জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়-1.2-উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন/মাধ্যমিক জীবন বিজ্ঞান
সঠিক উত্তরটি নির্বাচন করো :–
1.অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে –IAA/ABA /ইথিলিন ।
উত্তর: ইউ (অক্সিন ) ।
2.অক্সিন হল – উৎসেচক /উদ্ভিদ হরমোন / প্রাণী হরমোন ।
উত্তর : উদ্ভিদ হরমোন ।
3.প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হল – জিব্বেরেলিন / অক্সিন / সাইটোকাইনিন ।
উত্তর : অক্সিন ।
4.হরমোন হল এক প্রকার –উৎসেচক / রাসায়নিক সমন্বয় / ভৌত সমন্বয় ।
উত্তর : রাসায়নিক সমন্বয় ।
5.উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি সর্ব প্রথম প্রমাণ করেন –চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন /ইয়াবুতা ও সুমিকি / মিলার ও স্কুগ ।
উত্তর : চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন ।
6.কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয় – সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : অক্সিন ।
7.বীজের অঙ্কুরোদগমে সাহয্য কারী হরমোনটি হল –সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : জিব্বেরেলিন ।
8.অ্যাডিনিন গোষ্ঠী ভুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন –সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : সাইটোকাইনিন ।
9.ক্যালাসে মূল অংশ সৃষ্টি করে –সাইটোকাইনিন / অক্সিন / ইথিলিন ।
উত্তর : অক্সিন ।
10.কোশগহ্বর সৃষ্টি তে সাহয্য করে –সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : অক্সিন ।
11.উদ্ভিদের ট্রপিক চলনে সাহয্য কারী হরমোনটি হল – সাইটোকাইনিন / অক্সিন / ইথিলিন ।
উত্তর : অক্সিন ।
12.একটি কৃত্রিম হরমোন হল – ইণ্ডোল অ্যাসিটিক অ্যাসিড / ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড / জিয়াটিন ।
উত্তর : ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড ।
13.কোনটির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় –অক্সিন / জিব্বেরেলিন/ ইথিলিন ।
উত্তর : অক্সিন ।
14.নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হল – ভারনালিন / সাইটোকাইনিন / জিব্বেরেলিন ।
উত্তর : জিব্বেরেলিন ।
15.উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহয্যকারী হরমোনটি হল – সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : জিব্বেরেলিন ।
16.উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখাপ্রশাখা সৃষ্টিতে সাহয্যকারী হরমোনটি হল –সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : সাইটোকাইনিন ।
17.প্রকল্পিত হরমোন হল – জিয়াটিন / ডরমিন / ইথিলিন ।
উত্তর : ডরমিন ।
18.উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন নয় – অক্সিন / জিব্বেরেলিন/ ইথিলিন ।
উত্তর : ইথিলিন ।
19.কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ও পাতার প্রসারণে সাহয্যকারী হরমোনটি হল –অক্সিন / জিব্বেরেলিন/ ইথিলিন ।
উত্তর : জিব্বেরেলিন ।
20.ক্যালাসে বিটপ অংশ সৃষ্টিকারী হরমোনটি হল –সাইটোকাইনিন / অক্সিন / জিব্বেরেলিন ।
উত্তর : সাইটোকাইনিন ।
শূন্যস্থান পূরণ করো :–
1.অক্সিন উদ্ভিদের ______থেকে উৎপন্ন হয় ।
উত্তর : অগ্রস্থ ভাজককলা ।
2.নিষেক ছাড়া বীজহীন ফল বা অণিষিক্ত ডিম্বকসহ ফল উৎপাদনের ঘটনাকে বলে ________ ।
উত্তর : পার্থেনোকার্পি ।
3.উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে _______ হরমোন ।
উত্তর : অক্সিন ।
4.উদ্ভিদ হরমোনের অপর নাম __________ ।
উত্তর : ফাইটোহরমোন ।
5.জিনগত বা বামনত্ব দূর করা হয় _______প্রয়োগ করে ।
উত্তর : জিব্বেরেলিন ।
6.পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনটি হল _________ ।
উত্তর : সাইটোকাইনিন ।
7.উদ্ভিদ দেহে উৎপন্ন একটি গ্যাসীয় হরমোন হল __________ ।
উত্তর : ইথিলিন ।
8._________হরমোন কাঁচা ফল পাকাতে সাহায্য করে ।
উত্তর : ইথিলিন ।
9.উদ্ভিদের একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হল _________ ।
উত্তর : অ্যাবসাইসিক অ্যাসিড ।
10._________ হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ।
উত্তর : ফ্লোরিজেন ।
11.ফ্লোরিজেন হল একটি ______হরমোন ।
উত্তর : প্রকল্পিত হরমোন ।
12.ডাবের জলে ________হরমোন পাওয়া যায় ।
উত্তর : কাইনিন ।
13.অক্সিন _______ গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় ।
উত্তর : ক্যামবিয়াম ।
14.অগ্রমুকুলের প্রাধান্য ঘটায় ও পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে ______ ।
উত্তর : অক্সিন ।
15.________ হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে ।
উত্তর : অক্সিন ।
16.উদ্ভিদ দেহে অক্সিন সঞ্চিত হয় আলোকিত অংশের _________ দিকে ।
উত্তর : বিপরীত দিকে ।
17.কোশের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে ________ ।
উত্তর : অক্সিন ।
18.বীজপত্রে ও ভ্রূণে প্রাপ্ত হরমোনটি হল ___________ ।
উত্তর : জিব্বেরেলিন ।
19.জিব্বেরেলিন হল _________ গোষ্ঠী ভুক্ত উদ্ভিদ হরমোন ।
উত্তর : টারপিনয়েড ।
20.কোশের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে ______ ।
উত্তর : সাইটোকাইনিন ।
প্রশ্ন গুলির উত্তর দাও :–
1.অক্সিন হরমোনের আবিষ্কারক কে ?
উত্তর : বিজ্ঞানী ভেণ্ট (1928) ।
2.দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো ?
উত্তর : ইণ্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড (IPA) ও ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড(NAA) ।
3.উদ্ভিদের একটি প্রোটিনধর্মী হরমোনের নাম লেখো ?
উত্তর : অক্সিন ।
4.একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো ?
উত্তর : অক্সিন বা ইণ্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড ।
5.হরমোনের রাসায়নিক প্রকৃতি কেমন ?
উত্তর : প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েডধর্মী , জৈব রাসায়নিক পদার্থ ।
6.কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ?
উত্তর : অক্সিন ।
7.উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি ?
উত্তর : অক্সিন ।
8.কোন উদ্ভিদ হরমোন ‘অগ্রমুকুলের প্রাধান্যে’র জন্য দায়ী ?
উত্তর : অক্সিন ।
9.একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো ?
উত্তর : ইণ্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড (IPA) ।
10.একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো ?
উত্তর : অক্সিন ।
11.জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী ?
উত্তর : জিব্বেরেলিক অ্যাসিড (GA) ।
12.জিব্বেরেলিন প্রথম কথা থেকে আবিষ্কৃত হয় ?
উত্তর : জীব্বেরেল্লা ফুজিকুরই ।
13.উদ্ভিদের একটি প্রোটিনবিহীন হরমোনের নাম করো ?
উত্তর : জিব্বেরেলিন ।
14.কোন উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয় ?
উত্তর : জিব্বেরেলিন ।
15.একটি কৃত্রিম জিব্বেরেলিন নাম লেখো ?
উত্তর : ক্লোরোকোলাইন ক্লোরাইড (CCC) ।
16.কোন হরমোন কে ‘ অ্যান্টি জিব্বেরেলিন ‘ বলা হ ?
উত্তর : অ্যাবসাইসিক অ্যাসিড (ABA) ।
17.ইথিলিন হরমোন উদ্ভিদ কে কী ধরনের রোগ থেকে রক্ষা করে ?
উত্তর : ছত্রাকঘটিত রোগ ।
18.কৃত্রিম সাইটোকাইনিন হরমোনের উদাহরণ দাও ?
উত্তর : (BAP) বেঞ্জাইল অ্যামাইনো পিউরিন ।
19.কোন হরমোন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে ?
উত্তর : সাইটোকাইনিন ।
20.সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী ?
উত্তর : 6–ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন ।
21.জলে দ্রবণীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো ?
উত্তর : অক্সিন জিব্বেরেলিন ।
22.কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ?
উত্তর : জিব্বেরেলিন ।
23.কোন হরমোন প্রয়োগ করে আঙুরের থোকা বাড়ানো হয় ?
উত্তর : জিব্বেরেলিন ।
24.উদ্ভিদ দেহে আবিষ্কৃত প্রথম প্রাকৃতিক
সাইটোকাইনিন কোনটি ?
উত্তর : জিয়াটিন ।
25.ফুলদানিতে রাখা কোনো ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে কোন হরমোন ব্যবহৃত হয় ?
উত্তর : সাইটোকাইনিন ।