মৃত্তিকা – soil / ষষ্ঠ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. লাতিন যে শব্দটি থেকে ইংরেজি soil কথাটি এসেছে
a. সোলাম
b. সেলিয়াম
c. সোলানাম
d. সয়েলি
Ans-a. সোলাম
2. মৃত্তিকা ভূগোলের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি হল
a. মৃত্তিকা বিজ্ঞান
b. ইডাফোলজি
c. পেডোলজি
d. ভেটোলজি
Ans-c. পেডোলজি
3. মাটির প্রধান উপাদান হল
a. জল
b. জৈব পদার্থ
c. বায়ু
d. খনিজ দ্রব্য
Ans-d. খনিজ দ্রব্য
4. মাটি সৃষ্টির সক্রিয় কারন হল
a. আদি শিলা
b. জলবায়ু
c. ভূপ্রকৃতি
d. সময়
Ans-b. জলবায়ু
5. মাটি গঠনে পরোক্ষ প্রভাব ফেলে
a. ভূপ্রকৃতি
b. উদ্ভিদ
c. প্রাণী
d. জলবায়ু
Ans-a. ভূপ্রকৃতি
6. আদি শিলাস্তরের ওপর শিথিল শিলাচূর্নের স্তরকে বলে
a. ট্যালাস
b. রেগোসল
c. রেগোলিথ
d. লিথোসল
Ans-c. রেগোলিথ
7. মৃত্তিকামণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠের প্রায় কত মিটার হয় ?
a. 10
b. 25
c. 40
d. 50
Ans-a. 10
8. মাটি গঠনের একটি মৌলিক প্রক্রিয়া হল
a. সংযোজন
b. অপসারণ
c. স্থানান্তর
d. এলুভিয়েশন
Ans-d. এলুভিয়েশন
9. মাটির খনিজ কণার আপেক্ষিখ অনুপাতকে বলে
a. গঠন
b. সচ্ছিদ্রতা
c. গ্রহন
d. ঘনত্ব
Ans-c. গ্রহন
10. মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান থাকে সাধারনত
a. 5%
b. 10%
c. 15%
d. 20%
Ans-a. 5%
11. নীচের কোন্ স্তরকে জৈবস্তর বলা হয় ?
a. A
b. O
c. B
d. C
Ans-b. O
12. মধ্য অক্ষাংশের তৃণভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. পডজল মাটি
b. বগ মাটি
c. চারনজেম মাটি
d. গ্লেই মাটি
Ans-c. চারনজেম মাটি
13. পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মাটির
a. A স্তরকে
b. B স্তরকে
c. C স্তরকে
d. D স্তরকে
Ans-b. B স্তরকে
14. অপরিহার্য পরিপোষকের সংখ্যা-কটি
a. 20
b. 25
c. 35
d. 35
Ans-a. 20
15. নীচের কোনটি অপরিহার্য মৌল ?
a. ক্রোমিয়াম
b. আর্সেনিক
c. ম্যাঙ্গানিজ
d. রুবিডিয়ম
Ans-c. ম্যাঙ্গানিজ
16. আয়রন হাইড্রোক্সাইডের জন্য মাটির রং হয়
a. লাল
b. সবুজ
c. নীল
d. লালচে হলুদ
Ans-d. লালচে হলুদ
17. pH-এর মান 7এর কম হলে মাটি হয়
a. অম্লধর্মী
b. প্রশমিত
c. ক্ষারধর্মি
d. অতিক্ষারীয়
Ans-a. অম্লধর্মী
18. কোনটির অভাবে গাছের ‘হুইপটেল’ রোগ সৃষ্টি হয় ?
a. ম্যাঙ্গানিজ
b. মলিবডেনাম
c. ম্যাগনেসিয়াম
d. ক্যালসিয়াম
Ans-b. মলিবডেনাম
19. মাটির USDA শ্রেণিবিভাগের প্রবক্তা হলেন
a. জফে
b. সিভির-টজেভ
c. মারবাট
d. বলদুইন
Ans-d. বলদুইন
20. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল [xII’15]
a. লিথোসল
b. রেগোসল
c. পলিমৃত্তিকা
d. পডজল
Ans-d. পডজল
21. মৃত্তিকা ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয়
a. র্যা ভাইন
b. রিল
c. গালিয়া
d. ওয়াদি
Ans-b. রিল
22. মাটি ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ন পন্থা হল
a. ঝুমচাষ
b. পশুচারণ
c. মালচিং
d. বৃক্ষচ্ছেদন
Ans-c. মালচিং
23. মাটির একটি মুখ্য পুষ্টিমৌল হল
a. তামা
b. লোহা
c. দস্তা
d. নাইট্রোজেন
Ans-d. নাইট্রোজেন
24. মৃত্তিকা উপাদানগুলির জলে ভাসমান অবস্থায় যান্ত্রিক স্থানান্তরণকে বলা হয়
a. রাসায়নিক এলুভিয়েশন
b. ধৌত প্রক্রিয়া
c. যান্ত্রিক এলুভিয়েশন
d. এর কোনটিই নয়
Ans-c. যান্ত্রিক এলুভিয়েশন
25. প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে মাটিতে যে উপাদান যুক্ত হয় তা হল
a. হিউমাস
b. তাপ
c. জল
d. কর্দমকণা
Ans-a. হিউমাস
26. সরলবর্গিয় বনভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. বগ মাটি
b. চারনোজেম
c. গ্লেই মাটি
d. পডজল
Ans-d. পডজল
27. A-হরাইজন হল
a. জৈবস্তর
b. ক্ষরণের স্তর
c. সঞ্চয়নের স্তর
d. আদিশিলার স্তর
Ans-b. ক্ষরণের স্তর
28. কোন্ পদ্ধতিতে মাটির ওপরের স্তরের খনিজ পদার্থ নীচের স্তরে অপসারিত হয় ?
a. এলুভিয়েশন
b. ইলুভিয়েশন
c. ল্যাটেরাইজেশন
d. গ্লেইজেশন
Ans-a. এলুভিয়েশন
29. জলাভূমি অঞ্চলে সৃষ্টি হয়
a. পডজল মাটি
b. গ্লেই মাটি
c. বগ মাটি
d. চারনজেম মাটি
Ans-c. বগ মাটি
30. আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে কাদাকনার ব্যাস
a. <0.002mm
b. <0.02-002mm
c. <0.2-0.2mm
d. 2.0-0.2mm
Ans-a. <0.002mm
31. মাটির একটি ভৌতধর্ম হল
a. মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা
b. মাটির গঠন
c. মাটির হিউমাস
d. মাটির pH
Ans-b. মাটির গঠন
32. USDA শ্রেণিবিভাগ অনুসারে প্রথমের ভিত্তিতে মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায়
a. 4 টি
b. 6 টি
c. 8 টি
d. 12 টি
Ans-d. 12 টি
33. মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির কী বলে ?
a. হরাইজন
b. ক্যাটেনা
c. পরিলেখ
d. গ্রথন
Ans-c. পরিলেখ
34. মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে বলে ?
a. মাটির প্রবেশ্যতা
b. মাটির সচ্ছিদ্রতা
c. মাটির ঘনত্ব
d. মাটির রন্ধ্র পরিসর
Ans-a. মাটির প্রবেশ্যতা
35. একটি লবণাক্ত মাটির উদাহরণ হল
a. ল্যাটেরাইট
b. সোলোনচাক
c. বগ
d. পডজল
Ans-b. সোলোনচাক
36. যে পদ্ধতিতে মাটির B স্তরে মাটির ওপরের স্তর থেকে অপসারিত হওয়া পদার্থগুলি সঞ্চিত হয়
a. এলুভিয়েশন
b. ল্যাটেরাইজেশন
c. ইলুভিয়েশন
d. গ্লেইজেশন
Ans-c. ইলুভিয়েশন
37. যে প্রক্রিয়ায় মাটির খনিজকণা ও জৈব পদার্থের জৈব-রাসায়নিক পরিবর্তন হয়, তাকে বলে
a. স্থানান্তরন
b. সংযোজন
c. বর্জন
d. রূপান্তরণ
Ans-d. রূপান্তরণ
38. শীতল মরু অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত কারন
a. অধিক তাপমাত্রা
b. ITCZ-এর অনুকূল ভূমিকা
c. বনভূমি হনন
d. জীবজন্তুর অনুকূল প্রভাব
Ans-a. অধিক তাপমাত্রা
39. একই ধরনের শিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির তারতম্যের জন্য উদ্ভূত বিভিন্ন ধরনের মাটিকে বলে
a. মাটির গঠন
b. মাটির ক্যাটেনা
c. মাটির pH
d. প্রারম্ভিক মৃত্তিকা
Ans-b. মাটির ক্যাটেনা
40. আর্দ্র নিম্নভুমি অঞ্চলে সৃষ্টি হয়
a. গ্লেই মাটি
b. পডজল মাটি
c. বগ মাটি
d. চারনোজেম মাটি
Ans-a. গ্লেই মাটি
41. পরিণত মাটির পরিলেখে যেসব স্তর দেখা যায়
a. A,O,C
b. A,B,D
c. A,B,C
d. O,A,B,C,D
Ans-d. O,A,B,C,D
42. মাটির D বা R হরাইজন হল
a. জৈবস্তর
b. আদিশিলার স্তর
c. ক্ষরণের স্তর
d. সঞ্চয়নের স্তর
Ans-b. আদিশিলার স্তর
43. মাটির ‘সঞ্চয়নের স্তর’ হল
a. A
b. C
c. B
d. D
Ans-c. B
44. মাটির O হরাইজন হল
a. জৈবস্তর
b. ক্ষরণের স্তর
c. সঞ্চয়নের স্তর
d. আদিশিলার স্তর
Ans-a. জৈবস্তর
45. আবহবিকারের ফলে আদিশিলা চূর্নবিচূর্ন হয়ে যে শিথিল স্তর গড়ে ওঠে তাকে বলে
a. জৈবস্তর
b. B স্তর
c. A স্তর
d. ভূস্তর
Ans-d. ভূস্তর
46. মৃত্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারন হল
a. ভূপ্রকৃতি
b. আদিশিলা
c. জীবযগৎ
d. সময়
Ans-c. জীবযগৎ
47. যে প্রক্রিয়ায় মৃত্তিকায় জৈব পদার্থ সংযুক্ত হয় তা হল
a. ক্যালসিফিকেশন
b. হিউমিফিকেশন
c. গ্লেইজেশন
d. এলুভিয়েশন
Ans-b. হিউমিফিকেশন
48. আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় সেটি হল
a. পডজল মৃত্তিকা
b. লোয়েস মৃত্তিকা
c. সোলোনচাক মৃত্তিকা
d. পলি মৃত্তিকা
Ans-a. পডজল মৃত্তিকা
49. মৃৎ পরিলেখের বিকাশ সবচেয়ে ভালো হয়
a. মেরু অঞ্চলে
b. উপমেরু অঞ্চলে
c. আর্দ্র অঞ্চলে
d. মরু অঞ্চলে
Ans-a. মেরু অঞ্চলে
50. মলিসল জাতীয় মৃত্তিকা হল
a. পাললিক
b. ল্যাটেরাইট
c. প্রেইরি
d. পডজল
Ans-c. প্রেইরি
51. প্রশমিত মাটির pH- এর মান হল
a. 6.0
b. 6.5
c. 7.0
d. 7.5
Ans-c. 7.0
52. মৃত্তিকার মধ্যে গ্যাসীয় উপাদানের পরিমান প্রায়
a. 5%
b. 10%
c. 25%
d. 50%
Ans-c. 25%
53. ভারতে লাল মাটি দেখা যায় প্রধানত
a. রাজস্থানে
b. গুজরাটে
c. বিহারে
d. অন্ধ্রপ্রদেশে
Ans-d. অন্ধ্রপ্রদেশে
54. ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত মাটির এক একটি পুরু স্তরকে বলে
a. হরাইজন
b. গ্রথন
c. পরিলেখ
d. ক্যাটেনা
Ans-a. হরাইজন
55. যে উপাদানটি কালো মাটিতে দেখা যায় না তা হল
a. জৈবপদার্থ
b. অ্যালুমিনিয়াম
c. লোহা
d. টাইটেনিয়াম অক্সাইড
Ans-b. অ্যালুমিনিয়াম
56. দীর্ঘ সময় ধরে যে মাটি গঠিত হয় তা হল
a. পরিণত মাটি
b. অপরিণত মাটি
c. পলি মাটি
d. অনাঞ্চলিক মাটি
Ans-a. পরিণত মাটি
57. যে প্রক্রিয়ায় হার্ডপ্যান গঠিত হয় তা হল
a. স্যালিনাইজেশন
b. গ্লেইজেশন
c. অ্যালকালাইজেশন
d. পডজলাইজেশন
Ans-d. পডজলাইজেশন
58. কোন মাটিতে ‘ভৌত শুষ্ক মৃত্তিকা’ বলা হয় ?
a. পলি
b. কাদা
c. বালি
d. দোআঁশ
Ans-c. বালি
59. অধিকাংশ ফশল উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত pH মাত্রা হল
a. 6.0-7.0
b. 6.5-7.5
c. 6.0-8.0
d. 7.0-8.0
Ans-b. 6.5-7.5
60. পেডোক্যাল জাতীয় মাটির রং হয়
a. ধূসর
b. হলদে
c. কালো
d. লাল
Ans-a. ধূসর
61. পডজল মৃত্তিকায় উৎপন্ন প্রধান ফসল হল
a. ধূসর
b. হলদে
c. কালো
d. লাল
Ans- c. কালো
62. মরু মৃত্তিকায় যে জাতীয় ফসল ভালো হয়
a. কার্পাস
b. চা
c. পাট
d. মিলেট
Ans- d. মিলেট
63. চারনোজেম মাটিতে সাধারণভাবে যেসব উদ্ভিদ জন্মায় তা হল
a. বৃক্ষ জাতীয় উদ্ভিদ
b. তৃণ উদ্ভিদ
c. জাঙ্গল উদ্ভিদ
d. জলজ উদ্ভিদ
Ans- b. তৃণ উদ্ভিদ
64. ল্যাটেরাইট মাটি যে জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে
a. আর্দ্র ক্রান্তীয়
b. আর্দ্র নাতিশীতোষ্ণ
c. শীতল নাতিশীতোষ্ণ
d. উষ্ণ মরু
Ans- a. আর্দ্র ক্রান্তীয়
65. NPK একযোগে যে মৌল নামে পরিচিত তা হল
a. অনুঘটক মৌল
b. সংকটী মৌল
c. উপকারী মৌল
d. সাংগঠনিক মৌল
Ans- b. সংকটী মৌল
66. মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়
a. ধূসর
b. লাল
c. কালো
d. হলুদ
Ans- c. কালো
67. আদি শিলার প্রভাব বেশি হলে কোন্ মৃত্তিকা সৃষ্টি হয় ?
a. পরিণত
b. আন্তঃআঞ্চলিক
c. অপরিণত
d. অনাঞ্চলিক
Ans- b. আন্তঃআঞ্চলিক
68. বিজ্ঞানী মোর (Mohr) মৃত্তিকা গঠনের সুদীর্ঘ সময়কালকে ভাগ করেছেন
a. 3 টি ভাগে
b. 4 টি ভাগে
c. 5 টি ভাগে
d. 6 টি ভাগে
Ans- c. 5 টি ভাগে
69. মাটির স্তর দেখা যায়
a. চারনোজেম মাটিতে
b. বগ মাটিতে
c. লোয়েস মাটিতে
d. পলি মাটিতে
Ans- a. চারনোজেম মাটিতে
70. অপরিণত বা অস্পষ্ট স্তর বিশিষ্ট মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. পডজল
c. চারনোজেম
d. লোয়েস
Ans- d. লোয়েস
71. পৃথিবীর সমস্ত মাটিতে ভাগ করা হয় 7th Approximation অনুযায়ী
a. 4 টি ভাগে
b. 6 টি ভাগে
c. 10 টি ভাগে
d. 12 টি ভাগে
Ans- d. 12 টি ভাগে
72. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকাটি হল
a. পডজল
b. কৃষ্ণ মৃত্তিকা
c. রেন্ডজিনা
d. কাদামাটি
Ans- b. কৃষ্ণ মৃত্তিকা
73. ধৌত প্রক্রিয়ায় কোন্ খনিজ অপসারিত হলে পেডালফার মাটি গঠিত হয় ?
a. পটাশিয়াম
b. ক্যালশিয়াম
c. সোডিয়াম
d. আয়রন
Ans- b. ক্যালশিয়াম
74. কোনটি, বেশি হলে পেডোক্যাল মাটি সৃষ্টি হয় ?
a. বাষ্পীভবন
b. অনুস্রাবন
c. বৃষ্টিপাত
d. তুষারপাত
Ans- a. বাষ্পীভবন
75.কীসের সঞ্চয়ের ফলে ল্যাটেরাইট মাটির উৎপত্তি হয় ?
a. অ্যালুভিয়ামের
b. লৌহ অক্সাইডের
c. লোয়েসের
d. ক্যালশিয়ামের
Ans- b. লৌহ অক্সাইডের
76. মাটি গঠনের হার দ্রুত লক্ষ করা যায় যে জলবায়ুতে তা হল
a. উষ্ণ আর্দ্র
b. শীতল
c. উষ্ণ মরু
d. নাতিশীতোষ্ণ
Ans- a. উষ্ণ আর্দ্র
77. আর্দ্রতার পরিপ্রেক্ষিতে বেলেমাটি নীচের কোন শ্রেণির মাটির অন্তর্গত ?
a. মরু মাটি
b. ভৌত শুষ্ক মাটি
c. আঞ্চলিক মাটি
d. শারিরবৃত্তিয় শুষ্ক মাটি
Ans- b. ভৌত শুষ্ক মাটি
78. মৃত্তিকার ওপরের স্তরে ক্যালশিয়াম,পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক সঞ্চিত হলে তাকে বলে
a. ল্যাটেরাইজেশন
b. গ্লেইজেশন
c. অ্যালকালাইজেশন
d. পডজলাইজেশন
Ans- c. অ্যালকালাইজেশন
79. মরু অঞ্চলে গঠিত মাটির নাম
a. চারনোজেম
b. সিরোজেম
c. চেস্টনাট
d. ল্যাটেরাইট
Ans- b. সিরোজেম
80. এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটিতে কোন্ হরাইজন বা স্তর সৃষ্টি হয় ?
a. A
b. B
c. C
d. O
Ans- a. A
81. রাশিয়ার বিখ্যাত মৃতবিজ্ঞানীর নাম কী ?
a. জেনি
b. ডকুচেভ
c. থম্পসন
d. স্মিথ
Ans- b. ডকুচেভ
82. ভূমির অবতল ঢালে মাটির সঞ্চয়
a. কম হয়
b. মাঝারী হয়
c. বেশি হয়
d. হয় না
Ans- c. বেশি হয়
83. পেডালফার মাটিতে বেশি পরিমানে থাকে
a. অ্যালুমিনিয়াম
b. পটাশিয়াম
c. ক্যালশিয়াম
d. ম্যাগনেশিয়াম
Ans- a. অ্যালুমিনিয়াম
84. পেডালফার মাটি যে অঞ্চলে দেখা যায় তা হল
a. শুষ্ক অঞ্চল
b. আর্দ্র অঞ্চল
c. শীতল অঞ্চল
d. নাতীশীতোষ্ণ অঞ্চল
Ans- b. আর্দ্র অঞ্চল
85. একটি ক্ষারধর্মি মাটির উদাহরণ হল
a. ল্যাটেরাইট
b. পডজল
c. লোয়েস
d. সোলোনচাক
Ans- d. সোলোনচাক
86. আন্তঃআঞ্চলিক মাটি হল
a. রেন্ডজিনা
b. চেস্টনাট
c. রেগোসল
d. সিরোজেম
Ans- a. রেন্ডজিনা
87. ক্যালশিয়াম কার্বনেটের প্রাধান্য দেখা যায়
a. ল্যাটেরাইট মাটিতে
b. পডজল মাটিতে
c. চারনোজেম মাটিতে
d. সিরজেম মাটিতে
Ans- c. চারনোজেম মাটিতে
88. অ্যালুমিয়াম ও লৌহ অক্সাইড বেশি থাকে
a. সিরজেম মাটিতে
b. পডজল মাটিতে
c. চারনোজেম মাটিতে
d. চেস্তনাট মাটিতে
Ans- b. পডজল মাটিতে
89. জৈব-রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে সৃষ্টি হয়
a. কৃষ্ণ মৃত্তিকা
b. ল্যাটেরাইট মৃত্তিকা
c. পলি মৃত্তিকা
d. এর কোনটিই নয়
Ans- a. কৃষ্ণ মৃত্তিকা
90. পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ হল
a. পডজল
b. তুন্দ্রা
c. ল্যাটেরাইট
d. চারনোজেম
Ans- d. চারনোজেম
91. মাটিতে pH এর মান 7-এর বেশি হলে মাটি হয়
a. অম্লধর্মি
b. চুনময়
c. ক্ষারধর্মি
d. লবণাক্ত
Ans- c. ক্ষারধর্মি
92. ‘চারনোজেম’ মৃত্তিকা দেখা যায়
a. ক্রান্তীয় অঞ্চলে
b. উপক্রান্তীয় অঞ্চলে
c. মরু অঞ্চলে
d. নাতীশীতোষ্ণ অঞ্চলে
Ans- d. নাতীশীতোষ্ণ অঞ্চলে
93. উপত্যকার উচ্চঢাল থেকে নিম্নঢাল পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলা হয় মাটির
a. পরিলেখ
b. ক্যাটেনা
c. স্তর
d. সোলাম
Ans- b. ক্যাটেনা
94. ক্ষার ও ক্ষারজাতীয় পদার্থ মূল খনিজ থেকে বেরিয়ে যাওয়ায় গৌণ অ্যালুমিনোসিলিকেট গুরুত্বপুর্ন হয়, এভাবে নবগঠিত পদার্থের একত্রে সমাবেশকে বলে
a. ক্যাটেনা
b. ওয়েদারিং কমপ্লেক্স
c. রেগোলিথ
d. এর কোনটিই নয়
Ans- b. ওয়েদারিং কমপ্লেক্স
95. নীচের কোন সমীকরণটি মাটির উপাদানের পরিমাণের সাপেক্ষে সঠিক
a. খনিজ পদার্থ + জৈব পদার্থ = জল + বায়ু
b. জৈব পদার্থ + বায়ু = জল + খনিজ
c. জল + জৈব পদার্থ = বায়ু + খনিজ পদার্থ
d. জল + বায়ু + জৈব পদার্থ = খনিজ পদার্থ
Ans- a. খনিজ পদার্থ + জৈব পদার্থ = জল + বায়ু
96. মাটির সব স্তর দেখা যায় একমাত্র
a. পলি মাটিতে
b. অপরিণত মাটিতে
c. অনাঞ্চলিক মাটিতে
d. পরিণত মাটিতে
Ans- d. পরিণত মাটিতে
97. প্রায় শুষ্ক নাতীশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি হল
a. ল্যাটেরাইট
b. সিরোজেম
c. চারনোজেম
d. পডজল
Ans- c. চারনোজেম
98. অত্যধিক পরিমাণে জৈব পদার্থ সমৃদ্ধ ও উর্বর মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. প্রেইরি
c. বগ
d. পডজল
Ans- b. প্রেইরি
99. আন্তঃআঞ্চলিক মাটির উদাহরণ হল
a. লিথোসল
b. রেগোসল
c. লোয়েস
d. সোলোনচাক
Ans- d. সোলোনচাক
100. শির্ষস্তরের মাটি ক্ষয়ে প্রধান ভূমিকা গ্রহণকারী প্রক্রিয়াটি হল
a. চাদর প্রবাহ
b. খাত ক্ষয়
c. বায়ুপ্রবাহ
d. সোলোনচাক
Ans- a. চাদর প্রবাহ
101. নীচের কোন্ দুটি মৌল অপরিহার্্য পরিপোষক নয় ?
a. তামা ও দস্তা
b. ক্রোমিয়াম ও আর্সেনিক
c. কার্বন ও হাইড্রোজেন
d. নাইট্রোজেন
Ans- b. ক্রোমিয়াম ও আর্সেনিক
102. কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল
a. ল্যাটেরাইট
b. লাল মাটি
c. চারনোজেম
d. হলুদ মাটি
Ans- c. চারনোজেম
103. উষ্ণতার পরিবর্তনে সাধারণত শিলার যান্ত্রিক পরিবর্তন ঘটে
a. 2 ভাবে
b. 3 ভাবে
c. 4 ভাবে
d. 5 ভাবে
Ans- b. 3 ভাবে
104. শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয় ?
a. দিনের বেলা
b. বিকেল বেলা
c. মধ্যাহ্নে
d. রাতের বেলা
Ans- d. রাতের বেলা
105. উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখণ্ডকে বলে
a. ট্যালাস
b. নুড়ি
c. কলয়েড
d. টর
Ans- a. ট্যালাস
106. শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংযোজনকে বলে
a. জারণ
b. জলযোজন
c. আর্দ্র বিশ্লেষণ
d. অঙ্গার যোজন
Ans- d. অঙ্গার যোজন
107. গ্লেইজেশন প্রক্রিয়ায় বেশি কার্যকরি হয়
a. জারন
b. জলযোজন
c. বিজারন
d. অঙ্গার যোজন
Ans- c. বিজারন
108. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে
a. অঙ্গারযোজন
b. আর্দ্র বিশ্লেষন
c. জলযোজন
d. জারণ
Ans- a. অঙ্গারযোজন
109. ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে
a. অক্সিডেশন
b. কার্বনেশন
c. হাইড্রেশন
d. হাইড্রলিসিস
Ans- a. অক্সিডেশন
110. শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের সংযোজনকে বলে
a. অঙ্গার যোজন
b. জলযোজন
c. জারণ
d. আর্দ্র বিশ্লেষণ
Ans– c. জারণ
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীPuimacha Bibhutibhushan Bandyopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি… Read more: Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !Primary TET Online Course : বন্ধুরা, আপনাদের জন্য একটি চমৎকার সংবাদ রয়েছে। কর্মসাথী কোচিং সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির একটি সহজ ও কার্যকর সমাধান। এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে পারবেন। এই কোর্সে রয়েছে ভিডিও লেকচার, স্টাডি মেটিরিয়েল, মক টেস্ট এবং আরও অনেক কিছু। এবং এই… Read more: Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !
- PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপসPSC Clerkhsip Question Paper : সরকারি চাকরির জগতে পিএসসি ক্লার্কশিপ একটি আকর্ষণীয় পদ। তবে এটি জয় করার জন্য আপনাকে নিবেদিত, পুংখানুপুঙ্খ প্রস্তুতি এবং পরীক্ষার ফর্ম্যাট সম্পর্কে অবগতি থাকতে হবে। আপনি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তা বুঝতে পারলেই সাফল্য লাভের সম্ভাবনা বাড়ে। আপনাকে সাহায্য করার জন্য, আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাধারণত জিজ্ঞাসিত 30টি গুরুত্বপূর্ণ মাল্টিপল… Read more: PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপস