ডাকাতের মা অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
১. ডাকাতের মা কাহিনীটির রচয়িতা –
উঃ- সতীনাথ ভাদুড়ী
২. সতীনাথ ভাদুড়ীর জে গল্পটি পাঠ্যাংশের অন্তর্গত তা হল –
উঃ- ডাকাতের মা
৩. ডাকাতের মা গল্পে ডাকাতের নাম –
উঃ- সৌখী
৪. কাহিনীটির মুখ্য চরিত্র –
উঃ- মাতা পুত্র
৫. ডাকাতের মা কাহিনীতে মূল জীবিকাটি ছিল –
উঃ- ডাকাতি
৬. সেকালের ডাকাতেরা সত্য গোপন রাখতে –
উঃ- নিজের জিভ কেটে ফেলত
৭. ডাকাতের মা কাহিনির পরিবারটিতে ছিল –
উঃ- মা-স্ত্রী-পুত্র-স্বামী
৮. সৌখীর জেলের সাজা হয়েছিল –
উঃ- পাঁচবছর
৯. সৌখীর মা চুরি করেছিল –
উঃ- মাতাদীন পেশকারের বাড়িতে
১০. সৌখীর মা চুরি করেছিল –
উঃ- লোটা
১১. পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছিল –
উঃ- সৌখীকে
১২. ডাকাতের মায়ের ঘুম হওয়া উচিত-
উঃ- পাতলা
১৩. দরজায় শব্দ হয়েছিল -.
উঃ- টক টক করে
১৪. সৌখীর বাবা জীবিত থাকার সময় সৌখীর মার পরিচয় ছিল –
উঃ- ডাকাতের বউ
১৫. সৌখীর ফিরে আসার সংকেত ছিল –
উঃ- তিনবারের পর একবার টোকা
১৬. টক টক দুবারের পর আর একবার টোকা পরলে বুঝতে হবে –
উঃ- দলের লোক এসেছে
১৭. সৌখীর জেলে থাকাকালীন সৌখীর মায়ের কাছে দলের লোক আসত-
উঃ- টাকা দিতে
১৮. সৌখী জেলে যাওয়ার পর দলের লোক টাকা দিয়েছিল –
উঃ- দুবছর
১৯. এর আগে সৌখী জেলে গেছে –
ঊঃ- দুবার
২০. সৌখীর মায়ের জীবিকা ছিল –
উঃ- খই মুড়ি বিক্রি করা
তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
২১. সৌখীর বর্তমান বউ ছিল –
উঃ- গয়লা বাড়ির মেয়ে
২২. সৌখীর ছেলের বয়স হল –
উঃ- পাঁচ বছর
২৩. সৌখীর শ্বশুর বাড়িতে ছিল –
উঃ- দুটি মোষ
২৪. সৌখীর হাজতবাস সম্পূর্ণ হবার মেয়াদ ছিল –
উঃ- বছর খানেক বাদে
২৫. জেলবাস সম্পুর্ন হলে সৌখী তার বউকে –
উঃ- রুপোর গয়না দিয়ে মুড়ে দেবে
২৬. রাতদুপুরে ফিরে একবার সৌখী তার মাকে-
উঃ- মেরেছিল
২৭. সৌখীর মাকে বকুনি দেবার লোক নেই –
উঃ- বিগত পাঁচ বছর ধরে
২৮. ঘুমের অসুবিধার জন্য সৌখীর মা-
উঃ- নাক-মুখ না ঢেকে ঘুমায়
২৯. বাইরে যে গাছতলায় খড় খড় শব্দ হয়েছিল সেটি ছিল –
উঃ- নোনা আতা গাছ
৩০. সৌখীর মার শীত বেশি লাগার কারন ছিল –
উঃ- সৌখীর মা বুড়ো হয়ে গেছিল
৩১. সৌখী আগের বার জেল থেকে এনেছিল –
উঃ- কম্বল
৩২. প্রচলিত বাঘধারায় কে পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে-
উঃ- হাতি
৩৩. মজা দেখার জন্য সৌখীর মায়ের সাথে খুনসুটি করছিল –
উঃ- টিকটিকি
৩৪. হুড়কো খোলার আগে সৌখী তার মাকে শিখিয়েছিল-
উঃ- দশবার নিঃশ্বাস নিতে
৩৫. সৌখীর মা যে বাড়িতে থাকতো তার দরজাটি –
উঃ- টিনের তৈরি
৩৬. সৌখীর মা যে ঘ্রাণটি পেয়েছিল সেটি ছিল –
উঃ- বিড়ির
৩৭. জেল পরিদর্শনে গিয়েছিল –
উঃ- লাটসাহেব
৩৮. ভালো রিপোর্ট দেবার জন্য সৌখী –
উঃ- জমাদারকে টাকা খাইয়েছিল
৩৯. মাতাদিন পেশকারের লোটা রাখা ছিল –
উঃ- বারান্দার দোরগোড়ায়
৪০. “লোটা হল বাড়ির লক্ষ্মী”- উক্তিটি কার –
উঃ- পেশকারের স্ত্রীর
কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
৪১. পেশকারের বাড়িতে পাঁচিল গাথা হচ্ছিল-
উঃ- উত্তর দিকে
৪২. সৌখী বাড়ি এসে যাদের খুঁজছিল তারা হল-
উঃ- সৌখীর বউ ও ছেলে
৪৩. থানা থেকে ফেরার পথে মাতাদীন পেশকার যে দোকানে গিয়েছিল সেটি ছিল –
উঃ- বাসনের দোকান
৪৪. সৌখীড় মা ছেলের জন্য রান্না করছিল –
উঃ- আলুর তরকারী
৪৫. সৌখীর মা যে পেশাকে গর্বের চোখে দেখে তা হল –
উঃ- ডাকাতি
৪৬. জেলের মধ্যে সৌখী যাদের সাথে কথা বলত না তারা হল –
উঃ- ছিঁচকে কদু চোর
৪৭. পেশকারের ঘটির সাথে রাখা ছিল –
উঃ- খড়ম জোড়া
৪৮. সৌখী জেলখানায় যেখানে কাজ কোর্ট সেটি ছিল –
উঃ- গুদাম ঘর
৪৯. পেশকার বাসনের দোকানে গিয়েছিল-
উঃ- লোটা কিনতে
৫০. কদু চোরদের সাজা হয় –
উঃ- দুতিনমাস
৫১. সৌখীর মায়ের রান্না করা তরকারী পুড়ে গিয়ে গন্ধ ছড়িয়ে পড়েছিল –
উঃ- সারা পাড়ায়
৫২. সৌখী জেলে থাকাকালীন রোজকার করেছিল-
উঃ- নব্বই টাকা
৫৩. আগে কে ডাকাতের বউ ছিল –
উঃ- সৌখীর মা
৫৪. দরজায় করাঘাত হলে কতক্ষন পর সৌখীর মা দরজা খুলত –
উঃ- দশবার নিঃশ্বাস পরতে যতক্ষণ লাগে ততক্ষন পর
৫৫. সৌখীর মায়ের জীবিকা ছিল –
উঃ- খই মুড়ি বিক্রি করা
৫৬. সৌখীর মা তার পুত্রবধূ ও নাতিকে কোথায় পাঠিয়েছিল –
উঃ- বাপের বাড়ি
৫৭. সৌখীর ছেলের বয়স-
উঃ- ৪-৫ বছর
৫৮. সৌখী জেল থেকে আগেরবার কি নিয়ে এসেছিল-
উঃ- কম্বল
৫৯. সৌখীর পারিবারিক পেশা কি ছিল –
উঃ- ডাকাতি করা
৬০. সৌখী বাড়ি ফিরে মায়ের কাছে কার খোজ করেছিল-
উঃ- বউ ও ছেলের
ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
৬১. সৌখী এবার জেল থেকে ছাড়া পেয়ে কি নিয়ে এসেছিল –
উঃ- নতুন কম্বল
৬২. সৌখীর মা চুরি করেছিল কেন?
উঃ- ঘরে খাবার ছিল না
৬৩. সৌখীর মা কত টাকার জন্য চুরি করেছিল –
উঃ- চোদ্দ আনা
৬৪. সৌখীর মা মাতাদীন পেশকারের কি চুরি করেছিল –
উঃ- লোটা
৬৫. সৌখী কতবার হাজতবাস করেছে-
উঃ- তিনবার
৬৬. সৌখীর বউ এর শরীর ভেঙ্গে গিয়েছিল কেন –
উঃ- স্বল্প আহারের কারনে
৬৭. সৌখীর স্ত্রী বাপের বাড়িতে কিসের অভাব ঘটবে না বলে সৌখীর মা মনে করত-
উঃ- দুধের
৬৮. সৌখীর শ্বশুরবাড়ি জাতে কি ছিল –
উঃ- গয়লা
৬৯. সৌখী জেল থেকে কার জন্য কম্বল নিয়ে এসেছিল –
উঃ- মায়ের জন্য
৭০. দারোগা সাহেব কিসে করে সৌখী দের বাড়ি এসেছিল –
উঃ- সাইকেল করে
৭১. সৌখীর মা বউকে কেউ বাড়িতে ঝি চাকরের কাজে রাখে না কেন –
উঃ- তাদেরকে কেউ বিশ্বাস করে না বলে
৭২. মাতাদীন পেশকারের বাড়ির পাশে কি পড়েছিল –
উঃ- ইট
৭৩. সৌখীর প্রিয় খাবার কি ছিল –
উঃ- আলুর তরকারী
৭৪. মাতাদীন পেশকারের বাড়িতে কারা কাজ করেছিল –
উঃ- রাজমিস্ত্রী
৭৫. এদেশে কি ছাড়া সংসার অচল –
উঃ- লোটা
৭৬. মাতাদীন পেশকারের বাড়ি থেকে কি চুরি হয়েছিল-
উঃ- লোটা
৭৭. পেশকারের বাড়ি থেকে লোটা চুরি হয়েছে বাড়ির লোক কখন জানতে পারে –
উঃ- সকালবেলা
৭৮. সৌখীর ফিরে আসার সংকেত কি ছিল –
উঃ- তিনবার টোকা মেরে একটু থেমে আবার দরজায় টোকা মারা –
৭৯. কার জন্য সৌখী জেল থেকে মেয়াদ সম্পুর্ন হবার আগেই ছাড়া পেয়েছিল –
উঃ- লাটসাহেব
৮০. সৌখীর মা কোন ঘড়িতে দুটো বাজার শব্দ শুনেছিল-
উঃ- কাছারির ঘড়িতে
ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
৮১. সৌখী জেল থেকে কত টাকা রোজগার করে এনেছিল –
উঃ- নব্বই টাকা
৮২. সৌখীর মায়ের কাছ থেকে পুরনো লোটা কে কিনেছিল –
উঃ- বাসনওয়ালা
৮৩. মাতাদীন পেশকারের নালিশ কে শুনেছিল-
উঃ- দারোগা
৮৪. মাতাদীন পেশকারের বাড়ি থেকে লোটা কে চুরি করেছিল-
উঃ- সৌখীর মা
৮৫. কদু চোর বলতে কি বোঝায়-
উঃ- ছিঁচকে চোর
৮৬. ডাকাতের মা গল্পে কে লোটা চুরি করেছিল-
উঃ- সৌখীর মা
৮৭. শেষ পর্যন্ত কার সাথে সৌখীর দেখা হয় নি –
উঃ- ছেলে বউ এর সাথে
৮৮. সৌখী তার ছেলে বৌ এর সাথে দেখা করতে পারে নি কেন –
উঃ- তার মায়ের চুরির সাজা সে নিয়েছিল
৮৯. পুলিশের সাথে যাবার আগে সৌখী তার মাকে কী দিয়েছিল –
উঃ- বাটুয়া
৯০. সৌখীর মায়ের মাথা গরম হয়েছিল কেন –
উঃ- রাজ্যের দুশ্চিন্তার কারনে
৯১. কোন কথা সৌখীর মা সৌখীর কাছে গোপন করেছিল –
উঃ- ঘরে অর্থাভাবের কথা
৯২. সৌখীকে দারোগা ধরে নিয়ে গেলে সৌখীর মা কিভাবে কেঁদেছিল-
উঃ- ডুকরে
৯৩. দারোগা সাহেবকে কি নিয়ে টানাটানি না করতে সৌখী অনুরোধ করেছিল-
উঃ- মেয়েমানুষ নিয়ে
৯৪. রাতে কার ঘুম আসতো না –
উঃ- সৌখীর মায়ের
৯৫. সৌখী ফিরে আসার পর বুড়ির ভাবনা কি ছিল –
উঃ- সৌখীকে কি খেতে দেবে
৯৬. সৌখীর মায়ের চোখে ছেলেকে দেখতে কেমন লেগেছিল –
উঃ- ছেলে রোগা হয়ে গেছে
৯৭. বাসনের দোকানদার কোন চোরাইমাল কিনেছিল –
উঃ- লোটা
৯৮. সৌখীর মুখের আদল কার মত ছিল-
উঃ- সৌখীর বাপের মত
৯৯. সৌখীর বাপ কোন জীবিকার সাথে যুক্ত ছিল-
উঃ- ডাকাত
১০০. সৌখীকে খাবার দেবার জন্য পরদিন সকালে কি কেনার কথা সৌখীর মা ভাবছিল-
উঃ- চাল
তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
১০১. সৌখীর বউ ছেলে বাপের বাড়ি গেছে শুনে সৌখীর কিরুপ প্রতিক্রিয়া হয়েছিল-
উঃ- হতাশ হয়েছিল
১০২. ডাকাতের মা কোন জাতীয় রচনা –
উঃ- ছোট গল্প
১০৩. “সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হল”- বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হল তার কারন-
উঃ ঘরের নিত্য অভাব
১০৪. “গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়” – গন্ধ গোকুল হল –
উঃ- খট্টাশ জাতীয় প্রাণী
১০৫. “টক টক করে দু টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে”-
উঃ- দলের লোক টাকা দিতে এসেছে