বর্জ্য ব্যবস্থাপনা / মাধ্যমিক ভূগোল / চতুর্থ অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1. কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় সেটি হল-
a. অক্সিজেন
b. কার্বন ডাইঅক্সাইড
c. জৈব গ্যাস
d. নাইট্রোজেন
Ans- c. জৈব গ্যাস
2. ফ্লাই অ্যাশ ব্যাবহার করা হয়-
a. বাসন তৈরিতে
b. ইট তৈরিতে
c. কাগজ তৈরিতে
d. সার তৈরিতে
Ans- b. ইট তৈরিতে
3. জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়
a. চুন
b. অক্সিজেন
c. কার্বন ডাইওক্সাইড
d. ওজোন
Ans- d. ওজোন
4. চিকিৎসা বর্জ্য থেকে যে রোগ ছড়াতে পারে-
a. টাইফয়েড
b. হৃদয়ঘটিত রোগ
c. এইডস্
d. ম্যালেরিয়া
Ans- a. টাইফয়েড
5. গ্রামীণ শক্তির চাহিদা মেটায়-
a. এলপিজি
b. কার্বন ডাইঅক্সাইড
c. গোবর গ্যাস
d. ইলেকট্রিক উনুন
Ans- c. গোবর গ্যাস
6. ফ্লাই অ্যাশ পাওয়া যায়-
a. কাগজ ফল থেকে
b. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে
c. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
d. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
Ans- c. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
7. নগরে বর্জ্য মুক্তির জন্য প্রয়োজন
a. প্লাস্টিকের নিষিদ্ধকরণ
b. জৈব বর্জ্যের ব্যবহার হ্রাস
c. পয়ঃপ্রনালীর উন্নয়ন
d. রাস্তাঘাটের উন্নয়ন
Ans- a. প্লাস্টিকের নিষিদ্ধকরণ
8. সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয়-
a. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
b. জৈব বর্জ্য থেকে
c. ফ্লাই অ্যাশ থেকে
d. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
Ans- a. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
9. কঠিন বর্জ্য থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে তার মধ্যে প্রধান হল-
a. ফুসফুসের রোগ
b. এইডস
c. অ্যামিমিয়া
d. ক্যানসার
Ans- a. ফুসফুসের রোগ
10. বায়ু দূষণ থেকে-
a. কঠিন বর্জ্য থেকে
b. কারখানা নির্গত জল থেকে
c. ঘরের বর্জ্য থেকে
d. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
Ans- a. কঠিন বর্জ্য থেকে
11. ভারতের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেটি হল-
a. কম্পোস্টিং করা
b. পুড়িয়ে ফেলা
c. উন্মুক্তভবে সঞ্চয় করা
d. ম্যানিওর পিট তৈরি করা
Ans- d. ম্যানিওর পিট তৈরি করা
12. নিম্নলিখিত বর্জ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর
a. প্লাস্টিক
b. কাঠ
c. ধাতু
d. কৃষিজাত বর্জ্য
Ans- a. প্লাস্টিক
13. ইট ছাড়া ফ্লাই অ্যাশ আর যে কাজে ব্যবহৃত করা হয়।
a. চিনেমাটির বাসন তৈরিতে
b. কারখানার চিমনি প্রস্তুতিতে
c. রাস্তা তৈরিতে
d. রান্নাঘরের বেসিন তৈরিতে
Ans- c. রাস্তা তৈরিতে
14. জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম-
a. ল্যান্ডফিল
b. এলপিজি
c. বায়োগ্যাস
d. দুর্গন্ধনাসক গ্যাস
Ans- c. বায়োগ্যাস
15. ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে সময় লাগে-
a. 10-15 দিন
b. 4-6 মাস
c. 6-8 মাস
d. 1 বছর
Ans- b. 4-6 মাস
16. নিম্নলিখিতর মধ্যে কোনটি্ কঠিন বর্জ্যের অন্তর্গত নয়-
a. কৃশিক্ষেত্রের বর্জ্য
b. শিল্পজাত বর্জ্য
c. জঞ্জাল
d. পয়ঃপ্রনালীর বর্জ্য
Ans- d. পয়ঃপ্রনালীর বর্জ্য
17. কাগজ তৈরি করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প-
a. পুরোনো কাপর
b. গাছের পাতা
c. আখের ছিবড়ে
d. নতুন গাছ
Ans- c. আখের ছিবড়ে
18. নীচের কোন দূষণটি কৃষিক্ষেত্র থেকে হয়-
a. প্লেগ রোগ
b. হৃদ্ঘটিত রোগ
c. ফুসফুসের রোগ
d. হারের রোগ
Ans- a. প্লেগ রোগ
19. একটি কৃষিজাত বর্জ্য হল-
a. গাছের কান্ড
b. আখের ছিবড়ে
c. কাচের বোতল
d. প্লাস্টিক পাত
Ans- b. আখের ছিবড়ে
20. একটি পৌর আবর্জনার উদাহরণ হল-
a. অ্যালুমিনিয়াম টুকরো
b. গোবর
c. কঙ্কাল
d. তুষ
Ans- a. অ্যালুমিনিয়াম টুকরো
21. বর্জ্যের চাপ সবচেয়ে বেশি-
a. কলকাতা
b. মুম্বাই
c. দিল্লি
d. চেন্নাইতে
Ans- a. কলকাতা
22. একটি বিষাক্ত বর্জ্য হল-
a. সিসা
b. সবজির খোসা
c. পুরোনো কাগজ
d. পচা আলু
Ans- a. সিসা
23. একটি পরিবেশ মিত্র বর্জ্যর নাম-
a. চট
b. সিসা
c. রবার
d. প্লাস্টিক
Ans- a. চট
24. একটি অবিষাক্ত বর্জ্য-
a. পুরোনো ফুল
b. কীটনাশক
c. পারদ
d. প্লাস্টিক
Ans- b. কীটনাশক
25. একটি বিষাক্ত চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল-
a. ইদুর মারা বিষ
b. খাবারের বাতিল অংশ
c. ক্যাথিটার
d. বাতিল কম্পিউটার
Ans- c. ক্যাথিটার
26. পূর্নচক্রী একটি বর্জ্য হল-
a. প্লাস্টিকের বোতল
b. স্প্রে ক্যান
c. রাবিশ
d. হাসপাতালের বর্জ্য
Ans- a. প্লাস্টিকের বোতল
27. সর্বাধিক দূষণযুক্ত শহর কোনটি-
a. নিউ ইয়র্ক
b. লস এঞ্জেলস
c. লন্ডন
d. মিউ দিল্লি
Ans- d. মিউ দিল্লি