চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ পঞ্চম অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

Economic geography wb higher secondary 5th chapter mcq
Economic geography wb higher secondary 5th chapter mcq

চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ – অর্থনৈতিক ভূগোল ৷৷ পঞ্চম অধ্যায় / উচ্চমাধ্যমিক ভূগোল

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর 

1.তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হল

a.জ্ঞান 

b.বিনিয়োগ ক্ষমতা

c. কর্মসংস্থান

d. আন্তর্জাতিক সম্পর্ক

Ans- a.জ্ঞান 

2. তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ হল 

a. 24 x  5 উদ্যোগ

b. 24 x 6 উদ্যোগ

c. 24  x 7 উদ্যোগ

d. 24 x 24 উদ্যোগ

Ans- c. 24 x  24 উদ্যোগ

3. গবেষণা ও উন্নয়নসংক্রান্ত অর্থনৈতিক কাজে যে ধরনের শ্রমিক দরকার হয়

a. উচ্চশিক্ষিত ও দক্ষ 

b. স্বল্পশিক্ষিত ও দক্ষ

c. মধ্যম শিক্ষিত ও দক্ষ

d. নিরক্ষর ও স্বল্প দক্ষ

Ans- a. উচ্চশিক্ষিত ও দক্ষ 

4. গবেষণা ও উন্নয়নভিত্তিক কার্যকলাপ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত

a. প্রথম

b. চতুর্থ

c. তৃতীয়

d. পঞ্চম

Ans- b. চতুর্থ

5. 730 MB CD-ROM per person-এর তথ্যগত মান বা Information কার সমান ?

a. 2.1 Kilobytes

b. 2.6 Gigabytes

c. 3.5 Kilobytes

d. 2.6 Exabyts

Ans- d. 2.6 Exabyts

6. মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আবেদন করেছেন

a. Fj 2011 অনুযায়ী

b. Fj 2000 অনুযায়ী

c. Fj 2012 অনুযায়ী

d. Aj 2011 অনুযায়ী

Ans- a. Fj 2011 অনুযায়ী

7. মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা গবেষণা ও উন্নয়নের জন্য কত ডলার বিনিয়োগের আবেদন করেছেন ?

a. 130.952 বিলিয়ন

b. 147.696 বিলিয়ন

c. 125.925 মিলিয়ন

d. 147.501 মিলিয়ন-

Ans- b. 147.696 বিলিয়ন

8. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ যে নামে পরিচিত

a. প্রাচীন কার্যাবলি

b. অতিপ্রাচীন কার্যাবলি

c. নব্য কার্যাবলি

d. অতি নব্য কার্যাবলি

Ans- c. নব্য কার্যাবলি

9. চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজটি হল

a. কৃষিকাজ

b. পরিবহণ

c. পশুপালন

d. তথ্যপ্রযুক্তি

Ans- d. তথ্যপ্রযুক্তি

10. কোয়াটারনারি ক্রিয়াকলাপ মূলত কত ধরনের হয় ?

a. দুই ধরনের

b. চার ধরনের

c. তিন ধরনের

d. পাঁচ ধইরনের

Ans- a. দুই ধরনের

11. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সর্বাধিক প্রাধান্য দেখা যায়

a. ব্রিটিশ যুক্তরাজ্যে

b. সংযুক্ত আরব আমিরশাহিতে

c. আমেরিকা যুক্তরাষ্ট্রে

d. কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-এ

Ans- d. কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-এ

12. চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলির কেন্দ্রীভবন বেশি মাত্রায় ঘটেছে

a. উন্নত দেশে

b. উন্নয়নশীল দেশে

c. অনুন্নত দেশে

d. এর স ক-টি দেশে

Ans- a. উন্নত দেশে

13. সফটওয়্যার নির্মাতারা নীচের কোন্‌ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ?

a. প্রথম স্তরের

b. দ্বিতীয় স্তরের

c. তৃতীয় স্তরের

d. চতুর্থ স্তরের

Ans- d. চতুর্থ স্তরের

14. চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলে

a. লাল কলার কর্মী

b. নীল কলার কর্মী

c. সাদা কলার কর্মী

d. গোলাপি কলার কর্মী

Ans- c. সাদা কলার কর্মী

15. কে প্রথম White Collar Worker কথাটি ব্যবহার করেন ?

a. আপটন সিনক্লেয়ার

b. অধ্যাপক জিমারম্যান

c. বিজ্ঞানী কুরিয়েন

d. গিলবার্ট ওয়ালকার

Ans- a. আপটন সিনক্লেয়ার

16. প্রথম White Collar Worker  কথাটি ব্যবহার শুরু হয়

a. 1863 খ্রিস্টাব্দে

b. 1930 খ্রিস্টাব্দে

c. 1940 খ্রিস্টাব্দে

d. 1945 খ্রিস্টাব্দে

Ans- b. 1930 খ্রিস্টাব্দে

17. তথ্যভিত্তিক স্থাপত্যবিদ্যার উদাহরণ নয় কোনটি ?

a. সেতু

b. শপিং মল

c. অট্টালিকা

d. ড্রেপ বা কার্টেন

Ans- d. ড্রেপ বা কার্টেন

18. তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত দক্ষ শ্রমিকদের বলা হয়

a. গ্রে কলার কর্মী

b. ব্লু কলার কর্মী

c. হোয়াইট কলার কর্মী

d. গ্রিন কলার কর্মী

Ans- a. গ্রে কলার কর্মী

19. গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উন্নত দেশগুলি কত শতাংশ বিনিয়োগ করে ?

a. 2-5%

b. 5-10%

c. 10-25%

d. 25-35%

Ans- b. 5-10%

20. গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলি বিনিয়োগ করে

a. 0.5-1%

b. 1-2%

c. 2-3%

d. 3-5%

Ans- a. 0.5-1%

21. UNCTAD-এর মতে সর্বাধিক প্রতিযোগ ক্ষমতা সূচকের (Measure Of Copetitiveness) মান হল

a. 4

b. 5

c. 6

d. 7

Ans- d. 7

22. ‘প্রতিযোগ ক্ষমতার সুচক’-এর বিস্তারটি হল

a. 1-5

b. 1-10

c. 1-7

d. 1-12

Ans- c. 1-7

23. ভারতের ‘প্রতিযোগ ক্ষমতার সূচক’ মানটি হল

a. 4.15

b. 4.22

c. 4.28

d. 4.33

Ans- d. 4.33

24. পৃথিবীর 130 টি দেশের মধ্যে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগের ভিত্তিতে স্থানটি হল

a. 48 তম

b. 25 তম

c. 18 তম

d. 50 তম

Ans- a. 48 তম

25. গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে কোনো দেশের আগ্রহ বা তাগিদ কতটা সেটা জানা যায়

a. GENFER থেকে  

b. GERD থেকে

c. RDED থেকে  

d. RESO থেকে

Ans- b. GERD থেকে

26. কোন দেশে গবেষণা খাতে প্রতিষ্ঠানগত বিনিয়োগ সর্বাধিক ?

a. ভারত

b. ব্রাজিল

c. জাপান

d. হাঙ্গেরি

Ans- c. জাপান

27. গবেষণা ও উন্নয়ন খাতে স্থূল দেশজ ব্যয় (Gross Domestice Expenditure on R&D)অনুসারে ভারতের স্থান

a. পঞ্চম

b. ষষ্ঠ

c. সপ্তম

d. অষ্টম

Ans- b. ষষ্ঠ

28. GERD অনুসারে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশটি হল

a. আমেরিকা যুক্তরাষ্ট্র

b. ব্রিটিশ যুক্তরাজ্য

c. কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস

d. সংযুক্ত আরব আমিরশাহি

Ans- a. আমেরিকা যুক্তরাষ্ট্র

29. পৃথিবীতে ভারত উদ্ভাবের কততম স্থান অধিকার করে ?

a. 25 তম  

b. 32 তম

c. 35 তম

d. 45 তম

Ans- c. 35 তম

30. পৃথিবীতে ভারত বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং-এ কততম স্থান অধিকার করে ?

a. 18 তম

b. 21 তম

c. 27 তম

d. 29 তম

Ans- b. 21 তম

31. গবেষণা ও উন্নয়ন কার্যাবলিতে কতজন প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিযুক্ত আছেন

a. 1.15 লক্ষ

b. 1.35 লক্ষ

c. 1.25 লক্ষ

d. 1.54 লক্ষ

Ans- d. 1.54 লক্ষ

32. কে গবেষণার মাধ্যমে একবিংশ শতাব্দীতে কোয়াটারনারি ক্রিয়াকলাপের প্রসারের কারন বা গুরুত্বকে পরিস্ফুট করেছেন ?

a. আপটন সিনক্লেয়ার

b. গিলবার্ট ওয়াকার

c. মাইকেল ওয়াকার

d. বিজ্ঞানী গিবসন

Ans- c. মাইকেল ওয়াকার

33. NASSCOM-এর হিসাব মতো বর্তমানে ভারতে কতজন IT ও BPO-তে প্রত্যক্ষভাবে নিযুক্ত

a. 28 লক্ষ

b. 32 লক্ষ

c. 42 লক্ষ

d. 45 লক্ষ

Ans- a. 28 লক্ষ

34. ভারতে সফটওয়্যার রপ্তানি হয়

a. 61 বিলিয়ন ডলার

b. 69 বিলিয়ন ডলার

c. 73 বিলিয়ন ডলার

d. 75 বিলিয়ন ডলার

Ans- b. 69 বিলিয়ন ডলার

35. তথ্য ও প্রযুক্তি শিল্পটির 2011-12 খ্রিস্টাব্দে বিকাশের হার ছিল

a. 14.8%

b. 15.5

c. 16.6%

d. 17.8%

Ans- a. 14.8%

Scroll to Top