
নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চ-মাধ্যমিক বাংলা সাজেশান
১. “নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে” – ফাল্গুনির অর্থাৎ –
উঃ- অর্জুনের
২. “এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি” – এখানে ক্ষত্রমণি বলতে-
উঃ- রাজা নিলধ্বজ রায়
৩. “টুট কিরীটীর গর্ব আজি রণস্থলে” – কিরীটীর অর্থাৎ –
উঃ- অর্জুনের
৪. “অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে”- এখানে বালকে অর্থাৎ-
উঃ প্রবীরকে
৫. “ক্ষত্রকুল রত্ন পুত্র” –
উঃ- প্রবীর
৬. “তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু”- এখানে “পুত্রহা রিপু” –
উঃ- অর্জুন
৭. কেন এ পাষণ্ড পাণ্ডু রথী- তব পুরে অতিথি? –
উঃ- পার্থ
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
৮. ক্ষত্রিয়ধর্ম্ম এই কি নৃমণি ? – এখানে নৃমণি বলা হয়েছে –
উঃ- নীলধ্বজকে
৯. নরনারায়ন – জ্ঞানে শুনিনু পূজিছ –নারায়ন বলা হয়েছে –
উঃ- অর্জুন কে
১০. “কুলটা যে নারী”- কুলটা বলা হয়েছে-
উঃ- কুন্তীকে
১১. “পান্ডব-কির্ত্তন গান গায়েন সতত”- গান গেয়েছেন –
উঃ- দ্বৈপায়ন ঋষি
১২. “সত্যবতীসূত-বিখ্যাত জগতে” –
উঃ- ব্যাস
১৩. “কুলাচার্য্য তিনি কু-কুলের?” – এখানে কুলাচার্য্য বলা হয়েছে –
উঃ- দ্বৈপায়ন ঋষিকে
১৪. “শাশুড়ির যোগ্য বধূ”- যোগ্য বধূ বলা হয়েছে-
উঃ- দ্রৌপদীকে
১৫. “শাশুড়ির যোগ্য বধূ”- এখানে শাশুড়ি –
উঃ- কুন্তী
কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
১৬. “ ভাবি যদি পাঞ্চালী কথা”- পাঞ্চালী বলা হয়েছে –
উঃ- দ্রৌপদীকে
১৭. “দহিল খান্ডব দুষ্ট-সহায়ে”-
উঃ- কৃষ্ণের
১৮. “কিন্তু বৃথা এ গঞ্জনা । গুরুজন তুমি”- এখানে গুরুজন –
উঃ- নীলধ্বজ
১৯. “হাইরে” এ জনাকীর্ণ ভবস্থল আজি- জনার পক্ষে, –
উঃ- বিজন
২০. “যাও চলি, মহাবল, যাও কুরুপুরে নব মিত্র পার্থসহ” – এখানে মহাবল বলা হয়েছে –
উঃ- নীলধ্বজকে
২১. “ক্ষত্রকুলবালা আমি , ক্ষত্রকুল-বধূ”- এখানে ক্ষত্রকুলবধূ-
উঃ- জনা
২২. “ছাড়িব এ পোড়া প্রাণ , জাহ্নবীর জলে”- জাহ্নবী জলে – অর্থাৎ –
উঃ- গঙ্গার জলে
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
২৩. “মহাযাত্রা করি চলিল অভাগা- পুত্রের উদ্দেশ্যে”-
উঃ- জনা
২৪. “দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লভি অন্তে”- কৃতান্ত নগরে অর্থাত-
উঃ- যমালয়ে
২৫. মাহেশ্বরী পুরীর যুবরাজের নাম-
উঃ- প্রবীর
২৬. ভীষ্মের আসল নাম-
উঃ- দেবব্রত
২৭. “রে অবোধ , কে মুছিবে তোরে?”- এখানে অবোধ হলেন –
উঃ- প্রবীর
২৮. অশ্বমেধ যজ্ঞাশ্ব কে ধরেছিলেন-
উঃ- যুবরাজ প্রবীর
২৯. “হ্রেষা” – শব্দের অর্থ কি –
উঃ- ঘোড়ার ডাক
৩০. “প্রতিবিধিৎসিতে” – শব্দের অর্থ কি ?-
উঃ- প্রতিবিধান করতে
তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
৩১. “শুন্ড”- শব্দের অর্থ কি –
উঃ- শুঁড়
৩২. ক্ষত্রকুল-রত্ন পুত্র কে ?-
উঃ- পুত্র
৩৩. “সেবিছ যতনে তুমি অতিথি রতনে” – অতিথি রতন কে ?
উঃ- অর্জুন
৩৪. “এ পাষণ্ড পাণ্ডু রথী”- পাণ্ডু রথী কে ?
ঊঃ- পার্থ
৩৫. “মিস্টালাপে তুষিছ কি তুমি কর্ন তার সভাতলে”- কার কর্ন তুষ্ট করছেন-
উঃ- পার্থের
৩৬. “নবনারায়ন-জ্ঞানে শুনিনু , পুজিছ…” – কাকে পূজা করা হয়েছে –
উঃ- পার্থকে
৩৭. “কে না জানে তারে , স্বৈরিণী ?’ – কাকে স্বৈরিণী বলা হয়েছে –
উঃ- কুন্তীকে
৩৮. “একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে” – একমাত্র পুত্র কে ?-
উঃ- প্রবীর
৩৯. কুলটা যে নারী – কুলটা কে ?
উঃ- কুন্তী
৪০. “সত্যবতীসূত ব্যাস বিখ্যাত জগতে!” – ব্যাস কে ?
উঃ- দ্বৈপায়ন
ডাকাতের মা অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
৪১. ধীবরী জননী , পিতা ব্রাহ্মণ !” কার জননী ধীবরী এবং পিতা ব্রাহ্মন-
উঃ- দ্বৈপায়নের
৪২. “কুলাচার্য্য তিনি কু-কুলের”- কে কুলাচার্য্য ?
উঃ- দ্বৈপায়ন
৪৩. “…অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর” – পীতাম্বর কে ?-
উঃ- নারায়ন
৪৪. “লোকমাতা রমা কি হে এক ভ্রষ্টা রমণী?”- ভ্রষ্টা রমণী কে ?
উঃ- দ্রৌপদী
৪৫. ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে “- কে ছলনা করল –
উঃ- অর্জুন
৪৬. “দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে” – কে খাণ্ডব দহন করেছে –
উঃ- অর্জুন
৪৭. “ কি কুছলে নরাধম বধিল তাহারে , দেখ স্মরি?’ কে নরাধম ?
উঃ- অর্জুন
৪৮. “নাশিল বর্বর তারে” – কাকে নাশ করল ?
উঃ- কর্নকে
৪৯. “চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?” – কাকে চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়েছে –
উঃ- অর্জুনকে
৫০. “চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?” – কাকে ব্রাহ্মণের সঙ্গে তুলনা করা হয়েছে –
উঃ- নীলধ্বজকে
সুয়েজ খালেঃ হাঙ্গর শিকার প্রবন্ধ থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
৫১. “কুলনারী আমি , নাথ , বিধির বিধানে পরাধীনা!” – কুলনারী কে ?
উঃ- জনা
৫২. “নিঃসন্তান করিল আমারে !”- কে নিঃসন্তানা করেছে ?
উঃ- অর্জুন
৫৩. “নিঃসন্তান করিল আমারে !”- কে নিঃসন্তানা করা হয়েছে ?
উঃ- জনাকে
৫৪. “আশার লতারে ছিঁড়িলি ? – কে আশার লতা ছিঁড়েছে ?
উঃ- প্রবীর
৫৫. ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে ! – কে পোড়া প্রাণ ছাড়বে ?
উঃ- জনা
৫৬. “শোধিলি কি রে তুই এইরূপে মাতৃধার ?”- কে মাতৃ ধার শোধ করেছে ?-
উঃ- প্রবীর
৫৭. “যাচি চিরবিদায় ও পদে” – কে চিরবিদায় চেয়েছেন ?
উঃ- জনা
৫৮. “যাচি চিরবিদায় ও পদে” – কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
উঃ- নীলধ্বজের
৫৯. “নীলধ্বজের প্রতি জনা” উৎস কোন কাব্য ?
উঃ- বীরাঙ্গনা
Madhyamik history suggestion all important question answer DOWNLOAD
৬০. “নীলধ্বজের প্রতি জনা” কাহিনীটি মহাভারতের কোন পর্বে আছে ?
উঃ- অশ্বমেধ পর্বে
গ্যালিলিও প্রবন্ধ থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান
৬১. “নীলধ্বজের প্রতি জনা” – কবি কে ?
উঃ- মাইকেল মধুসূদন দত্ত