বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা / মাধ্যমিক ইতিহাস / ষষ্ঠ অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1.রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল-
a. মাদ্রাজ
b. বাংলা
c. বোম্বাই
d. উড়িষ্যা
Ans- c. বোম্বাই
2. ‘স্বদেশ বান্ধব সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল তা হল-
a. বরিশাল
b. ঢাকা
c. চট্টগ্রাম
d. ময়মনসিংহ
Ans- a. বরিশাল
3. ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয়-
a. চট্টোগ্রামে
b. ঢাকায়
c. বরিশালে
d. খুলনায়
Ans- b. ঢাকায়
4. বঙ্গভঙ্গ যে দিন ঘোষিত হয় তা হল ১৯০৫ খ্রিস্টাব্দের-
a. ১৬ অক্টোবর
b. ১৬ জুলাই
c. ১৬ জুন
d. ১৬ সেপ্টেম্বর
Ans- a. ১৬ অক্টোবর
5. লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন-
a. ১৯০৫ খ্রিস্টাব্দে
b. ১৯১১ খ্রিস্টাব্দে
c. ১৯৪২ খ্রিস্টাব্দে
d. ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ans- a. ১৯০৫ খ্রিস্টাব্দে
6. স্বদেশি ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল-
a. ১৯০৫ খ্রিস্টাব্দে
b. ১৯২০ খ্রিস্টাব্দে
c. ১৯৩০ খ্রিস্টাব্দে
d. ১৯৪২ খ্রিস্টাব্দে
Ans- a. ১৯০৫ খ্রিস্টাব্দে
7. ১৯২০ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন-
a. চিত্তরঞ্জন দাশ
b. লালা লাজপৎ রায়
d. বিপিনচন্দ্র পাল
Ans- b. লালা লাজপৎ রায়
8. অসহযোগ আন্দোলন বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন-
a. বীরেন্দ্রনাথ শাসমল
b. সোমেশ্বর চৌধুরী
c. স্বামী বিদ্যানন্দ
d. জিতেন্দ্রলাল বন্ধ্যোপাধ্যায়
Ans- d. জিতেন্দ্রলাল বন্ধ্যোপাধ্যায়
9. মদনমোহন মালব্যের উদ্যোগে কিষান সভা গঠিত হয়-
a. ১৯১৭ খ্রিস্টাব্দে
b. ১৯১৫ খ্রিস্টাব্দে
c. ১৯১৪ খ্রিস্টাব্দে
d. ১৯১৬ হ্রিস্তাব্দে
Ans- a. ১৯১৭ খ্রিস্টাব্দে
10. চৌরিচৌরার ঘটনার পরিপেক্ষিতে কোন্ আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয়-
a. স্বদেশি
b. অহিংস আন্দোলন
c. আইন অমান্য
d. ভারত ছাড়ো
Ans- b. অহিংস আন্দোলন
11. বাবা গরিবদাস ও মাদারি পাশা কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
a. খিলাফৎ
b. বারদৌলি
c. একা
d. আইন অমান্য
Ans- c. একা
12. ‘পতিদার যুবক মণ্ডল’ গড়ে ওঠে-
a. বারদৌলিতে
b. মাদ্রাজে
c. কলকাতায়
d. বিহারে
Ans- a. বারদৌলিতে
13. ‘হালি’ প্রথা কোথায় প্রচলিত ছিল ?
a. বারদৌলিতে
b. বীরভূমে
c. খেদায়
d. আমেদাবাদে
Ans- a. বারদৌলিতে
14. ‘কালিপরাজ’ নামে কৃষকরা কোথায় বসবাস করত ?
a. বারাণসী
b. দিনাজপুর
c. সাঁওতাল পরগণা
d. বারদৌলি
Ans- d. বারদৌলি
15. বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়-
a. ১৯২০ খ্রিস্টাব্দে
b. ১৯২২ খ্রিস্টাব্দে
c. ১৯৩০ খ্রিস্টাব্দে
d. ১৯৪০ খ্রিস্টাব্দে
Ans- c. ১৯৩০ খ্রিস্টাব্দে
16. আইন অমান্য আন্দোলনের সময় কেরালার কৃষক আন্দোলন কোন্ কংগ্রেস নেতা নেতৃত্ব দেন ?
a. বাল রামকৃষ্ণ
b. কেলাপ্পান
c. স্বামী সহজানন্দ
d. মৌলানা ভাসানি
Ans- b. কেলাপ্পান
17. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন-
a. স্বামী সহজানন্দ
b. এন জি রঙ্গ
c. বাবা রামচন্দ্র
d. বাল রামকৃষ্ণ
Ans- a. স্বামী সহজানন্দ
18. সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক ছিলেন-
a. বাল রামকৃষ্ণ
b. বাবা রামচন্দ্র
c. স্বামী সহজানন্দ
d. এন জি রঙ্গ
Ans- d. এন জি রঙ্গ
19. নিখিল কামগার ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়-
a. ১৯২০ খ্রিস্টাব্দে
b. ১৯২৮ খ্রিস্টাব্দে
c. ১৯৩০ খ্রিস্টাব্দে
d. ১৯২৮ খ্রিস্টাব্দে
Ans- a. ১৯২০ খ্রিস্টাব্দে
20. গিরনি কামগার ইউনিয়ন স্থাপিত হয়-
a. ১৯২৬ খ্রিস্টাব্দে
b. ১৯২৮ খ্রিস্টাব্দে
c. ১৯৩০ খ্রিসাব্দে
d. ১৯৩২ খ্রিস্টাব্দে
Ans- b. ১৯২৮ খ্রিস্টাব্দে
21. এ আই টি ইউ সি –এর প্রথম সভাপতি ছিলেন-
a. স্বামী সহজানন্দ
b. লালা লাজপৎ রায়
c. এন জি রঙ্গ
d. পি সি জোশী
Ans- b. লালা লাজপৎ রায়
22. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অব বেঙ্গল’-এর সভাপতি ছিলেন-
a. এন জি রঙ্গ
b. হেমন্তকুমার সরকার
c. নরেশচন্দ্র সেনগুপ্ত
d. কুতুবউদ্দিন আহমেদ
Ans- c. নরেশচন্দ্র সেনগুপ্ত
23. ‘অল ইন্ডিয়া ওয়ার্কার্স’ অ্যান্ড প্রেজেন্টস পার্টি’-এর সাধারণ সম্পাদক ছিলেন-
a. কাজী নজরুল ইসলাম
b. নরেশচন্দ্র সেনগুপ্ত
c. হেমন্তকুমার সরকার
d. আর এস নিম্বকার
Ans- d. আর এস নিম্বকার
24. ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ-বিদ্রোহ হয়েছিল-
a. মাদ্রাজে
b. বোম্বাইতে
c. কলকাতায়
d. দিল্লিতে
Ans- b. বোম্বাইতে
25. ‘কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয়-
a. ১৯৩২ খ্রিস্টাব্দে
b. ১৯৩৩ খ্রিস্টাব্দে
c. ১৯৩৪ খ্রিসাব্দে
d. ১৯৩৫ খ্রিস্টাব্দে
Ans- c. ১৯৩৪ খ্রিসাব্দে
26. ‘লাঙল’ পত্রিকাটির সম্পাদনা করেন-
a. কাজী নজরুল ইসলাম
b. সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
c. মুজাফফর আহমেদ
d. এস এ ডাঙ্গে
Ans- a. কাজী নজরুল ইসলাম
27. ‘গণবাণী’ পত্রিকাটির সম্পাদক ছিলেন-
a. এস এ ডাঙ্গে
b. মুজাফফর আহমেদ
c. সিঙ্গারাভেল্লু চেট্টীয়ার
d. সন্তোষ সিং
Ans- b. মুজাফফর আহমেদ
28. ‘যুব কমরেড লিগ’ কার নেতৃত্বে গড়ে ওঠে-
a. এস এ ডাঙ্গের
b. মুজাফফর আহমেদের
c. পি সি জোশীর
d. নিম্বকারের
Ans- c. পি সি জোশীর
29. মি. মাটিন কার ছদ্মনাম ছিল ?
a. রাসবিহারী বসুর
b. সুভাষচন্দ্র বসুর
c. এস এ ডাঙ্গের
d. মানবেন্দ্রনাথ রায়ের
Ans- d. মানবেন্দ্রনাথ রায়ের
30. কে ‘সরবমতি আশ্রম’ প্রতিষ্ঠা করেছিলেন-
a. গান্ধিজি
b. নেতাজি
c. নেহরু
d. জিন্না
Ans- a. গান্ধিজি
31. ‘স্বরাজ দল’-এর সভাপতি ছিলেন-
a. মতিলালা নেহরু
b. চিত্তরঞ্জন দাশ
c. নেতাজি
d. মহাত্মা গান্ধি
Ans- b. চিত্তরঞ্জন দাশ
32. ভারতের প্রথম শ্রমিক সংগঠনটি হল-
a. শ্রমজীবী সমিতি
b. ভারতীয় শ্রমিক সভা
c. কৃষক সভা
d. শ্রমিক সভা
Ans- a. শ্রমজীবী সমিতি
33. ‘তেভাগা’ আন্দোলনের একজন নেত্রী হলেন-
a. জয়া ঘোষ
b. সাবিত্রী পাল
c. মল্লিকা হালদার
d. সুদিপা সেন
Ans- d. সুদিপা সেন
34. ‘তেলেঙ্গানা’ আন্দোলন হয়-
a. হায়দ্রাবাদে
b. অন্ধ্রপ্রদেশে
c. বিহারে
d. উত্তরপ্রদেশে
Ans- a. হায়দ্রাবাদে
35. ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন-
a. লালা লাজপৎ রায়
b. সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
c. রাসবিহারী বসু
d. মানবেন্দ্রনাথ রায়
Ans- d. মানবেন্দ্রনাথ রায়
36. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল-
a. মাদ্রাজ লেবার ইউনিয়ন
b. কলকাতা লেবার ইউনিয়ন
c. মুম্বাই লেবার ইউনিয়ন
d. দিল্লি লেবার ইউনিয়ন
Ans- a. মাদ্রাজ লেবার ইউনিয়ন
37. ‘লেবার স্বরাজ পার্টি’-এর নাম পরিবর্তন করে কী রাখা হয়-
a. কিষান দল
b. পেজেন্টস পার্টি
c. ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি
d. লেবার পার্টি
Ans- c. ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি
38. বোম্বাইয়ের ‘দ্য মেনস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়-
a. ১৮৯৫ খ্রিস্টাব্দে
b. ১৮৯৬ খ্রিস্টাব্দে
c. ১৮৯৭ খ্রিস্টাব্দে
d. ১৯৯৮ খ্রিস্টাব্দে
Ans- a. ১৮৯৫ খ্রিস্টাব্দে
39. নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় ‘মানবেন্দ্রনাথ’ ছদ্মনাম গ্রহন করেন ?
a. রাশিয়ার
b. জার্মানিতে
c. আমেরিকায়
d. ব্রিটেনে
Ans- c. আমেরিকায়
40. ‘লিগ অব র্যাডিক্যাল কংগ্রেসমেন’ প্রতিষ্ঠা করেন-
a. পি সি জোশী
b. মানবেন্দ্রনাথ রায়
c. এস এ ডাঙ্গে
d. অবনী মুখার্জি
Ans- b. মানবেন্দ্রনাথ রায়
41. ‘সারা ভারত কিষান কংগ্রেস’-এর সভাপতি কে ছিলেন-
a. এন জি রঙ্গ
b. পি সি জোশী
c. জয়প্রকাশ নারায়ন
d. আচার্য নরেন্দ্র দেব
Ans- a. এন জি রঙ্গ