প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ / মাধ্যমিক ইতিহাস / তৃতীয় অধ্যায়
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর
1.ব্রিটিশ সরকার অরণ্য সনদ পাস করেন-
a. ১৮৫৫ খ্রিস্টাব্দে
b. ১৮৬৮ খ্রিস্টাব্দে
c. ১৮৬৫ খ্রিস্টাব্দে
d. ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ans- a. ১৮৫৫ খ্রিস্টাব্দে
2. সরকার বনবিভাগের ইনস্পেকটর জেনারেল নিয়োগ করে-
a. ম্যাকডোনাল্ড-কে
b. দিয়েত্রিখ ব্রান্ডিস-কে
c. চার্লস টেগার্ট-কে
d. লং সাহেবকে
Ans- b. দিয়েত্রিখ ব্রান্ডিস-কে
3. প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়-
a. ১৮৫৫ খ্রিস্টাব্দে
b. ১৮৬৮ খ্রিস্টাব্দে
c. ১৮৬৫ খ্রিস্টাব্দে
d. ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ans- c. ১৮৬৫ খ্রিস্টাব্দে
4. দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়-
a. ১৮৫৫ খ্রিস্টাব্দে
b. ১৮৬৮ খ্রিস্টাব্দে
c. ১৮৬৫ খ্রিস্টাব্দে
d. ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ans- d. ১৮৭৮ খ্রিস্টাব্দে
5. কিসের মাধ্যমে সমাজের কোনো প্রচলিত ব্যবস্থার দ্রত ও আমূল পরিবর্তন ঘটে ?
a. বিপ্লবের
b. বিদ্রোহের
c. অভ্যুত্থানের
d. আন্দোলনের
Ans- a. বিপ্লবের
6. ১৯৭১ খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের গণ আন্দোলন কীসের উদাহরণ ?
a. বিপ্লবের
b. বিদ্রোহের
c. অভ্যুত্থানের
d. পরিবর্তনের
Ans- c. অভ্যুত্থানের
7. রংপুরের ইজারাদার ছিলেন-
a. নুরুলউদ্দিন
b. দেবী সিংহ
c. দয়ারাম শীল
d. জগন্নাথ সিংহ
Ans- b. দেবী সিংহ
8. রংপুর স্বাধীন সরকারের ‘নবাব’ ছিলেন-
a. দয়ারাম শীল
b. দেবী সিংহ
c. তিতুমির
d. নুরুলউদ্দিন
Ans- d. নুরুলউদ্দিন
9. কোন্ বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা’ নামে চাঁদে আদায় করত ?
a. বারাসাত
b. নীল
c. পাবনা
d. রংপুর
Ans- d. রংপুর
10. প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহে নেতৃত্বে দেন-
a. নুরুলউদ্দিন
b. তিতুমির
c. জগন্নাথ সিংহ
d. দিগম্বর বিশ্বাস
Ans- c. জগন্নাথ সিংহ
11. দুর্জন সিং কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?
a. রংপুর
b. চুয়াড়
c. পাবনা
d. নীল
Ans- b. চুয়াড়
12. শিরোমণি কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?
a. চুয়াড়
b. রংপুর
c. পাবনা
d. নীল
Ans- a. চুয়াড়
13. বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহে নেতৃত্বে দিয়েছিলেন ?
a. চুয়াড়
b. সাঁওতাল
c. মুন্ডা
d. কোল
Ans- d. কোল
14. ‘দামিন-ই-কোহ’-তে বসবাস করত-
a. ওয়াহাবিরা
b. ফরাজিরা
c. সাঁওতালরা
d. সন্ন্যাসী ও ফকিররা
Ans- c. সাঁওতালরা
15. ‘কেনারাম’ ও ‘বেচারাম’ নামে বাটখারা করত-
a. জমিদাররা
b. ব্যাবসায়ীরা
c. মহাজনরা
d. ইংরেজরা
Ans- b. ব্যাবসায়ীরা
16. সিধু ও কানু কোন্ বিদ্রোহের নেতা ছিলেন-
a. সাঁওতাল
b. কোল
c. ভিল
d. মুন্ডা
Ans- a. সাঁওতাল
17. কোন্ বিদ্রোহে বলা হয়েছে যে, ‘পাপি’ মহাজন ও ইংরেজদের বন্ধুকের গুলি বিদ্রোহীদের কোনো ক্ষতি করতে পারবে না ?
a. পাবনা
b. রংপুর
c. সাঁওতাল
d. কোল
Ans- c. সাঁওতাল
18. সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ?
a. হুল
b. উলঘুলান
c. দার-উল-হারব
d. দিকু
Ans- a. হুল
19. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ?
a. হুল
b. উলঘুলান
c. দাল-উল-হারব
d. দিকু
Ans- b. উলঘুলান
20. মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কী বলা হত ?
a. তিন কাঠিয়া প্রথা
b. হুল প্রথা
c. উলঘুলান প্রথা
d. খুঁতকাথি প্রথা
Ans- d. খুঁতকাথি প্রথা
21. ভিল বিদ্রোহের নেতা ছিলেন
a. সেওয়ারাম
b. বিরসা
c. সিধু
d. কানু
Ans- a. সেওয়ারাম
22. ‘আনন্দনাথ’ উপন্যাসে উল্লেখ আছে-
a. কোল বিদ্রোহের
b. ভিল বিদ্রোহের
c. সন্ন্যাসি-ফকির বিদ্রোহের
d. মুন্ডা বিদ্রোহের
Ans- c. সন্ন্যাসি-ফকির বিদ্রোহের
23. ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারত সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ হল-
a. রংপুর বিদ্রোহ
b. পাবনা বিদ্রোহ
c. নীল বিদ্রোহ
d. সন্ন্যাসি-ফকির বিদ্রোহ
Ans- d. সন্ন্যাসি-ফকির বিদ্রোহ
24. ‘ওয়াহাবি’ কথার অর্থ কী ?
a. ইসলাম
b. নবজাগরণ
c. শুদ্ধিকরণ
d. বিধর্মী
Ans- b. নবজাগরণ
25. ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান-
a. সৈয়দ আহমেদ
b. আবদুল ওয়াহাব
c. তিতুমির
d. মাসুম
Ans- a. সৈয়দ আহমেদ
26. তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন-
a. তিতুমির
b. গোলাম মাসুম
c. সৈয়দ মাসুম
d. সৈয়দ আহমেদ
Ans- d. সৈয়দ আহমেদ
27. তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের সেনাপতি ছিলেন-
a. তিতুমির
b. মৈনুদ্দিন
c. গোলাম মাসুম
d. সৈয়দ আহমেদ
Ans- c. গোলাম মাসুম
28. বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন-
a. কৃষ্ণদেব রায়
b. তিতুমির
c. মৈনুদ্দিন
d. গোলাম মাসুম
Ans- b. তিতুমির
29. ‘ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন-
a. হাজি শরিয়ৎ উল্লাহ
b. দুদুমিঞা
c. তিতুমির
d. মজনু শাহ
Ans- a. হাজি শরিয়ৎ উল্লাহ
30. বাংলায় তরিকা-ই মহম্মদীয়ার ভাবধারা প্রচার করেন-
a. টিপু শাহ
b. তিতুমির
c. হাজি শরিয়ৎ উল্লাহ
d. দুদুমিঞা
Ans- b. তিতুমির
31. ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত-
a. দিগম্বর বিশ্বাস
b. বিশ্বনাথ সর্দার
c. মেঘাই সর্দার
d. রাম্রতন রায়
Ans- d. রাম্রতন রায়
32. প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় ?
a. সাঁওতাল পরগনায়
b. ইউসুফশাহি পরগনায়
c. এদ্রাকপুর পরগনায়
d. ২৪ পরগনায়
Ans- c. এদ্রাকপুর পরগনায়