পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ, স্বাবাভিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন

পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ, স্বাবাভিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নু ও উত্তর

1. দুটি জলবায়ুর মধ্যে পরিবর্তনশীল অঞ্চলটির বিস্তার হয়

a.  50-100 কিমি

b. 80-160 কিমি

c. 75-150 কিমি

d. 100-120 কিমি

Ans- b. 80-160 কিমি

2. একটি জলবায়ুর অঞ্চল

a. রাজনৈতিক সীমানাযুক্ত

b. প্রশাসনিক সিমানাযুক্ত 

c. সীমারেখাহিন

d. এর কোনোটিই নয়

Ans- c. সীমারেখাহিন

3. বিশ্ব জলবায়ুর শ্রেনীবিভাগ সর্বপ্রথম যে বিজ্ঞানী করেন, তিনি হলেন

a. কোপেন

b. ট্রিওয়ার্থা

c. থর্নথয়েট

d. রনকিয়ার

Ans- a. কোপেন

4. আমাজন নদীর বিস্তৃত অববাহিকায় যে জলবায়ুর বৈশিষ্ট্য বর্তমান সেটি হল

a. উষ্ণ মরু প্রকৃতির

b. ভূমধ্যসাগরীয় প্রকৃতির

c. মৌসুমি প্রকৃতির

d. নিরক্ষীয় উষ্ণ-আর্দ্র প্রকৃতির

Ans- d. নিরক্ষীয় উষ্ণ-আর্দ্র প্রকৃতির

5. আফ্রিকার গিনি উপকূলে রাত্রিবেলায় প্রবাহিত স্থানীয় বায়ুটি হল

a. হারামাট্টান

b. আঁধি

c. বরদইছিলা

d. মিস্ট্রাল

Ans- a. হারামাট্টান

6. গ্রীষ্মকালে মৌসুমি জলুবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলিতে মৌসুমি বায়ু প্রবাহিত হয়

a. দক্ষিণ-পূর্ব দিক থেকে

b. দখিন-পশ্চিম দিক থেকে

c. উত্তর-পুর্ব দিক থেকে

d. উত্তর-পশ্চিম দিক থেকে

Ans- b. দখিন-পশ্চিম দিক থেকে

7. নীচের কোন স্থানীয় বায়ুটি ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত হয়

a. বোরা 

b. হারমাট্টান

c. মিস্ট্রাল

d.গ্রিগেল

Ans- c. মিস্ট্রাল

8. সুইফট্ ও বারবেট, কটিঙ্গা, বিলবার্ড প্রভৃতি পশুপাখি যে জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটি হল

a. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

b. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

c. উষ্ণ মরু জলবায়ু অঞ্চল

d. মৌসুমি জলবায়ু অঞ্চল

Ans- a. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

9. নীচের কোন গ্যাসটির ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয় ?

a. ওজোন গ্যাস

b. নাইট্রোজেন গ্যাস

c. মিথেন গ্যাস

d. হাইড্রোজেন গ্যাস

Ans- a. ওজোন গ্যাস

10. শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃধি পেয়েছে

a. 0.5 ডিগ্রী সে

b. 1.5 ডিগ্রী সে

c. 2.0 ডিগ্রী সে

d. 2.5 ডিগ্রী সে 

Ans- b. 1.5 ডিগ্রী সে

11. 30 লক্ষ বছর আগে সৌররশ্নির তাপীয় ফল বর্তমানের তুলনায় কুমে গিয়েছিল

a. 20%

b. 30%

c. 40%

d. 50%

Ans- c. 40%

12. 2000 খ্রিষ্টাব্দে পরিবেশ সম্মেলনে ঠিক করা হয় CO2 নির্গমনের পরিমাপকে কমাতে হবে

a. 20%

b. 25%

c. 35%

d. 40%

Ans- a. 20%

13. অ্যান্টার্কটিকায় ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন

a. ড. সলোমান

b. বিজ্ঞানী ফারমেন

c. শেরউড রোল্যান্ড

d. মারিও মোরিনা

Ans- b. বিজ্ঞানী ফারমেন

14. অতিবেগুনি রশ্মির অবাধ অনুপ্রবেশের ফলে বায়ুমণ্ডলে হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2- এর পরিমাণ

a. স্থির থাকবে

b. 20% হ্রাস পাবে

c. বৃদ্ধি পাবে

d. এর কোনটিই নয়

Ans- c. বৃদ্ধি পাবে

15. বসুন্ধরা সম্মেলনে গৃহিত পদক্ষেপটি বা কর্মসূচিটি কি নামে পরিচিত

a. অ্যাজেন্ডা-21

b. পরিবেশ প্রোগ্রাম

c. মন্ট্রিল প্রোটোকল

d. ভিয়েনা কনভেনশন

Ans- a. অ্যাজেন্ডা-21

16. মিথেন গ্যাস নির্গমনের প্রক্রিয়ার হ্রাসকরণের অন্যতম উপায় হল

a. মিথেনঘটিত যৌগের হ্রাস 

b. জলাভূমিতে ধান চাষ বন্ধ করা

c. তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ করা

d. পারমাণবিক শক্তির ব্যাবহার কমানো

Ans- b. জলাভূমিতে ধান চাষ বন্ধ করা

17. বাতাসে ওজোন গ্যাসের ঘনত্ব প্রথম পরিমাপ করেন

a. ব্রিটিশ পদার্থবিদ জর্ডন ডবসন

b. আবহবিজ্ঞানি জেকস বার্কনেস

c. ড. ফারমেন

d. ড. সুসান সলোমান

Ans- a. ব্রিটিশ পদার্থবিদ জর্ডন ডবসন

18. ওজোনস্তরের বিনাশে সহায়ক ব্রোমিন সমৃদ্ধ রাসায়নিক যৌগটি হল

a. হ্যালোন 1211

b. ক্লোরিন নাইট্রেট

c. মিথাইল ব্রোমাইড

d. ট্রাইক্লোরোফ্লুোরো মিথেন

Ans- c. মিথাইল ব্রোমাইড

19. বায়ুমণ্ডলে CFC যৌগটির পরিমান প্রায়

a. 0.25%

b. 0.0025%

c. 0.025%

d. 0.000225%

Ans- d. 0.000225%

20. ক্লোরোফ্লুোরোকার্বনের নির্গমনের একটি উৎস হল

a. কম্পিউটার

b. রেফ্রিজারেটার

c. রেডিয়ো

d. টিভি

Ans- b. রেফ্রিজারেটার

21. ওজোনের একটি অনুতে অক্সিজেন পরমাণু থাকে

a. একটি

b. দুটি

c. তিনটি

d. চারটি

Ans- c. তিনটি

22. ওজোন গ্যাসের প্রথম সন্ধান দেন

a. স্কোনবি

b. কোপেন

c. ফারমেন

d. বার্জেরন

Ans- a. স্কোনবি

23. বায়ুমণ্ডলে ওজোনস্তর দেখা যায়

a. ট্রোপোস্ফিয়ারে

b. স্ট্র্যাটোস্ফিয়ারে

c. মেসোস্ফিয়ারের

d. থার্মোস্ফিয়ারে

Ans- b. স্ট্র্যাটোস্ফিয়ারে

24. ওজোনস্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল

a. অক্সিজেন

b. সালফার ডাই-অক্সাইড

c. ক্লোরোফ্লুরোকার্বন

d. নাইট্রোজেন

Ans- c. ক্লোরোফ্লুরোকার্বন

25. ওজোন গ্যাসের আবরন আমাদের কোন্‌ রশ্মি থেকে রক্ষা করে ?

a. এক্স

b. বিটা

c. গামা

d. অতিবেগুনি

Ans- d. অতিবেগুনি

26. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলে

a. হাইড্রোজেন স্তরকে

b. অক্সিজেন স্তরকে

c. ওজোন স্তরকে

d. হিলিয়াম স্তরকে

Ans- c. ওজোন স্তরকে

27. ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল

a. কার্বন ডাইঅক্সাইড

b. ক্লোরোফ্লোরোকার্বন

c. হাইড্রোজেন

d. নাইট্রোজেন

Ans- b. ক্লোরোফ্লোরোকার্বন

28. বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে CFC-এর অবদান প্রায়

a. 14%

b. 18%

c. 25%

d. 35%       

Ans- a. 14%

29. ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নামটি হল

a. নিয়ন

b. আর্গন

c. ফ্রেয়ন

d. জেনন

Ans- c. ফ্রেয়ন

30. ফ্রেয়ন গ্যাসের একটি অনুর উষ্ণকরন ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের মোট

a. 1,000 অণুর সমান

b. 2,000 অণুর সমান

c. 5,000 অণুর সমান

d. 10,000 অণুর সমান

Ans- d. 10,000 অণুর সমান

31. বায়ুমণ্ডলে CO2 গ্যাসের শতকরা পরিমান হল

a. 0.3%

b. 0.03%

c. 0.003%

d. 0.04%

Ans- b. 0.03%

32. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপুর্ন হল

a. CO2

b. SO2

c. CH4

d. NO2

Ans- a. CO2

33. বর্তমানে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান প্রায়

a. 6%

b. 10%

c. 16%

d. 18%

Ans- d. 18%

34. পরিবেশ সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়

a. 1972 খ্রিস্টাব্দে

b. 1987 খ্রিস্টাব্দে

c. 1992 খ্রিস্টাব্দে

d. 2001 খ্রিস্টাব্দে

Ans- b. 1987 খ্রিস্টাব্দে

35. 1990 খ্রিস্টব্দে পরিবেশ সম্পর্কিত কোন্‌ চুক্তিপত্র স্বাক্ষরিত হয় ?

a. লন্ডন চুক্তি

b. স্টকহোম চুক্তি

c. রিও-ডি-জেনিরো চুক্তি

d. তেহেরান চুক্তি

Ans- a. লন্ডন চুক্তি

36. কোপেন মৌসুমি জলবায়ুকে কোন্‌ প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন

a. Af

b. Am

c. Aw

d. Cw

Ans- b. Am

37. কোপেন ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কোন্‌ প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন ?

a. Am

b. Af

c. Cs

d. Aw

Ans- c. Cs

38. কোপেন Af প্রতীক দ্বারা কোন্‌ প্রকার জলবায়ুকে নির্দেশ করেন ?

a. নিরক্ষীয় বৃষ্টিবহুল

b. মৌসুমি

c. ভূমধ্যসাগরীয়

d. তুন্দ্রা

Ans- a. নিরক্ষীয় বৃষ্টিবহুল

39. কোপেন পৃথিবীর জলয়াবায়ুকে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করেন ?

a. দুটি

b. তিনটি

c. চারটি

d. পাঁচটি

Ans- d. পাঁচটি

40.নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাত প্রধানত কোন্‌ বায়ুর প্রভাবে হয় ?

a. আয়ন বায়ু

b. পশ্চিমা বায়ু

c. মেরু বায়ু

d. মৌসুমি বায়ু

Ans- a. আয়ন বায়ু

41. মধ্য আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন্‌ প্রকৃতির জলবায়ু দেখা যায় ?

a. মৌসুমি

b. তুন্দ্রা

c. নিরক্ষীয়

d. ভূমধ্যসাগরীয়

Ans- c. নিরক্ষীয়

42. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর

a. 5 ডিগ্রী-10 ডিগ্রী সে

b. 15 ডিগ্রী-20 ডিগ্রী সে

c. 10 ডিগ্রী-15 ডিগ্রী সে

d. 25 ডিগ্রী সে

Ans- d. 25 ডিগ্রী সে

43. আমাজন অববাহিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্য পরচিত

a. সেলভা নামে

b. তৈগা নামে

c. সাভানা নামে

d. প্রেইরি নামে

Ans- a. সেলভা নামে

44. ঋতু পরিবর্তন লক্ষ্ করা যায় না যে জলবায়ুতে তা হল

a. মৌসুমি

b. ভূমধ্যসাগরীয়

c. নিরক্ষীয়

d. উপক্রান্তিয়

Ans- c. নিরক্ষীয়

45. শীতকালে বৃষ্টিপাত হয় কোন্‌ জলবায়ুতে

a. তুন্দ্রা জলবায়ুতে

b. মৌসুমি বায়ুতে

c. মরু জলবায়ুতে

d. ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

Ans- d. ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

46. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বৃক্ষ বেশি জন্মায় তা হল

a. রোজউড

b. জলপাই

c. অশ্বত্থ

d. মেহগনি

Ans- b. জলপাই

47. আবহবিদ কোপেন পৃথিবীকে যে সূচকের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছেন তা হল

a. জলবায়ু

b. উদ্ভিদ

c. মৃত্তিকা

d. ভূপ্রকৃতি

Ans- a. জলবায়ু

48. ক্রান্তীয় বৃষ্টি অরণ্য  জলবায়ুর অন্য নাম হল

a. মৌসুমি জলবায়ু

b. নিরক্ষীয় জলবায়ু

c. উষ্ণ মরু জলবায়ু

d. ভূমধ্যসাগরীয় জলবায়ু

Ans- b. নিরক্ষীয় জলবায়ু

49. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত স্থায়ী নিম্নচাপ বলয়টি যে নামে পরিচিত তা হল

a. ITCZ

b. হ্যাডলি কোশ

c. ডোলড্রাম

d. সীমান্তরেখা

Ans- c. ডোলড্রাম

50. নিরক্ষীয় পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলের শুষ্ক স্থানীয় বায়ুটি হল

a. হারমাট্টান

b. লু

c. চিনুক

d. ব্রিকফিল্ডার

Ans- a. হারমাট্টান

51. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত ক্যালিফর্নিয়াতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটি হল

a. স্ট্যান্টা আনা

b. বোরা

c. ঘিবলি

d. মিস্ট্রাল

Ans- a. স্ট্যান্টা আনা

52. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা প্রায়

a. 20 ডিগ্রী সে

b. 23 ডিগ্রী সে

c. 25 ডিগ্রী সে 

d. 24 ডিগ্রী সে

Ans- d. 24 ডিগ্রী সে

53. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর ক-টি ঋতু লক্ষ করা যায়  ?

a. একটি

b. দুইটি

c. তিনটি

d. ছয়টি

Ans- a. একটি

54. ভারতিয় জলবায়ু বলতে যে জলবায়ুকে বোঝায়

a. নিরক্ষীয় জলবায়ু

b. মৌসুমি জলবায়ু

c. উষ্ণ মরু জলবায়ু

d. ভুমধ্যসাগরীয় জলবায়ু

Ans- b. মৌসুমি জলবায়ু

55. আরবি শব্দ ‘মৌসুমি’ –এর অর্থ হল

a. ঋতু

b. বায়ু

c. মাস

d. জল

Ans- a. ঋতু

56. তিব্বত মালভূমি ভারতে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুকে প্রভাবিত করে –কথাটি বলেছেন

a. নাগেশ্বরম 

b। মুক্তেশ্বরম

c. কোটেশ্বরম

d. জীবেশ্বরম

Ans- c. কোটেশ্বরম

57. এপ্রিল-মে মাসে উত্তর–পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে

a. আশ্বিনের ঝর

b. আঁধি

c. পশ্চিমি ঝামেলা

d.  লু

Ans- d.  লু

58. উপক্রান্তিয় মহাদেশের পশ্চিম প্রান্তের জলবায়ুর অন্য নাম হল

a. ভূমধ্যসাগরীয় জলবায়ু

b. নিরক্ষীয় জলবায়ু

c. উষ্ণ মরু জলবায়ু

d. মৌসুমি জলবায়ু

Ans- a. ভূমধ্যসাগরীয় জলবায়ু

59. পৃথিবীতে শেষবার হিমযুগ এসেছিলো

a. কার্বনিফেরাস যুগে

b. প্লিস্টসিন যুগে

c. আর্ডোভিসিয়ান যুগে

d. পার্মিয়ান যুগে

Ans- b. প্লিস্টসিন যুগে

60. সৌরবিকিরণের হার বৃদ্ধি পেলে পার্থিব জলবায়ু

a. আর্দ্র হয়

b. শীতল হয়

c. উষ্ণ হয়

d. শুষ্ক ও শীতল হয়

Ans- c. উষ্ণ হয়

61. সৌরকলঙ্কের একটি চক্রের পূর্ণতা কাল হল

a. 11 বছর

b. 19 বছর

c. 31 বছর

d. 47 বছর

Ans- a. 11 বছর

62. পৃথিবীর কখপথের আকৃতির পরিবর্তনের গড় সময়কাল হল

a. 10 হাজার বছর

b. 50 হাজার বছর

c. 90 হাজার বছর

d. 1 লক্ষ 10 হাজার বছর

Ans- d. 1 লক্ষ 10 হাজার বছর

63. পৃথিবীর অক্ষকোণের পরিমান বদলের জন্য সময় লাগে গড়ে

a. 21 হাজার বছর

b. 41 হাজার বছর

c. 63 হাজার বছর

d. 67 হাজার বছর

Ans- b. 41 হাজার বছর

64. পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞানকে বলে

a. ক্লাইমেটোলজি

b. ক্লাইমোক্রোনোলজি

c. ক্লাইমোগ্রাফ

d. মিটিওরোলজি

Ans- b. ক্লাইমোক্রোনোলজি

65. জলবায়ু পরিবর্তনের মূল ধরনটি হল

a. চক্রাকার

b. বক্রাকৃতি

c. সরলরৈখিক 

d. কেন্দ্রবিমুখ রশ্নির মতো

Ans- a. চক্রাকার

66. জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানার জীবনবিজ্ঞান ভিত্তিক সূচক হল

a. গবাদি পশু

b. জীবাশ্ম

c. কীটপতঙ্গ

d. সরীসৃপ

Ans- b. জীবাশ্ম

67. ভুমিরুপগত যে সূচকের সাহায্যে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানা যায় তা হল

a. স্বাভাবিক বাঁধ

b. প্লাবনভূমি

c. নদীমঞ্চ

d. মিয়েন্ডার

Ans- c. নদীমঞ্চ

68. 1450 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীতে যে যুগের আবির্ভাগ ঘটেছিল

a. হিমযুগ

b. ক্ষুদ্র হিমযুগ

c. শুষ্ক যুগ

d. ক্ষুদ্র শুষ্ক যুগ

Ans- b. ক্ষুদ্র হিমযুগ

69. মাউনডার মিনিমাম বলতে যার হ্রাসমান অবস্থাকে বোঝায় তা হল

a. সমুদ্রজল

b. বায়ুর অক্সিজেন

c. সৌরদীপ্তি

d. সমুদ্রজলের লবনাক্ততা

Ans- c. সৌরদীপ্তি

70. আগ্নেয় ভস্ম বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলে সৌরশক্তির আগমনের হার

a. বাড়ে

b. কমে

c. একই থাকে

d. দ্বিগুণ হয়

Ans- b. কমে

71. ওজোন হলের মূল অবস্থান হল

a. নিরক্ষীয় অঞ্চল

b. ভারতিয় উপমহাদেশ

c. ইউরোপ

d. অ্যান্টার্ক্টিকা

Ans- d. অ্যান্টার্ক্টিকা

72. জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে উদ্যোগী একটি সংস্থা হল

a. FAO

b. WHO

c. UNFCCC

d. ENSO

Ans- c. UNFCCC

73. নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল

a. O2

b.CO2

c. O3

d. CFC

Ans- a. O2

74. উত্তর আমেরিকার দখিন-পুর্বে ফ্লোরিডা উপকূলে দেখা যায়

a. ভূমধ্যসাগরীয় জলবায়ু

b. মৌসুমি জলবায়ু 

c. নিরক্ষীয় জলবায়ু

d. তুন্দ্রা জলবায়ু

Ans- b. মৌসুমি জলবায়ু 

75. উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন মাসে বৃষ্টিপাত বেশি হয়

a. মার্চ-এপ্রিল

b. মে-জুন

c. জুলাই-আগস্ট

d. নভেম্বর-ডিসেম্বর

Ans- d. নভেম্বর-ডিসেম্বর

76. এল-নিনো সাধারণত দেখা যায়

a. ভারত মহাসাগরে 

b. প্রশান্ত মহাসাগরে

c. আটলান্টিক মহাসাগরে

d. সুমেরু মহাসাগরে

Ans- d. সুমেরু মহাসাগরে

77. Monex কথাটি কোন্‌ জলবায়র সঙ্গে সম্পর্কিত

a. মৌসুমি

b. নিরক্ষীয়

c. ভূমধ্যসাগরীয়

d. মেরু

Ans- a. মৌসুমি

78. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী প্রকৃতির উষ্ণতার প্রসর বেশি ?

a. বার্ষিক

b. ঋতুভিত্তিক

c. মাসিক

d. দৈনিক 

Ans- d. দৈনিক 

79. দৈনিক উষ্ণতার প্রসর কোন্‌ জলবায়ুতে সর্বাপেক্ষা বেশি

a. উষ্ণ মরু

b. ভূমধ্যসাগরীয়

c. নিরক্ষীয়

d. মৌসুমি

Ans- a. উষ্ণ মরু

80. আন্দিজ পর্বত থেকে পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে বলে

a. বোরা

b. টাকু

c. পম্পেরো

d. মিস্ট্রাল

Ans- c. পম্পেরো

81. পশ্চিমি ঝঞ্ঝার উৎপত্তি হয়

a. চিনসাগরে 

b. ভূমধ্যসাগরে

c. বঙ্গোপসাগরে

d. আরবসাগরে

Ans- b. ভূমধ্যসাগরে

82. অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কোন্‌ ধরনের জলবায়ু বিরাজমান ?

a. মৌসুমি 

b. তুন্দ্রা

c. নিরক্ষীয়

d. ভূমধ্যসাগরীয়

Ans- a. মৌসুমি 

83. ত্রিস্তরীয় বনভূমি দেখা যায় যে জলবায়ূ অঞ্চলে তা হল

a. ভূমধ্যসাগরীয়

b. মৌসুমি

c. নিরক্ষীয়

d. মরু

Ans- c. নিরক্ষীয়

84. আয়রনউড, রোজউড, রবার প্রভৃতি বৃক্ষ কোন্‌ প্রকৃতির জলবায়ুতে দেখা যায় ?

a. নিরক্ষীয়

b. তুন্দ্রা

c. মৌসুমি

d. মরু

Ans- a. নিরক্ষীয়

85. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি

a. এক্সোস্ফিয়ারে

b. স্ট্র্যাটোস্ফিয়ারে

c. ট্রোপোস্ফিয়ারে

d. মেসোস্ফিয়ারে

Ans- b. স্ট্র্যাটোস্ফিয়ারে

86. সর্বনিম্ন ও সর্বোচ্চ যে মানের মধ্যে পৃথিবীর অক্ষের কৌণিক পরিবর্তন ঘটে

a. 20 ডিগ্রী-25 ডিগ্রী

b. 21 ডিগ্রী-24 ডিগ্রী

c. 22 ডিগ্রী-25 ডিগ্রী

d. 21.5 ডিগ্রী-24.5 ডিগ্রী

Ans- c. 22 ডিগ্রী-25 ডিগ্রী

87. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায় উভয় গোলার্ধের

a. 15 ডিগ্রী-30 ডিগ্রী –এর মধ্যে

b. 30 ডিগ্রী-40 ডিগ্রী –এর মধ্যে

c. 10 ডিগ্রী-25 ডিগ্রী –এর মধ্যে

d. 0 ডিগ্রী-10 ডিগ্রী –এর মধ্যে

Ans- b. 30 ডিগ্রী-40 ডিগ্রী –এর মধ্যে

88. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল

a. আর্দ্র গ্রীষ্মকাল

b. শুষ্ক শীতকাল

c. শুধুই বর্ষাকাল

d. শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল

Ans- d. শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল

89. পৃথিবীর সর্বাধিক বর্ষনসিক্ত স্থান হল

a. মৌসিনরাম

b. শিলং

c. ঐমিয়াকন

d. মহাবালেশ্বর

Ans- a. মৌসিনরাম

90. অস্ট্রেলিয়ার পার্থ ও অ্যাডিলেডের জলবায়ু হল

a. নাতিশীতোষ্ণ জলবায়ু

b. ভূমধ্যসাগরীয় জলবায়ু

c. নিরক্ষীয় জলবায়ু

d. মৌসুমি জলবায়ু

Ans- b. ভূমধ্যসাগরীয় জলবায়ু

91. বৃষ্টিপাতের প্রকৃতি অনুসারে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বিপরীত জলবায়ু হল

a. উষ্ণ মরু জলবায়ু

b. নিরক্ষীয় জলবায়ু

c. মৌসুমি জলবায়ু  

d. নাতিশীতোষ্ণ জলবায়ু

Ans- c. মৌসুমি জলবায়ু  

92. দক্ষিন গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়

a. জুন-জুলাই মাসে

b. মার্চ-এপ্রিল মাসে

c. সেপ্তেম্বর-অক্টোবর মাসে

d. নভেম্বর-ডিসেম্বর মাসে

Ans- a. জুন-জুলাই মাসে

93. কোন্‌ বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘয় ?

a. আয়ন বায়ু

b. প্রত্যয়ন বায়ু

c. পশ্চিমা বায়ু

d. স্থানীয় বায়ু

Ans- d. স্থানীয় বায়ু

94. মৌসুমি জলবায়ু অঞ্চলে বছরে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন

a. হয় না

b. সামান্য হয়

c. প্রায় 180 ডিগ্রী হয়

d. 90 ডিগ্রী হয়

Ans- c. প্রায় 180 ডিগ্রী হয়

95. জলবায়ু অঞ্চল নির্নয়ের মূল ভিত্তি হল

a. স্বাভাবিক উদ্ভিদের আকৃতি

b. বৃষ্টিপাত ও উষ্ণতার পার্থক্য

c. মানুষের পোশাক

d. মানুষের খাদ্যাভ্যাস

Ans- a. স্বাভাবিক উদ্ভিদের আকৃতি

96. ‘বরদইছিলা’ নামক বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত কোন স্থানে সংঘটিত হয় ?

a. ওড়িশায়

b. অসমে

c. কর্ণাটকে

d. মেঘালয়ে

Ans- b. অসমে

97. নীচের কোনটি্‌ সবার চেয়ে আলাদা ?

a. গ্রিগেল

b. লেভেন্টার

c. বার্গ

d. বোরা

Ans- c. বার্গ

98. কোন যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব প্রথম পরিমাপ করা হয় ?

a. স্পেকটোমিটার

b. হাইগ্রোমিটার

c. ব্যারোমিটার

d. অল্টিমিটার

Ans- a. স্পেকটোমিটার

99. কত খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বুশন ও চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন ?

a. 1840 খ্রিস্টাব্দে

b. 1895 খ্রিস্টাব্দে

c. 1902 খ্রিস্টাব্দে

d. 1913 খ্রিস্টাব্দে

Ans- d. 1913 খ্রিস্টাব্দে

100. ‘ কাটাটুম্বো লাইটনিং’ নামক বজ্রবিদ্যুৎ কোন দেশে দেখা যায় ?

a. হাওয়াই দ্বীপপুঞ্জ

b. ভেনেজুয়েলা

c. চিলি

d. ভিয়েতনাম

Ans- b. ভেনেজুয়েলা

101. নিরক্ষীয় অঞ্চলের বৃক্ষগুলি প্রধানত হয়

a. চিরহরিৎ

b. পর্ণমোচী

c. সরলবর্গীয়

d. গুল্মজাতীয় 

Ans- a. চিরহরিৎ

102. স্বভাবিক উদ্ভিদ বণ্টনে প্রধান গুরুত্বপুর্ন নিয়ন্ত্রক হল

a. জলবায়ু

b. ভূপ্রকৃতি

c. মৃত্তিকা

d. জীবজন্তু

Ans- a. জলবায়ু

103. পৃথিবীর সর্বাধিক অরণ্য দেখা যায় কোন দেশে ?

a. ভারত

b. অস্ট্রেলিয়া

c. রাশিয়া

d. চিন

Ans- c. রাশিয়া

104. আফ্রিকার তৃণভূমিকে বলা হয়

a. স্তেপ

b. ভেল্ড

c. পম্পাস

d. প্রেইরি

Ans- b. ভেল্ড

105. উত্তর আমেরিকার তৃণভূমিকে বলা হয়

a. স্তেপ

b. ভেল্ড

c. পম্পাস

d. প্রেইরি

Ans- d. প্রেইরি

106. শিলাগাত্রে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে

a. জেরোফাইট

b. মেসোফাইট

c. লিথোফাইট

d. সাইকোলোফাইট

Ans- c. লিথোফাইট

107. 1934 খ্রিস্টাব্দে তাপমাত্রার প্রয়োজনীয়তারা ভিত্তিতে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন বিজ্ঞানী

a. রনফিয়ার

b. ডারউইন

c. স্কিফার

d. ওয়ার্মিং

Ans- a. রনফিয়ার

108. জরাউজ অঙ্কুরদ্‌গম দেখা যায়

a. জলজ উদ্ভিদে 

b. সাধারণ উদ্ভিদে

c. জাঙ্গল উদ্ভিদে

d. লবণাক্ত উদ্ভিদে

Ans- d. লবণাক্ত উদ্ভিদে

109. নীচের কোনটি উভচর জলজ উদ্ভিদের উদাহরণ

a. সুন্দরি

b. হোগলা

c. পদ্ম

d. পাতা শ্যাওলা

Ans- b. হোগলা

110. ক্রান্তীয় ও উপক্রান্তিয় অঞ্চলে প্রধানত কোন্‌ শ্রেণির উদ্ভিদ জন্মায় ?

a. মেগাথার্মস

b. মেসোথার্মস

c. মাইক্রোথার্মস

d. হেকিস্‌টোথার্মস্‌

111. বরফাবৃত মৃত্তিকায় যে গাছ জন্মায় তাকে বলে

Ans- b. মেসোথার্মস

a. সাইকোলোফাইট

b. মেসোফাইট

c. জেরোফাইট

d. লিথোফাইট

Ans- a. সাইকোলোফাইট

112. শ্বাদমূল ও ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদে ?

a. গুল্ম জাতীয়

b. জলজ

c. লবণাম্বু

d. জাঙ্গল

Ans- c. লবণাম্বু

113. শুষ্ক মরু অঞ্চলের উদ্ভিদকে বলে

a. মেসোফাইট

b. জেরোফাইট

c. হ্যালোফাইট 

d. হাইড্রোফাইট

Ans- b. জেরোফাইট

114. আম গাছ কোন্‌ প্রকৃতির উদ্ভিদ

a. মেসোফাইট

b. জেরোফাইট

c. হাইড্রোফাইট

d. হ্যালোফাইট

Ans- a. মেসোফাইট

115. ছায়া পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয়

a. হেলিওফাইট

b. হাইড্রোফাইট

c. স্কিওফাইট

d. জেরোফাইট

Ans- c. স্কিওফাইট

116. স্টোমাটা খলা-বন্ধ করতে পারে কোন্‌ ধরনের উদ্ভিদ ?

a. জেরোফাইট

b. লিথোফাইট

c. মেসোফাইট

d. সাইকোলোফাইট

Ans- a. জেরোফাইট

117. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কোন্‌ প্রকৃতির উদ্ভিদ জন্মায় ?

a. হাইড্রোফাইট

b. হ্যালোফাইট

c. হেলিওফাইট

d. মেসোফাইট

Ans- b. হ্যালোফাইট

118. মাইক্রোথার্মস শ্রেণির উদ্ভিদ পাওয়া যায় প্রধানত

a. নিরক্ষীয় অঞ্চলে

b. ক্রান্তীয় অঞ্চলে

c. নাতিশীতোষ্ণ অঞ্চলে

d. তুন্দ্রা অঞ্চলে

Ans- c. নাতিশীতোষ্ণ অঞ্চলে

119. যেসব উদ্ভিদ তীব্র ঠাণ্ডা সহ্য করতে পারে সেগুলিকে বলে

a. মেগাথার্মস

b. মেসোথার্মস

c. মাইক্রোথার্মস

d. হেকিস্টোথার্মস

Ans- d. হেকিস্টোথার্মস

120. যেসব উদ্ভিদের সারাবছর বেশি তাপমাত্রার প্রয়োজন হয় সেগুলিকে বলে

a. মেগাথার্মস

b. মাইক্রোথার্মস

c. মেসোথার্মস 

d. হেকিস্টোথার্মস

Ans- a. মেগাথার্মস

121. আলো পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয়

a. জেরোফাইট

b. হেলিওফাইট

c. মেসোফাইট

d. স্কিওফাইট

Ans- b. হেলিওফাইট

122. কোন বিজ্ঞানী মাটিতে উপস্থিত জলের পরিমাণের ওপর নির্ভর করে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন ?

a. অক্সিলোফাইট

b. সাইকোলোফাইট

c. লিথোফাইট

d. স্যামোফাইট

Ans- a. অক্সিলোফাইট

123. আম্লিক মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে বলে

a. সাইকলোফাইট

b. অক্সিলোফাইট

c. স্যামোফাইট

d. লিথোফাইট

Ans- b. অক্সিলোফাইট

124. নুড়ি ও বালিতে জন্মানো উদ্ভিদকে বলে

a. অক্সিলোফাইট

b. সাইকলোফাইট

c. লিথোফাইট

d. স্যামোফাইট

Ans- d. স্যামোফাইট

125. কোন্‌ প্রকার উদ্ভিদের পাতা কাঁটায় পরিবর্তিত হয় ?

a. মেসোফাইট

b. হাইড্রোফাইট

c. জেরোফাইট

d. হ্যালোফাইট

Ans c. জেরোফাইট

126. একটি ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল

a. হোগলা

b. কচুরিপানা

c. পদ্ম

d. শালুক

Ans- b. কচুরিপানা

127. একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হল

a. ঝাঁঝি

b. পানিফল

c. সুসনি

d. হোগলা

Ans- a. ঝাঁঝি

128. জলজ উদ্ভিদের মূল কী প্রকৃতির হয় ?

a. ছোটো

b. মাঝারী

c. বড়ো

d. খুব বড়ো

Ans- a. ছোটো

129. খরা সহিষ্ণু উদ্ভিদের উদাহরন হল

a. ফণীমনসা

b. বোরাসিনেসি

c. ঘৃতকুমারী

d. বাবলা

Ans- d. বাবলা

130. খরা প্রতিরোধকারী উদ্ভিদের উদাহরণ হল

a. ফণীমনসা

b. করবী

c. বাবলা

d. আকন্দ

Ans- a. ফণীমনসা

131. প্রোথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল

a. হাইড্রিলা

b. পদ্ম

c. কচুরিপানা

d. গুঁড়িপানা

Ans- b. পদ্ম

132. টম্যাটো কোন্‌ গোষ্ঠীর অন্তর্গত উদ্ভিদ ?

a. আলোকপর্ব নিরপেক্ষ

b. হেলিওফাইট

c. মাইক্রোথার্মস

d. স্কিওফাইট

Ans- a. আলোকপর্ব নিরপেক্ষ

133. আর্দ্রতাযুক্ত স্যাঁতস্যাঁতে ভিজে মাটিতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে

a. হ্যালোফাইট

b. হ্যাগ্রোফাইট

c. জেরোফাইট

d. স্কিওফাইট

Ans- b. হ্যাগ্রোফাইট

134. নীচের কোন্‌ প্রকৃতির উদ্ভিদের মূলের বহিস্ত্বক এরেনকাইমা দ্বারা গঠিত

a. জাঙ্গল জাতীয় উদ্ভিদ

b. মরু উদ্ভিদ

c. জলজ উদ্ভিদ

d. লবণাম্বু উদ্ভিদ

Ans- c. জলজ উদ্ভিদ

135. পুরু প্রাচীরবিশিষ্ট তৈলসমৃদ্ধ কোশযুক্ত কান্ড দেখা যায় ?

a. লবণাম্বু উদ্ভিদে

b. সরলবর্গীয় উদ্ভিদে 

c. তুন্দ্রা উদ্ভিদে

d. চিরহরিৎ উদ্ভিদে

Ans- a. লবণাম্বু উদ্ভিদে

136. মাইক্রোথার্মস গোষ্ঠীর  উদ্ভিদ হল

a. নিরক্ষীয় উদ্ভিদ

b. সরল্বর্গীয় উদ্ভিদ

c. তুন্দ্রা উদ্ভিদ

d. ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ

Ans- b. সরল্বর্গীয় উদ্ভিদ

137. যে সকল উদ্ভিদ পুর্ণ সুর্যালোকে  সর্বাধিক বৃদ্ধি পায় তাদের বলে

a. হেলিওফাইট

b. স্কিওফাইট

c. মেসোথার্মস

d. হ্যালোফাইট

Ans- a. হেলিওফাইট

138. উচ্চ পার্বত্য বা তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদগুলি

a. মেসোথার্মস জাতীয় 

b. হেকিস্টোথার্মস জাতীয়

c. মেগাথার্মস জাতীয়

d. মাইক্রোথার্মস জাতিয়ও

Ans- b. হেকিস্টোথার্মস জাতীয়

139. আলকপ্রেমী উদ্ভিদ (Photophilic) হল

a. জবা

b. পান

c. ফার্ন

d. মানিপ্ল্যান্ট

Ans- a. জবা

140. চিরসবুজ এবং পর্ণমোচী বৃক্ষ

a. হ্যালোফাইট প্রকৃতির 

b. মেসোফাইট প্রকৃতির

c. হাইড্রোফাইট প্রকৃতির

d. জেরোফাইট প্রকৃতির

Ans- b. মেসোফাইট প্রকৃতির

141. ঠাণ্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম

a. মাইক্রোফাইট

b. লিথোফাইট

c. অক্সিলোফাইট

d. ক্যাসমোফাইট

Ans-মাইক্রোফাইট

142. পাতার ঘন কিউটিকল আছে এমন উদ্ভিদ জন্মায়

a. আর্দ্র পরিবেশ

b. উষ্ণ পরিবেশ

c. শুষ্ক পরিবেশ

d. মেরু পরিবেশ

Ans- c. শুষ্ক পরিবেশ

143. সমুদ্র তীরবর্তী গাছগুলি সাধারণত প্রতিরোধ করতে পারে

a. ক্ষয় ও লবন স্প্রে

b. বক্রগঠন

c. অতিরিক্ত বাষ্পমোচন

d. প্রস্বেদন ক্রিয়া

Ans- a. ক্ষয় ও লবন স্প্রে

144. মরু অঞ্চলের উদ্ভিদগুলি সাধারণত

a. রসাল বায়ুপূর্ন কোশে ভরতি

b. স্পঞ্জ জাতীয় প্যারেনকাইমায় ভরতি

c. পর্যাপ্ত পরিমাণে জাইলেমে ভরতি

d. এর কোনটিই নয়

Ans- b. স্পঞ্জ জাতীয় প্যারেনকাইমায় ভরতি

145. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি্‌ হাইড্রোফাইটে নেই ?

a. কোশগুলি বড়ো ও বায়ুপূর্ন

b. স্টোমাটা কেবলমাত্র পাতার উপরিভাগে থাকে

c. জলে ভাসমান

d. পর্যাপ্ত পরিমাণে জাইলেমে ভরতি

Ans- d. পর্যাপ্ত পরিমাণে জাইলেমে ভরতি

146. হ্যালফাইট জাতীয় উদ্ভিদ হল

a. সুসনি

b. নিটাম

c. মস

d. পাইন

Ans- a. সুসনি

147. নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি্‌ আলাদা তা লেখো

a. পানি মরিচ

b. ঝাঁঝি

c. হোগলা

d. জুসিয়া

Ans- b. ঝাঁঝি

148. খরা মোচনকারী উদ্ভিদের উদাহরণ হল

a. এফিড্রা

b. জাভাসা

c. কম্পোজিটি

d. ক্যাপারিস

Ans- c. কম্পোজিটি

149. কোনটি আলোকবিদ্বেষী উদ্ভিদ নয় ?

a. জিনিয়া

b. পান

c. অর্কিড

d. মানিপ্ল্যান্ট

Ans- a. জিনিয়া

150. মেগাথার্মস জাতীয় উদ্ভিদের উদাহরণ হল

a. মেহগনি

b. মস

c. ফার

d. লাইকেন

Ans- a. মেহগনি

Scroll to Top