
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২১ / Madhyamik Life Science Suggestion 2021
প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক যে যে বড় প্রশ্ন ও ছবিগুলি পরীক্ষাতে আসে বা আগামী পরীক্ষাতে আসতে চলেছে , সেইসব প্রশ্নগুলি এবং ছবিগুলি আমরা জেনে নেবো । যাতে পরীক্ষায় বসার আগে তোমরা এইবিষয়ে ১০০ % প্রস্তুতি নিতে পারো ।
এবার দেখা যাক জীবন বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে কোন কোন পরীক্ষায় আসে বা আসতে চলেছে ?
০১ – প্রথম অধ্যায়
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
- উদ্ভিদ হরমোন
১. অক্সিন হরমোন কিভাবে ফটোট্রপিক বা জিও ট্রপিক বা হাইড্রোট্রপিক চলন নিয়ন্ত্রন করে চিত্রসহ বর্ণনা করো ?
অথবা
ট্রপিক চলন নিয়ন্ত্রনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো !
২. অক্সিন হরমোনের প্রধান কাজগুলি লেখো !
অথবা
উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো ।
৩. উদ্ভিদ হরমোনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ লেখো ।
- প্রাণী হরমোন
১. পিটুইটারি গ্রহ্নি থেকে নিসৃত হরমোনগুলিকে ট্রপিক হরমোন বলে কেন ?
২. থাইরক্সিন হরমোনের কাজগুলি লেখো ।
৩. অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলে কেন ?
অথবা
আড্রিনালিন বা এপিনোফ্রিন হরমোনের কাজগুলি লেখো ।
৪. বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের দেহ থেকে নিঃসৃত টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রেরন হরমোনের প্রভাবগুলি লেখো ।
অথবা
টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রেরন হরমোনের কাজগুলি লেখো ।
৫. হরমোন কিভাবে দ্বৈত নিয়ন্ত্রক রুপে কাজ করে ।
৬. হরমোন কিভাবে ফিটব্যাক নিয়ন্ত্রন পদ্দতিতে কাজ করে ?