বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ / মাধ্যমিক ভূগোল / প্রথম অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
পরিচ্ছেদ – 1 – বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল-
a. ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
b. আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা
c. ভারতের যোগ জলপ্রপাত
d. আফ্রিকার ভিক্টোরিয়া
Ans- a. ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
2. পৃথিবীর দীর্ঘতম নদী
a. মিসিসিপি-মিসৌরি
b. নীলনদ
c. ইয়াংসি-কিয়াং
d. গঙ্গা
Ans- b. নীলনদ
3. ইংরেজি ‘I’আকৃতির নদী উপত্যকাকে বলে
a. গিরিখাত
b. ক্যানিয়ন
c. পিরামিড চূড়া
d. হিমদ্রোণি
Ans- b. ক্যানিয়ন
4. পলি শুষ্ক গঠিত হয় নদীর
a. পার্বত্য গতিতে
b. বদ্বীপ গতিতে
c. উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে
d. হিমবাহের উপত্যকা প্রবাহে
Ans- c. উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে
5. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা যে নামে পরিচিত
a. গিরিখাত
b. ক্যানিয়ন
c. ‘v’ আকৃতির উপত্যকা
d. ক্রেভাস
Ans- b. ক্যানিয়ন
6. পার্বত্য প্রবাহে নদীর দুপাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভুভাগের সৃষ্টি হয়, তাকে বলে
a. নদীমঞ্চ
b. স্বাভাবিক বাঁধ
c. খরস্রোত
d. কর্তিত স্পার
Ans- a. নদীমঞ্চ
7. অতি-গভীর V আকৃতির উপত্যকাকে বলে
a. গিরিখাত
b. ক্যানিয়ন
c. কর্তিত স্পার
d. প্লাঞ্জপুল
Ans- a. গিরিখাত
8. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে-
a. নদী
b. বায়ু
c. হিমবাহের
d. সমুদ্রতরঙ্গের
Ans- a. নদী
9. পলল শঙ্কু দেখা যায়-
a. পর্বতের উচ্চভাগে
b. পর্বতের পাদদেশে
c. বদ্বীপ অঞ্চলে
d. নদীর মধ্যপ্রবাহে
Ans- b. পর্বতের পাদদেশে
10. যেসব নদী মূল নদীতে এসে পড়ে, তাদের বলে-
a. শাখানদী
b. উপনদী
c. অপ্রধান নদী
d. ছোটো নদী
Ans- b. উপনদী
11. পৃথিবীর বৃহত্তম নদী আববাহিকা হল-
a. গঙ্গা
b. কঙ্গো
c. আমাজন
d. নীলনদের অববাহিকা
Ans- c. আমাজন
12. নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত জল বয়ে গেলে তাকে 1 কিউসেক বলে ?
a. 1 ঘন মিটার
b. 1 ঘন ফুট
c. 1 ঘন ইঞ্চি
d. 1 ঘন সেন্টিমিটার
Ans- a. 1 ঘন মিটার
13. পৃথিবীর বৃহত্তম গিরিখাত-
a. ইচাং
b. কলোরাডো
c. শিয়ক
d. গ্র্যান্ড ক্যানিয়ন
Ans- d. গ্র্যান্ড ক্যানিয়ন
14. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত-
a. স্যাবেদন
b. যোগ
c. নায়াগ্রা
d. স্ট্যানলি
Ans- c. নায়াগ্রা
15. অবতল পাড়ের দিকে খাতের গভীর অংশ জলপুর্ন হলে তাকে বলে-
a. রিফিল
b. প্ল্যাঞ্জপুল
c. পুল
d. থলওয়েগ
Ans- c. পুল
16. পৃথিবীর বৃহত্তম নদিগঠিত দ্বীপ হল
a. মারিয়ানা
b. মারাজো
c. সাগরদ্বীপ
d. মাজুলি
Ans- d. মাজুলি
17. কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে-
a. ক্যাটারাক্ট
b. কাসফেড
c. র্যাপিড
d. জলস্রোত
Ans- c. র্যাপিড
18. একটি বহির্জাত ভূগাঠনিক পদ্ধতি হল-
a. লাভা উদ্গিরণ
b. ভঙ্গিল পর্বত সৃষ্টি
c. স্তূপ পর্বত নির্মান
d. নদীর ক্ষয়কার্য
Ans- d. নদীর ক্ষয়কার্য
19. বহির্জাত প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ঘটে-
a. পর্যায়ন
b. ভূমি সঞ্চয়
c. ভূমির ক্ষয়
d. ভূমির সঞ্চয়
Ans- a. পর্যায়ন
20. সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারন-
a. অত্যধিক বৃষ্টিপাত
b. ঘূর্নিঝর
c. সমুদ্র জলতলের উত্থান
d. সুন্দরবনের অবনমন
Ans- c. সমুদ্র জলতলের উত্থান
21. বর্তমানে প্রতি বছর সমুদ্র জলতল বাড়ছে গড়ে-
a. 3 মিমি
b. 4 মিমি
c. 5 মিমি
d. 6 মিমি
Ans- c. 5 মিমি
22. বিগত শতাব্দীতে সনুদ্র জলতলের বৃদ্ধির হার ছিল বছরে-
a. 3 মিমি
b. 4 মিমি
c. 5 মিমি
d. 6 মিমি
Ans- a. 3 মিমি
23. দক্ষিনতালপট্টি দ্বীপটি বর্তমানে-
a. ভারতের
b. বাংলাদেশের
c. মায়ানমারের
d. কারোর নয়
Ans- a. ভারতের
24. নিউমুর দ্বীপটি জলমগ্ন শুরু করে যে ঘূর্নিঝর থেকে-
a. ভোলা
b. আয়লা
c. হুদহুদ
d. ফাইলিন
Ans- a. ভোলা
পরিচ্ছেদ – 2 – হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1. পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে, তাকে বলে-
a. হিমরেখা
b. হিমবাহ
c. হিমশৈল
d. ব্লো আউট
Ans- a. হিমরেখা
2. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে-
a. পলল ব্যজনি
b. কেম
c. বদ্বীপ
c. প্লাবনভুমি
Ans- b. কেম
3. সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে-
a. হিমদ্রোণি
b. ঝুলন্ত উপত্যকা
c. ফিয়র্ড
d. করি
Ans- c. ফিয়র্ড
4. ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়-
a. জলপ্রপাত
b. হিমানী সম্প্রপাত
c. গিরিখাত
d. ক্রেভাস
Ans- a. জলপ্রপাত
5. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে বলে-
a. হিমরেখা
b. গ্রাবরেখা
c. গিরিখাত
d. হিমদ্রোনি
Ans- b. গ্রাবরেখা
6. হিমবাহ উপত্যকায় আকৃতি ইংরেজি যে অক্ষরের মতো হয়, সেটি হল-
a. I
b. U
c. V
d. K
Ans- b. U
7. রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়-
a. নদী ও বায়ুর মিলিত
b. বাতাসের
c. নদীর
d. হিমবাহের
Ans- d. হিমবাহের
8. হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত দুদিক মসৃণ খাড়া ঢিপিকে বলে-
a. তিমিপৃষ্ঠ
b. প্রস্তরখাত
c. ফিয়র্ড
d. বার্গস্রুন্ড
Ans- a. তিমিপৃষ্ঠ
9. হিমবাহের ক্ষয়চক্রের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয় তাকে বলে-
a. হিমসিঁড়ি
b. প্রস্তরখাত
c. রসে মতানে
d. নদীমঞ্চ
Ans- a. হিমসিঁড়ি
10. হিমবাহের ক্ষয়চক্রের ফলে সৃষ্ট গর্তকে বলে-
a. প্রস্তরখাত বা আবর্তরেখা
b. কর্তিত স্পার
c. প্যাটারনস্টার হ্রদ
d. প্লায়া
Ans- a. প্রস্তরখাত বা আবর্তরেখা
11. হিমশৈল জলের ওপর ভেসে থাকে-
a. অংশ
b. অংশ
c. অংশ
d. 9 অংশ
Ans- c. অংশ
12. হিমবাহ যে কারনে প্রবাহিত হয় তা হল-
a. হিমরাশির ভারে
b. দিক বিক্ষেপক শক্তির টানে
c. মধ্যাকর্ষন শক্তির টানে
d. ভূমির ঢালের জন্য
Ans- c. মধ্যাকর্ষন শক্তির টানে
13. মহাদেশীয় হিমবাহ দেখা যায়-
a. হিমালয় পর্বতে
b. আল্পস পর্বতে
c. আন্দিজ পর্বতে
d. আন্টার্কটিকায়
Ans- d. আন্টার্কটিকায়
14. মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত উচ্চভুমির চূড়াকে বলে-
a. স্নো আউট
b. লোব
c. এরিটি
d. নুনাটক
Ans- d. নুনাটক
15. ভারতের বৃহত্তম হিমবাহ-
a. গঙ্গোত্রী
b. সিয়াচেন
c. হুবার্ড
d. যমুনোত্রী
Ans- b. সিয়াচেন
16. দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয়-
a. রসে মতানে
b. এরিটি
c. পিরামিড চূড়া
d. এসকার
Ans- b. এরিটি
17. একটি পিরামিড চূড়া-
a. আল্পসের মঁ ব্ল
b. ম্যাটারহর্ন
c. মাউন্ট কিবলে
d. কাঞ্চনজঙ্ঘা
Ans- b. ম্যাটারহর্ন
18. হিমদ্রোনিগুলিকে ওয়েলস বলে-
a. করি
b. সার্ক
c. ক্যুম
d. কাব
Ans- a. করি
19. পৃথিবীর গভীরতম ফিয়র্ড হল-
a. ফিনল্যান্ডের ফিয়র্ড
b. গাইরেঞ্জার ফিয়র্ড
c. নরওয়ের সোভনে ফিয়র্ড
d. আন্টার্কটিকার ফিয়র্ড
Ans- c. নরওয়ের সোভনে ফিয়র্ড
20. সমুদ্র ভাসমান বিশাল হিমবাহকে বলে-
a. হিমপৃষ্ঠ
b. হিমশৈল
c. হিমপ্রাচীর
d. হিমপর্বত
Ans- b. হিমশৈল
21. হিমবাহের ওপরের পৃষ্ঠের ফাটলগুলিকে বলা হয়-
a. বার্গস্রুড
b. হিমসিঁড়ি
c. ক্রেভাস
d. পরিখা
Ans- c. ক্রেভাস
পরিচ্ছেদ – 3 – বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1.রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলিকে বলে-
a. ধ্রিয়ান
b. ধান্দ
c. বারখান
d. বালিয়াড়ি
Ans- a. ধ্রিয়ান
2. তির্ষক বালিয়াড়িকে বলে-
a. সিফ
b. বারখান
c. লোয়েস
d. ব্লো আউট
Ans- b. বারখান
3. বায়ু ও ক্ষণস্থায়ী নদীর যে কার্যের ফলে সৃষ্টি হয় পেডিমেন্ট-
a. ক্ষয়কার্যের
b. বহনকার্যের
c. সঞ্চয়কার্যের
d. উভয় কার্যের
Ans- a. ক্ষয়কার্যের
4. যে হ্রদের জল লবণাক্ত হয়-
a. প্লায়া হ্রদ
b. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
c. করি হ্রদ
d. জ্বালামুখ হ্রদ
Ans- a. প্লায়া হ্রদ
5. প্রায়-সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাগুলিকে বলে-
a. মোনাডনক
b. ইনসেলবার্গ
c. ড্রামলিন
d. বাজাদা
Ans- b. ইনসেলবার্গ
6. প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলে-
a. তির্যক বালিয়াড়ি
b. অনুদৈর্ঘ বালিয়াড়ি
c. ভ্রাম্যমান বালিয়াড়ি
d. তিমিপৃষ্ঠ বালিয়াড়ি
Ans- b. অনুদৈর্ঘ বালিয়াড়ি
7. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে বলে-
a. প্লাবনভূমি
b. লোয়েস সমভূমি
c. বহিঃবিধৌত সমভূমি
d. বদ্বীপ সমভূমি
Ans- b. লোয়েস সমভূমি
8. গৌর ভূমিরূপটি গঠিত হয়-
a. নদীর দ্বারা
b. হিমবাহের দ্বারা
c. বায়ুর দ্বারা
d. সমুদ্রতরঙ্গের দ্বারা
Ans- c. বায়ুর দ্বারা
9. মরু অঞ্চলে বায়ুর অপসারণের ফলে সৃষ্ট অবনমিত গহ্বরকে বলে-
a. ধান্দ
b. মরূদ্যান
c. কাতারা
d. আর্গ
Ans- a. ধান্দ
10. একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে বলে-
a. অ্যাকলে
b. সিফ
c. রোর্ডস বালিয়াড়ি
d. ওয়াদি
Ans- a. অ্যাকলে
11. বায়ুর কাজকে সম্মিলিতভাবে বলা হয়-
a. এয়োলিয়ান প্রক্রিয়া
b. পর্যায়ন প্রক্রিয়া
c. ক্ষয়কার্য প্রক্রিয়া
d. বায়বীয় প্রক্রিয়া
Ans- a. এয়োলিয়ান প্রক্রিয়া
12. মরুস্থলী কথার অর্থ-
a. মৃতের দেশ
b. বৃষ্টিহীন অঞ্চল
c. বৃষ্টিবহুল অঞ্চল
d. উটের দেশ
Ans- a. মৃতের দেশ
13. একটি তলযুক্ত প্রস্তর খণ্ডকে বলা হয়-
a. ড্রেইকান্টার
b. ট্রাইকান্টার
c. জুকান্টার
d. আইকান্টার
Ans- d. আইকান্টার
14. মেসা আরো সরে গিয়ে তৈরি হয়-
a. জিউগেন
b. বিউটি
c. ইনসেলবার্গ
d. ইয়ারদাং
Ans- b. বিউটি
15. দ্রাস বালিয়াড়ি দেখতে অনেকটা-
a. তিমি মাছের পিঠের মতো
b. পিরামিডের মতো
c. তারামাছের মতো
d. চিংরিমাছের মতো
Ans- a. তিমি মাছের পিঠের মতো
16. মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে-
a. বাজাদা
b. প্লায়া
c. লোব
d. ওয়াদি
Ans- d. ওয়াদি
17. ফ্রান্সে লোয়েস সমভূমিকে বলে-
a. লিফোঁ
b. অ্যাডোব
c. রঁদ্য
d. বেলজম
Ans- a. লিফোঁ
18. ইয়ারদাং ভূমিরূপ দেখা যায়-
a. শুষ্ক
b. আর্দ্র
c. নাতিশীতোষ্ণ
d. হিম অঞ্চলে
Ans- a. শুষ্ক
19. সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলা হয়-
a. মোনাডনক
b. গৌর
c. ইয়ারদাং
d. ঢিল
Ans- a. মোনাডনক
20. পাথরযুক্ত অসমান মরুভূমিকে বলে-
a. হামাদা
b. বাজাদা
c. রেগ
d. ধ্রিয়ান
Ans- a. হামাদা
21. গৌর গঠিত হয়, বায়ুর-
a. অবনমন
b. ঘর্ষন
c. অবঘর্ষ
d. জলপ্রবাহের ক্ষয়ের দ্বারা
Ans- c. অবঘর্ষ
22. ভেন্টিফ্যাক্ট গঠিত হয়-
a. বায়ুর ক্ষয়ের ফলে
b. নদীর ক্ষয়ের ফলে
c. হিমবাহের ক্ষয়ের ফলে
d. সনুদ্রের ক্ষয়ের ফলে
Ans- a. বায়ুর ক্ষয়ের ফলে
23. পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল-
a. ঘোড়ামারা
b. সাগরদ্বীপ
c. সন্দেশখালী
d. নয়াচর
Ans- a. ঘোড়ামারা