জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞান

Madhymaik Life Science WBBSE
মাধ্যমিক জীবন বিজ্ঞান

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় –1.1–উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান / মাধ্যমিক জীবন বিজ্ঞান

সঠিক উত্তরটি নির্বাচন করো :—

1.উদ্ভিদদেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে , তখন তাকে বলে — ট্রপিক চলন /ন্যাস্টিক চলন /ট্যাকটিক চলন /প্রকরণ চলন ।

উত্তর : ট্যাকটিক চলন  ।

2.ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলে _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন  ।

উত্তর : ফোটোট্যাকটিক চলন   ।

3.থিগমোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /আলো/জল /অভিকর্ষ  ।

উত্তর : স্পর্শ  ।

4.হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি হল – স্পর্শ /অভিকর্ষ /আলো / জল   ।

উত্তর : জল  ।

5.উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায় তা – পজিটিভ ফোটোট্রপিক / নেগেটিভ ফোটোট্রপিক / পজিটিভ হাইড্রোট্রপিক /পজিটিভ জিওট্রপিক  ।

উত্তর : পজিটিভ ফোটোট্রপিক   ।

6. লজ্জাবতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাত্‍ মুড়ে যায় । একে বলে – ফোটোন্যাস্টিক চলন /থর্মোন্যাস্টিক চলন /সিসমোন্যাস্টিক চলন  ।

উত্তর : সিসমোন্যাস্টিক চলন  ।

7.উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল – ট্রপিক /ট্যাকটিক / ন্যাস্টিক চলন  ।

উত্তর : ট্রপিক চলন  ।

8.আলোর প্রভাবে পাতার চলনকে বলে – ফোটোট্যাকটিক / সিসমোন্যাস্টিক / হেলিওট্রপিক  ।

উত্তর : হেলিওট্রপিক  ।

9.আলোর গতিপথের দিকে বিটপের সঞ্চালন – _জিওট্রপিক চলন/ফোটোট্যাকটিক চলন/ফোটোট্রপিক চলন/ফোটোন্যাস্টিক চলন  ।

উত্তর : ফোটোট্রপিক চলন  ।

10.ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে – হাইড্রোট্রপিজম / জিওট্রপিজম /কেমোট্রপিজম  ।

উত্তর : কেমোট্রপিজম  ।

11.উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায় , এটি এক প্রকার – হাইড্রোট্রপিক চলন / ফোটোট্রোপিক চলন / জিওট্রোপিক চলন   ।

উত্তর : হাইড্রোট্রপিক চলন   ।

12.বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হল – আলোর দিকে কান্ডের চলন /জলের দিকে মূলের চলন /লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া   ।

উত্তর : লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া   ।

13.জিওট্রোপিক চলনের উদ্দীপক হল – জল /অভিকর্ষ / আলো / আলো  ।

উত্তর : অভিকর্ষ   ।

14.যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিওট্রোপিক  চলন ঘটে সেটি হল – মূল /কান্ড /পাতা  ।

উত্তর : কান্ড  ।

15.নিচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফোটোট্রোপিজম দেখা যায় সেটি হল – মূল /কান্ড / শাখা ।

উত্তর : মূল  ।

16.সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখীর চলন – ফোটোন্যাস্টিক  /ফোটোট্রোপিজম  / হাইড্রোট্রোপিজম  ।

উত্তর : ফোটোন্যাস্টিক   ।

17. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম – সিসমোগ্রাফ / থর্মোগ্রাফ / ক্রেসকোগ্রাফ   ।

উত্তর : ক্রেসকোগ্রাফ  ।

18.উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হল – মূল / কান্ড / পাতা   ।

উত্তর : পাতা   ।

19.ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার – ট্রপিক চলন / ট্যাকটিক চলন / কেমোট্যাকটিক চলন ।

উত্তর : কেমোট্যাকটিক চলন ।

20.কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার – এপন্যাস্টি / হাইপোন্যাস্টি / সিসমোন্যাস্টি  ।

উত্তর : হাইপোন্যাস্টি   ।

21.কোনটি বহিঃউদ্দীপক নয় – চাপ / তাপ / ক্ষুদা  ।

উত্তর : ক্ষুদা  ।

22.কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা – সামগ্রিক চলন / বৃদ্ধিজনিত চলন / প্রকরণ চলন   ।

উত্তর : বৃদ্ধিজনিত চলন   ।

23. সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হল এক প্রকার – জল প্রতিকূলবর্তী চলন / আলোক অনুকূলবর্তী চলন / অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন /সবকটি   ।

উত্তর : সবকটি   ।

শূন্যস্থান পূরণ করো :–

1. উদ্ভিদ দেহে সাড়াদানের জন্য দায়ী _____  ।

উত্তর : রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন ।

2.অঙ্কুরিত বীজের ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে________চলন দেখা যায় ।

উত্তর : ট্রপিক ।

3.অধিকাংশ উদ্ভিদেরই নির্দিষ্ট কোনো ________অঙ্গ নেই ।

উত্তর : গমন   ।

4.আকর্ষ ________ উদ্দীপকের প্রভাবে অবলম্বনকে জড়িয়ে ধরে ।

উত্তর : স্পর্শ  ।

5.ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের _________ দ্বারা   ।

উত্তর : অভিমুখ বা গতি পথ  ।

6.Cyclosis এবং Rotation হল দুটি  _______ চলন   ।

উত্তর : প্রোটোপ্লাজমীয়  ।

7.রাতের বেলা তেতুল পাতার মুড়ে যাওয়ার করণ হল __________  ।

উত্তর : নিকটিন্যাস্টি  ।

8. লজ্জাবতীর পত্রমূলের স্ফ্রীত অংশটির নাম _________  ।

উত্তর : পালভিনাস  ।

9.উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ________চলন বলে  ।

উত্তর : ন্যাস্টিক  ।

10.সূর্য শিশিরের রোমগুলির পতঙ্গের দিকে সঞ্চালন হল _______ চলন ।

উত্তর : কেমোন্যাস্টিক  ।

11.যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপক অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতায় হল __________ ।

উত্তর : সংবেদনশীলতা  ।

12.জীবদেহের স্বেচ্ছায় কেবলমাত্র অঙ্গ–প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়াদানের ঘটনা হল ________ ।

উত্তর : চলন  ।

13.কান্ডের আলোকবর্তী বক্রচলন _______ হরমোন দ্বারা প্রভাবিত হয় ।

উত্তর : অক্সিন  ।

14.ট্রপিক চলনের অপর নাম হল ______ ।

উত্তর : দিগনির্ণীত   ।

15.পার্চমেন্ট কাগজ ব্যবহার করা হয় _______চলনের পরীক্ষার জন্য  ।

উত্তর : জিওট্রপিক   ।

প্রশ্ন গুলির উত্তর দাও :–

1.একটি বহিস্থ উদ্দীপকের নাম লেখো ?

উত্তর : আলো  ।

2.উদ্ভিদ দেহে সাড়াপ্রদানের ঘটনা কিসের মাধ্যমে ঘটে ?

উত্তর : বৃদ্ধিজ  চলন ও রসস্ফ্রীতিজনিত চলন ।

3.কোন বাংগালী বিজ্ঞানী উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করেছেন ?

উত্তর : জগদীশচন্দ্র বসু ।

4.কোন উদ্ভিদকোশে সিলিয়ারি চলন দেখা যায় ?

উত্তর : মস ও ফার্নের শুক্রাণু তে ।

5.একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো ?

উত্তর : হরমোন ।

6.সামগ্রিক চলন বা গমনে সক্ষম উদ্দীপকের নাম লেখো ?

উত্তর : ভলভক্স , ক্লামাইডোমোনাস ।

7.পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকারের চলন ?

উত্তর : ফোটোন্যাস্টিক  চলন ।

8.মূলের কোন অংশে অভিকর্ষ বল প্রভাব বিস্তার করে ?

উত্তর : মূলত্র অঞ্চল ।

9.বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন কোন উদ্ভিদের সাড়াপ্রদান সংক্রান্ত পরীক্ষা–নিরীক্ষা করেছিলেন ?

উত্তর : লজ্জাবতী , বনচাঁড়াল  ।

10.উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও ।

উত্তর : ভলভক্স স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যায় ।

11.উদ্ভিদ অঙ্গের কোন অংশে হেলিওট্রপিক চলন দেখা যায় ?

উত্তর : কান্ড  ।

12.কোন কোশের রসস্ফ্রীতির তারতম্যের জন্য বনচাঁড়ালের পত্রকের চলন হয় ?

উত্তর : পালভিনি  ।

13.লজ্জাবতীর  বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর : Mimosa  pudica .

14.বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর : Desmodium  gyrans  .

15.পৃথিবী থেকে আলো বিদায় নেওয়ার সঙ্গে শিরিষ পাতা মুদে যায় –এটা কী ধরনের চলন ?

উত্তর : নিকটিন্যাস্টি  ।

16.মাসের শুক্রাণু ডিম্বাণুর দিকে যায় কিসের প্রভাবে ?

উত্তর : সুক্রোজের প্রভাবে  ।

17.সংবেদনশীল উদ্ভিদের ‘ পালভিনি ‘ কোথায় অবস্থান করে ?

উত্তর : পত্রবৃন্তে   ।

18.কোন চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি হয় ?

উত্তর : দিগনির্ণীত বক্রচলন বা ট্রপিক চলন ।

19.ন্যাস্টিক চলন উদ্ভিদের কোন অঙ্গে ঘটে ?

উত্তর :  পরিণত অঙ্গে ( স্থায়ী কলায় ) ।

20.মূলের প্রতিকূল অভিকর্ষবৃত্তিয় চলনের উদাহরণ দাও ?

উত্তর : সুন্দরী গাছের শ্বাসমূল  ।

21.Mimosa  pudica –তে কী ধরনের চলন দেখা যায় ?

উত্তর : সিসমোন্যাস্টি  ।

22.লজ্জাবতী ছাড়া দুটি গাছের নাম লেখো যেখানে সিসমোন্যাস্টি চলন দেখা যায় ?

উত্তর : পানিলাজুক  ও  বন–নারাঙ্গা 

সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন । CLICK HERE

To know the all news in English language . CLICK HERE

সাম্প্রতিক পোস্টসমূহ

Scroll to Top