
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞান
সঠিক উত্তরটি নির্বাচন করো :—
1.উদ্ভিদদেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে , তখন তাকে বলে — ট্রপিক চলন /ন্যাস্টিক চলন /ট্যাকটিক চলন /প্রকরণ চলন ।
উত্তর : ট্যাকটিক চলন ।
2.ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলে _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন ।
উত্তর : ফোটোট্যাকটিক চলন ।
3.থিগমোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /আলো/জল /অভিকর্ষ ।
উত্তর : স্পর্শ ।
4.হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /অভিকর্ষ /আলো / জল ।
উত্তর : জল ।
5.উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায় তা – পজিটিভ ফোটোট্রপিক / নেগেটিভ ফোটোট্রপিক / পজিটিভ হাইড্রোট্রপিক /পজিটিভ জিওট্রপিক ।
উত্তর : পজিটিভ ফোটোট্রপিক ।
6. লজ্জাবতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাত্ মুড়ে যায় । একে বলে – ফোটোন্যাস্টিক চলন /থর্মোন্যাস্টিক চলন /সিসমোন্যাস্টিক চলন ।
উত্তর : সিসমোন্যাস্টিক চলন ।
7.উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল – ট্রপিক /ট্যাকটিক / ন্যাস্টিক চলন ।
উত্তর : ট্রপিক চলন ।
8.আলোর প্রভাবে পাতার চলনকে বলে – ফোটোট্যাকটিক / সিসমোন্যাস্টিক / হেলিওট্রপিক ।
উত্তর : হেলিওট্রপিক ।
9.আলোর গতিপথের দিকে বিটপের সঞ্চালন – _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন ।
উত্তর : ফোটোট্রপিক চলন ।
10.ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে – হাইড্রোট্রপিজম / জিওট্রপিজম /কেমোট্রপিজম ।
উত্তর : কেমোট্রপিজম ।
11.উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায় , এটি এক প্রকার – হাইড্রোট্রপিক চলন / ফোটোট্রোপিক চলন / জিওট্রোপিক চলন ।
উত্তর : হাইড্রোট্রপিক চলন ।
12.বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হল – আলোর দিকে কান্ডের চলন /জলের দিকে মূলের চলন /লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া ।
উত্তর : লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া ।
13.জিওট্রোপিক চলনের উদ্দীপক হল – জল /অভিকর্ষ / আলো / আলো ।
উত্তর : অভিকর্ষ ।
14.যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিওট্রোপিক চলন ঘটে সেটি হল – মূল /কান্ড /পাতা ।
উত্তর : কান্ড ।
15.নিচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফোটোট্রোপিজম দেখা যায় সেটি হল – মূল /কান্ড / শাখা ।
উত্তর : মূল ।
16.সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখীর চলন – ফোটোন্যাস্টিক /ফোটোট্রোপিজম / হাইড্রোট্রোপিজম ।
উত্তর : ফোটোন্যাস্টিক ।
17. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম – সিসমোগ্রাফ / থর্মোগ্রাফ / ক্রেসকোগ্রাফ ।
উত্তর : ক্রেসকোগ্রাফ ।
18.উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হল – মূল / কান্ড / পাতা ।
উত্তর : পাতা ।
19.ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার – ট্রপিক চলন / ট্যাকটিক চলন / কেমোট্যাকটিক চলন ।
উত্তর : কেমোট্যাকটিক চলন ।
20.কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার – এপন্যাস্টি / হাইপোন্যাস্টি / সিসমোন্যাস্টি ।
উত্তর : হাইপোন্যাস্টি ।
21.কোনটি বহিঃউদ্দীপক নয় – চাপ / তাপ / ক্ষুদা ।
উত্তর : ক্ষুদা ।
22.কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা – সামগ্রিক চলন / বৃদ্ধিজনিত চলন / প্রকরণ চলন ।
উত্তর : বৃদ্ধিজনিত চলন ।
23. সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হল এক প্রকার – জল প্রতিকূলবর্তী চলন / আলোক অনুকূলবর্তী চলন / অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন /সবকটি ।
উত্তর : সবকটি ।
শূন্যস্থান পূরণ করো :–
1. উদ্ভিদ দেহে সাড়াদানের জন্য দায়ী _____ ।
উত্তর : রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন ।
2.অঙ্কুরিত বীজের ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে________চলন দেখা যায় ।
উত্তর : ট্রপিক ।
3.অধিকাংশ উদ্ভিদেরই নির্দিষ্ট কোনো ________অঙ্গ নেই ।
উত্তর : গমন ।
4.আকর্ষ ________ উদ্দীপকের প্রভাবে অবলম্বনকে জড়িয়ে ধরে ।
উত্তর : স্পর্শ ।
5.ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের _________ দ্বারা ।
উত্তর : অভিমুখ বা গতি পথ ।
6.Cyclosis এবং Rotation হল দুটি _______ চলন ।
উত্তর : প্রোটোপ্লাজমীয় ।
7.রাতের বেলা তেতুল পাতার মুড়ে যাওয়ার করণ হল __________ ।
উত্তর : নিকটিন্যাস্টি ।
8. লজ্জাবতীর পত্রমূলের স্ফ্রীত অংশটির নাম _________ ।
উত্তর : পালভিনাস ।
9.উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ________চলন বলে ।
উত্তর : ন্যাস্টিক ।
10.সূর্য শিশিরের রোমগুলির পতঙ্গের দিকে সঞ্চালন হল _______ চলন ।
উত্তর : কেমোন্যাস্টিক ।
11.যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপক অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতায় হল __________ ।
উত্তর : সংবেদনশীলতা ।
12.জীবদেহের স্বেচ্ছায় কেবলমাত্র অঙ্গ–প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়াদানের ঘটনা হল ________ ।
উত্তর : চলন ।
13.কান্ডের আলোকবর্তী বক্রচলন _______ হরমোন দ্বারা প্রভাবিত হয় ।
উত্তর : অক্সিন ।
14.ট্রপিক চলনের অপর নাম হল ______ ।
উত্তর : দিগনির্ণীত ।
15.পার্চমেন্ট কাগজ ব্যবহার করা হয় _______চলনের পরীক্ষার জন্য ।
উত্তর : জিওট্রপিক ।
1.একটি বহিস্থ উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : আলো ।
2.উদ্ভিদ দেহে সাড়াপ্রদানের ঘটনা কিসের মাধ্যমে ঘটে ?
উত্তর : বৃদ্ধিজ চলন ও রসস্ফ্রীতিজনিত চলন ।
3.কোন বাংগালী বিজ্ঞানী উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করেছেন ?
উত্তর : জগদীশচন্দ্র বসু ।
4.কোন উদ্ভিদকোশে সিলিয়ারি চলন দেখা যায় ?
উত্তর : মস ও ফার্নের শুক্রাণু তে ।
5.একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : হরমোন ।
6.সামগ্রিক চলন বা গমনে সক্ষম উদ্দীপকের নাম লেখো ?
উত্তর : ভলভক্স , ক্লামাইডোমোনাস ।
7.পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকারের চলন ?
উত্তর : ফোটোন্যাস্টিক চলন ।
8.মূলের কোন অংশে অভিকর্ষ বল প্রভাব বিস্তার করে ?
উত্তর : মূলত্র অঞ্চল ।
9.বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন কোন উদ্ভিদের সাড়াপ্রদান সংক্রান্ত পরীক্ষা–নিরীক্ষা করেছিলেন ?
উত্তর : লজ্জাবতী , বনচাঁড়াল ।
10.উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও ।
উত্তর : ভলভক্স স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যায় ।
11.উদ্ভিদ অঙ্গের কোন অংশে হেলিওট্রপিক চলন দেখা যায় ?
উত্তর : কান্ড ।
12.কোন কোশের রসস্ফ্রীতির তারতম্যের জন্য বনচাঁড়ালের পত্রকের চলন হয় ?
উত্তর : পালভিনি ।
13.লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর : Mimosa pudica .
14.বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর : Desmodium gyrans .
15.পৃথিবী থেকে আলো বিদায় নেওয়ার সঙ্গে শিরিষ পাতা মুদে যায় –এটা কী ধরনের চলন ?
উত্তর : নিকটিন্যাস্টি ।
16.মাসের শুক্রাণু ডিম্বাণুর দিকে যায় কিসের প্রভাবে ?
উত্তর : সুক্রোজের প্রভাবে ।
17.সংবেদনশীল উদ্ভিদের ‘ পালভিনি ‘ কোথায় অবস্থান করে ?
উত্তর : পত্রবৃন্তে ।
18.কোন চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি হয় ?
উত্তর : দিগনির্ণীত বক্রচলন বা ট্রপিক চলন ।
19.ন্যাস্টিক চলন উদ্ভিদের কোন অঙ্গে ঘটে ?
উত্তর : পরিণত অঙ্গে ( স্থায়ী কলায় ) ।
20.মূলের প্রতিকূল অভিকর্ষবৃত্তিয় চলনের উদাহরণ দাও ?
উত্তর : সুন্দরী গাছের শ্বাসমূল ।
21.Mimosa pudica –তে কী ধরনের চলন দেখা যায় ?
উত্তর : সিসমোন্যাস্টি ।
22.লজ্জাবতী ছাড়া দুটি গাছের নাম লেখো যেখানে সিসমোন্যাস্টি চলন দেখা যায় ?
উত্তর : পানিলাজুক ও বন–নারাঙ্গা
সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন । CLICK HERE
To know the all news in English language . CLICK HERE
সাম্প্রতিক পোস্টসমূহ
- উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 ।। HS Philosophy Suggestion 2021HS Philosophy Suggestion 2021 : বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বাংলা সাজেশনের কিছু অংশ এখানে দেওয়া হল –
- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2021 ।। HS Bengali Suggestion 2021HS Bengali Suggestion 2021 : বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বাংলা সাজেশনের এখানে দেওয়া হল –
- মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ / Madhyamik Bengali Suggestion 2021মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ / Madhyamik Bengali Suggestion 2021 Madhyamik Bengali Suggestion 2021 : প্রিয় ছাত্রছাত্রী বর্তমান করোনা পরিস্থিতিতে স্কুলে গিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না । অনলাইনে যতই ক্লাস হোক তা কখনই অফলাইন ক্লাসের পরিপূরক হতে পারে না । সেই কথা মাথায় রেখে মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ সম্পাদনা করে দিলাম । আশাকরি এই সাজেশন […]
- মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২১ / Madhyamik Life Science Suggestion 2021মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২১ / Madhyamik Life Science Suggestion 2021 প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক যে যে বড় প্রশ্ন ও ছবিগুলি পরীক্ষাতে আসে বা আগামী পরীক্ষাতে আসতে চলেছে , সেইসব প্রশ্নগুলি এবং ছবিগুলি আমরা জেনে নেবো । যাতে পরীক্ষায় বসার […]
- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়-1.2-উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন/মাধ্যমিক জীবন বিজ্ঞানজীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়-1.2-উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন/মাধ্যমিক জীবন বিজ্ঞান সঠিক উত্তরটি নির্বাচন করো :– 1.অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে –IAA/ABA /ইথিলিন । উত্তর: ইউ (অক্সিন ) । 2.অক্সিন হল – উৎসেচক /উদ্ভিদ হরমোন / প্রাণী হরমোন । উত্তর : উদ্ভিদ হরমোন । 3.প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হল – জিব্বেরেলিন / অক্সিন / সাইটোকাইনিন […]
- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞানজীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞান সঠিক উত্তরটি নির্বাচন করো :— 1.উদ্ভিদদেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে , তখন তাকে বলে — ট্রপিক চলন /ন্যাস্টিক চলন /ট্যাকটিক চলন /প্রকরণ চলন । উত্তর : ট্যাকটিক চলন । 2.ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলে _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক […]
- আয় আরো বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশানmadhyamik bengali suggestion ay aro bendhe bendhe thaki : আয় আরো বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান
- অভিষেক অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশানঅভিষেক অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান অভিষেক – মাইকেল মধুসূদন দত্ত ১. ‘অভিষেক’ নামাঙ্কিত পাঠ্য অংশটি নেওয়া হয়েছে- (ক)কুরুক্ষেত্র (খ)পদ্মিনি উপাখ্যান (গ)মেঘনাথবদ কাব্য (ঘ)হেক্টর বদ কাব্য উঃ মেঘনাদবদ কাব্য ২.’অভিষেক’ কাব্যাংশটি মেঘনাথবদ কাব্যের—–সর্গ থেকে গৃহীত হয়েছে। (ক)প্রথম সর্গ (খ)চতুর্থ সর্গ (গ)তৃতীয় সর্গ (ঘ)ষষ্ঠ সর্গ উঃপ্রথম সর্গ ৩. পাঠ্য কাব্যাংশ ‘অভিষেক’-এর কবি […]
- হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশানহারিয়ে যাওয়া কালি কলম অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান Madhyamik Bengali Suggestion Hariye Jaowa Kali Kolom: মাধ্যমিক বাংলা সাজেশন এর উপর ভিত্তি করে আফ্রিকা অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর এখানে দেওয়া হল । আশা করি এই প্রশ্নোত্তর আগামী ২০২১ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে । হারিয়ে যাওয়া কালি কলম […]
- আফ্রিকা অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১আফ্রিকা অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১ মাধ্যমিক বাংলা সাজেশন এর উপর ভিত্তি করে আফ্রিকা অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর এখানে দেওয়া হল । আশা করি এই প্রশ্নোত্তর আগামী ২০২১ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে । ১.আফ্রিকা হল একটি– (ক)শহর (খ)মহাদেশ (গ)মহাসাগর (ঘ)উপমহাদেশ উঃ মহাদেশ ২. কবি আদিম যুগে যে […]
- অসুখী একজন কবিতা থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১অসুখী একজন কবিতা থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ এর উপর ভিত্তি করে পাবলো নেরুদার লেখা অসুখী একজন অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর এখানে দেওয়া হল । আশা করি এই প্রশ্নোত্তর আগামী ২০২১ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে । ১. ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন- (ক) মার্নেজ […]
- জ্ঞানচক্ষু অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১জ্ঞানচক্ষু অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – মাধ্যমিক বাংলা সাজেশান ২০২১ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ এর উপর ভিত্তি করে আশাপূর্না দেবীর লেখা জ্ঞানচক্ষু অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর এখানে দেওয়া হল । আশা করি এই প্রশ্নোত্তর আগামী ২০২১ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে । ১. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ‘। কথাটা […]
- উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ hs geography suggestion 2021 : উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হল উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২০ । এবং একইসাথে দেওয়া হল মুল্যবান পরামর্শ । যদি তুমি উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্র ছাত্রী হয়ে থাকো তাহলে এই সাজেশন এবং পরামর্শ তোমার ভীষণ কাজে লাগবে বলে মনে করি । […]
- নানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশাননানা রঙের দিন নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান 1. ‘নানা রঙের দিন ‘নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত ? =দ্য সোয়ান সং 2.’নানা রঙের দিন ‘নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল =68 বছর 3.‘নানা রঙের দিন নাটকে প্রনপটার কালিনাথ সেনের বয়স ছিল প্রায়— = ৬০ বছর 4.‘নানা রঙের দিন’ নাটকের পটভূমিতে […]
- বিভাব নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশানবিভাব নাটক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান 1. ” শম্ভু মিত্রের বহুরূপী নাট্য গোষ্ঠির প্রতিষ্ঠা হয়েছিল =১৯৪৮ খ্রিস্টাব্দে 2.’বহুরূপী’প্রযোজিত প্রথম নাটক = উলখাগড়া 3.”বহুরূপী”নাট্য গোষ্ঠী গড়ে তোলার মূল পৃষ্ঠপোষক ছিলেন কে? = মনোরঞ্জন ভট্টাচার্য 4.শম্ভু মিত্রের ‘বিভাব ‘নাটকটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? =১৯৫১ 5. ‘বিভাগ ‘নাটকটি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? =১৯৫১ […]
- ক্রন্দনরতা জননীর পাশে অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশানক্রন্দনরতা জননীর পাশে অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান wbchse bengali suggestion all important question answer DOWNLOAD 1. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম— = জলপাই কাঠের এসরাজ 2. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? = ধানক্ষেত থেকে 3. কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি— = ক্রন্দনরতা 4. কবি […]
- আমি দেখি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশানআমি দেখি অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান wbchse bengali suggestion all important question answer DOWNLOAD 1.’আমি দেখি’কবিতাটি যে কাব্য গ্রন্থের- =অঙ্গুরী তোর হিরন্য জল 2.”আমার দরকার শুধু”-কি দরকার কবির =গাছ দেখে যাওয়া 3.’আমি দেখি’ কবিতায় কবির যা দরকার- =গাছ দেখা 4.”গাছের শরীরে দরকার”। = সবুজ টুকু 5.শরীরের জন্য […]
- মহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশানমহুয়ার দেশ অধ্যায় থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান wbchse bengali suggestion all important question answer DOWNLOAD 1.’মহুয়ার দেশ’কবিতাটি কোন কব্যগ্রন্থ থেকে নেয়া? =কয়েকটি কবিতা 2. ‘মহুয়ার দেশ’কবিতা রচিত হয় =১৯৩৭খ্রিস্টাব্দে 3.’মহুয়ার দেশ’কবিতাটি ক টি স্তবক =২টি 4.সন্ধ্যার জলস্রোত উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় কোন সূর্য্য? =অলস সূর্য্ 5.অলস সূর্য্য স্তম্ভ এঁকে দেয় […]
- অলৌকিক থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান
- উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947__1964) । মাধ্যমিক ইতিহাস । অষ্টম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরউত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947__1964) । মাধ্যমিক ইতিহাস । অষ্টম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 1.কবে কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংঘটিত হয় ? উত্তর : 1946 সালে 16 আগস্ট । 2.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর : লর্ড মাউন্টব্যাটেন । 3.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে […]
- বিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলীবিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1.বঙ্গভঙ্গ আন্দোলন কবে শুরু হয় ? উত্তর : 1905 সালে । 2.1905 সালে বঙ্গভঙ্গ কে কার্য করেন ? উত্তর : লর্ড কার্জন । 3.লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্টা করেন ? উত্তর : সরলাদেবী […]
- বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলীবিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1.রাউলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র কোথায় ছিল ? উত্তর : বোম্বাই । 2.স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ? উত্তর : বরিশাল । 3.অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় ? উত্তর : ঢাকায় । 4.বঙ্গভঙ্গ […]