ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
1. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
উত্তর : ঊনবিংশ শতকে ।
2.কবে “ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি “গড়ে ওঠে ?
উত্তর :1982 খ্রিস্টাব্দ ।
3.”খেলা যখন ইতিহাস ” গ্রন্থটির রচনা করেন ?
উত্তর : কৌশিক বন্দোপাধ্যায় ।
4.”ফুড ইন হিস্ট্রি ” গ্রন্থটির রচনা করেন ?
উত্তর : বরুণ চক্রবর্তী ।
5.”আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড ” গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : কে টি আচয় ।
6: রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্য কে কোথায় শেখানোর ব্যবস্থা করেন ?
উত্তর : শান্তিনিকেতন ।
7.ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থ টি কে রচনা করেন ?
উত্তর : উমেশ যোশী ।
8.”ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া “গ্রন্থটি রচনা করেন ?
উত্তর :রাগিণী দেবী ।
9.দৃশ্যকাব্য গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সত্যজীবন মুখোপাধ্যায় ।
10.ভারতের প্রথম চলচিত্র কোনটি ?
উত্তর : জামাই ষষ্টি ।
11.’ব্রিক টেম্পল অব বেঙ্গল ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : জর্জ মিশেল ।
12.’কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্টস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : গীতা কাপুর ।
13.’কমউনিকেশন অণ্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া ‘ গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : নীতিন সিনহা ।
14.কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : ভবানীচরণ বন্দোপাধ্যায় ।
15.’দ্য দিল্লি অমনিবাস ‘গ্রন্থটি কার লেখা ?
উত্তর : নারায়ণী গুপ্তা ।
16.’মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সুরেন্দ্রনাথ সেন ।
17.’ভারতীয় ফৌজের ইতিহাস ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সুবোধ ঘোষ ।
18.’মানুষ ও পরিবেশ ‘বইটির লেখক কে ?
উত্তর : ইরফান হাবিব ।
19.’সায়েন্স অণ্ড দি রাজ ‘গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তর : দীপক কুমার ।
20.’চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : তপন চক্রবর্তী ।
21.”জীবন স্মৃতি ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
22.’জীবনের ঝরাপাতা ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : সরলাদেবী চৌধুরানী ।
23.হিন্দুমেলার প্রবর্তন করেন কে ?
উত্তর : নবগোপাল মিত্র ।
24.কোন পত্রিকায় নীলকর দের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?
উত্তর : সোমপ্রকাশ পত্রিকায় ।
25.’লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ‘ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?
উত্তর : 23 টি ।