খনিজ পদার্থ
Ans- a. খনিজ পদার্থ + জৈব পদার্থ = জল + বায়ু
96. মাটির সব স্তর দেখা যায় একমাত্র
a. পলি মাটিতে
b. অপরিণত মাটিতে
c. অনাঞ্চলিক মাটিতে
d. পরিণত মাটিতে
Ans- d. পরিণত মাটিতে
97. প্রায় শুষ্ক নাতীশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি হল
a. ল্যাটেরাইট
b. সিরোজেম
c. চারনোজেম
d. পডজল
Ans- c. চারনোজেম
98. অত্যধিক পরিমাণে জৈব পদার্থ সমৃদ্ধ ও উর্বর মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. প্রেইরি
c. বগ
d. পডজল
Ans- b. প্রেইরি
99. আন্তঃআঞ্চলিক মাটির উদাহরণ হল
a. লিথোসল
b. রেগোসল
c. লোয়েস
d. সোলোনচাক
Ans- d. সোলোনচাক
100. শির্ষস্তরের মাটি ক্ষয়ে প্রধান ভূমিকা গ্রহণকারী প্রক্রিয়াটি হল
a. চাদর প্রবাহ
b. খাত ক্ষয়
c. বায়ুপ্রবাহ
d. সোলোনচাক
Ans- a. চাদর প্রবাহ
101. নীচের কোন্ দুটি মৌল অপরিহার্্য পরিপোষক নয় ?
a. তামা ও দস্তা
b. ক্রোমিয়াম ও আর্সেনিক
c. কার্বন ও হাইড্রোজেন
d. নাইট্রোজেন
Ans- b. ক্রোমিয়াম ও আর্সেনিক
102. কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. লাল মাটি
c. চারনোজেম
d. হলুদ মাটি
Ans- c. চারনোজেম
103. উষ্ণতার পরিবর্তনে সাধারণত শিলার যান্ত্রিক পরিবর্তন ঘটে
a. 2 ভাবে
b. 3 ভাবে
c. 4 ভাবে
d. 5 ভাবে
Ans- b. 3 ভাবে
104. শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয় ?
a. দিনের বেলা
b. বিকেল বেলা
c. মধ্যাহ্নে
d. রাতের বেলা
Ans- d. রাতের বেলা
105. উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখণ্ডকে বলে
a. ট্যালাস
b. নুড়ি
c. কলয়েড
d. টর
Ans- a. ট্যালাস
106. শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংযোজনকে বলে
a. জারণ
b. জলযোজন
c. আর্দ্র বিশ্লেষণ
d. অঙ্গার যোজন
Ans- d. অঙ্গার যোজন
107. গ্লেইজেশন প্রক্রিয়ায় বেশি কার্যকরি হয়
a. জারন
b. জলযোজন
c. বিজারন
d. অঙ্গার যোজন
Ans- c. বিজারন
108. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে
a. অঙ্গারযোজন
b. আর্দ্র বিশ্লেষন
c. জলযোজন
d. জারণ
Ans- a. অঙ্গারযোজন
109. ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে
a. অক্সিডেশন
b. কার্বনেশন
c. হাইড্রেশন
d. হাইড্রলিসিস
Ans- a. অক্সিডেশন
110. শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের সংযোজনকে বলে
a. অঙ্গার যোজন
b. জলযোজন
c. জারণ
d. আর্দ্র বিশ্লেষণ
Ans– c. জারণ
- Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 ExamMadhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 Exam
- অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. অ্যারিস্টটল d. কান্ট Ans- a. জর্জ বুল 2. বচন কাকে বলে? a. যা সত্য-মিথ্যা হতে পারে b. যা শুদ্ধ বা অশুদ্ধ হতে পারে c. যা […]
- অধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. রাসেল d. কোয়াইন Ans- a. জর্জ বুল 2. কে ভেনচিত্র উদ্ভাবন করেন ? a. জন ভেন b. জর্জ […]
- অধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.গঠন অনুসারে যুক্তিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? a. একটি b. দুটি c. তিনটি d. চারটি Ans- b. দুটি 2. অবরোহ যুক্তির একটি প্রকার হল নিরপেক্ষ যুক্তি, অন্যটি কী ? a. সাপেক্ষ […]
- অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাকে কী অনুমান বলে? a. আরোহ অনুমান b. সাদৃশ্যানুমান c. মাধ্যম অনুমান d. অমাধ্যম অনুমান Ans- d. অমাধ্যম অনুমান 2. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা […]