বায়ুমণ্ডল / মাধ্যমিক ভূগোল / দ্বিতীয় অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
পরিচ্ছেদ – 1 – বায়ুমণ্ডলের ধারনা ও স্তরবিন্যাস
1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ-
a. 20.94 শতাংশ
b. 20.27 শতাংশ
c. 20.86 শতাংশ
d. 20.98 শতাংশ
ANS- a. 20.94 শতাংশ
2. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম-
a. অক্সিজেন
b. নাইট্রোজেন
c. কার্বন ডাইঅক্সাইড
d. ওজোন
ANS- b. নাইট্রোজেন
3. বায়ুমণ্ডলের ওজোন গ্যাস……স্তরে ঘনীভূত অবস্থায় থাকে।
a. স্ট্র্যাটোস্ফিয়ার
b. মেসোস্ফিয়ার
c. ট্রপোস্ফিয়ার
d. আয়নোস্ফিয়ার
ANS- a. স্ট্র্যাটোস্ফিয়ার
4. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে-
a. ট্রপোপজ
b. স্ট্র্যাটোপজ
c. মেসোপজ
d. আয়নোপজ
ANS- a. ট্রপোপজ
5. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত ?
a. 1000 কিমি
b. 5000 কিমি
c. 10000 কিমি
d. 100000 কিমি
ANS- c. 10000 কিমি
6. মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা-
a. বাড়ে
b. কমে
c. একই থাকে
d. কোনোটিই নয়
ANS- b. কমে
7. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরতিকে বলে হোমোস্ফিয়ার ?
a. 60 কিলোমিটার
b. 90 কিলোমিটার
c. 120 কিলোমিটার
d. 110 কিলোমিটার
ANS- b. 90 কিলোমিটার
8. বায়ুমণ্ডলে কী আছে বলে আকাশ নীল দেখায় ?
a. ওজোন
b. অক্সিজেন
c. নাইট্রোজেন
d. ধূলিকণা
ANS- d. ধূলিকণা
9. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল-
a. আয়নোস্ফিয়ার
b. ট্রপোস্ফিয়ার
c. স্ট্র্যাটোস্ফিয়ার
d. মেসোস্ফিয়ার
ANS- b. ট্রপোস্ফিয়ার
10. সুর্য আগত অতিবেগুনি রশ্নি শোষণ করে-
a. ওজোন
b. আর্গন
c. জেনন
d. ক্রিপটন
ANS- a. ওজোন
11. বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল-
a. 6.4 সে
b. 4.6 সে
c. 6.6 সে
d. 6.5 সে
ANS- d. 6.5 সে
12. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায়-
a. স্ট্র্যাটোস্ফিয়ারে
b. থার্মোস্ফিয়ারে
c. ট্রপোস্ফিয়ারে
d. মেসোস্ফিয়ারে
ANS- c. ট্রপোস্ফিয়ারে
13. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ-
a. 20.19 শতাংশ
b. 79.09 শতাংশ
c. 78.08 শতাংশ
d. 20.50 শতাংশ
ANS- c. 78.08 শতাংশ
14. গ্রিনহাউস গ্যাস হল-
a. অক্সিজেন
b. নাইট্রোজেন
c. কার্বন ডাইঅক্সাইড
d. ওজোন
ANS- c. কার্বন ডাইঅক্সাইড
15. হেমোস্ফিয়ারের অন্য নাম-
a. বিষমমণ্ডল
b. ক্ষুব্ধমণ্ডল
c. সমমণ্ডল
d. স্তব্দমণ্ডল
ANS- c. সমমণ্ডল
16. ক্ষুব্ধমণ্ডল বলা হয়-
a. মেসোস্ফিয়ার
b. ট্রপোস্ফিয়ার
c. স্ট্র্যাটোস্ফিয়ার
d. ম্যাগনেটোস্ফিয়ার
ANS- b. ট্রপোস্ফিয়ার
17. আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে-
a. মেসোস্ফিয়ারে
b. আয়নোস্ফিয়ারে
c. স্ট্র্যাটোস্ফিয়ারে
d. ট্রপোস্ফিয়ারে
ANS- d. ট্রপোস্ফিয়ারে
18. উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়-
a. মেসোস্ফিয়েরে
b. স্ট্র্যাটোস্ফিয়েরে
c. ট্রপোস্ফিয়ারে
d. আয়নোস্ফিয়ারে
ANS- a. মেসোস্ফিয়েরে
19. অতিবেগুনি রশ্নি শোষিত হয়-
a. মেসোস্ফিয়ারে
b. ট্রপোস্ফিয়ারে
c. স্ট্র্যাটোস্ফিয়ারে
d. আয়নোস্ফিয়ারে
ANS- c. স্ট্র্যাটোস্ফিয়ারে
20. ওজোন অণু ধ্বংসকারী গ্যাস হল-
a. কার্বন ডাইঅক্সাইড
b. নাইট্রোজেন
c. ক্লোরোফ্লুরোকার্বন
d. অক্সিজেন
ANS- c. ক্লোরোফ্লুরোকার্বন
21. মেরুপ্রভা দেখা যায়-
a. আয়নোস্ফিয়ারে
b. ম্যাগনেটোস্ফিয়ারে
c. ট্রপোস্ফিয়ারে
d. মেসোস্ফিয়ারে
ANS- a. আয়নোস্ফিয়ারে
22. বায়ুমণ্ডলে সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তা হল-
a. ম্যাগনেটোস্ফিয়ার
b. আয়নোস্ফিয়ার
c. মেসোস্ফিয়ার
d. ট্রপোস্ফিয়ার
ANS- a. ম্যাগনেটোস্ফিয়ার
23. ওজোন গহ্বর তৈরি হয়েছে-
a. নিরক্ষীয় অঞ্চলে
b. সুমেরু অঞ্চলে
c. কুমেরু অঞ্চলে
d. ক্রান্তীয় অঞ্চলে
ANS- c. কুমেরু অঞ্চলে
24. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
a. মেসোস্ফিয়ারে
b. ম্যাগনেটোস্ফিয়ারে
c. থার্মোস্ফিয়ারে
d. ট্রপোস্ফিয়ারে
ANS- c. থার্মোস্ফিয়ারে
25. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ-
a. 0.03 শতাংশ
b. 0.01 শতাংশ
c. 0.02 শতাংশ
d. 0.33 শতাংশ
ANS- a. 0.03 শতাংশ
26. বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয়বাস্পের পরিমাণ-
a. কম
b. সবচেয়ে বেশি
c. সবচেয়ে কম
d. সামান্য বেশি
ANS- b. সবচেয়ে বেশি
27. বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ-
a. হিলিয়াম স্তর
b. পারমাণবিক হাইড্রোজেন স্তর
c. পারমাণবিক অক্সিজেন স্তর
d. অজৈব নাইট্রোজেন স্তর
ANS- b. পারমাণবিক হাইড্রোজেন স্তর
পরিচ্ছেদ – 2 – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন
1.পৃথিবীর গড় তাপমাত্রা-
a. 10 সে
b. 15 সে
c. 20 সে
d. 5 সে
ANS- b. 15 সে
2. পৃথিবীর গড় অ্যালবেডো-
a. 34 শতাংশ
b. 40 শতাংশ
c. 50 শতাংশ
d. 66 শতাংশ
ANS- a. 34 শতাংশ
3. যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয়-
a. 30%
b. 35%
c. 64%
d. 34%
ANS- d. 34%
4. নিরক্ষরেখা থেকে উত্তরদিকে যে সমোষ্ণরেখাকে উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয়-
a. 27% সে
b. 30% সে
c. 32% সে
d. 35% সে
ANS- a. 27% সে
5. পৃথিবীর আগত সুর্যরশ্নির প্রতক্ষ্যভাবে শোষণ করে-
a. 19 ভাগ
b. 47 ভাগ
c. 23 ভাগ
d. 5 ভাগ
ANS- a. 19 ভাগ
6. পৃথিবীর সৌর ধ্রুবকের পরিমাণ প্রতি মিনিটে-
a. 19.5 ক্যালোরি/বর্গকিমি
b. 1.94 ক্যালোরি/বর্গকিমি
c. 2.5 ক্যালোরি/বর্গকিমি
d. 20.5 ক্যালোরি/বর্গকিমি
ANS- b. 1.94 ক্যালোরি/বর্গকিমি
7. কার্যকরী সৌররশ্নির পরিমাণ হল-
a. 34%
b. 47%
c. 66%
d. 76%
ANS- c. 66%
8. সমান উষনতাযুক্ত স্থানাবিন্দুর সংযোগকারী রেখা হল-
a. সময়রেখা
b. সমচাপরেখা
c. সমবর্ষণরেখা
d. ভোরবেলা
ANS- a. সময়রেখা
9. সবচেয়ে কম উষ্ণতা থাকে-
a. দুপুরে
b. বিকালে
c. সন্ধ্যাবেলা
d. ভোরবেলা
ANS- d. ভোরবেলা
10. সুর্যের আলো লম্বভাবে পড়লে তাপমাত্রা-
a. বেড়ে যায়
b. কমে যায়
c. একই থাকে
d. কোনোটিই নয়
ANS- a. বেড়ে যায়
11. সমোয়রেখাগুলির বক্রতা বেশি-
a. উত্তর গোলার্ধে
b. দক্ষিন গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
Ans- a. উত্তর গোলার্ধে
12. বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস-
a. সূর্য
b. পৃথিবী
c. কার্বন ডাইঅক্সাইড
d. ওজোন গ্যাস
Ans- a. সূর্য
13. উত্তর গোলার্ধে তাপেরে পরিমাণ বাড়ে-
a. শীতকালে
b. বসন্তকালে
c. গ্রীষ্মকালে
d. বর্ষাকালে
Ans- c. গ্রীষ্মকালে
14. বৈপরীত্য উত্তাপের জন্য ভোরবেলায় উপত্যকাগুলি-
a. ধোঁয়ায় ঢেকে যায়
b. কুয়াশায় ঢেকে যায়
c. বরফে ঢেকে যায়
d. মেঘে ঢেকে যায়
Ans- d. মেঘে ঢেকে যায়
15. মেঘহীন রাত অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি-
a. বেশি উষ্ণ হয়
b. বেশি শীতল হয়
c. বেশি দীর্ঘ হয়
d. বেশি ঘন হয়
Ans- a. বেশি উষ্ণ হয়
16. দিল্লির তুলনায় দার্জিলিং-এর তাপমাত্রা-
a. যথেষ্ট বেশি
b. বেশ কম
c. বেশ দীর্ঘ
d. কোনটিই নয়
Ans- b. বেশ কম
17. সূর্যরশ্মি পৃথিবীতে আসে-
a. বৃহৎ তরংরূপে
b. ক্ষুদ্র তরঙ্গরূপে
c. মাঝারি তরঙ্গরূপে
d. কোনটিই নয়
Ans- b. ক্ষুদ্র তরঙ্গরূপে
18. পৃথিবীর মাটিতে সমোয়রেখাগুলি বিস্তৃত থাকে-
a. উত্তর-দক্ষিনে
b. পূর্ব-পশ্চিমে
c. একই থাকে
d. কোনটিই নয়
Ans- b. পূর্ব-পশ্চিমে
19. অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে সূর্যরশ্মির পতনকোন-
a. বেড়ে যায়
b. কমে যায়
c. একই থাকে
d. কোনটিই নয়
Ans- b. কমে যায়
20. বৈপরীত্য উষ্ণতা দেখা যায়-
a. সমভূমিতে
b. মরুভূমি অঞ্চলে
c. পার্বত্য অঞ্চলে
d. নিম্নভূমি অঞ্চলে
Ans- c. পার্বত্য অঞ্চলে
21. সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌছায় ?
a. 1 ভাগ
b. 2 ভাগ
c. 3 ভাগ
d. 4 ভাগ
Ans- a. 1 ভাগ
22. সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায়, তাকে কী বলে ?
a. অ্যালবেডো
b. বিউফোর্ট
c. বিকিরণ
d. পরিচলন
Ans- a. অ্যালবেডো
23. বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটি হল-
a. পরিচলন
b. পরিবহণ
c. বিকিরণ
d. অ্যাডভেকশন
Ans- c. বিকিরণ
24. পৃথিবীর উষনতম স্থান-
a. ভস্টক
b. জেকোবাবাদ
c. আল আজিজিয়া
d. থর
Ans- c. আল আজিজিয়া
25. অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়-
a. বালির ওপর
b. তুষারক্ষেত্রে
c. বনভূমিতে
d. জলভাগের ওপর
Ans- b. তুষারক্ষেত্রে
26. হিমালয় পর্বতের কোন্ ঢালে গড় উষ্ণতা বেশি ?
a. উত্তরঢালে
b. দক্ষিনঢালে
c. পূর্বঢালে
d. পশ্চিমঢালে
Ans- b. দক্ষিনঢালে
27. ডিগ্রী ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক ধরা হয় ।
a. 32 ডিগ্রি
b. 35 ডিগ্রি
c. 27 ডিগ্রি
d. 23 ডিগ্রি
Ans- a. 32 ডিগ্রি
28. বায়ুর উষ্ণতা কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
a. ব্যারোমিটার
b. অ্যানিমোমিটার
c. থার্মোমিটার
d. ক্যালোরিমিটার
Ans- c. থার্মোমিটার
29. বৈপরীত্য উত্তাপের নেমে আসা বায়ু হল-
a. ক্যাটাবেটিক বায়ু
b. অ্যানাবেটিক বায়ু
c. উষ্ণ বায়ু
d. শীতল বায়ু
Ans- a. ক্যাটাবেটিক বায়ু
30. এল নিনো দেখা যায়।
a. বঙ্গোপসাগরে
b. ভারত মহাসাগরে
c. প্রশান্ত মহাসাগরে
d. আটলান্টিক মহাসাগরে
Ans- c. প্রশান্ত মহাসাগরে
31. ‘কিয়োটা প্রোটোকোল’ চুক্তিটির দ্বারা কোন্ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ?
a. বিশ্ব উষ্ণায়ন
b. অ্যাসিড বৃষ্টি
c. বৃক্ষরোপণ
d. পারমাণবিক শক্তি
Ans- a. বিশ্ব উষ্ণায়ন
পরিচ্ছেদ – 3 – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ
1. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ-
a. 1013.2 মিলিবার
b. 1013.5 মিলিবার
c. 1013.8 মিলিবার
d. 1013.9 মিলিবার
Ans-1. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ-
2. ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ রয়েছে ?
a. তিনটি
b. চারটি
c. পাঁচটি
d. সাতটি
Ans- d. সাতটি
3. ভূপৃষ্ঠের সমান চাপবিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা তাকে বলে-
a. সমোন্নতিরেখা
b. সমোষ্ণরেখা
c. সমপ্রেষরেখা
d. সমআর্দ্ররেখা
Ans- c. সমপ্রেষরেখা
4. অশ্ব অক্ষাংশের বিস্তার উভয় গোলার্ধের
a. 25 ডিগ্রি-30 ডিগ্রি
b. 30 ডিগ্রি-35 ডিগ্রি
c. 35 ডিগ্রি-40 ডিগ্রি
d. 40 ডিগ্রি-45 ডিগ্রি
Ans- b. 30 ডিগ্রি-35 ডিগ্রি
5. মেরুবৃত্ত প্রদেশে বিরাজ করে
a. উচ্চচাপ
b. নিম্নচাপ
c. চাপহীন অবস্থা
d. মাঝারি অবস্থা
Ans- b. নিম্নচাপ
6. বায়ুর চাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
a. ব্যারোমিটার
b. থার্মোমিটার
c. হাইগ্রোমিটার
d. ক্যালোরিমিটার
Ans- a. ব্যারোমিটার
7. জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ শুষ্ক বায়ুর তুলনায়-
a. কম
b. বেশি
c. একই
d. মাঝারি হয়
Ans- a. কম
8. কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ুপ্রবাহে দেখা যায়-
a. উগ্রভাব
b. শান্তভাব
c. সমভাবাপন্ন ভাব
d. ঊর্ধমুখী স্রোত
Ans- b. শান্তভাব
9. বিমানে যে বায়ুচাপ মাপক যন্ত্র থকে,তার নাম-
a. অ্যানিরয়েড ব্যারোমিটার
b. ফর্টিন-এর ব্যারোমিটার
c. ব্যারোগ্রাফ
d. সাধারণ ব্যারোমিটার
Ans- c. ব্যারোগ্রাফ
10. নিরক্ষরেখা বরাবর বিরাজ করে-
a. নিম্নচাপ
b. উচ্চচাপ
c. সমচাপ
d. কোন চাপই বিরাজ করে না
Ans- a. নিম্নচাপ
11. উষ্ণতা বাড়লে বায়ুর চাপ-
a. বেড়ে যায়
b. কমে যায়
c. একই থাকে
d. কোনটিই নয়
Ans- b. কমে যায়
12. ডোলড্রাম সৃষ্টি হয়-
a. নিরক্ষীয় অঞ্চলে
b. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে
c. মেরু অঞ্চলে
d. উপক্রান্তীয় অঞ্চলে
Ans- a. নিরক্ষীয় অঞ্চলে
13. নিরক্ষীয় অঞ্চলে নিম্নচপের প্রধান কারন-
a. পৃথিবীর আবর্তন
b. অধিক আর্দ্রতা
c. অধিক উষ্ণতা
d. পৃথিবীর বৃহত্তম পরিধি
Ans- c. অধিক উষ্ণতা
14. কর্কটীয় উচ্চচাপ বলয়টি দেখা যায়-
a. 30 দিগ্রি-35 ডিগ্রি উঃ অক্ষাংশে
b. 30 দিগ্রি-35 ডিগ্রি দঃ অক্ষাংশে
c. 60 ডিগ্রি-65 ডিগ্রি উঃ অক্ষাংশে
d. 60 ডিগ্রি-65 ডিগ্রি দঃ অক্ষাংশে
Ans- a. 30 দিগ্রি-35 ডিগ্রি উঃ অক্ষাংশে
15. বায়ুচাপের একক-
a. মিলিবার
b. মিলিমিটার
c. মিলিগ্রাম
d. ডিগ্রি সেলসিয়াস
Ans- a. মিলিবার
16. প্রতি বর্গসেমিতে 1000 ডাইন বায়ুর চাপ হল-
a. 1 মিলিবার
b. 1 মিলিমিটার
c. 1 মিলিগ্রাম
d. 1 নট
Ans- a. 1 মিলিবার
17. উচ্চচাপ বলয়টি রয়েছে-
a. নিরিক্ষীয় অঞ্চলে
b. সুমেরুবৃত্ত অঞ্চলে
c. কর্কটীয় অঞ্চলে
d. কুমেরুবৃত্ত অঞ্চলে
Ans- c. কর্কটীয় অঞ্চলে
18. নীচের কোনটি্ বায়ুপ্রবাহের কারন নয়?
a. বায়ুচাপের তারতম্য
b. উষ্ণতার তারতম্য
c. পৃথিবীর আবর্তন
d. ফেরেলের সূত্র
Ans- a. বায়ুচাপের তারতম্য
19. বায়ুচাপ বলয়ের সিমানা পরিবর্তন হয় কারন-
a. পৃথিবীর আবর্তনেরে জন্য
b. সূর্যের আপাতগতির পরিবর্তন
c. বায়ুপ্রবাহের তারতম্য
d. অণুসূর অপসূরের জন্য
Ans- b. সূর্যের আপাতগতির পরিবর্তন
20. কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয়-
a. নিরক্ষরেখায়
b. মধ্য অক্ষাংশে
c. ভূপৃষ্ঠ থেকে একটু ওপরে
d. মেরুতে
Ans- d. মেরুতে
21. বায়ুর শক্তিমাত্রা নির্নায়ক স্কেল হল-
a. বিউফোর্ট স্কেল
b. রিখটার স্কেল
c. থার্মোমিটার স্কেল
d. বাণিজ্য বায়ু
Ans- a. বিউফোর্ট স্কেল
22. আয়ন বায়ুকে যে নামে ডাকা হয়-
a. সাময়িক বায়ু
b. পশ্চিমা বায়ু
c. মেরু বায়ু
d. বাণিজ্য বায়ু
Ans- d. বাণিজ্য বায়ু
23. পৃথিবীর বড়ো বড়ো মরুভূমি তৈরি হয়েছে-
a. আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
b. মেরু বায়ুর প্রবাহ পথে
c. পশ্চিমা বায়ুর পথে
d. লু-এর পুথে
Ans- a. আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
24. ITCZ বোলা হও-
a. ক্রান্তীয় অঞ্চলকে
b. উপক্রান্তীয় অঞ্চলকে
c. নিরক্ষীয় অঞ্চলকে
d. মেরু অঞ্চলকে
Ans- c. নিরক্ষীয় অঞ্চলকে
25. দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু যে বেগে প্রবাহিত হয়-
a. 20 কিমি/ঘণ্টা
b. 22 কিমি/ঘণ্টা
c. 25 কিমি/ঘণ্টা
d. 30 কিমি/ঘণ্টা
Ans- c. 25 কিমি/ঘণ্টা
26. গর্জনশীল চল্লিশা হল
a. 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ
b. 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ
c. 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা
d. 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা
Ans- b. 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ
27. একটি সাময়িক বায়ু হল-
a. মৌসুমি বায়ু
b. লু বায়ু
c. আয়ন বায়ন
d. পশ্চিমা বায়ু
Ans- a. মৌসুমি বায়ু
28. স্থলবায়ুর বেগ বেশি হয়-
a. ভোরবেলা
b. সন্ধ্যাবেলা
c. দুপুরবেলা
d. বিকেলবেলা
Ans- a. ভোরবেলা
29. কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর
a. চাপের পরিবর্তন হয়
b. গতিবেগের পরিবর্তন হয়
c. দিকবিক্ষেপ হয়
d. উষ্ণতার পরিবর্তন হয়
Ans- c. দিকবিক্ষেপ হয়
30. নীচের কোন্ বায়ুটি নিয়ত বায়ুপ্রবাহ নয় ?
a. পশ্চিমা বায়ু
b. মেরু বায়ু
c. আয়ন বায়ু
d. সমুদ্রবায়ু
Ans- d. সমুদ্রবায়ু
31. যে বায়ুপ্রবাহ সারাবছর একই দিকে, একই গতিতে প্রবাহিত হয় সেটি হল-
a. আকস্মিক বায়ু
b. নিয়ত বায়ু
c. স্থানীয় বায়ু
d. সাময়িক বায়ু
Ans- b. নিয়ত বায়ু
32. সমুদ্রবায়ু, স্থলবায়ু একধরণের-
a. স্থানীয় বায়ু
b. আকস্মিক বায়ু
c. সাময়িক বায়ু
d. নিয়ত বায়ু
Ans- c. সাময়িক বায়ু
33. একটি আকস্মিক বায়ু-
a. টর্নেডো
b. মৌসুমি বায়ু
c. লু
d. সমুদ্রবায়ু
Ans- a. টর্নেডো
34. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়
a. মৌসুমি বায়ুকে
b. নিয়ত বায়ুকে
c. কালবৈশাখীকে
d. আয়ন বায়ুকে
Ans- a. মৌসুমি বায়ুকে
35. ঘূর্নবাতের কেন্দ্রে সবসময় থাকে
a. সমচাপ
b. নিম্নচাপ
c. উচ্চচাপ
d. চাপহীন
Ans- b. নিম্নচাপ
36. প্রতীপ ঘূর্নবাতের কেন্দ্রে সবসময়
a. সমচাপ
b. নিম্নচাপ
c. উচ্চচাপ
d. চাপহীন
Ans- c. উচ্চচাপ
37. চিনুক বায়ু কোন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়
a. আল্পস
b. রকি
c. আন্দিজ
d. হিমালয়
Ans- b. রকি
38. একটি শীতল স্থানীয় বায়ু হল
a. লু
b. খামসিন
c. পম্পেরো
d. সিরোক্কো
Ans- c. পম্পেরো
39. জেট বায়ু অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে-
a. 1-2 কিমি ওপরে
b. 5-8 কিমি ওপরে
c. 9-12 কিমি ওপরে
d. 15 কিমি ওপরে
Ans- c. 9-12 কিমি ওপরে
40. উঁচু আকাশের পশ্চিমা বায়ু হল
a. আয়ন বায়ু
b. পশ্চিমা বায়ু
c. ট্রপোপজ
d. জেট বায়ু
Ans- d. জেট বায়ু
41. জেট বায়ু একধরণের
a. জিওস্ট্রফিক বায়ু
b. নিয়ত বায়ু
c. আকস্মিক বায়ু
d. স্থানীয় বায়ু
Ans- a. জিওস্ট্রফিক বায়ু
42. ফাইলিন, হুদহুদ এক ধরনের
a. উপক্রান্তীয় ঘূর্নবাত
b. ক্রান্তীয় ঘূর্নবাত
c. পশ্চিমা বায়ু
d. স্থানীয় বায়ু
Ans- b. ক্রান্তীয় ঘূর্নবাত
43. জেট বায়ুর গতিবেগ ঘণ্টায়-
a. 20-30 কিমি
b. 30-40 কিমি
c. 50-100 কিমি
d. 100-500 কিমি
Ans- d. 100-500 কিমি
44. একটি উষ্ণ স্থানীয় বায়ু হল
a. বোরা
b. চিনুক
c. কালবৈশাখী
d. পম্পেরো
Ans- b. চিনুক
45. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্নবাতের নাম-
a. হ্যারিকেন
b. সাইক্লোন
c. টাইফুন
d. খামসিন
Ans- a. হ্যারিকেন
46. বায়ুচাপের তারতম্য হলে-
a. বৃষ্টিপাত হয়
b. বায়ুপ্রবাহ সৃষ্টি হয়
c. তুষারপাত হয়
d. কোনোটিই হয় না
Ans- b. বায়ুপ্রবাহ সৃষ্টি হয়
47. উষ্ণ এবং আর্দ্র বায়ুর চাপ হল-
a. কম
b. খুব কম
c. বেশি
d. খুব বেশি
Ans- a. কম
48. অ্যানিমোমিটারের সাহায্যে পরিমাণ করা যায়
a. বায়ুর চাপ
b. বায়ুপ্রবাহের দিক
c. বায়ুপ্রবাহের গতিবেগ
d. কোনটিই নয়
Ans- c. বায়ুপ্রবাহের গতিবেগ
পরিচ্ছেদ – 4 – আর্দ্রতা ও অধঃক্ষেপণ
1.পৃথিবীর জলরাশির চক্রাকার আবর্তনের নাম-
a. নদী
b. বাষ্পীভবন
c. জলচক্র
d. তুষার
Ans- c. জলচক্র
2. যে প্রক্রিয়ায় মাটির জল নীচে প্রবেশ করে তাকে বলে-
a. অনুস্রাবন
b. ঘনীভবন
c. সঞ্চয়ন
d. বাষ্পীভবন
Ans- a. অনুস্রাবন
3. জলচক্র না থাক্ল;এ পৃথিবীতে কী ঘটত না ?
a. জলের আবর্তন
b. জলের সঞ্চয়
c. জলের বাষ্পীভবন
d. জলীয়বাষ্পের ঘনীভবন
Ans- a. জলের আবর্তন
4. জলচক্রের প্রধান গুরুত্ব হল-
a. বৃষ্টিপাত সংগঠন
b. তুষারপাত সংগঠন
c. ভৌমজলের সঞ্চয়
d. জলের আবর্তন
Ans- d. জলের আবর্তন
5. জলীয়বাষ্পপূর্ন বায়ু বিশুদ্ধ বায়ুর থেকে
a. ভারী
b. হালকা
c. একই রকম
d. কোনটিই নয়
Ans- b. হালকা
6. আমাদের ঘাম হওয়ার কারন-
a. বৃষ্টিপাত
b. বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি
c. বায়ুপ্রবাহ
d. মেঘাচ্ছন্নতা
Ans- b. বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি
7. শীতকালে আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় কারন
a. জলীয়বাষ্প খুব বেশি থাকে
b. জলীয়বাষ্প খুব কম থাকে
c. বায়ুর উষ্ণতা হ্রাস পায় বলে
d. কোনোটিই নয়
Ans- b. জলীয়বাষ্প খুব কম থাকে
8. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নির্ভর করে প্রধানত কোন্ বিষয়ের ওপর
a. জলভাগ ও স্থলভাগের বণ্টন
b. বায়ুপ্রবাহ
c. অক্ষাংশ
d. মানুষের কার্যাবলি
Ans- a. জলভাগ ও স্থলভাগের বণ্টন
9. বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকলে বাষ্পীভবন ধারন ক্ষমতা
a. বেশি হয়
b. কমে যায়
c. একই থাকে
d. কোনো প্রভাব ফেলে না
Ans- b. কমে যায়
10. বায়ুর উষ্ণতা বেড়ে গেলে জলীয়বাষ্প ধারন ক্ষমতা-
a. বেড়ে যায়
b. কমে যায়
c. একই থাকে
d. মাঝারি হয়
Ans- a. বেড়ে যায়
11. পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে কী হয়?
a. বাষ্পীভবন
b. অধঃক্ষেপণ
c. ঘনীভবন
d. তুষারপাত
Ans- c. ঘনীভবন
12. জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হওয়ার সময় লীন তাপ-
a. ত্যাগ করে
b. গ্রহণ করে
c. কখনও গ্রহণ করে, কখনও ত্যাগ করে
d. জলীয়বাষ্পের ঘনীভবনের সঙ্গে লীন তাপ সম্পর্কিত নয়
Ans- a. ত্যাগ করে
13. পরিপৃক্ত বায়ুর আর্দ্রতা হল-
a. 40%
b. 100%
c. 10%
d. 85%
Ans- b. 100%
14. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হল-
a. 70%
b. 80%
c. 90%
d. 100%
Ans- d. 100%
15. বৃষ্টিপাত মাপার যন্ত্রটি হল
a. অ্যানিমোমিটার
b. ব্যারোমিটার
c. বৃষ্টিমাপক যন্ত্র বা রেন গজ
d. বাত পতাকা
Ans- c. বৃষ্টিমাপক যন্ত্র বা রেন গজ
16. নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয়, তা হল-
a. পরিচলন বৃষ্টি
b. শৈলোৎক্ষেপ বৃষ্টি
c. ঘূর্নবাত বৃষ্টি
d. শিলাবৃষ্টি
Ans- a. পরিচলন বৃষ্টি
17. চেরাপুঞ্জির বৃষ্টিপাত কোন্ প্রকার?
a. পরিচলন বৃষ্টি
b. শৈলোৎক্ষেপ বৃষ্টি
c. ঘূর্নবাত বৃষ্টি
d. শিলাবৃষ্টি
Ans- b. শৈলোৎক্ষেপ বৃষ্টি
18. মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয়
a. সমোষ্ণ রেখা
b. সমবর্ষন রেখা
c. সমপ্রেষ রেখা
d. সমোচ্চ রেখা
Ans- b. সমবর্ষন রেখা
19. সীমান্ত বৃষ্টি ঘটে-
a. নাতিশীতোষ্ণ ঘূর্নবাতজনিত বৃষ্টিতে
b. ক্রান্তীয় ঘূর্নবাতজনিত বৃষ্টিতে
c. পরিচলন বৃস্তিপাতে
d. শৈলোৎক্ষেপ বৃষ্টিতে
Ans- a. নাতিশীতোষ্ণ ঘূর্নবাতজনিত বৃষ্টিতে
20. পশ্চিমি ঝঞ্ঝায় যে বৃষ্টিপাত হয় তা হল একধরণের-
a. পরিচলন বৃষ্টিপাত
b. ঘূর্নবাতজনিত বৃষ্টিপাত
c. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
d. নাতিশীতোষ্ণ ঘূর্নবাত বৃষ্টিপাত
Ans- b. ঘূর্নবাতজনিত বৃষ্টিপাত
21. ভারতেরে একটি বৃস্তিচ্ছায় অঞ্চল হল
a. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
b. পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
c. হিমালয়ের দক্ষিণ ঢাল
d. শিলং
Ans- d. শিলং
22. আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে
a. হাইগ্রোমিটার
b. ব্যারোমিটার
c. থার্মোমিটার
d. অল্টিমিটার
Ans- a. হাইগ্রোমিটার
23. মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককেরে সাহায্যে-
a. নিম্বো
b. সিরো
c. অকটা
d. অল্টো
Ans- c. অকটা
24. যে অঞ্চলটিতে উষন-আর্দ্র নিরক্ষীয় জলবায়ু দ্যাখা যায় সেটি হল
a. ভারত
b. বাংলাদেশ
c. সৌদি আরব
d. ইন্দোনেশিয়া
Ans- d. ইন্দোনেশিয়া
25. যে জলবায়ুতে চিরহরিৎ গাছ জন্মায় সেটি হল-
a. মৌসুমি
b. মরু
c. নিরক্ষীয়
d. স্তেপ
Ans- c. নিরক্ষীয়
26. ভুমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয়-
a. গ্রীষ্মকালে
b. বর্ষাকালে
c. শীতকালে
d. বসন্তকালে
Ans- c. শীতকালে
27. চিনদেশীয় জলবায়ু দেখা যায়-
a. মরক্কোতে
b. অস্ট্রেলিয়ার পার্থ- এ
c. অস্ট্রেলিয়ার পূর্বভাগে
d. ভারতে
Ans- c. অস্ট্রেলিয়ার পূর্বভাগে
28. যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধের হবে, তা হল
a. উত্তর গোলার্ধ
b. দক্ষিন গোলার্ধ
c. পূর্ব গোলার্ধ
d. পশ্চিম গোলার্ধ
Ans- a. উত্তর গোলার্ধ
29. সারাবছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে বোঝা যায় সেটি যে জলবায়ু অঞ্চলের লেখচিত্র
a. মিরক্ষীয় জলবায়ু
b. মরু জলবায়ু
c. মৌসুমি জলবায়ু
d. তুন্দ্রা জলবায়ু
Ans- b. মরু জলবায়ু
30. পর্ণমোচী উদ্ভিদ জন্মায় এই জলবায়ু অঞ্চলে-
a. আর্দ্র নিরক্ষীয়
b. মৌসুমি
c. উষ্ণ মরু
d. স্তেপ
Ans- b. মৌসুমি
31. উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক-
a. ব্যস্তানুপাতিক
b. সমানুপাতিক
c. ধনাত্মক
d. সম্পর্কযুক্ত নয়
Ans- a. ব্যস্তানুপাতিক