তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ চতুর্থ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

Economic geography wb higher secondary 4th chapter mcq
Economic geography wb higher secondary 4th chapter mcq

তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ চতুর্থ অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

1.তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মজীবী মানুষদের বলা হয়

a. গোলাপি পোশাক কর্মজীবী  

b. লাল পোশাক কর্মজীবী

c. নীল পোশাক কর্মজীবী

d. সাদা পোশাক কর্মজীবী

Ans- a. গোলাপি পোশাক কর্মজীবী    

2. শিপিং লাইন হল

a. জাহজ চলাচলকারী পথ

b. জাহাজ নির্মান কোম্পানি

c. জাহাজের পন্য খালাসকারী কোম্পানি

d. জাহাজ চলাচলকারী সংস্থা বা কোম্পানি

Ans- d. জাহাজ চলাচলকারী সংস্থা বা কোম্পানি

3. ‘APEC’ হল সাধারণত

a. আমেরিকা-প্রশান্ত অর্থনৈতিক সহায়তা

b. এশিয়া-পেরু অর্থনৈতিক সহায়তা

c. এশিয়া-প্রশান্ত অর্থনৈতিক সহায়তা

d. আফ্রিকা-প্রশান্ত অর্থনৈতিক সহায়তা

Ans- c. এশিয়া-প্রশান্ত অর্থনৈতিক সহায়তা

4. বাণিজ্যিকভাবে তারহীন টেলিগ্রাফের ব্যবহার প্রথম শুরু হয়

a. আমেরিকা যুক্তরাষ্ট্রে

b. জাপানে

c. রাশিয়ায়

d. গ্রেট ব্রিটেনে

Ans- d. গ্রেট ব্রিটেনে

5. যাযাবর শ্রেণির মানুষদের দেশের মধ্যে ভ্রমনকে বলা হয়

a. অভ্যন্তরীণ পর্যটন

b. বহিস্থ পর্যটন

c. সীমাবদ্ধ পর্যটন

d. পরিব্রাজন

Ans- c. সীমাবদ্ধ পর্যটন

6. United Nations, পর্যটনকে  ক-টি ভাগে ভাগ করেছে ?

a. তিনটি

b. চারটি

c. পাঁচটি

d. ছয়টি

Ans- a. তিনটি

7. ভারতের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের নাম হল

a. দিঘা

b. আগ্রা

c. ভাইজ্যাগ

d. দার্জিলিং

Ans- b. আগ্রা

8. ভারতের একটি ধর্মীয় পর্যটন কেন্দ্রের নাম হল

a. দরিদ্বার 

b. কুলু-কাংড়া

c. মানালি

d. মিরিক

Ans- a. দরিদ্বার 

9. বিশ্ববাণিজ্য সংস্থা (WHO) গঠিত হয় 1995 খ্রিস্টাব্দের

a. 1 জানুয়ারি

b. 1 ফেব্রুয়ারি

c. 1 মার্চ

d. 1 এপ্রিল

Ans- a. 1 জানুয়ারি

10. বিশ্ববাণিজ্য সংস্থার সদর দফতরটি যে স্থানে অবস্থিত তা হল

a. কাঠমান্ডু

b. বাগদাদ

c. ভিয়েনা

d. জেনিভা

Ans- d. জেনিভা

11. WTO-র  পুরো নাম হল

a. World Teaboard Organisation

b. World Trade Organisation 

c. World Tiger Organaisation

d. World Transport Organaisation

Ans- b. World Trade Organisation 

12. ভারতের মোট জাতীয় সড়কপথের সংখ্যা হল

a. 45 টি

b. 50 টি

c. 55 টি

d. 65 টি

Ans- c. 55 টি

13. সড়কপথে পন্য পরিবহণের উল্লেখযোগ্য সুবিধা হল

a. স্বল্প পরিবহণ ব্যয়

b. নিরাপদে যাতায়াত

c. দ্রত পন্য পরিবহণ

d. প্রত্যন্ত অঞ্চলে পন্য পরিবহণ

Ans- d. প্রত্যন্ত অঞ্চলে পন্য পরিবহণ

14. পাকা সড়ক পথের দৈর্ঘ্যের হিসাবে সারবিশ্বে ভারতের স্থানটি হল

a. তৃতীয়

b. চতুর্থ

c. পঞ্চম

d. ষষ্ঠ 

Ans- a. তৃতীয়

15. OPEC-এর পুরো কথাটি হল

a. Oil Producing Eastern Countries

b. Organisation Of Petroleum Exporting Corporation

c. Organisation Of Petroleum Exporting Countries

d. Organisation Of Petroleum Exporting Commission

Ans- c. Organisation Of Petroleum Exporting Countries

16. OPEC গঠন করা হয়

a. 1958 খ্রিস্টাব্দে

b. 1960 খ্রিস্টাব্দে

c. 1965 খ্রিস্টাব্দে 

d. 1972 খ্রিস্টাব্দে

Ans- b. 1960 খ্রিস্টাব্দে

17. OPEC- এর সদর দফতর অবস্থিত

a. ভিয়েনাতে

b. ইংল্যান্ডে

c. বার্লিনে

d. স্টকহোমে

Ans- a. ভিয়েনাতে

18. OPEC-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা হল

a. 8 টি

b. 10 টি

c. 11 টি

d. 12 টি

Ans- d. 12 টি

19. এশিয়ার বৃহত্তম বাণিজ্যগোষ্ঠী হল

a. ASEAN

b. WTO

c. SAPTA

d. SAARC

Ans- a. ASEAN

20. ASEAN-এর সম্পুর্ন কথাটি হল

a. Association of South-East African Nation

b. Association of Silver Exporrting Asian Nations

c. Association of South-East Asian Nations

d. Association of South-East American Nations

Ans- c. Association of South-East Asian Nations

21. ভারতের বৃহত্তম ব্যাংকিং সংস্থাটি হল

a. SBI

b. RBI

c. UBI

d. BOI

Ans- b. RBI

22. অভ্যন্তরীণ বাণিজ্যকে ভাগ করা যায়

a. দুইটি ভাগে

b. চারটি ভাগে

c. পাঁচটি ভাগে

d. সাত্টি ভাগে

Ans- a. দুইটি ভাগে

23. অভ্যন্তরীণ বানিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থাটি হল

a. রেলপথ

b. বিমানপথ

c. সড়কপথ

d. জলপথ

Ans- d. জলপথ

24. পণ্যদ্রব্য যখন একটি দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় তখন তাকে বলে

a. আমদানি

b. পুনঃআমদানি

c. রপ্তানি

d. পুনঃরপ্তানি

Ans- c. রপ্তানি

25. একদেশ থেকে পন্য আমদানি করে অন্যদেশে রপ্তানি করাকে বলা হয়

a. আমদানি

b. পুনঃআমদানি

c. রপ্তানি

d. পুনঃরপ্তানি

Ans- d. পুনঃরপ্তানি

26. পণ্যদ্রব্য ক্রয়বিক্রয় এবং সেই সংক্রান্ত কার্জকর্মকে সাধারণভাবে বলা হয়

a. বাণিজ্য

b. যোগাযোগ

c. পরিবহণ

d. বিপণন

Ans- a. বাণিজ্য

27. ভারতের বৈদিশিক বাণিজ্য প্রধানত হয়

a. রেলপথে  

b. জলপথে

c. বিমানপথে

d. সড়কপথে

Ans- b. জলপথে

28. স্বল্প দূরত্বের জন্য সবচেয়ে উপযোগী পরিবহণ মাধ্যম হল

a. সড়কপথ

b. রেলপথ

c. জলপথ

d. বিমানপথ

Ans- a. সড়কপথ

29. মূল্যবান ও পচনশীল দ্রব্য পরিবহণে সর্বাপেক্ষা গুরুত্বপুর্ন পরিবহণ মাধ্যম হল

a. রেলপথ

b. বিমানপথ

c. জলপথ

d. সড়কপথ

Ans- b. বিমানপথ

30. বিমানপথে পন্য ও যাত্রী পরিবহণে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ হল

a. আমেরিকা যুক্তরাষ্ট্র

b. ব্রিটিশ যুক্তরাষ্ট্র

c. কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস

d. সংযুক্ত আরব আমিরশাহি

Ans- a. আমেরিকা যুক্তরাষ্ট্র

31. সোনালি চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য গ্রহণ করা হয়েছে

a. রেলপথ

b. জলপথ

c. সড়কপথ

d. বিমানপথ

Ans- c. সড়কপথ

32. SAARC-এর পুরো কথাটি হল

a. South Asian Association for Regional Corporation

b. South Asian Administration for Regional Co-rporation

c. South African Association for Regional Co-rporation

d. South Asian Association for Regional Co-rporation

Ans- d. South Asian Association for Regional Co-rporation

33. SAARC-এর সদর দফতর অবস্থিত

a. মালদ্বীপে

b. ইয়াঙ্গগণে

c. কাঠমান্ডুতে

d. কলম্বোয়

Ans- c. কাঠমান্ডুতে

34. SAARC-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা হল

a. ছয়

b. সাত

c. আট

d. নয়

Ans- c. আট

35. GATT সংস্থাটি কোন্‌ সংস্থার পূর্বসূরি ?

a. WTO

b. SAARC

c. EU

d. ASEAN

Ans- a. WTO

36. কণ্ঠস্বর রেকর্ডিং করার পর গ্রাহকের কাছে পাঠানোর পদ্ধতিকে বলা হয়

a. MMS

b. ভয়েস মেল

c. SMS

d. ভয়েস কলিং

Ans- b. ভয়েস মেল

37. যে পদ্ধতির মাধ্যমে লিখিত সংবাদ বা দলিত দ্রুত পাঠানো হয় তাকে বলে

a. টেলেক্স

b. টেলিগ্রাম

c. টেলিফ্যাক্স

d. টেলিফোন

Ans- c. টেলিফ্যাক্স

38. টেলিগ্রাফ যন্ত্রের সাহায্যে যে বার্তা পাঠানো হয় তাকে বলে

a. টেলিগ্রাম

b. টেলিফ্যাক্স

c. টেলিফোন

d. টেলেক্স

Ans- a. টেলিগ্রাম

39. তারযুক্ত টেলিফোন যন্ত্র 1875 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন

a. মার্কিন

b. গ্রাহাম বেল

c. এস. এন. বসু

d. জে. সি. বোস

Ans- b. গ্রাহাম বেল

40. BSNL-এর সম্পুর্ন কথাটি হল

a. Bharat Sanchar Nigam Limited

b. Bhutan Sanchar Nigam Limited

c. British Sanchar Nigam Limited

d. Bangladesh Sanchar Nigam Limited

Ans- a. Bharat Sanchar Nigam Limited

41. ভারতে টেলিপরিসেবা সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে

a. TRSO

b. TRAI

c. BSNL

d. TRYL

Ans- b. TRAI

42. GPS-এর পুরো কথাটি হল

a. Global Positioning System

b. Global Positioning System

c. Global Political System

d. Geographical Positioning System

Ans- a. Global Positioning System

43. বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে ইনটারনেটের সাহায্যে অনলাইনে ব্যাবসাবানিজ্য করাকে বলে

a. ই-চ্যাটিং

b. ই-মেল

c. ই-নেট

d. ই-কমার্স

Ans- d. ই-কমার্স

44. কোন্‌ সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্নয় করা হয় ?

a. ইনটারনেট

b. থিয়োডোলাইট

c. জি. পি. এস

d. রিমোট সেন্সিং

Ans- c. জি. পি. এস

45. PTI হল ভারতের একটি উল্লেখযোগ্য

a. সংবাদ সংস্থা

b. টেলিফোন সংস্থা

c. পরিবহণ সংস্থা

d. ইনটারনেট সংস্থা

Ans- a. সংবাদ সংস্থা

46. ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম হল

a. আর্যভট্ট

b. রোহিণী

c. ভাস্কর

d. অ্যাপোলো

Ans- a. আর্যভট্ট

47. ভারতে প্রথম বিমান পরিসেবা চালু হয়

a. 1901 খ্রিস্টাব্দে

b. 1905 খ্রিস্টাব্দে

c. 1910 খ্রিস্টাব্দে

d. 1911 খ্রিস্টাব্দে

Ans- d. 1911 খ্রিস্টাব্দে

48. ভারতের দীর্ঘতম রেলপথটি হল

a. পূর্ব রেলপথ

b. উত্তর রেলপথ

c. পশ্চিম রেলপথ

d. দক্ষিন রেলপথ

Ans- b. উত্তর রেলপথ

49. রেলপথের বিস্তারে ভারতের স্থান এশিয়ার মধ্যে

a. প্রথম

b. দ্বিতীয়

c. তৃতীয়

d. চতুর্থ

Ans- a. প্রথম

50. রেল পরিবহণ ব্যাবস্থার বিশ্বে ভারতের স্থান হল

a. প্রথম

b. দ্বিতীয়

c. তৃতীয়

d. চতুর্থ

Ans- d. চতুর্থ

51. পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হল

a. ট্রান্স-ককেশীয় রেলপথ

b. ট্রান্স-ক্যাম্পিয়ান রেলপথ

c. ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ

d. ট্রান্স-হিমালয়ান রেলপথ

Ans- c. ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ

52. ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হল

a. 10 টি

b. 11 টি

c. 13 টি

d. 17 টি

Ans- b. 11 টি

53. পৃথিবীর বৃহত্তম ও কর্মব্যস্ত বিমানবন্দরটি হল

a. নিউইয়র্ক

b. ওয়াশিংটন

c. শিকাগো

d. লন্ডন

Ans- a. নিউইয়র্ক

54. পৃথিবীর বৃহত্তম আন্তর্জাতিক জলপথটি হল

a. উত্তর আটলান্টিক জলপথ

b. দক্ষিন আটলান্টিক জলপথ

c. ভারত মহাসাগরীয় জলপথ

d. প্রশান্ত মহাসাগরীয় জলপথ

Ans- a. উত্তর আটলান্টিক জলপথ

55. INSAT-এর সম্পুর্ন নামটি হল

a. International Satellite System

b. International Satellite Agency

c. Indian National Satellite Agency

d. Indian National Satellite System

Ans- d. Indian National Satellite System

56. বর্তমান বিশ্বে সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা হল

a. AEU

b. WTO

c. ASEAN

d. ACM

Ans- b. WTO

57. নীচের কোনটি্‌ তৃতীয় পর্যায়ের কার্যাবলির অন্তর্ভুক্ত ?

a. কৃষিকাজ

b. ব্যাবসাবানিজ্য

c. শিল্প

d. প্রশাসনিক কাজ

Ans- b. ব্যাবসাবানিজ্য

58. চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্বটির প্রবক্তা হলেন

a. অ্যাডাম স্মিথ

b. রিকার্ডো

c. ওয়েবার

d. জিমারম্যান

Ans- a. অ্যাডাম স্মিথ

59. বৈদিশিক বানিজ্যে সরকারি শুল্কনীতি কার্যকর না হলে সরকার কী প্রবর্তন করে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে ?

a. ভ্যাট পদ্ধতি

b. মুক্ত পদ্ধতি

c. কোটা পদ্ধতি

d. বদ্ধ পদ্ধতি

Ans- c. কোটা পদ্ধতি

60. বাণিজ্যিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে তারযুক্ত টেলিগ্রাফের ব্যবহার শুরু হয়

a. 1815 খ্রিস্টাব্দে

b. 1826 খ্রিস্টাব্দে

c. 1836 খ্রিস্তাব্দেব

d. 1844 খ্রিস্টাব্দে

Ans- d. 1844 খ্রিস্টাব্দে

61. বৈদ্যুতিক টেলিগ্রাফ হল এমন একটি যন্ত্র যাতে সমান্তরাল তার থাকে

a. 24 টি

b. 26 টি

c. 28 টি

d. 32 টি

Ans- a. 24 টি

62. বাণিজ্যিকভাবে তারহীন টেলিগ্রাফের ব্যবহার গ্রেট ব্রিটেনে শুরু হয় 

a. 1844 খ্রিস্টাব্দে

b. 19010 খ্রিস্টাব্দে

c. 1910 খ্রিস্টাব্দে

d. 1925 খ্রিস্টাব্দে

Ans- b. 19010 খ্রিস্টাব্দে

63. বৈদ্যুতিক চম্বুকীয় তরঙ্গ আলোর গতিতে প্রাবাহিত হয়-জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের দ্বারা এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ?

a. 1825 খ্রিস্টাব্দে 

b. 1844 খ্রিস্টাব্দে

c. 1864 খ্রিস্টাব্দে

d. 1901 খ্রিস্টাব্দে

Ans- c. 1864 খ্রিস্টাব্দে

64. কোন্‌ রেডিয়োর শব্দের মান অনেক উন্নত ?

a. কমিউনিটি রেডিয়ো

b. AM রেডিয়ো

c. হ্যাম রেডিয়ো

d. FM রেডিয়ো

Ans- d. FM রেডিয়ো

65. বিশ্বের কত শতাংশ সেবা ও দ্রব্যাদির ক্ষেত্রে বিনিয়োগ করা হয় ?

a. 6%

b. 7%

c. 8%

d. 10%

Ans- a. 6%

66. আন্তর্জাতিক ভ্রমণার্থীর সংখ্যা বর্তমানে

a. 940 মিলিয়ন

b. 1.035 বিলিয়ন

c. 983 মিলিয়ন

d. 1.58 বিলিয়ন

Ans- b. 1.035 বিলিয়ন

67. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল

a. NH-2

b. NH-5

c. NH-7

d. NH-74

Ans- c. NH-7

68. ভারতের প্রথম টেলিফোন পরিসেবা চালু হয়

a. 1881 খ্রিস্টাব্দে

b. 1825 খ্রিস্টাব্দে

c. 1832 খ্রিস্টাব্দে

d. 1840 খ্রিস্টাব্দে

Ans- a. 1881 খ্রিস্টাব্দে

69. মোবাইল ফোন বা সেলুলার সর্বপ্রথম চালু হয়

a. 1881 খ্রিস্টাব্দে

b. 1885 খ্রিস্টাব্দে

c. 1910 খ্রিস্টাব্দে

d. 1990 খ্রিস্টাব্দে

Ans- b. 1885 খ্রিস্টাব্দে

70. ভারতের কত খ্রিস্টাব্দে ‘Educational Research Networks’ চালু হয় ?

a. 1902 খ্রিস্টাব্দে

b. 1955 খ্রিস্টবাদে

c. 1965 খ্রিস্টাব্দে

d. 1970 খ্রিস্টাব্দে

Ans- d. 1970 খ্রিস্টাব্দে

Scroll to Top