সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

1.ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ? 

উত্তর : বাংলায় । 

2.কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ? 

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য । 

3.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ? 

উত্তর : মধুসূদন রায় । 

4.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? 

উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় । 

5.ডালহৌসির নগ্ন সম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ? 

উত্তর :হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় । 

6.প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ? 

উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা তে । 

7.’হুতুম প্যাঁচার নকশা ‘ গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : কালিপ্রসন্ন সিংহ । 

8.নীলদর্পণ  নাটকটি কে রচনা করেন ? 

উত্তর : দীনবন্ধু মিত্র । 

9. কলকাতা মাদ্রসা কে প্রতিষ্ঠা করেন ? 

উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস । 

10.ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষ মত প্রকাশ করেন কে ? 

উত্তর : মেকলে । 

11.প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ? 

উত্তর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু । 

12.স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থটি কে প্রকাশ করেন ? 

উত্তর : রাধাকান্ত দেব । 

13. পটলডাঙা আকাদেমির বর্তমান নাম কি ? 

উত্তর : হেয়ার স্কূল । 

14 . এশিয়ার কোন মেডিক্যাল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় ? 

উত্তর : পোণ্ডিচেরি । 

15.কলিকাতা বিশ্ববিদ্যলয়_র প্রথম আচার্য কে ছিলেন ? 

উত্তর : লর্ড ক্যানিং । 

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

16.কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 

উত্তর :উইলিয়াম কোলভিল । 

17.তত্ববোধীণী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? 

উত্তর : অক্ষয়কুমার দত্ত । 

18.দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূল ভিত্তি কি ছিল ? 

উত্তর : বেদ । 

19.সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ? 

উত্তর : রামমোহন রায় । 

20.নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ? 

উত্তর: ডিরোজিও । 

21.মহসিন শিক্ষা প্রতিষ্ঠায় কে উদ্যোগ নেন ? 

উত্তর : চার্লস মেটকাফ । 

22.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিস্ঠাতা কে ছিলেন ? 

উত্তর : কেশবচন্দ্র সেন । 

23.নববিধান কে ঘোষণা করেন ? 

উত্তর : কেশবচন্দ্র সেন । 

24.কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যূতানন্দ নাম গ্রহণ করেন ? 

উত্তর : বিজয়কৃষ্ণ গোস্বামী । 

25.বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় দেহত্যাগ করেন ? 

উত্তর : পুরীতে । 

26.যত মত তত পথ __র আদর্শ কে প্রচার করেন ? 

উত্তর : শ্রীরামকৃষ্ণ । 

27.জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা __র কথা কে বলেছেন ? 

উত্তর : স্বামী বিবেকানন্দ । 

28.নব্য বেদান্ত বাদ কে প্রচার করেন ? 

উত্তর : স্বামী বিবেকানন্দ । 

29.সব লোকে কয় লালন কি জাত সংসারে ___ গানটি কে লিখেছেন ? 

উত্তর : লালন ফকির । 

30.উনিশ শতকের বাংলার নবজাগরণ কে এলিটিস্ট আন্দোলন বলে কে অভিহিত করেন ? 

উত্তর : অনিতা শীল । 

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

31.কে বলেছেন “বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী ” ? 

উত্তর : সুপ্রকাশ রায় । 

32.বামাবোধিণি পত্রিকার প্রতিস্ঠাতা সম্পাদক কে ? 

উত্তর :উমেশচন্দ্র দত্ত । 

33.বামা কথার অর্থ কী ? 

উত্তর :নারী । 

34.বমবোধিণী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন ?

উত্তর :আনন্দ কুমার দত্ত । 

35.হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কি  নামে পরিচিত ছিলেন ? 

উত্তর :কাঙআল। 

36.বাংলা ভাষায় প্রকাশিত বাংগালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি ? 

উত্তর :বাঙ্গাল গেজেট । 

37.হুতুমপেঁচা কার ছদ্মনাম ? 

উত্তর :কালিপ্রসন্ন সিংহ । 

38.কলকাতায় জাতীয় নাট্য মেলা কবে প্রতিস্ঠিত হয় ? 

উত্তর :1872   । 

39.কোন বাংলা নাটক প্রথম ইংরাজি ভাষায় অনুদিত হয় ? 

উত্তর :নীলদর্পণ । 

40.কে 1818 সালে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিস্ঠা করেন ? 

উত্তর :রবার্ট মে । 

41.স্কুল বুক সোসাইটি কে প্রতিস্ঠা করেন ? 

উত্তর :ডেভিড হেয়ার । 

42.ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি ? 

উত্তর :বেথুন কলেজ । 

43.কলিকাতা বিশ্ববিদ্যলয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ? 

উত্তর :স্যার গুরুদাস বন্দোপাধ্যায় । 

44.এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন ? 

উত্তর :বেনীমাধব বড়ুয়া । 

45.ব্রাহ্মসমাজ কে প্রতিস্ঠা করেন ? 

উত্তর :রামমোহন রায় । 

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

46.আকাদেমিকে এসোসিয়েশন  র মুখপাত্রের নাম কি ? 

উত্তর :এথেনিয়াম । 

47.বিধবা বিবাহ চালু হবার পর প্রথম কোন বিধবার বিবাহ হয় ? 

উত্তর :কালিমতী_র । 

48.আদি ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ? 

উত্তর :দেবেন্দ্রনাথ ঠাকুর । 

49.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ? 

উত্তর :কেশবচন্দ্র সেন । 

50.বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম নাম লেখ ? 

উত্তর :প্রশ্নউত্তর  , নীলাচলে মৃত্যু । 

51.শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন ? 

উত্তর :স্বামী বিবেকানন্দ । 

52.লালন ফকির কে ছিলেন ? 

উত্তর :বাউল কবি । 

53.লালন ফকির কত বছর বেঁচে ছিলেন ? 

উত্তর :116 বছর । 

54.ইউরোপের নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ? 

উত্তর : ইটালির ফ্লোরেন্স শহরে । 

55.বাংলায় নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ? 

উত্তর :কলকাতা শহরে । 

56.শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ? 

উত্তর :উইলিয়াম কেরি ,ওয়ার্ড ও মার্শম্যান । 

57.বামাবোধিণী  পত্রিকা কত দিন চলে ? 

উত্তর :1863__1922 সাল পর্যন্ত । 

58.উমেশচন্দ্র_র লেখা দুটি গ্রন্থের নাম লেখ ? 

উত্তর :বামারচনাবলী ও স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা । 

59.কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় ? 

উত্তর :1824 সালে । 

60.পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থকের নাম কি ? 

উত্তর :মেকলে ,আলেকজান্ডার ডাফ,কলভিন । 

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

61.প্রাচ্যবাদের কয়েকজন সমর্থকের নাম লেখ ? 

উত্তর : এইচ টি প্রিন্সেপ  , কোলব্রুক , উইলসন । 

62.ভারতের প্রথম বাঙ্গালি বিদ্যালয় কোনটি ? 

উত্তর :1849 সালে প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় (বেথুন স্কুল ) । 

63.বাংলার প্রথম বি.এ  পাশ নারীদের নাম লেখ ? 

উত্তর :কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু । 

64.হেয়ার স্কুল র পূর্বনাম কি ? 

উত্তর :পটলডাঙ্গা আকাদেমি । 

65.বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন ? 

উত্তর :রাজারামমোহন রায় । 

66.কে কবে কলকাতা মেডিক্যাল কলেজ  প্রতিষ্ঠা করেন ? 

উত্তর :1835সালে লর্ড উইলিয়াম বেণ্টিঙক । 

67.কোন নির্দেশ নামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : উডের ডেসপ্যাচ র ভিত্তিতে 1857 সালে । 

68.কলিকাতা বিশ্ববিদ্যলয়ের প্রথম বি.এ  বা স্নাতক কারা ছিলেন ? 

উত্তর :যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায় । 

69.কার উদ্যোগে মহসীন শিক্ষা তহবিল গঠিত হয় ? 

উত্তর: চার্লস মেটকাফ ।

70.কার উদ্যোগে কবে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় ? 

উত্তর :1861 সালে , কেশবচন্দ্র সেনের উদ্যোগে । 

71.কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্র পত্রিকার নাম লেখ ? 

উত্তর :সুলভ সমাচার (1870) ভারত শ্রমজীবী (1878) মদ না গরল  প্রভৃতি ।

72.কে কবে নববিধান ঘোষণা করেন ? 

উত্তর : কেশবচন্দ্র  সেন 1880 সালে । 

73.কে বলেন “সাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা” ? 

উত্তর : স্বামী বিবেকানন্দ । 

74.উনিশ শতকে বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ধারায় কারা নেতৃত্বে ছিলেন ? 

উত্তর :রামমোহন রায় , ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর । 

75.উনিশ শতকে বাংলার নবজাগরণে কদের বিশেষ ভূমিকা ছিল ? 

উত্তর :রামমোহন রায় ,ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,কেশবচন্দ্র সেন ,দেবেন্দ্রনাথ ঠাকুর । 

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

Scroll to Top