তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
১. তেলানাপোতা আবিস্কার গল্পটি লিখেছেন –
উঃ- প্রেমেন্দ্র মিত্র
২. যোগাযোগ হলে তেলানাপোতা আবিস্কার হতে পারে-
উঃ- মঙ্গলবার
৩. তেলানাপোতায় জাবার জন্য যে মাধ্যমটি দরকার তা হল –
উঃ- বাস
৪. কলকাতা থেকে তেলানাপোতা যেতে আনুমানিক সময় লাগে –
উঃ- দুঘণ্টা
৫. তেলানাপোতা জায়গাটি –
উঃ- জনমানবহীন
৬. তেলানাপোতার আবহাওয়া –
উঃ- স্যাঁতসেঁতে
৭. তেলানাপোতা আবিস্কার করতে যারা গিয়েছিল তারা ছিল –
উঃ- তিন বন্ধু
৮. লেখক তেলানাপোতায় গিয়েছিলেন –
উঃ- মাছ শিকার ও ভ্রমনের উদ্দেশ্যে
৯. তেলানাপোতা ছিল ভীষণ –
উঃ- মশার উৎপাত
১০. যে বাহনে চরে তারা জঙ্গল থেকে গন্তব্যে পৌঁছেছিলেন সেটি ছিল –
উঃ- গোরুর গাড়ি
১১. গাড়োয়ান কানেস্তারা বাজাচ্ছিল কারন সেখানে ছিল –
উঃ- বাঘের ভয়
১২. কলকাতা থেকে তেলানপোতার দূরত্ব ছিল –
উঃ- তিরিশ মাইল
১৩. তেলানাপোতায় তিন বন্ধু যে বাড়িটিতে উঠেছিল সেটি ছিল –
উঃ- প্রাচীন অট্টালিকা
১৪. তেলানাপোতায় যে কটু গন্ধ তিন বন্ধুকে বিব্রত করেছিল তা ছিল –
উঃ- পুকুরের পানা পচার গন্ধ
১৫. তিনবন্ধুর মধ্যে দুজন ছিল –
উঃ- পানরসিক ও নিদ্রা বিলাসী
১৬. কৃষ্ণপক্ষের চাদের আলয় অট্টালিকাটিকে-
উঃ- অপরূপ মোহময় দেখায়
১৭. আলোর রেখার আড়ালে ছিল –
উঃ- রহস্যময় ছায়া মুর্তি
১৮. তেলানাপোতায় মাছ শিকার করতে গিয়ে প্রতিযোগী হবে –
উঃ- মাছরাঙা
১৯. মাছ শিকার করার সময় উদ্দিষ্ট ব্যক্তিটি দেখতে পায় –
উঃ- কলস হাতে এক রমণী
২০. যে রমণীটি উদ্দিষ্ট ব্যক্তির মাছ শিকার দেখেছিল তার নাম ছিল –
উঃ- যামিনী
২১. যামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল –
উঃ- নিরঞ্জন
ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
২২. বৃদ্ধাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে সাময়িকভাবে শান্ত করেছিলেন –
উঃ- উদ্দিষ্ট ব্যক্তি
২৩. উদ্দিষ্ট ব্যক্তিটি শেষপর্যন্ত আক্রান্ত হয়েছিলেন –
উঃ- ম্যালেরিয়াতে
২৪. যামিনী তিনবন্ধুর মধ্যে –
উঃ- মণির জ্ঞাতি
২৫. যামিনীর মুখের যে দিকটি উদ্দিষ্ট ব্যক্তিকে আকর্ষন করেছিল –
উঃ- করুন গাম্ভীর্য
২৬. উদ্দিষ্ট ব্যক্তি জ্বরের ঘোরে যে কথাটি নিজের হৃদস্পন্দনে শুনতে পাবেন তা হল –
উঃ- ফিরে আসবো
২৭. গোরুর গাড়ির এই ছই এর ভিতর ছিল –
উঃ- তিন জোড়া হাত পা ও তিনটি মাথা
২৮. তেলানাপোতা যাওয়ার সময় যে চাঁদ দেখা গিয়েছিল সেটি হল –
উঃ- কৃষ্ণপক্ষের
২৯. ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন ছিল –
উঃ- অ্যানোফিলিস
৩০. যামিনীর মা তাদের তেলানাপোতার বাড়িটিকে বলেছেন –
উঃ- প্রেতপুরী
৩১. যামিনীর মা নিজেকে বলেছেন –
উঃ- ঘাটের মড়া
৩২. খাবার পরিবেশনকালীন যামিনী –
উঃ- চঞ্চল ও উদ্বিগ্ন ছিল
৩৩. যেখান থেকে তিনবন্ধু ও যামিনী ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল তা হল –
উঃ- উপর তলার ঘর
৩৪. যামিনী বাইরে যাবে –
উঃ- ব্যস্ত হয়ে
৩৫. খাওয়ার পর তিন বন্ধু –
উঃ- বিশ্রাম করে
৩৬. যামিনী কথকের দিকে তাকিয়েছিল –
উঃ- সোজাসুজি
৩৭. জীবনের সুদীর্ঘ নির্মম পথ পার হয়ে এসেছে –
উঃ- যামিনী
৩৮. উদ্দিষ্ট ব্যক্তিটির মাছ শিকার কালে চমক ভাঙে-
উঃ- জলের শব্দে
৩৯. উদ্দিষ্ট ব্যক্তিটি আনমনা হয়েছিল –
উঃ- উদাস ঘুঘুর ডাক শুনে
৪০. উদ্দিষ্ট ব্যক্তিটি হতাশ হয়ে পুকুর ঘাট থেকে উঠেছিল –
উঃ- সাজসরঞ্জাম নিয়ে
কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
৪১. একসাথে অনেক কথা বলে বৃদ্ধা –
উঃ- হাঁফান
৪২. মহানগর বলিতে বোঝান হয়েছে-
উঃ- কলিকাতা
৪৩. লেখকদের ভাষায় গোরুর গাড়িটি ছিল –
উঃ- পাতালের কোন বামনের দেশ থেকে আসা ক্ষুদ্র সংস্করণ
৪৪. সাঁকোর উপর দিয়ে বাস যাবার সময়-
উঃ- ঘর্ঘর শব্দ হয়
৪৫. বড় রাস্তা থেকে তিনবন্ধু নেমে –
উঃ- জলার কাছে দাড়ায়
৪৬. তেলানাপোতা আবিস্কারের জন্য-
উঃ- দুদিনের ছুটি দরকার
৪৭. তিনবন্ধু তেলানাপোতা গিয়েছিলেন –
উঃ- ভাদ্রমাসে
৪৮. উদ্দিষ্ট ব্যক্তিটি পোনা ছাড়া আর যে মাছ শিকার করেছেন তা হল –
উঃ- পুঁটি
৪৯. সামনের ঘন জঙ্গলে –
উঃ- নালা কেটে রাখা
৫০. ছই এর ভিতর থেকে আকাশে দেখা যায়-
উঃ- তারা
৫১. তেলানাপোতা আবিস্কার গল্পটি কার লেখা –
উঃ- প্রেমেন্দ্র মিত্র
৫২. কোন দিনে লেখক সৃষ্ট চরিত্ররা তেলানাপোতার উদ্দেশ্যে যাত্রা করেছিল-
উঃ- মঙ্গলবার
৫৩. তিনবন্ধু কিসে করে তেলানাপোতার উদ্দেশ্যে যাত্রা করে –
উঃ- বাসে
৫৪. উদ্দিষ্ট ব্যক্তির অপর দুই বন্ধু কিসে আসক্ত-
উঃ- সুরাপানে ও নিদ্রায়
৫৫. তেলানাপোতায় নেমে উদ্দিষ্ট ব্যক্তি কিসে করে গন্তব্যে পৌছায়-
উঃ- গোরুর গাড়ি
৫৬. গোরুর গাড়ির চালক কে কি বলে –
উঃ- গাড়োয়ান
৫৭. গাড়োয়ান অন্ধকার রাস্তায় কিসের ভয় দেখায় –
উঃ- বাঘের
৫৮. যেখানে তিনবন্ধু রাত্রি বাস করেছিল সেটি কি ছিল –
উঃ – প্রাচীন অট্টালিকা
৫৯. উদ্দিষ্ট ব্যক্তিটি কিসের আগ্রহে তেলানাপোতা এসেছিল –
উঃ- মাছ শিকারের
৬০. যে রমণীকে উদ্দিষ্ট ব্যক্তিটি পুকুরধারে দেখেছিল তার নাম কি ছিল –
উঃ- যামিনী
৬১. যামিনীর পরিবারে কে কে ছিল –
উঃ- যামিনী ও তার মা
৬২. যামিনীকে বিবাহের প্রতিশ্রুতি কে দিয়েছিল –
উঃ- নিরঞ্জন
৬৩. যামিনীর মাকে শান্ত করেছিল কে –
উঃ- উদ্দিষ্ট ব্যক্তিটি
৬৪. তেলানাপোতায় কিসের উপদ্রব বেশি-
উঃ- মশার
ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
৬৫. কোন রোগে তেলানাপোতায় সর্বাধিক আক্রান্ত হয় –
উঃ – ম্যালেরিয়াতে
৬৬. শেষ পর্যন্ত যামিনীর বৃদ্ধা মা কার কথায় শান্ত হয় –
উঃ- উদ্দিষ্ট ব্যক্তিটির
৬৭. যামিনীর পারিবারিক পরিস্থিতি কার কাছ থেকে জানা যায় –
উঃ- মণির
৬৮. কলিকাতায় ফিরে উদ্দিষ্ট ব্যক্তিটি কোন রোগে আক্রান্ত হয় –
উঃ- ম্যালেরিয়া
৬৯. উদ্দিষ্ট ব্যক্তিটির জ্বর কত পরিমাপ করেছিল
অথবা
তেলানাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারাদেহের তাপমাত্রা জানাবে –
উঃ- একশ পাঁচ ডিগ্রি
৭০. তেলানাপোতার প্রকৃত অবস্থান কোথায়-
উঃ- নদীয়ায়
৭১. তেলানাপোতায় কারা ঘরের অধিকার নিয়ে সমস্ত রাত বিবাদ করবে –
উঃ- চামচিকেরা
৭২. মাছেরা আর শিকারির সাথে প্রতিযোগিতা করেনি কেন –
উঃ- শিকারি আদৌ নিপুন ছিল না
৭৩. তেলানাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল কেন ?
উঃ- ম্যালেরিয়ার প্রকোপে
৭৪. পুকুরের ওপারে কোন পাখি বসেছিল –
উঃ- মাছরাঙা
৭৫. তেলানাপোতা দ্বিতীয়বার উদ্দিষ্ট ব্যক্তি ফিরে যায়নি কেন –
উঃ- আবেগবিমুক্ত হয়েছিল বলে
৭৬. বৃদ্ধাকে উদ্দিষ্ট ব্যক্তিটি কি আশ্বাস দিয়েছিল-
উঃ- তিনি যামিনীকে বিবাহ করবেন
৭৭. কে পুকুর থেকে কলসে জল ভরেছিল-
উঃ- যামিনী
৭৮. গল্পের নিদ্রা বিলাসী বন্ধুকে কি সম্বোধন করা হয়েছে –
উঃ- কুম্ভকর্নের দোসর
৭৯. “বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাড়াতে হবে আপানাকে”- কারন-
উঃ- সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে
৮০. “হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে”- জলে শব্দটার কারন –
উঃ- একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে
৮১. “প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোশে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ন কঙ্কালসার মুর্তি শুয়ে আছে”- ছিন্ন কন্থার অর্থ হল –
উঃ- ছেড়া কাঁথা