জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞান
সঠিক উত্তরটি নির্বাচন করো :—
1.উদ্ভিদদেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে , তখন তাকে বলে — ট্রপিক চলন /ন্যাস্টিক চলন /ট্যাকটিক চলন /প্রকরণ চলন ।
উত্তর : ট্যাকটিক চলন ।
2.ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলে _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন ।
উত্তর : ফোটোট্যাকটিক চলন ।
3.থিগমোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /আলো/জল /অভিকর্ষ ।
উত্তর : স্পর্শ ।
4.হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /অভিকর্ষ /আলো / জল ।
উত্তর : জল ।
5.উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায় তা – পজিটিভ ফোটোট্রপিক / নেগেটিভ ফোটোট্রপিক / পজিটিভ হাইড্রোট্রপিক /পজিটিভ জিওট্রপিক ।
উত্তর : পজিটিভ ফোটোট্রপিক ।
6. লজ্জাবতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাত্ মুড়ে যায় । একে বলে – ফোটোন্যাস্টিক চলন /থর্মোন্যাস্টিক চলন /সিসমোন্যাস্টিক চলন ।
উত্তর : সিসমোন্যাস্টিক চলন ।
7.উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল – ট্রপিক /ট্যাকটিক / ন্যাস্টিক চলন ।
উত্তর : ট্রপিক চলন ।
8.আলোর প্রভাবে পাতার চলনকে বলে – ফোটোট্যাকটিক / সিসমোন্যাস্টিক / হেলিওট্রপিক ।
উত্তর : হেলিওট্রপিক ।
9.আলোর গতিপথের দিকে বিটপের সঞ্চালন – _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন ।
উত্তর : ফোটোট্রপিক চলন ।
10.ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে – হাইড্রোট্রপিজম / জিওট্রপিজম /কেমোট্রপিজম ।
উত্তর : কেমোট্রপিজম ।
11.উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায় , এটি এক প্রকার – হাইড্রোট্রপিক চলন / ফোটোট্রোপিক চলন / জিওট্রোপিক চলন ।
উত্তর : হাইড্রোট্রপিক চলন ।
12.বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হল – আলোর দিকে কান্ডের চলন /জলের দিকে মূলের চলন /লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া ।
উত্তর : লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া ।
13.জিওট্রোপিক চলনের উদ্দীপক হল – জল /অভিকর্ষ / আলো / আলো ।
উত্তর : অভিকর্ষ ।
14.যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিওট্রোপিক চলন ঘটে সেটি হল – মূল /কান্ড /পাতা ।
উত্তর : কান্ড ।
15.নিচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফোটোট্রোপিজম দেখা যায় সেটি হল – মূল /কান্ড / শাখা ।
উত্তর : মূল ।
16.সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখীর চলন – ফোটোন্যাস্টিক /ফোটোট্রোপিজম / হাইড্রোট্রোপিজম ।
উত্তর : ফোটোন্যাস্টিক ।
17. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম – সিসমোগ্রাফ / থর্মোগ্রাফ / ক্রেসকোগ্রাফ ।
উত্তর : ক্রেসকোগ্রাফ ।
18.উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হল – মূল / কান্ড / পাতা ।
উত্তর : পাতা ।
19.ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার – ট্রপিক চলন / ট্যাকটিক চলন / কেমোট্যাকটিক চলন ।
উত্তর : কেমোট্যাকটিক চলন ।
20.কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার – এপন্যাস্টি / হাইপোন্যাস্টি / সিসমোন্যাস্টি ।
উত্তর : হাইপোন্যাস্টি ।
21.কোনটি বহিঃউদ্দীপক নয় – চাপ / তাপ / ক্ষুদা ।
উত্তর : ক্ষুদা ।
22.কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা – সামগ্রিক চলন / বৃদ্ধিজনিত চলন / প্রকরণ চলন ।
উত্তর : বৃদ্ধিজনিত চলন ।
23. সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হল এক প্রকার – জল প্রতিকূলবর্তী চলন / আলোক অনুকূলবর্তী চলন / অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন /সবকটি ।
উত্তর : সবকটি ।
শূন্যস্থান পূরণ করো :–
1. উদ্ভিদ দেহে সাড়াদানের জন্য দায়ী _____ ।
উত্তর : রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন ।
2.অঙ্কুরিত বীজের ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে________চলন দেখা যায় ।
উত্তর : ট্রপিক ।
3.অধিকাংশ উদ্ভিদেরই নির্দিষ্ট কোনো ________অঙ্গ নেই ।
উত্তর : গমন ।
4.আকর্ষ ________ উদ্দীপকের প্রভাবে অবলম্বনকে জড়িয়ে ধরে ।
উত্তর : স্পর্শ ।
5.ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের _________ দ্বারা ।
উত্তর : অভিমুখ বা গতি পথ ।
6.Cyclosis এবং Rotation হল দুটি _______ চলন ।
উত্তর : প্রোটোপ্লাজমীয় ।
7.রাতের বেলা তেতুল পাতার মুড়ে যাওয়ার করণ হল __________ ।
উত্তর : নিকটিন্যাস্টি ।
8. লজ্জাবতীর পত্রমূলের স্ফ্রীত অংশটির নাম _________ ।
উত্তর : পালভিনাস ।
9.উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ________চলন বলে ।
উত্তর : ন্যাস্টিক ।
10.সূর্য শিশিরের রোমগুলির পতঙ্গের দিকে সঞ্চালন হল _______ চলন ।
উত্তর : কেমোন্যাস্টিক ।
11.যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপক অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতায় হল __________ ।
উত্তর : সংবেদনশীলতা ।
12.জীবদেহের স্বেচ্ছায় কেবলমাত্র অঙ্গ–প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়াদানের ঘটনা হল ________ ।
উত্তর : চলন ।
13.কান্ডের আলোকবর্তী বক্রচলন _______ হরমোন দ্বারা প্রভাবিত হয় ।
উত্তর : অক্সিন ।
14.ট্রপিক চলনের অপর নাম হল ______ ।
উত্তর : দিগনির্ণীত ।
15.পার্চমেন্ট কাগজ ব্যবহার করা হয় _______চলনের পরীক্ষার জন্য ।
উত্তর : জিওট্রপিক ।
প্রশ্ন গুলির উত্তর দাও :–
1.একটি বহিস্থ উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : আলো ।
2.উদ্ভিদ দেহে সাড়াপ্রদানের ঘটনা কিসের মাধ্যমে ঘটে ?
উত্তর : বৃদ্ধিজ চলন ও রসস্ফ্রীতিজনিত চলন ।
3.কোন বাংগালী বিজ্ঞানী উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করেছেন ?
উত্তর : জগদীশচন্দ্র বসু ।
4.কোন উদ্ভিদকোশে সিলিয়ারি চলন দেখা যায় ?
উত্তর : মস ও ফার্নের শুক্রাণু তে ।
5.একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : হরমোন ।
6.সামগ্রিক চলন বা গমনে সক্ষম উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : ভলভক্স , ক্লামাইডোমোনাস ।
7.পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকারের চলন ?
উত্তর : ফোটোন্যাস্টিক চলন ।
8.মূলের কোন অংশে অভিকর্ষ বল প্রভাব বিস্তার করে ?
উত্তর : মূলত্র অঞ্চল ।
9.বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন কোন উদ্ভিদের সাড়াপ্রদান সংক্রান্ত পরীক্ষা–নিরীক্ষা করেছিলেন ?
উত্তর : লজ্জাবতী , বনচাঁড়াল ।
10.উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও ।
উত্তর : ভলভক্স স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যায় ।
11.উদ্ভিদ অঙ্গের কোন অংশে হেলিওট্রপিক চলন দেখা যায় ?
উত্তর : কান্ড ।
12.কোন কোশের রসস্ফ্রীতির তারতম্যের জন্য বনচাঁড়ালের পত্রকের চলন হয় ?
উত্তর : পালভিনি ।
13.লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর : Mimosa pudica .
14.বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর : Desmodium gyrans .
15.পৃথিবী থেকে আলো বিদায় নেওয়ার সঙ্গে শিরিষ পাতা মুদে যায় –এটা কী ধরনের চলন ?
উত্তর : নিকটিন্যাস্টি ।
16.মাসের শুক্রাণু ডিম্বাণুর দিকে যায় কিসের প্রভাবে ?
উত্তর : সুক্রোজের প্রভাবে ।
17.সংবেদনশীল উদ্ভিদের ‘ পালভিনি ‘ কোথায় অবস্থান করে ?
উত্তর : পত্রবৃন্তে ।
18.কোন চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি হয় ?
উত্তর : দিগনির্ণীত বক্রচলন বা ট্রপিক চলন ।
19.ন্যাস্টিক চলন উদ্ভিদের কোন অঙ্গে ঘটে ?
উত্তর : পরিণত অঙ্গে ( স্থায়ী কলায় ) ।
20.মূলের প্রতিকূল অভিকর্ষবৃত্তিয় চলনের উদাহরণ দাও ?
উত্তর : সুন্দরী গাছের শ্বাসমূল ।
21.Mimosa pudica –তে কী ধরনের চলন দেখা যায় ?
উত্তর : সিসমোন্যাস্টি ।
22.লজ্জাবতী ছাড়া দুটি গাছের নাম লেখো যেখানে সিসমোন্যাস্টি চলন দেখা যায় ?
উত্তর : পানিলাজুক ও বন–নারাঙ্গা
সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন । CLICK HERE
To know the all news in English language . CLICK HERE
সাম্প্রতিক পোস্টসমূহ
- Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীIshwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ… Read more: Ishwar Chandra Vidyasagar Michael Madhusudan Dutt : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীBiral Bankim Chandra Chattopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও… Read more: Biral Bankim Chandra Chattopadhyay : বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণীPuimacha Bibhutibhushan Bandyopadhyay : উচ্চমাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ, একাদশ শ্রেণি, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ । যেখানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি… Read more: Puimacha Bibhutibhushan Bandyopadhyay : পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । বাংলা সেমিস্টার – ১ । একাদশ শ্রেণী
- Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !Primary TET Online Course : বন্ধুরা, আপনাদের জন্য একটি চমৎকার সংবাদ রয়েছে। কর্মসাথী কোচিং সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির একটি সহজ ও কার্যকর সমাধান। এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে পারবেন। এই কোর্সে রয়েছে ভিডিও লেকচার, স্টাডি মেটিরিয়েল, মক টেস্ট এবং আরও অনেক কিছু। এবং এই… Read more: Primary TET Online Course : প্রাইমারি টেট অনলাইন কোর্স মাত্র ৯৯ টাকায় !
- PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপসPSC Clerkhsip Question Paper : সরকারি চাকরির জগতে পিএসসি ক্লার্কশিপ একটি আকর্ষণীয় পদ। তবে এটি জয় করার জন্য আপনাকে নিবেদিত, পুংখানুপুঙ্খ প্রস্তুতি এবং পরীক্ষার ফর্ম্যাট সম্পর্কে অবগতি থাকতে হবে। আপনি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তা বুঝতে পারলেই সাফল্য লাভের সম্ভাবনা বাড়ে। আপনাকে সাহায্য করার জন্য, আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাধারণত জিজ্ঞাসিত 30টি গুরুত্বপূর্ণ মাল্টিপল… Read more: PSC Clerkhsip Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাফল্য: গুরুত্বপূর্ণ এমসিকিউ ও টিপস
- Madhyamik Bengali Suggestion 2024 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪Attention, Madhyamik Bengali students! Feeling nervous about the upcoming 2024 exam? Don’t worry, we’ve got your back! We’re offering a comprehensive suggestion paper specifically tailored to the West Bengal Madhyamik Bengali exam syllabus. What’s included in this exclusive suggestion paper? Why choose our suggestion paper? Invest in your success for ₹100! For a limited time,… Read more: Madhyamik Bengali Suggestion 2024 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪
- প্রাইমারি টেট Practice Set ( পাঁচটি সেট )প্রাইমারি টেট Practice Set ( পাঁচটি সেট )📞 7551067843💲 দাম – মাত্র ১০০ টাকা 🔥বিষয়বস্তু-🔖 মোট ৫ টি সেট উত্তর সহ🔖সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর🔖প্রতিটি সেটে ১৫০ টি করে প্রশ্ন🔖প্রতিটি সেটে ৫ টি বিষয় থেকে ৩০টি করে প্রশ্ন🔖 (১৫+১৫) নিয়ম অনুসারে বিষয় ও পেডাগজিক্যাল প্রশ্নের সংমিশ্রণ । 🔹বি.দ্র:- তিনটি সেট তাৎক্ষণিক পাওয়া যাবে । বাকি দুটি সেটের উপর… Read more: প্রাইমারি টেট Practice Set ( পাঁচটি সেট )
- Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 ExamMadhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Important Question With Answers For Madhyamik 2023 Exam
- অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. অ্যারিস্টটল d. কান্ট Ans- a. জর্জ বুল 2. বচন কাকে বলে? a. যা সত্য-মিথ্যা হতে পারে b. যা শুদ্ধ বা অশুদ্ধ হতে পারে c. যা… Read more: অধ্যায় – ৮ : সত্যাপেক্ষ / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. একজন আধুনিক পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীর নাম লেখো? a. জর্জ বুল b. মিল c. রাসেল d. কোয়াইন Ans- a. জর্জ বুল 2. কে ভেনচিত্র উদ্ভাবন করেন ? a. জন ভেন b. জর্জ… Read more: অধ্যায় – ৭ : নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেন্ চিত্র / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.গঠন অনুসারে যুক্তিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? a. একটি b. দুটি c. তিনটি d. চারটি Ans- b. দুটি 2. অবরোহ যুক্তির একটি প্রকার হল নিরপেক্ষ যুক্তি, অন্যটি কী ? a. সাপেক্ষ… Read more: অধ্যায় – ৬ : প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাকে কী অনুমান বলে? a. আরোহ অনুমান b. সাদৃশ্যানুমান c. মাধ্যম অনুমান d. অমাধ্যম অনুমান Ans- d. অমাধ্যম অনুমান 2. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা… Read more: অধ্যায় – ৫ : নিরপেক্ষ ন্যায় / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ৪ : অমাধ্যম অনুমান / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৪ : অমাধ্যম অনুমান / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.আবর্তন কীরূপ অনুমান? a. অমাধ্যম অনুমান b. মাধ্যম অনুমান c. অসম অনুমান d. আরোহ অনুমান Ans- a. অমাধ্যম অনুমান 2. আবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যের নাম কী ? a. আবর্তনীয় b. বিবর্তনীয় c. পরিবর্তনীয় d. অনুমেয় Ans- a. আবর্তনীয়… Read more: অধ্যায় – ৪ : অমাধ্যম অনুমান / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ৩ : বচনের বিরোধিতা বা বিরূপতা / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ৩ : বচনের বিরোধিতা বা বিরূপতা / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. নিরপেক্ষ বচন কয়টি? a. একটি b. দুটি c. তিনটি d. চারটি Ans- d. চারটি 2. নিরপেক্ষ বচন চারটি মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ থাকে তাকে কীরূপ সম্বন্ধ বলে? a. বিরোধিতার সম্বন্ধ b. উভয়মুখী সম্বন্ধ… Read more: অধ্যায় – ৩ : বচনের বিরোধিতা বা বিরূপতা / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ২ : বচন / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ২ : বচন / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.কোন বচনের উভয় পদ ব্যাপ্য? a. A b. E c. I d. O Ans- b. E 2. কোন্ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য? a. A b. E c. I d. O Ans- a. A এবং b. E 3. কোন্ বচনের… Read more: অধ্যায় – ২ : বচন / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- অধ্যায় – ১ : যুক্তি / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তরঅধ্যায় – ১ : যুক্তি / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1. বৈধ চিন্তার নিয়মাবলি সম্পর্কীয় বিজ্ঞানকে কী বলা হয়? a. যুক্তিবিজ্ঞান b. মনোবিজ্ঞান c. সমাজবিজ্ঞান d. পদার্থবিজ্ঞান Ans. a. যুক্তিবিজ্ঞান 2. অনুমানের ভাষায় প্রকাশিট রূপকে কী বলে? a. যুক্তি b. তর্ক c. বচন d. বাক্য Ans. a. যুক্তি… Read more: অধ্যায় – ১ : যুক্তি / অবরোহ যুক্তিবিজ্ঞান / উচ্চমাধ্যমিক দর্শন সাজেশনভিত্তিক প্রশ্নোত্তর
- পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / পঞ্চম অধ্যায়পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / পঞ্চম অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর উপভাবমূল > 5A- নাইট্রোজেন চক্র 1. পৃথিবীতে সবথেকে বেশি যে গ্যাসটি পাওয়া যায়, সেটি হল- a. O2 b. H2 c. CO2 d. N2 Ans- d. N2 2. নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়- a. নাইট্রিফিকেশন b.… Read more: পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / পঞ্চম অধ্যায়
- অভিব্যক্তি ও অভিযোজন / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / চতুর্থ অধ্যায়অভিব্যক্তি ও অভিযোজন / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / চতুর্থ অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর উপভাবমূল > 4A- অভিব্যক্তি 1.‘জীবনের উৎপত্তি’ তত্ত্ব প্রথম প্রবর্তন করেন- a. পাস্তুর b. ওপারিন c. ডারউইন d. মেন্ডেল Ans- b. ওপারিন 2. বিজ্ঞানী মিলার নীচের যেটি থেকে সরল অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করেন, তা হল- a. H2, O2, N2 b. H2,… Read more: অভিব্যক্তি ও অভিযোজন / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / চতুর্থ অধ্যায়
- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / তৃতীয় অধ্যায়বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / তৃতীয় অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর উপভাবমূল > 3A- বংশগতি 1. বংশগতির সূত্রাবলি আবিষ্কার করেন- a. ডি ভ্রিস b. ডারউইন c. ল্যামার্ক d. মেন্ডেল Ans- d. মেন্ডেল 2. কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে ? a. পৃথকীভবন সূত্রের ক্ষেত্রে b. প্রকটতার ক্ষেত্রে… Read more: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / তৃতীয় অধ্যায়
- জীবনের প্রবহমানতা / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / দ্বিতীয় অধ্যায়জীবনের প্রবহমানতা / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / দ্বিতীয় অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর উপভাবমূল > 2A- কোশ বিভাজন এবং কোশচক্র 1. অ্যামাইটোসিস শব্দটি 1840 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী নির্বাচিত করেন তাঁর নাম- a. ওয়াল্টার ফ্লেমিং b. স্ট্রাসবার্জার c. ফারমার d. রবার্ট রিম্যাক Ans- d. রবার্ট রিম্যাক 2. মাইটোসিস কোশ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী-… Read more: জীবনের প্রবহমানতা / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / দ্বিতীয় অধ্যায়
- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / প্রথম অধ্যায়জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / প্রথম অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর উপভাবমূল > 1A- উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান 1. পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হল a. উপযোজন b. উদ্দীপক c. সংবেদনশীলতা d. আত্তীকরণ Ans- c. সংবেদনশীলতা 2. উদ্দীপক হল এক ধরনের- a. সংবেদন… Read more: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় / মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ / প্রথম অধ্যায়
- উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব / মাধ্যমিক ইতিহাস / অষ্টম অধ্যায়উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব / মাধ্যমিক ইতিহাস / অষ্টম অধ্যায় বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 1.কলকাতায় ‘প্রত্যক্ষ সংগ্রাম’ সংঘটিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের- a. ১৪ আগস্ট b. ১৬ আগস্ট c. ১৫ আগস্ট d. ১৮ আগস্ট Ans- b. ১৬ আগস্ট 2. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন- a. লর্ড মাউন্টব্যাটেন b. জওহরলাল নেহরু c. বাবু রাজেন্দ্রপ্রসাদ… Read more: উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব / মাধ্যমিক ইতিহাস / অষ্টম অধ্যায়