Skip to content
LABPUR SATYA NARAYAN SIKSHA NIKETAN GIRLS HIGH SCHOOL
লাভপুর সত্যনারায়ন শিক্ষানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয় এক ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসাবে এগিয়ে চলেছে । আপনাদের সহযোগিতায় বিদ্যালয় সগৌরবে পঞ্চাশ বছর পূর্ণ করে একশো বছর দিকে এগিয়ে চলেছে । আগামী শিক্ষা বর্ষে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য । সরকারি নিয়মানুসারে বিদ্যালয়ের নির্দিস্ট পঠন পাঠন চালু আছে । মিড-ডে-মিল যথেষ্ট যত্ন সহকারে পরিবেশিত হয় । পড়াশোনার পাশাপাশি কর্ম শিক্ষা , শারীর শিক্ষাতেও মেয়েরা সমান তালে যুক্ত আছে ।
বর্তমান শিক্ষাবর্ষে শিক্ষা সংক্রান্ত কর্মশালার পাশাপাশি কম্পিউটার ও সংগীত ও নৃত্য শিক্ষারও ব্যবাস্থাও হতে চলেছে । বিদ্যালয়ের তরফে ছাত্রীদের পরিচয়পত্র ও ডায়েরী দেওয়া হচ্ছে । এর মাধ্যমে ছাত্রী অভিভাবক ও শিক্ষিকাদের মধ্যে যোগসূত্র আরও দৃঢ় হবে ।
বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকদের সাথে বিদ্যালয়ের যোগাযোগের নবতম সংযোজন হল আমাদের এই ওয়েবসাইট ( www.snsngirls.com) . বর্তমান যুগ ডিজিটাল যুগ , তার সাথে তাল মিলিয়ে না চললে হারিয়ে যেতে হবে। আর সেকারনেই এই ওয়েবসাইটটি তৈরি করা হল । এখানে বিদ্যালয়ের যাবতীয় নোটিশ থেকে শুরু করে পঠনপাঠন সবরকম সুবিধাই আসতে আসতে যোগ করা হবে । খুব তাড়াতাড়ি আমাদের একটি মোবাইল অ্যাপও তৈরি করা হবে । যেখান থেকে মোবাইলের এক ক্লিকেই বিদ্যালয় আপনার হাতের মুঠোই চলে আসবে ।
আপনাদের কাছে অনুরোধ আপনার মেয়েটিকে নিয়মিত বিদ্যালয় পাঠান । বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে আগ্রহী করুন । যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন । বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশে ও ছাত্রীদের প্রকৃত মানুষ হয়ে ওঠার লক্ষ্যে আপনারা ও আমরা আসুন একসাথে কাজ করি ।
ধন্যবাদসহ
সকল শিক্ষিকা-শিক্ষাকর্মী
ও
বিদ্যালয় কতৃপক্ষ